আমার বাংলা ব্লগে আমার প্রথম পরিচিতি পোস্ট। || @sadek1 ||

in hive-129948 •  8 months ago  (edited)


আসসালামু আলাইকুম




আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার বাংলা ব্লগে আমার ভেরিফিকেশন পোস্টে স্বাগতম জানাচ্ছি। এই পোস্টে আমি নিজের সম্পর্কে বর্ণনা করবো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক।



IMG_20240514_190723.jpg



আমার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য

আমার নাম সাদেক হোসেন। আমার বর্তমান বয়স ১৭ বছর। আমি বাংলাদেশি। বর্তমানে আমি বাংলাদেশের ঢাকা বিভাগে বসবাস করছি। আমি বর্তমানে ক্লাস-১১ এ অধ্যায়নরত আছি। আমি একজন মুসলিম। বর্তমানে আমি একজন স্টুডেন্ট। অনলাইনে আমার আগ্রহ ছোটবেলা থেকেই। সে জন্য আমি পড়াশোনার পাশাপাশি অনলাইনে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করি। পড়াশোনার পাশাপাশি আমি যে সময়টুকু পেয়ে থাকি সে সময়টাতে আমি ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং ও সেই সাথে স্টিমিটে কাজ করি। আমি এই বছরে ২০২৪ সালের শুরুর দিকে স্টিমিটে যুক্ত হয়েছি । স্টিমিটের ভালো সময় ও খারাপ সময়ে আমি স্টিমিটে কাজ করেছি। আমি একটু সময় পেলেই স্টিমিটে আমার কাজ করা শুরু করে দেই। স্টিমিটে কাজ করার ক্ষেত্রে অনেক কিছু শিখেছি আমি। স্টিমিটে কাজ করার ফলে আমার ব্লগিং সম্পর্কে পরিষ্কার ধারণা হয়েছে। তাছাড়া আমি সৃজনশীল বিভিন্ন ব্লগ লিখতে পছন্দ করি এর জন্য আমি স্টিমিটে কাজ করতে পছন্দ করি। কেননা এটি একটি স্বাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।কিভাবে আমি আমার

আমার শখ:

আমার প্রধান শখ হল ভ্রমণ। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি।আর দ্বিতীয় শখ হলো আমার নিজে ভিডিও শোটকরা ও নিজে এডিটিং করা।তাছাড়া আমি পড়তে ও লিখতে ভালোবাসি। আমি গান শুনতে এবং নিজে গাইতে পছন্দ করি. এছাড়াও আমার শখের মধ্যে রয়েছে কিছু স্বপ্ন যা আমি পূরণ করতে চাই। যেমন: আমি পশুপাখিদের সেবায় নিজেকে উৎস্বর্গ করতে চাই। আমি তাদের সেবা করতে চাই। আমি যতটুকু পারি মানবিক কাজ করতে চেষ্টা করি।

1709817762944.jpg

বাংলা ব্লগ সম্পর্কে জানতে পারি?

২০২৪ সালে @mahmudul01 ভাইয়ের মাধ্যমে আমি স্টিমিট সম্পর্কে জানতে পারি। তারপর থেকে আমার স্টিমিট যাত্রা শুরু হয়। আমি সে সময় বিভিন্ন কমিউনিটি ভিজিট করছিলাম, সে সময় আমি - আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে জানতে পারি। আমার মাতৃভাষা যেহেতু বাংলা তাই বাংলা ভাষার প্রতি আমার ভালোবাসা বেশিই কাজ করে। ।আমি এই ভাষাতে সবচেয়ে বেশি পারদর্শী। স্টিমিটের মতো চমৎকার প্লাটফর্মে বাংলা লিখার সুযোগ থাকায় আমি সে সুযোগ লোফে নেওয়ার লোভ সামলাতে পারতেছি না @rme দাদা আমরা বাঙালিদের জন্য স্টিমিট এ সবচেয়ে বড় কমিউনিটি তৈরি করে রেখেছেন।তাই আমি এখানে আমার মনের ইচ্ছে মতো স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করার জন্য এখানে লিখতে চাচ্ছি।

আমি স্টিমিটে এসেছি ২-দুই মাসের মতো হয়েছে।ট্রন ফ্যান ক্লাব কমিউনিটিতে শুরু থেকে কাজ করছ যাছি।
আমার নিজের সম্পর্কে আর বলার মতো কিছু নেই।
ধন্যবাদ সকলকে।একজন গেস্ট ব্লগার হয়ে কমিউনিটিতে কাজ করতে চাই।

1710040159378.jpg


ধন্যবাদ সকলকে।


Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পরিচিতি মূলক পোস্ট টি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনি আপনার পরিচিতি খুবই সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তবে, এই কমিউনিটির মধ্যে কাজ করতে হলে অবশ্যই কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে চলতে হবে। আশা করছি আপনি কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে চলবেন। আপনার জন্য শুভকামনা রইল।

ইনশাআল্লাহ আমি কমিউনিটির সকল নিয়ম মেনে চলার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো।দোয়া করবেন আমার জন্য আর আপনাদের জন্যও দোয়া রইলো। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে অনুপ্রাণিত ও সুন্দর নির্দেশনা দেওয়ার জন্যে।

আপনি ট্রন ফ্যান ক্লাবে এর আগে থেকে কাজ করে যাচ্ছেন এ কথাটা শুনে বেশ ভালো লাগলো। যাইহোক আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আশা করি আমাদের কমিউনিটির সকল নিয়মকানুন মেনে আপনি কাজ করে যাবেন তাহলে অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু করবেন ধন্যবাদ আপনাকে।

আমি আমার সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করবো কমিউনিটির নিয়ম মেনে চলার জন্য। আর আপনাকে অন্ততরের অন্তস্থল থেকে ধন্যবাদ।

আপনি যার মাধ্যমে এসেছেন তার ID টা ভুল দিয়েছেন। আর বিনা প্রয়োজনে ফাউন্ডারকে মেনশন করবেন না।

https://steemit.com/hive-129948/@rme/guest-blogger

নিয়মাবলী ভালো ভাবে পড়বেন এবং মেনে চলবেন।

দুঃখের সাথে জানাচ্ছি লিখার সময় টাইপিং ভুলে এমন একটা ভুল হয়েছে।দাদা দেখেন এহন আমি ঠিক করে দিয়েছি যার মাধ্যমে এসেছি।