আলু দিয়ে মুরগী মাংসের রেসিপি || ১০% লাজুক -খ্যাক এর জন্য 🇧🇩

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামুআলাইকুম

আজ,১৯ই অক্টোবর ২০২১ইং
রোজঃমঙ্গলবার

IMG_20211019_132538.jpg

আপনারা কেমন আছেন সবাই? আশা করি, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি মুরগির মাংস রান্না করেছি।তাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। মুরগির মাংস ছোট বড় সবাই পছন্দ করে । মুরগির মাংসে আছে আমিষ বা প্রোটিন যা দেহের ক্ষয়পূরণ,বৃদ্ধি সাধন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।তাহলে রান্না শুরু করা যাক।


উপকরণপরিমাণ
মুরগির মাংস২ কেজি (কর্ক মুরগি)
পেঁয়াজ৬-৮টি
হলুদের গুঁড়া২ চা চামচ
শুকনো লঙ্কা গুঁড়ো৩ চা চামচ
জিরা বাটা২ চা চামচ
আদা বাটা২ চা চামচ
রসুন বাটা৪ চা চামচ
শুকনো মরিচ৭ টি
ডালচিনি, এলাচ এবং লংপরিমাণমত
লবণপরিমাণমত
সয়াবিন তেলপরিমাণমত

আমি কর্ক মুরগী রান্নার পদ্ধতি শেয়ার করছি। তবে এভাবে দেশি মুরগির মাংসও রান্না করতে পারবেন।


পদ্ধতি




১ম ধাপ


IMG_20211019_122623.jpg

প্রথমে মুরগির মাংস গুলো বড় কিংবা ছোট, আপনার পছন্দ মতো কেটে নিন।এরপর মাংসের টুকরোগুলো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। লক্ষ্য রাখতে হবে যেন মাংসের গায়ে কোনো রক্ত লেগে না থাকে। মাংস থেকে পানি ছাড়িয়ে নিতে হবে।



২য় ধাপ


IMG_20211019_122832.jpg

মাংসের টুকরোগুলো ধুয়ে নিতে হবে এরপর উপরে উল্লেখিত পরিমাণ অনুযায়ী মশলা তৈরি করুন।শুকনো মরিচ বেটে নিতে পারেন অথবা আস্ত কাচা মরিচও ব্যবহার করতে পারেন। যে কোনো মশলা আপনার রুচি বা স্বাদ অনুযায়ী দিতে পারেন।পেয়াজ কুচি কুচি করে কেটে নিতে হবে।



৩য় ধাপ


IMG_20211019_122757.jpg

আপনি মাংসের মধ্যে আলু দিতে পারেন।আমি আলু দিয়ে রান্না করেছি। মাংসে আলু দিলে মাংসের স্বাদ ভালো হয়।এক্ষেত্রে আমি মাঝারি আকারের আলু দুইভাগ করে কেটে নিয়েছি।


৪র্থ ধাপ


IMG_20211019_123214.jpg

প্রথমে মাংস কড়াইয়ে ঢেলে নিন এবং পরে মশলাগুলো মাংসের উপর ছেড়ে দিন। মাংস এবং মশলা ভালো করে চামচ দিয়ে নেড়ে দিন যাতে মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশে যায়। ১০ মিনিট এভাবে নাড়ার পর অল্প পানি দিয়ে পুনরায় নাড়তে থাকুন।



৫ম ধাপ


IMG_20211019_124607.jpg

মাংশ সিদ্ধ হয়ে এলে পরিমানে পানি দিয়ে অন্তত ১৫ মিনিট মাংসগুলো ভালো করে কষতে থাকুন।



৬ষ্ঠ ধাপ


IMG_20211019_124700.jpg

মাংস আধকষা হয়ে এলে তাতে কেটে রাখা আলুগুলো ঢেলে দিন।



৭ম ধাপ


IMG_20211019_124814.jpg

মাংসে আলু দেয়ার পর মাংসের সাথে আলুগুলো ভালোভাবে নেড়ে দিন। এরপর তাতে হালকা করে পানি দিয়ে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত কষতে হবে। ভালোভাবে কষা হয়ে গেলে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রাখতে হবে।



৮ম ধাপ


IMG_20211019_132613.jpg

প্রায় ১০-১৫ মিনিট পর মাংসের পানি কমে গেলে ঝোল লাল বর্নের হবে। আপনি চাইলে তরকারিতে গরম মসলাগুঁড়া ছিটিয়ে দিতে পারেন। এরপর পরিমাণমতো ঝোল রেখে তরকারি চুলা হতে নামিয়ে নিন। এরপর মাংস পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেল মুরগীর মাংসের তরকারি।



এভাবে খুব সহজে মুরগির মাংস রান্না করা যায়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।


সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আহা! লোভনীয় রান্না😋😋

দেখেই জ্বিভে পানি চলে আসছে
আর রেসিপিতে উপাদানগুলোও খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন

এক কথায় চমৎকার ভাবে উপস্থাপন করেছেন

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভেচ্ছা রইল।

আপু অবিরাম ভালোবাসা রইল সব সময় পাশে থাকবেন এই কামনা করছি।

বাহ আপু সুন্দর করে আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি তৈরি করেছেন।ধাপে ধাপে কিভাবে রান্না করতে হয় তা আমাদের মাঝে তুলে ধরেছেন।শুভকামনা রইলো আপু।

রান্নার বিষয়ে ভালো মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

মুরগির মাংস আমার অনেক প্রিয় একটি খাবার। সাথে আলু থাকলেতো আর কোন কথাই নেই। রেসিপি টা দেখে খুব লোভ লাগছে। ধন্যবাদ এত সুন্দর করে আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

আলু দিয়ে মুরগির মাংস আমারও খুব প্রিয়।আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

খাবারটা দেখেই জিহ্বায় জল চলে এসেছে। ক্ষুদাটা আরো বেরে গিয়েছে।
অসাধারণ হয়েছে আপনার রেসিপি।
আগামীর জন্য শুভকামনা রইল।

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।শুভকামনা রইল।

আহ্ দেখে খেতে ইচ্ছে করছে। মুরগির মাংস আমার কাছে খুব প্রিয় যার জন্য খুব লোভ হচ্ছে কিন্তু খেতে পারছি না। যাইহোক সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

তাই? আপনার দাওয়াত রইল। চলে আসুন আমাদের বাসায়। আপনার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল।

আপু আপনার করা রেসিপি অনেক সুন্দর হয়েছে।রেসিপির ছবিগুলো দেখে জিভে জল এসে গেল। রেসিপির আলোচনা অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল।

ওয়াও দেখতে খুব সুন্দর লাগছে আপনার রেসিপি টা। মুরগির মাংশ আমার কাছে অনেক অনেক ভালো লাগে। সুন্দর করে রেসিপি সম্পর্কে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল

মুরগির মাংস আমারও অনেক ভালো লাগে। এটা আমার প্রিয় খাবার গুলোর মধ্যে একটি। এতো সুন্দর করে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীর জন্য শুভকামনা রইল।

আলু দিয়ে মুরগির মাংস রেসিপি খেতে অনেক ভালো লাগে। এটি সচরাচর বাড়িতে রান্না হয়ে থাকে। মাঝে মাঝে আপনি এত সুন্দরভাবে উপকরণগুলো আমাদের মাঝে পরিবেশন করেছেন। রান্না করেছেন রান্না ধরনটি খুবই ভালো ছিল। আপনার জন্য শুভকামনা রইল

  ·  3 years ago (edited)

@sadiaafroj আপু,, আপনার পোস্ট গুলো অনেক সুন্দর হয়, অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেন আপনি, আপনার প্রতিটি পোস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে।

কিন্তু আমি দেখছি অনেক দিন যাবত আপনি পোস্ট করা বন্ধ করে দিয়েছেন। আমি চাইবো আপু আপনি আবার আমাদের মাঝে ফিরে আসেন আর সুন্দর সুন্দর পোস্ট আমাদের উপহার দিবেন।
ধন্যবাদ আপনাকে।

আপু আপনি পোস্ট কেন করছেন না ?? আপনার কোনো সমস্যা থাকলে আপনি discord server এ এসে কথা বলতে পারেন।
আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন।

@sadiaafrojআমার বাংলা ব্লগে আপনাকে পুনরায় স্বাগতম।

আপনি কি আমার বাংলা ব্লগে কাজ করতে ইচ্ছুক?
আপনি যদি কাজ করতে ইচ্ছুক হোন তবে আর দেরি না করে কমিউনিটির সকল নিয়ম মেনে নতুন করে আবার একটি Intro পোস্ট করুন। এবং অবশ্যই abb-school এর ক্লাস গুলো করতে হবে।
পোস্ট করার সকল নিয়মাবলী

আর যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তবে অবশ্যই ডিসকোর্ড এ এসে সাপোর্ট টিকেট ওপেন করে আপনার সমস্যার কথা আমাদের সাথে শেয়ার করুন। আমরা যথাযথ চেষ্টা করবো আপনাকে সাহায্য করার।
ডিসকোর্ড লিংক https://discord.gg/yChZ9ptY