লেভেল হতে আমার অর্জন || by@sadiaafroj||১০% লাজুক খ্যাকের জন্য 🇧🇩

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা সকলেই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সাদিয়া আফরোজ।গত ২৯-০১-২০২২ ইং তারিখে আমি এবিবি স্কুলে লেভেল ওয়ানের ক্লাসে উপস্থিত ছিলাম।উক্ত ক্লাসে আমি যা যা শিখেছি তা আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20220203_233027.jpg

লেভেল ওয়ানের ক্লাসে আমি যা যা শিখেছিঃ

  • অন্যান্য সোশ্যালমিডিয়া হতে স্টিমিটের পার্থক্য
  • ব্লকচেইন
  • স্টিমিটে পোস্ট করার নিয়ম
  • ট্যাগ
  • কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট
  • প্লাগিয়ারিজম
  • স্প্যামিং
  • রি-রাইট
  • এবিউজ
  • আপভোট,ডাউনভোট ও রিস্টিম
  • ফলো,আনফলো ও কমেন্ট
  • রিওয়ার্ড ও পে আউট

অন্যান্য সোশ্যালমিডিয়া হতে স্টিমিটের পার্থক্যঃ

আমরা যে সকল সোশ্যালমিডিয়া ব্যবহার করি যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদিতে আমরা যে সময় ব্যয় করি তাতে তাদের ভ্যালু বৃদ্ধি পায় যার পুরোটা পেয়ে থাকে মালিকপক্ষ। অপর দিকে স্টিমিটে আমরা যে সব পোস্ট করি তাতে যে ভ্যালু বৃদ্ধি পায় এবং এই ভ্যালু যে রিওয়ার্ড আসে তা সবার মাঝে ভাগ করে দেয়া হয়।অথ্যাৎ স্টিমিটে আমাদের সময় এবং ক্রিয়েটিভকে মূল্যয়ন করা হয়।

ব্লকচেইনঃ
আমরা স্টিমিটে যে সকল লাইক , কমেন্ট ও শেয়ার করে থাকি সে গুলো একটি কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ হয় না।অথ্যাৎ রিসেন্ট্রালাইজ করা আছে যেখানে ট্রান্সলেশন যোগ করা হয়।যেই লেজারে এই ট্রান্সলেশন গুলো যোগ হয় তাকে ব্লকচেইন বলে।ক্রিপটোকারন্সিকে মানুষের কাছে নিরাপত্তা দেয়ার জন্য ব্লকচেইন পদ্ধতি ব্যবহার কার হয়।

স্টিমিটে পোস্ট করার নিয়মঃ
স্টিমিটে পোস্ট করতে হলে আমাদের সর্বপ্রথম পোস্ট অপশনে গেলে তিনটি অংশ দেখা যাবে।টাইটেল,বডি এবং ট্যাগ।টাইটেল আমরা যে বিষয়ের উপর পোস্ট করে থাকি সে বিষয় সম্পর্কে লেখা হয়।টাইটলে সর্বোচ্চ ২৫৫ ক্যারেক্টার লেখা যায়।বডিতে আমরা পোস্ট সম্পর্কে সম্পূর্ণভাবে বিবরণ লেখি।বডিতে ৬৫৫৩৬ টি ক্যারেক্টার লেখা যায়।অথ্যাৎ ৬৫ কিলোবাইট। এই বডিতে ছবি যোগ করতে হলে ইমেজ অপশনে ক্লিক করে ছবি যোগ করা যায়।এই ক্ষেত্রে ১০এমবি পর্যন্ত ছবি আপলোড করা যায়। ১০ এমবি বেশি ছবি আপলোড করা যাবে না।

ট্যাগঃ
স্টিমিটে আমরা যে সম্পর্কে লিখছি তার কিছু কিওর্য়াডস হলো ট্যাগ। যেমন আমরা যদি রেসিপির পোস্ট করে থাকি তাহলে সেখানে recipe bangladesh fish curry এসব শব্দে ব্যবহার করা হয়।তবে নগ্ন ছবি গরু ও শুকররের মাংসে পোস্ট ধর্মীয় অবমাননা। নারীর অবমানা ইত্যাদি পোস্টের ট্যাগ লিখতে হলে nsfw লিখতে হবে।স্টিমিটে ট্যাগ লেখার সময় হ্যাশ (#) চিহ্ন ব্যবহার করা যায় না।তবে ট্যাগের পর আরেকটি শব্দ লেখার সময় স্পেস দিয়ে লিখতে গেলে এককটি ট্যাগ হয়ে যাবে।

কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টঃ

সারাদেশে সকল মানুষ তাদের মেধা খাটিয়ে যা সৃষ্টি করে থাকেন তা যেন অন্য কোন মানুষ নকল করে আর্থিকভাবে লাভবাব হতে না পারে সে সম্পর্কে যে আইন থাকে তাই কপিরাইট। স্টিমিটে কপিরাইট প্রযোজ্য নয়।স্টিমিটে আমরা যদি কারো লেখা লেখে থাকি তবে সেক্ষেএে লেখকের মৈখিক অনুমতি নিয়ে তার নাম সোর্স হিসেবে লিখতে পারব।

প্লাগিয়ারিজমঃ

আমরা অনেক সময় অন্যের পোস্ট পুরাইটায় নকল করে বা সামনয় পরিবর্তন করে পোস্ট করে থাকি একে প্লাগিয়ারিজম বলে।আমরা অনেক কপিরাইট ও প্লাগিয়ারিজমকে একই ভেবে থাকি।তবে দুটি বিষয়ে সম্পূর্ণ আলাদা।

আপভোট, ডাউনভোটঃ
স্টিমিটে আমরা যেসব পোস্ট পছন্দ করে থাকি তাকে আপভোট বলে।আমরা যে সব পোস্ট ডিস-লাইক করে থাকি তাকে ডাউনভোট বলে।

স্প্যামিংঃ
স্প্যামিং এমন একটি বিষয় যেখানে আমরা এমন একটি বিষয়কে বার বার বিভিন্নভাবে উপস্থাপন করে আমাদের বিরক্ত করার চেষ্টা করে থাকে। স্প্যামিং বিভিন্ন ভাবে হতে পারে যেমন পোস্টে স্প্যামিং, কমেন্টে স্প্যামিং এবং ট্যাগে স্প্যামিং।

এবিউজঃ
স্টিমিটে কোন কিছু মিস ইউস করাই হল এবিউজ। কোন কিচুকে যদি কিছুটা অথ্যাৎ সফটওয়্যারকে ফাঁকি দেয়ার চেষ্টা করে থাকে তাহলে সেটা এবিউজ বলে গন্য হবে।

আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মাবলিঃ
১.বাংলা ভাষা ছাড়া অন্য কোন ভাষা ব্যবহার করা যাবে না।
২. কপি করে পোস্ট করা
যাবে না।
৩. ধর্মীয় সংক্রান্ত ও রাজনীতি বিষয়ে পোস্ট করা যাবে না।
৪.শুকরের মাংস ও গরুর মাংসের রেসিপি পোস্ট করা যাবে না।
৫.২৫০ টি শব্দের পোস্টে অন্তত ৫টি বানান ভুল হলে toltolerate হবে।
৬. একই পোস্ট অন্য কোথাও পোস্ট করা য

১.কোন ধরনের এক্টিভিটিজ স্প্যামিং বলে গন্য হয়?
উত্তরঃ দুই একটি ডট দিয়ে কমেন্ট করা এক ধরনের স্প্যামিং।আবার অন্যদের কাছে আপভোট চেয়ে অনুরোধ করা স্প্যামিং।বার বার একই কমেন্ট করা স্প্যামিং।

২.ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

উত্তরঃযে কোন ছবি পোস্ট করার ক্ষেএে আমাদের ফ্রি ওয়েবসাইট থেকে ছবি নিতে হবে।এক্ষেত্রে সোর্স উল্লেখ্য করতে হবে।অন্যথায় কপিরাইট করা ছবি পোস্ট করা যাবে না। এক্ষেত্রে পোস্টি মিউট হয়ে যেতে পারে।

৩.তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়?

উত্তরঃ-
১.pexels
২.pixabay
৩.freeimages

৪.পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

উত্তরঃ
আমরা যে বিষয়ের উপর পোস্ট করব তার সম্পর্কে কিছু কিওয়ার্ডকে ট্যাগ বলে। কেউ যদি আমার পোস্ট পড়ে এমন সেই ধরনের আরো পোস্ট পড়তে চাই তবে ট্যাগ অপশনে ক্লিক করলে সে বিষয়ের আরো পোস্ট পাবে।
পোস্টে উপর ভিত্তি করে ট্যাগ ব্যবহার করতে হয়।

৫.আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

উত্তরঃ-আমার বাংলা ব্লগ কমিউনিটিতে রাজনীতি এবং ধর্ম বিষয়ে পোস্ট লেখা সম্পূর্ন নিষিদ্ধ এবং গরু ও শুকর এসব বিষয়েও পোস্ট লেখা নিষিদ্ধ। আবার যদি কেউ ভয় পায়,চমকে যায়, 18+ পোস্ট করা নিষিদ্ধ।

৬. প্লাগিয়ারিজম সম্পর্কে আপনি কি জানেন?
উত্তরঃ
অন্যের কোন পোস্ট সরাসরি নকল করে বা সামান্য পরিবর্তন করে পোস্ট করা হয় তাকে প্লাগিয়ারি বলে। তবে ৭০% লেখা যদি আমার হয় তবে সেটা প্লাগিয়ারিজমের আওতাভুক্ত হবে।

৭.re-write আর্টিকেল কাকে বলে?
উত্তরঃ
আমরা এমন সব বিসয়ে পোস্ট করি যে গুলো সম্পর্কে যে সোর্স থেকে তথ্য নেয়ার প্রয়োজন পড়ে তাকে রিস্টিম বলে। এ ক্ষেএে ৭৫% লেখা নিজের হতে হবে বাকি ২৫% সোর্স হতে নিতে হবে।

উল্লিখিত সকলের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কিভাবে লেভেল ওয়ান ভেরিফিকেশন এর পোস্ট করতে হয় আপনি সেটা না পড়েই পোস্টটি করেছেন।

ভাইয়া আমি পোস্টটি পড়েছি তবে কিভাবে পোস্ট করতে হয় লেভেল ওয়ানের সেটা হয়তে আমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারি নি।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনার পোস্টটি পড়ে যা বুঝতে পারলাম আপনি স্টিমিট এর বেসিক বিষয়গুলো ভালভাবে আয়ত্ত করতে পেরেছেন। আমরা যদি এই প্লাটফর্মে একজন স্থায়ী এবং প্রফেশনাল ব্লগার হতে চাই সে ক্ষেত্রে আমাদের এইসব গাইডলাইন এর গুরুত্ব খুবই জরুরী এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পুরোটাই ডিফারেন্ট এখানে হাতে-কলমে সকল ইউজারকে শিখিয়ে দেওয়া হয় যেটা আসলেই অনেক ভালো একটা বিষয় । ধন্যবাদ আপনাকে এমন সুন্দর গোছানো একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

  • লেভেল ওয়ানের' পরীক্ষা দিয়েছেন দেখে খুবই ভাল লেগেছে। এভাবে বাকি পরীক্ষাগুলো দিয়ে ফেলুন। ক্লাসগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজেও অনেক কিছু শিখেছি এই ক্লাসগুলো করে। আপনার অপেক্ষায় থাকলাম ‌‌। শুভকামনা রইল আপনার জন্য

@sadiaafroj
আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পুনরায় স্বাগতম জানানো হচ্ছে। আপনি যদি আমাদের কমিউনিটিতে অ্যাক্টিভ ব্লগার হতে চান,
তাহলে কমিউনিটির Discord এ এসে লেভেল -১ এর ক্লাসে জয়েন হন। এই সুযোগ অল্প সময়ের জন্য চালু থাকবে। ধন্যবাদ আপনাকে।

আচ্ছা আপু আমি কবে থেকে ক্লাশে জয়েন করতে পারি। আমার দাদা অসুস্থ হওয়ার কারনে আমি কয়েকদিন ধরে হাসপাতালে ছিলাম।

@sadiaafroj দীর্ঘদিন পোস্ট বন্ধ রাখার কারণে আপনার আইডি থেকে নিউ মেম্বার ট্যাগ তুলে নেওয়া হয়েছে। যদি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করতে চান তাহলে টিকেট কেটে আপনার সমস্যার কথা উল্লেখ করবেন। ধন্যবাদ আপনাকে।