||আমার বাংলা ব্লগ:একটি দিনের গল্পঃ||২২ সেপ্টেম্বর ২০২১||১০% shy-fox এর জন্য||

in hive-129948 •  3 years ago 


হ্যালো প্রিয় স্টিমীয়ান বন্ধুরা,কেমন আছেন সবাই?আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি।প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি নতুন পোস্ট নিয়ে।আজকে আমি আপনাদের মাঝে একটি দিনের গল্পঃ শেয়ার করতে যাচ্ছি।এখন আমি আপনাদের মাঝে একটি দিনের কার্যক্রম উপস্থাপন করবো।আশা করছি আমার সাথেই থাকবেন।চলুন শুরু করা যাক।

IMG_20210920_144259.jpg

ছবি
ছবির লোকেশন এখানে দেওয়া হয়েছে
ক্যামেরা pocco m2 pro ক্লিক @sabbirrr

ভোর সাড়ে সাতটায় ঘুম থেকে উঠে প্রথমে দাত ব্রাশ করলাম।দাত ব্রাশ করে আমি হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম।তারপর আমি মোবাইল হাতে নিয়েই STEEMIT এর নোটিফিকেশন চেক করলাম।আমার পোস্টে আসা রিপ্লে গুলোতে আমি ফিডব্যাক করলাম।এভাবে প্রায় ঘন্টা খানেক কেটে গেলো।কিছুক্ষন পর আমি রুমে গিয়ে দেখলাম প্লেট ভর্তি আপেল কেটে পরিবেশন করা হয়েছে।তাই আমি দেরি না করে সকলের সাথে মিলে আপেল খেতে শুরু করলাম।
IMG_20210921_094144.jpg

ছবি
ছবির লোকেশন এখানে দেওয়া হয়েছে
ক্যামেরা pocco m2 pro ক্লিক @sabbirrr

আপেল খাওয়া শেষ করে আমি বাড়িতে কিছু প্রয়োজনীয় কাজ করলাম।বেশ কিছুক্ষন কাজ করলাম।তখন প্রায় সাড়ে এগারো টা বাজে।আমি বাড়ির বাহিরে বের হলাম।বাহিরে বের আমি দোকানের সামনে বসে রইলাম।হটাৎ আমার এক বন্ধু আসলো এবং আমাকে বাইকের পেছনে উঠতে বললো।চলতে চলতে বললো একটু জজ কোর্টের দিকে যাবো।যদিও আমার সেখানে যাওয়ার কোন ইচ্ছা ছিল না।কিন্তু বাদ্য হয়েই আমি তার সাথে যেতে লাগলাম।

IMG_20210923_134937.jpg

ছবি
ছবির লোকেশন এখানে দেওয়া হয়েছে
ক্যামেরা pocco m2 pro ক্লিক @sabbirrr

যাওয়ার পথে আমরা বধ্য ভূমির পাশ দিয়েই যাচ্ছিলাম।আজকে বধ্য ভূমি দেখতে বেশ চকচকে লাগছিলো।দুপুরের কড়া রোদে খুব সুন্দর ভাবে ফুটে উঠেছিল বধ্য ভূমি।যদিও আমি সেখানে দেরি করতে পারিনি।তবে আমি বাইকে থাকা অবস্থায় টুক করে ছবিটি তুলে ফেলেছিলাম।চলতে চলতে আমরা প্রায় জজ কোর্টের কাছে গিয়ে পৌঁছলাম।

IMG_20210917_105221.jpg

ছবি
ছবির লোকেশন এখানে দেওয়া হয়েছে
ক্যামেরা pocco m2 pro ক্লিক @sabbirrr

জজ কোর্টের পেছন সাইট থেকে আমি এই ছবিটি তুলেছিলাম।তারপর আমরা জজ কোর্টের কাছে গিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ সেরে নিলাম।মূলত সেখানে যাওয়া হয়েছিলো কিছু কাপড় কেনার জন্য।কয়েকটি গেঞ্জি কিনে বাড়িতে চলে আসলাম।

IMG_20210922_180850.jpg

ছবি
ছবির লোকেশন এখানে দেওয়া হয়েছে
ক্যামেরা pocco m2 pro ক্লিক @sabbirrr

বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আমি বাড়িতে আমি অনেকটা সময় ঘুমিয়ে পার করলাম।তারপর আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বাহিরে বের হলাম।বাহিরে এসে দেখলাম পশ্চিমাকাশে অনেক সুন্দর রূপ ধারণ করেছে।আমি সেই মুহূর্ত দেখে মোটেই ছবি না তুলে থাকতে পারলাম না।মোবাইল ক্যামেরা অন করেই আমি ছবিটি তুলে নিলাম।
সন্ধ্যার পরে আমি অনেকটা সময় STEEMIT এ সময় অতিবাহিত করলাম।রাত সাড়ে আটটা সময় আমি রাতের খাবার খেলাম।খাবার খাওয়া শেষ করে আমি মোবাইলে কিছুক্ষন পেস গেম খেলতে লাগলাম।

Screenshot_2021-09-23-20-36-22-618_jp.konami.pesam.jpg

ছবি
ছবির লোকেশন এখানে দেওয়া হয়েছে
ক্যামেরা pocco m2 pro ক্লিক @sabbirrr

প্রায় এক ঘন্টা আমি পেস গেম খেললাম।তারপর আমি রাতের খাবার খেতে গেলাম।রাতে সাড়ে নয়টায় আমি রাতের খাবার খেয়েছিলাম।রাতের খাবার শেষ করে আমি কিছুক্ষন বিশ্রাম করলাম।পরিবারের সকলের সাথে কিছুক্ষন গল্পঃ করে আমার রুমে গিয়ে শুয়ে পরলাম।


এভাবেই আমার একটি দিন কেটে গিয়েছিল।অনেক ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য।সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

শুভেচ্ছায় আমি @sabbirrr


cc:@steemcurator01 @steemcurator02

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনি পেস গেইম খেলেন জেনে ভালো লাগলো। সারাদিনের কর্মকান্ড আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

ধন্যবাদ আপনাকে।

ভাইয়া আকাশের ছবিটা অনেক সুন্দর হয়েছে। আপনি এমনিতেও ছবি খুব সুন্দর তুলেন আর সব সময় ই সুন্দর ছবি তুলেন।
আপেলের ফটোগ্রাফীটাও ভালো হয়েছে অর্থাৎ প্রথম ছবিটি।
আপনার দিনের কার্যকলাপ পড়ে ভালোই লাগলো আমার কাছে।

অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য।

আপনার দিনলিপি শেয়ারগুলো আমার কাছে বেশ ভালো লাগে। প্রথমে আপেলের ছবিটা বেশ সুন্দর হয়েছে। দিনলিপিটা সুন্দর ভাবে কাটিয়েছেন। শুভ কামনা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

খুব সুন্দর বর্ননা করেছেন আপনার দিনটি। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে ভাই।

ধন্যবাদ আপনাকে।

খুব সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামণা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

আপনি আপনার সারাদিনের কার্যক্রম সুন্দর ভাবে গুছিয়ে লেখেছেন সাথে ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে

আপনাকে অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

খুব ভালো লিখেছেন। আপনার এই ধরণের পোস্ট গুলো আমার কাছে বেশ ভালো লাগে। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। বিশেষ করে আকাশের ছবিটা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ।

খুব ভালো লাগলো ভাইয়া, আপনার দিনপঞ্জি পড়ে।অনেক সুন্দর দিন কাটিয়েছেন আপনি।আপনার জন্য শুভকামনা রইলো।

আপনাকে অনেক ধন্যবাদ আপু।

প্রথম ছবিটা আপনি অনেক বুদ্ধি দিয়ে তুলেছেন। এমন জায়গায় আপেল রেখে ফটোগ্রাফি করা যাই জানতাম না। আপনার এই সারাদিনের গল্প খুব সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেন। খুব ভালো লাগে। সব গুলো ছবি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপনার নিত্যদিনের গল্পগুলো মাঝে মাঝে দারুণভাবে ফুটিয়ে তোলেন। ভালো হয়েছে। লাস্টে আকাশের ফোটোগ্রাফিটা পারফেক্ট ছিল।

অনেক ধন্যবাদ আপনাকে ভাই।আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

অসাধারণ ভাইয়া।।। আপনার এই দিনের গল্পটি পরে খুব ভালো লাগলো। আর আপেলের ফটোগ্রাফিটি খুব ভালো লাগছে।
শুভ কামনা রইল ভাইয়া ❤️🥰🌷

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।