আসসালামু আলাইকুম
আজ,১৭ই অক্টোবর ২০২১ইং
রোজঃরবিবার
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন।আমি ও মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি।সন্তানরা পিতা মাতার কাছে অমূল্য সম্পদস্বরূপ।কিন্তু সেই সন্তানই যদি পিতা মাতাকে অবহেলা করে তাদেরকে ফেলে আসে বৃদ্ধাশ্রম নামক কলঙ্কিত কারাগারে, তাহলে সেই পিতা মাতার চোখের পানি ফেলা ছাড়া অন্য কোনো উপায় থাকে না।হ্যাঁ,আজ আমি লিখতে যাচ্ছি বৃদ্ধাশ্রম নিয়ে।
মূলত বৃদ্ধাশ্রম হলো অবহেলিত বৃদ্ধ পিতামাতাদের আবাসস্থল। সুদূর চীনে সর্বপ্রথম বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত হয়েছিলো সন্তানহারা বা নিঃসন্তান পিতা মাতার বৃদ্ধকালে খাদ্য,বস্ত্র,বাসস্থান, চিকিৎসা ইত্যাদি মৌলিক সেবা প্রদান করার জন্য।
কিন্তু বর্তমানে এর কঠোর অপব্যবহার হচ্ছে।মা ও বাবা,এদুটি সবচেয়ে মধুর শব্দ। এই শব্দ দুটোর মাঝে নিহিত আছে অঢেল স্নেহ, মায়া- মমতা ও ভালোবাসা। পিতা মাতা তাদের সন্তানের জন্য সর্বস্ব ত্যাগ করে। নিজেদের সব স্বার্থ অকাতরে বিলিয়ে দিতে চায় সন্তানের কল্যানে। নিজেদের যতটুকু সম্বল আছে তা-ই দিয়ে সন্তানের মঙ্গলের জন্য জীবনযুদ্ধে অংশ নেয়। বিনিময়ে আশা শুধু এটুকুই যে,খোকামনিরা সুখে থাকুক।
সন্তানরাও তাদের পিতা মাতাকে ছোটবেলা থেকেই ভালোবাসে।কিন্তু বড় হওয়ার পর সব যেন ধোঁয়াশা হয়ে যায়। ছোট বেলায় যে বাবা-মা ছিলেন সন্তানের সবচেয়ে বেশী আপন, যাদের ছাড়া সন্তান কিছুই করতে পারত না, যারা নিজেদের আরাম হারাম করে তাদের মানুষ করেছেন, নিজের সব দুঃখ-কষ্ট বুকে চেপে সন্তানের হাসিমাখা মুখ দেখার জন্য যে মা-বাবা ব্যাকুল থাকতেন, সে না খেলে যিনি থাকতেন অনাহারে, না ঘুমালে থাকতেন নির্ঘুম, অসুস্থ থাকলে বসে থাকতেন শিয়রে, যে বাবা-মা তিল তিল করে নিজেদের সবকিছু বিসর্জন দিয়েছেন সন্তানকে মানুষ করার জন্য, যে বাবা নিজের পকেট খরচকে বাঁচিয়ে রাখতেন তার সন্তানের টিউশন ফী অথবা টিফিনের টাকার জন্য, যারা নিজের অসুস্থতার কথা না ভেবে কেবল তার সন্তানদের কথা চিন্তা করে প্রত্যুষেই নেমে পড়তেন রুজি-রোজগারের সন্ধানে, সেই বাবা-মায়ের শেষ বয়সের ঠিকানা অবশেষে যদি হয় বৃদ্ধাশ্রম।তবে মানবতার প্রতি এ এক চরম উপহাস বৈ কি?
"ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার
মস্ত ফ্লাট-এ যায়না দেখা এপার-ওপার
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সবচেয়ে' কমদামী ছিলাম একমাত্র আমি
ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম"
নচিকেতার এই গানটি যেন বাস্তবতার প্রতিচ্ছবি।পিতা মাতার সেবাযত্ন করা সন্তানের দ্বায়িত্ব। বৃদ্ধ অবস্থায় যখন তারা অসহায় হয়ে পড়ে তখন তাদের সর্বোচ্চ সেবা দেওয়া সন্তানের দ্বায়িত্ব। বর্তমানে শিক্ষিত, অশিক্ষিত, চাকরিজীবী অনেক সন্তান তাদের পিতা মাতাকে কাছে রাখতে চায় না।এর কারণ হলো সামাজিক মূল্যবোধের অভাব।পৃথিবীর প্রতিটি ধর্মে বাবা-মার সেবাযত্নের কথা বলা হয়েছে। ইসলাম ধর্মে পিতা মাতাকে সেবা করার বদৌলতে জান্নাত লাভের কথা বলা হয়েছে। অন্যান্য সকল ধর্মেও পিতা মাতাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। কিন্তু দিনের পর দিন আমরা যেন এক লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হচ্ছি।দিন দিন আমরা পশ্চিমা সভ্যতার দিকে ধাবিত হচ্ছি। যেখানে সন্তানরা পিতা মাতার পরিচয়ে বড় হয় না।যেখানে তাদের শুধু পৃথক পৃথক দিবসে বাবা মাকে স্মরণ করার প্রয়োজন পড়ে।যার কারণে বাবা দিবস ও মা দিবসের সুচনা হয়েছে। তাই আমাদের উচিৎ এসব দিবসকে বয়কট করা।তাই আমাদের সবার উচিৎ পিতা মাতার অধিকার আদায়ে সচেষ্ট হওয়া, তাদের সেবাযত্ন করা,সন্তানদের সঠিক শিক্ষায় শিক্ষিত করা।নাহলে আমরাও নিমজ্জিত হয়ে যাবো আধুনিকতার নামে প্রচলিত নষ্ট সভ্যতার অতল গহ্বরে।
করোনাকালে আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শেষ করছি। ধন্যবাদ সকলকে।
আপনার পোষ্টটি বাস্তব মুখী ছিল, আসলে বাবা মায়েরা তার সন্তানকে নিজে না খেয়ে নিজে না পড়ে মানুষের মত মানুষ করছে এবং সেই সন্তানেরা চাকরি-বাকরি করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব।
অনেক গুছিয়ে লিখেছেন আপু শুভেচ্ছা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে বাবা মায়েরা তার সন্তানকে নিজে না খেয়ে নিজে না পড়ে মানুষের মত মানুষ করছে এবং সেই সন্তানেরা চাকরি-বাকরি করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব।অনেক গুছিয়ে লিখেছেন আপু শুভেচ্ছা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক বাস্তব মুখী পোস্ট।তবে আমি আমার বাবা মার ক্ষেত্রে এই চিন্তা কোনো কল্পনাতেও ভাবতে পারি না।সকল বাবার জন্যে ভালোবাসা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোষ্টের লেখাগুলো 35% + চৌর্যবৃত্তি করা।
এ ধরনের post আমাদের কমিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/privacy-policy-last-updated-privacy-policies-of-amar-bangla-blog-community-30-sep-21
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/h4hMjcuu
Source:
https://www.facebook.com/Allhamdulilah.I.AM.A.Muslim/posts/2500382226848163/
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit