ফটোরুম স্ন্যাপড থেকে এডিট
আসসালামু আলাইকুম 🥰আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে দাদার বিশেষ আয়োজনে তৃতীয় বর্ষপুর্তি উপলক্ষে কনটেস্ট জয়েন করতে যাচ্ছি।দেখতে দেখতে তিনটা বছর পার হয়ে গেল। আজকে তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে আমি শামিল হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি।প্রথমত হাজব্যান্ড কাজ করতো তার কাজগুলো আমার ভীষণ ভালো লাগতো যখন আমি নতুন মেম্বার হয়ে আছি সকলের সাথে আমি বেশ ভালোভাবে কথা বলতে থাকি। তখন নিজের কাছে অনেকটাই ভালো লাগতো।আস্তে আস্তে যখন দীর্ঘ আটটা মাস পর এবিবি স্কুলের মাধ্যমে আমি সুন্দরভাবে সবকিছু বুঝে ভেরিফাইড হতে পেরেছি তখন নিজের মধ্যে অনেক ভালো লাগা কাজ করছিল। হঠাৎ করেই মন বললো যে অংশগ্রহণ করেই ফেলি হাতে খুব একটা সময় নাই। অত্যান্ত সুন্দর ভাবে দাদে আমাদের মাঝে প্রতিযোগিতার বিষয়বস্তু তুলে ধরেছে যে যে কাজে পারদর্শী সবাই সেটাতে অংশগ্রহণ করতেছে তাই আমি আজকে ডাই পোস্ট নিয়ে হাজির হলাম। আমার বাংলা ব্লগ ও স্টিমিটকে কেন্দ্র করে।আমাদের ছোট দাদা ও বড় দাদা আমাদের মাথার উপর রয়েছে। পাশাপাশি ছোট বৌদি ও বড় বৌদি রয়েছে। তাদের মাধ্যমে কিন্তু আমরা সুন্দরভাবে ব্লগিং করতে পারতেছি।সকল এডমিন মডারেটরদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো যারা নির্লস পরিশ্রম করে যাচ্ছে আমাদের জন্য। তো কথা না বাড়িয়ে চলন শুরু করা যাক। প্রথমেই শুভ জন্মদিন আমার বাংলা ব্লগকে।এই বছরে আমি শামিল হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি।
- সাদা পেজ
- রঙিন কাগজ
- মার্কার পেন
- জলরং
- রং পেন্সিল
- ব্রাশ
- স্কেল
- কাটার
- গ্লু গান
অতঃপর আমি ওপরে লাভ শেপের এই গোলাপি রঙের ও সাদা অংশ আমি তৈরি করে নিয়েছি। চতুর্ভুজ আকৃতির সমানভাবে চারটা অংশ ও সাদা অংশ আমি তৈরি করে নিয়ে প্রতিটি গোলাপি অংশের মাঝে সাদা অংশগুলো আমি গ্লু গান দিয়ে জোড়া লাগিয়ে দিয়ে দিলাম।
❇️৪র্থ ধাপ ❇️
❇️৫ম ধাপ❇️
❇️ষষ্ঠ ধাপ❇️
অতঃপর আমি লোগোটি সম্পূর্ণ করলাম ও ভিতরে সুন্দর কালারের মাধ্যমে আমি নকশা ডিজাইন করে নিলাম। নিচে আমি লাল ও কালো কালো কালার দিয়ে আমার বাংলা ব্লগ লিখলাম।
❇️৭ম ধাপ❇️
অতঃপর আমি সুন্দরভাবে স্টিমিটের লোগোটি সম্পন্ন করলাম ও জল রং দিয়ে আমি ভিতরে রং করে নিলাম। ওপাশে দাদার নামটি লিখলাম।
❇️অষ্টম ধাপ❇️
❇️৯ম ধাপ❇️
অতঃপর আমি সাদা অংশটি মাঝখানে গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম ও প্রত্যেকটা লাভ শেপে আমি আমার বাংলা ব্লগ ও বড় দাদা বড় বৌদি ও ছোট দাদা ছোট বৌদির নাম লিখলাম। প্রতিটি অংশের নাম আমি লিখে রাখলাম ।
❇️১০ম ধাপ❇️
অতঃপর আমি দুই হাত ধরে এটা আমি দেয়ালে টাঙ্গিয়ে যাওয়ার চেষ্টা করলাম ও সাইফক্স টি দেখতে পারতেছেন আমার দিকে তাকিয়ে আছে, কি দারুন লাগছে।
আপু আপনি তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ডাই পোস্টে অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনি দেখছি খুব সুন্দর করে এই ডাই পোস্ট তৈরি করেছেন। এত সুন্দর করে এটি তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার মন্তব্যটি আমার অনেক ভালো লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লাগলো আপু আমার বাংলা ব্লগের তিন বছর পূর্তি উপলক্ষে আপনার সুন্দর রঙিন কাগজের ডাইপ্রজেক্ট দেখে। অনেক সুন্দর হয়েছে আপনার এত সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করা। দেখতে বেশ দারুন লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি অসাধারণ একটি পোস্ট তৈরি করেছেন আপু। আমার বাংলা ব্লগের বিভিন্ন দিকগুলো আপনি আপনার পোষ্টের মাধ্যমে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। আপনার তৈরি করা প্রজেক্ট দারুণ হয়েছে আপু। শুভকামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। পোস্টটি পড়ে সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit