অরিগ্যামি পোস্ট ||দুইটি পিকাসুর অরিগ্যামি তৈরি 🫰🫰🌺

in hive-129948 •  5 months ago 

IMG20240629203712.jpg

আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন আমি আজকে আপনাদের মাঝে পিকাসু এর অরিগ্যামি তৈরি করার চেষ্টা করেছি। কিছুদিন আগে দাদা বলল ডাই পোস্ট অরিগ্যামী দুইটা ভিন্ন জিনিস। আমরা দুইটাকে এক করে ফেলেছি অরিগ্যামি মানে হল ভাঁজে ভাঁজে তৈরি করার মাধ্যম।প্রতিনিয়ত চেষ্টা করতেছি নিজেরা দক্ষতা বাড়ানোর জন্য ও আমি দক্ষতা বাড়িয়ে চলতেছি আপনাদের সুন্দর অনুপ্রেরণা পেয়ে।এই কাজগুলো করার জন্য বেশ দক্ষতার প্রয়োজন হয়। ঠিকঠাক ভাবে ভাঁজ সম্পূর্ণ না হলে কখনোই সম্পূর্ণ করা যায় না। হাতে সময় না থাকলে ধৈর্য না থাকলে কখনোই সঠিকভাবে এই কাজ সম্পন্ন করা যায় না।প্রতিটা মানুষ চেষ্টা করতেছে সুন্দরভাবে এগুলো তৈরি করার জন্য। আমিও অনেক সময় নিয়ে এটা তৈরি করলাম নিজের ভালো লাগা থেকে। অনেক ভালো লাগছিল দেখতে। আশা করি আপনারা সকলেই দেখবেন।
প্রয়োজনীয় উপকরণ

IMG20240628200636.jpg

  • রঙিন কাগজ
  • গ্লু গান
  • কাটার
  • মার্কার পেন
  • পেন্সিল
১ম ধাপ

IMG_20240629_204150.jpg

সর্বপ্রথম আমি হলুদ রং এর কাগজ নিলাম তারপর ত্রিভুজ আকৃতির মাপ নিয়ে কেটে নিলাম। অতঃপর মাঝখান বরাবর আমি আরেকটি ভাজ করলাম অতঃপর কোনাকুনিভাবে দু ভাঁজ করে নিলাম।
২য় ধাপ

IMG_20240629_204254.jpg

তারপর আমি দু'ভাঁজ করার পর ত্রিভুজ আকৃতির সমান অংশ হল এবং মাঝখান বরাবর দুইটা অংশ আমি ভিতরে ঢুকিয়ে ভাঁজ করে দিলাম।
৩য় ধাপ

IMG_20240629_204307.jpg

তারপর আমি সমান একটা হলুদ আকৃতির কাগজ নিলাম ও মাথার ২ টা কানের অংশ তৈরি করে নিলাম ছোট ছোট ভাবে।

❇️৪র্থ ধাপ ❇️

IMG_20240629_204336.jpg

অতঃপর আমি গ্লু গান দিয়ে দুইটা গানের অংশ জোড়া লাগিয়ে দিলাম ও আমি মার্কার পেন দিয়ে সুন্দরভাবে কালো রং দিয়ে নকশা করলাম এবং চোখের অংশ করার পর আমি লাল কালার দিয়ে এই সুন্দর নকশা করলাম ও মুখ ও ঠোঁটের অংশটি তৈরি করে নিলাম।

❇️৫ম ধাপ ❇️

IMG20240629203651.jpg

অতঃপর আমি একই ভাবে গোলাপি আকৃতির পিকাসু তৈরি করে নিলাম। অতঃপর দুইটা একসঙ্গে রেখে আমি উঠালাম বেশ কষ্ট হয়েছে, এগুলো তৈরি করতে ভাঁজ করার সময়।

IMG20240629203712.jpg

অবশেষে সম্পন্ন করে ফেললাম। দুইটা পিকাসু অরিগ্যামি।এই কাজগুলো করতে বেশ দক্ষতা লাগে। ঠিকঠাক ভাবে ভাঁজ সম্পূর্ণ না হলে কখনোই সম্পূর্ণ হয়ে ওঠে না। এই কাজগুলো করতে অনেক কষ্টসাধ্য ব্যাপার, ধৈর্য না থাকলে কখনোই সম্ভব হয়ে ওঠেনা অনেক ধৈর্য নিয়ে কাজটি করেছি ও ঠিকঠাকভাবে ভাঁজ না হলে কখনোই সম্পন্ন করা যায় না।আশা করি আপনারা পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন আমি সব সময় ভালো কাজ করার অনুপ্রেরণা পায়।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

Banner.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

Device : Oppo A16

💗💗💗

standard_Discord_Zip.gif

সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়

আমার নাম হচ্ছে সাদিয়া।আমি ক্লাস টেনে পড়ি। আমার বাসা হচ্ছে মেহেরপুর জেলার গাংনী থানার বামুন্দিতে। পড়াশোনার পাশাপাশি আমি ব্লগিং সাইট বেছে নিয়েছি। এখানকার কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। সত্যিই ফেসবুকে যে সময়টুকু দিয় এখানে দিলে হয়তোবা ভালো কিছু আশা করব।আমার প্রিয় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা, রান্না করা আর এখানে এসে অনেক কিছু শিখতে পারছি। কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করার আগ্রহ। আমি চেষ্টা করছি আমার স্বামীর পাশাপাশি তাকে হেল্প করার।ফুচকা খেতে অনেক ভালো লাগে। আর আমার স্বামীকে অনেক ধন্যবাদ সে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে 💗

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি আজকে রঙিন কাগজ দিয়ে দুইটা পিকাসুর অরিগ্যামি তৈরি করেছেন। দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে এধরনের কাজ গুলো করতে আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। চোখ এবং মুখ তৈরি করার জন্য দেখতে অনেক কিউট লাগছে। ধন্যবাদ পোস্টটি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার দুইটি পিকাসুর অরিগ্যামি তৈরির প্রক্রিয়া গুলো খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। নিখুঁত আর সাবলীল ভাবে। দারুন লেগেছে আমার কাছে।🌹

অনেক সুন্দর ভাবে দুটি পিকাসুর অরিগ্যামি তৈরি করেছেন আপু যা দেখতে আমার কাছে অসাধারণ সুন্দর লাগছে। আসলে দেখে বোঝা যাচ্ছে অনেক ধৈর্য সময় নিয়ে আপনি এই পিকাসুর তৈরি করেছেন কালার দুটি অনেক সুন্দর লাগছে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো ,ধন্যবাদ সুন্দর অরিগ্যামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দুইটি পিকাসুর অরিগ্যামি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রতিনিয়তই আপনি নিজের দক্ষতা বাড়িয়ে চলেছেন দেখে অনেক খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি পোস্ট আমাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য।

আপনার পিকাসুর অরিগ্যামি দেখে খুব ভালো লাগলো। বেশ দুর্দান্ত পিকাসুর অরিগ্যামি তৈরি করেছেন। পিকাসুর দুইটি দেখতে খুবই সুন্দর লাগছে। পিকাসুর অরিগ্যামি তৈরি প্রক্রিয়া বেশ অসাধারণ হয়েছে। এতো চমৎকার ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

সবার অনুপ্রেরণা পেয়ে আপনি দিনে দিনে অনেক সুন্দর ভাবে নিজের প্রতিভা বাড়িয়ে তুলেছেন দেখে ভালো লাগলো আপু। দুইটি পিকাসুর অরিগ্যামি অনেক সুন্দর হয়েছে। আপনার তৈরি করা এই অরিগ্যামি আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

কাগজের ভাঁজে অনেক সুন্দর করে পিকাসুর অরিগ্যামি তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজের ভাঁজে ভাঁজে কিভাবে অরিগ্যামি তৈরি করেছেন সেটা তুলে ধরার জন্য ধন্যবাদ।

অনেক সময় দেখা যায় যে আমরা ডাই তৈরি করে অরিগামী বলি। অরিগামিয়া আর ডাই এর পার্থক্য না বুঝতে পারলে এই সমস্যাটা হয়। যাইহোক আপু আপনার আজকের পিকচুর অরিগামিটা খুব সুন্দর হয়েছে। অনেকটা বুকমার্কের মত লাগছে দেখতে। আপনি অনেক সময় নিয়ে তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। ভালো লাগলো দেখে।

দারুন দুইটি দুইটি পিকাসুর অরিগামি ছবি তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা অরিগামি গুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে। খুব নিখুঁত ভাবে রঙিন কাগজের মাধ্যমে অরিগামি দুটি উপস্থাপন করেছেন। যা দেখতে বেশ দুর্দান্ত লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

বাহ আপনি তো রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার দুটি পিকাসুর অরিগ্যামি বানিয়েছেন। রঙিন কাগজ দিয়ে কিছু বানালে যেমন ভালো লাগে দেখতে হবে চমৎকার লাগে। তবে রঙিন কাগজের পিকাসুর অরিগ্যামি এর মধ্যে কানগুলো দেওয়ার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। ধন্যবাদ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজের পিকাসুর অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ওয়ালাইকুম আসসালাম। আপনার পিকাসু অরিগ্যামি তৈরির প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনি যে দক্ষতা, ধৈর্য এবং মনোযোগ দিয়ে এই কাজটি সম্পন্ন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। অরিগ্যামির প্রতিটি ভাঁজে যে যত্ন এবং সময় ব্যয় করা হয়েছে, তা আপনার নিখুঁত সৃষ্টির মধ্যে প্রতিফলিত হচ্ছে। আপনার এই সুন্দর শিল্পকর্ম দেখার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আপনার প্রতিভা এবং উৎসাহ আমাদের সকলকে অনুপ্রাণিত করবে। আপনার ভবিষ্যতের সকল সৃষ্টিতে আমরা পাশে আছি এবং আপনাকে সমর্থন করব। অভিনন্দন ও শুভকামনা রইল!

[@redwanhossain]