আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে লেভেল ৪ এর লিখিত পরীক্ষা দিতে যাচ্ছি। লেভেল ৪ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্টিম ওয়ালেট সংক্রান্ত বিষয়ে আমি আপনাদের মাঝে আজকে বিস্তারিত তুলে ধরবো। প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় প্রফেসর @Rupok ভাইয়াকে তিনি ক্লাসে অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আবারও অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন। কালকে ভাইবাতে উত্তীর্ণ হয়েছি তাই আজকে লিখিত পরীক্ষা দেওয়ার অনুমতি পেয়েছি তাই আজকে আমি লিখিত পরীক্ষা দিতে যাচ্ছি। আশা করি আপনারা সকলে দেখবেন।
আমার বাংলা ব্লগ এ প্রফেসরগণ লেভেল ৪ হতে যে বিষয়গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন
- প্রথমত p2p এর মাধ্যমে Steem/Sbd/Trx Transfer.
- দ্বিতীয়তঃ Internal Market e SBD থেকে Steem এ Convert করা।
- তৃতীয়তঃ External Market e Steem এবং TRX Exhange.
আরো অনেক বিষয়বস্তু সম্পর্কে জানতে পেরেছি এবং যে প্রশ্নগুলো রয়েছে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতেছি নিচে ধাপে ধাপে :
উত্তর :p2p Transfer মানে Person to person Transfer.আমি আমার স্টিম ওয়ালেট হতে অন্য আরেকজনের স্টিম ওয়ালেটে যদি Steem, Sbd ও Trx ট্রান্সফার করি তাহলে p2p বোঝায় । আমার বাংলা ব্লগে p2p নিষিদ্ধ। আমরা যদি আরেকজনের সাথে নিচে লেনদেন করতে চাই তাহলে দুটি অ্যাকাউন্ট সেম মনে হয়।তাই p2p গ্রহণযোগ্যতা পাইনা আমার বাংলা ব্লগে । অতি প্রয়োজন হলে এডমিন মডারেটর এর সহায়তাই আলোচনা করা যেতে পারে। অতঃপর বলতে পারি যে p2p মানে Person টু Person ট্রান্সফার। |
---|
প্রথমত আমি স্টিম ওয়ালেটে যাব।একটি পোষ্টের রেওয়ার্ড হিসেবে আমরা স্টিম ও এসবিডি ডলার পায়।যেহেতু আমাদের এসবিডি ট্রান্সফার করতে বলছে তাই আমি নিচের দিকে স্ট্রিম ডলার এ ক্লিক করব। এরা ড্রপডাউন বাটনে ক্লিক করে ট্রান্সফার এ যাব। এরপর আমি From নিজে।যাকে পাঠাবো সে হচ্ছে To।তো আমি To এর জায়গায় @level4test লিখব। এরপর অ্যামাউন্ট এর ঘরে 0.001 SBD লিখব। এরপর মেমোতে যে উদ্দেশ্যে পাঠাবো সেই কারণটি লিখব। এরপর নেক্সট বাটনে ক্লিক করবো।সবকিছু ভালোভাবে দেখার পর ওকে বাটনে ক্লিক করব।এরপর প্রাইভেট একটিভ কী দিয়ে সাবমিট করে দেবো
প্রথমত আমি স্টিম ওয়ালেটে যাব এবং স্টিম ওয়ালেট টি আমি লগইন করব অতঃপর আমি Steem অপশনে যাব। এরপর ড্রপডাউন বাটনে ক্লিক করে ট্রান্সফার এ যাব।অতঃপর চারটা অপশন পাবো আমরা From, To,Amount, memo। From আমি নিজে। যাকে পাঠাবো সে হচ্ছে To।তো আমি To তে @level4test লিখবো।। এরপর অ্যামাউন্ট এর ঘরে 0.001 Steem লিখব। অতঃপর নেক্সট বাটনে ক্লিক করব। সবকিছু ঠিক আছে কিনা একবার দেখে ওকে বাটনে ক্লিক করবো।এরপর প্রাইভেট অ্যাক্টিভ কি দিয়ে সাবমিট করে দেব।
দুঃখিত আমার Trx না থাকার কারণে আমি Amount বসাতে পারলাম না। প্রথমত আমি স্টিম ওয়ালেটে যাব এবং স্টিম ওয়ালেট টি আমি লগইন করব অতঃপর আমি Trx অপশনে যাব। এরপর ড্রপডাউন বাটনে ক্লিক করে ট্রান্সফার এ যাব।অতঃপর চারটা অপশন পাবো আমরা From, To,Amount, memo। From আমি নিজে। যাকে পাঠাবো সে হচ্ছে To।তো আমি To তে @level4test লিখবো।। এরপর অ্যামাউন্ট এর ঘরে 0.001 Trx লিখব। অতঃপর নেক্সট বাটনে ক্লিক করব। সবকিছু ঠিক আছে কিনা একবার দেখে ওকে বাটনে ক্লিক করবো।এরপর Tron প্রাইভেট কি দিয়ে সাবমিট করে দেব।
প্রথমত আমি স্টিম ওয়ালেটে যাবো তারপরে স্টিম ওয়ালেট লগইন করবো। লগইন করার পর স্টিম লেখার পাশে ড্রপডাউন মেনু দেখতে পাবো ওখানে ক্লিক করব । ওখানে পাঁচটা অপশন আসবে। একজন নিচে মার্কেট অপশনে ক্লিক করবো।আমি যদি এসবিডি থেকে স্টিম করতে চাই তাহলে বাই স্টিম এ ক্লিক করতে হবে। তাই আমি বাই স্টিমে ক্লিক করবো।এরপর price, amount, total অপশন থাকবে। প্রথমত প্রাইস টা আমি সিলেক্ট করে নেব। এরপর এমাউন্ট এ 0.01 SBD লিখবো। এরপর Buy Steem এ ক্লিক করবো সবকিছু ঠিক আছে কিনা দেখে ওকে বাটনে ক্লিক করবো।অতঃপর প্রাইভেট অ্যাক্টিভ কি দেব। অতঃপর আমার 0.1 SBD কে Steem Convert করা হয়ে যাবে।নিচে আমার অর্ডারটি কমপ্লিট হয়েছে কিনা দেখার জন্য ডেক্সটপ মোড করলে একদম নিচে আমরা এই অপশনটি দেখতে পাবো।
প্রথমত আমাদের Poloniex এর অফিসিয়াল সাইট এর সাইনআপ পেইজে যেতে হবে। অতঃপর আমরা অনেকগুলি ফিল্ড দেখতে পাবো। প্রথমত আমার সাইন আপ করার জন্য জিমেইল লাগবে। জিমেইল যদি না থাকে জিমেইলে যেয়ে একটা একাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অতঃপর পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটি অবশ্যই স্টং পাসওয়ার্ড হতে হবে মিনিমাম আট ক্যারেক্টার এর।এরপর ক্যাপচা ভেরিফাই করে নেব আমরা। এরপর ট্রাম্প এন্ড কন্ডিশন এগ্রি করে একাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলব।অতঃপর জিমেইল একটা লিংক যাবে সেটি ক্লিক করার ফলে কনফার্ম করলেই আমাদের অ্যাকাউন্ট তৈরি সম্পূর্ণ হয়ে যাবে। একাউন্ট স্টং করার জন্য আরো বিষয় আমাদের প্রয়োজন সেগুলো আমাদের সাবমিট করতে হবে।আমরা যদি পুনরায় লগইন করতে চাই তাহলে ইমেইল পাসওয়ার্ড ও ক্যাপচা ভেরিফাই করলেই আমাদের লগইন হয়ে যাবে।
প্রথমে Poloniex Account এ গিয়ে ওয়ালেট এ ক্লিক করতে হবে।এর আমরা depositএ ক্লিক করতে হবে। এরপর আমি search option এ গিয়ে steem লিখে search করলেও steem লিখা চলে আসবে এরপর আমরা নিচে steem Network এর উপর ক্লিক করবো।তারপর আমরা Adresss And Memo পাবো। সেটা আমরা কপি করে নেব।এরপর আমি steemit ওয়ালেট এ ঢুকে steem এর পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করে টান্সফারে ক্লিক করলাম।এবার আমি To. তে যাকে পাঠাবো মানে poloniex এর Adress টা বসাবো To এর জায়গায়। Amount এর ঘরে এমাউন্ট বসাবো।এরপর Memo এর জায়গায় মেমো টা কপি করে আনছিলাম ওটা বসায় দিলাম।এরপর next বাটনে ক্লিক করলাম।সবকিছু ঠিক আছে কিনা ভালোভাবে দেখে নিয়ে Ok বাটনে ক্লিক করলাম। তারপর প্রাইভেট একটিভ কি দিয়ে সাইন ইন করলাম।অবশেষে এ টান্সফার হয়ে গেল।
প্রথমে Poloniex Account এ গিয়ে ওয়ালেট এ ক্লিক করতে হবে।এর আমরা depositএ ক্লিক করতে হবে। এরপর আমি search option এ গিয়ে trx লিখে search করলেও trx লিখা চলে আসবে এরপর আমরা নিচে tron Network এর উপর ক্লিক করবো।তারপর আমরা Adresss পাবো। সেটা আমরা কপি করে নেব।এরপর আমি steemit ওয়ালেট এ ঢুকে Trx এর পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করে টান্সফারে ক্লিক করলাম।এবার আমি To. তে যাকে পাঠাবো মানে poloniexএর Adress টা বসাবো To এর জায়গায়।এখানে মনে অবশ্যই Switch to tron account সিলেক্ট করতে হবে। Amount এর ঘরে এমাউন্ট বসাবো।এরপর Memo দেওয়া লাগবেনা।এরপর next বাটনে ক্লিক করলাম।সবকিছু ঠিক আছে কিনা ভালোভাবে দেখে নিয়ে Ok বাটনে ক্লিক করলাম। তারপর Tron Private Key দিয়ে সাইন ইন করলাম।অবশেষে এ টান্সফার হয়ে গেল।দুঃখিত TRX না থাকার কারণে বসাতে পারলাম না। Steem কে Usdt তে Convert করার জন্য প্রথমত poloniex একাউন্টে ঢুকবো। অতঃপর ট্রেডে ক্লিক করবো।এরপর spot এ ক্লিক করে search এ গিয়ে আমি steem search দিয়ে STEEM/USDT Pair পেয়ার সিলেক্ট করবো।এরপর সেল এ ক্লিক করে price এবং Amount বসাবো।এরপর sell Trx ক্লিক করে দেবো।অর্ডারটি সেল হয়েছে কিনা আমি নিচে দেখব ওপেন অর্ডারসে। একই ভাবে Trx......এটা না থাকার জন্য দেখাতে পারলাম না। Trx কে Usdt তে Convert করার জন্য প্রথমত poloniex একাউন্টে ঢুকবো। অতঃপর ট্রেডে ক্লিক করবো।এরপর spot এ ক্লিক করে search এ গিয়ে আমি Trx search দিয়ে TRX/USDT Pair Pair সিলেক্ট করবো।এরপর সেল এ ক্লিক করে price এবং Amount বসাবো।এরপর sell Trx ক্লিক করে দেবো।অর্ডারটি সেল হয়েছে কিনা আমি নিচে দেখব ওপেন অর্ডারসে। আমার কাছে পর্যাপ্ত পরিমাণে Steem ও Trx না থাকার কারণে উইথড্রোটি আমি দেখাতে পারলাম না।আমার কোথাও যদি ভুলভ্রান্তি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আমার সাধ্যমত বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। ও রূপক ভাইকে অসংখ্য ধন্যবাদ সবকিছু এত সুন্দর ভাবে বুঝিয়ে দেয়ার জন্য আমাদের নতুন মেম্বারদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ নিজের কাজগুলো নিজেই করা যাবে কারোর কাছে মুখাপেক্ষী হতে হবে না। আজকে আমি আপনাদের মাঝে লেভেল ৪ এর লিখিত পরীক্ষা শেষ করলাম। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন।
আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন?
Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন?
সমাপ্ত
প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপু লেবেল ৪ এর পরীক্ষা দিয়েছেন দেখে ভালো লাগলো আমার। আশা করব খুব শীঘ্রই ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের সাথে সুন্দর ভাবে কাজ করার সুযোগ করে নিবেন। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন খুব শীঘ্রই যেন আমি সুন্দরভাবে সকল লেভেল পার করতে পারি। ধন্যবাদ ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর পরীক্ষা দেওয়ার জন্য। খুব সুন্দর ভাবে লেভেল ৪ পরীক্ষা সম্পন্ন করেছেন। আশা করব এভাবে আপনি ভেরিফাইড মেম্বার হয়ে আসবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দোয়া করবেন আপু আমার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল চার একজন মেম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা লেভেল চারের মধ্যে লেনদেনের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।আর এই লেনদেন করার বিষয়টি ভালো ভাবে জানতে না পারলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি দেখছি আজকে লেভেল চারের লিখিত পরীক্ষা দিয়েছেন। আপনার লিখিত পরীক্ষা দেখে মনে হচ্ছে আপনি লেভেল চারের বিষয় বস্তু গুলো ভালো ভাবে বুঝতে পেরেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আমার মত করে তুলে ধরার চেষ্টা করেছি। লেভেল ৪ টা বেশ গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট থেকে বোঝা যাচ্ছে আপনি বিষয়গুলো মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছেন। তবে এই আপনার এই পোস্টে প্রচুর বানান ভুল আছে। অনুগ্রহপূর্বক সেগুলো ঠিক করে নেবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক আছে ভাইয়া আমি ঠিক করে নিচ্ছি। ধন্যবাদ ভাইয়া মনোযোগ দিয়ে পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল ৪ ব্লগিং ক্যারিয়ারে অনেক বেশি ভুমিকা রাখে আমার মনে হয়।নিজের ইনকাম করা অর্থ হাতে পাওয়ার একটা মাধ্যম।অভিনন্দন আপনাকে সেই সাথে শুভ কামনা জানায় এগিয়ে যান অনেকদুর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit