আসসালামু আলাইকুম বন্ধুরা
সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমরা বিভিন্ন সময় ঘুরতে যাওয়ার প্ল্যান করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে দিনের জন্য প্লান করেছিলাম সেদিন হয়তো অন্য কোন কাজ পড়ে গিয়েছে, কিংবা এমন কিছু হয়েছে যার জন্য ঘুরতে যাওয়াটা ক্যান্সেল করে দিতে হয়। তাই মাঝে মাঝে প্লান ছাড়াই বেরিয়ে পড়তে হয়।
এইতো সেদিন আমি কয়েকজন ছোট ভাইএর সাথে কিছু জরুরী বিষয়ে মিটিং করছিলাম। মিটিং এর মাঝখানেই আমার খালাতো ভাই এসে উপস্থিত। ও বলল আপু মিটিং শেষ করে তুমি আর আমি একটু ঘুরতে যাব। আসলে কয়দিন থেকে ও আর আমি প্লান করছিলাম একটু ঘুরতে যাবো। কিন্তু প্রতিদিনই কোন না কোন কাজ পড়ে যায় তাই আর ঘুরতে যাওয়া হচ্ছিল না। তাই নোহান সেদিন বলছিল আর প্লান করতে পারবোনা, আজ তুমি তাড়াতাড়ি কাজ শেষ করবা তারপর আমরা বের হবো। বেশ কিছুদিন ধরেই প্লান করছিলাম আর ক্যান্সেল করছিলাম তাই আজ আর না করলাম না। তাড়াতাড়ি মিটিং শেষ করে নিলাম তারপর আমি আর নোহান বেরিয়ে পড়লাম।
আসলাম পার্কের মোড়। এখানে এসেছিলাম রংপুরের স্পেশাল চকলেট মিল্ক শেক খেতে। এই ক্যাফেটির নাম কফি অ্যান্ড টি বার। এদের এই চকলেট মিল্ক শেক এর স্বাদ মুখে লেগে থাকার মত। এই ক্যাফের একটি বিশেষত্ব হলো এদের খাবার যদি আপনাকে সন্তুষ্ট করতে না পারে তাহলে এনারা বিল নেন না। তবে এখানকার খাবার এতটাই ভালো যে কেউ খেয়ে অসন্তুষ্ট হতেই পারে না। আড্ডা দেয়ার মত খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে বাইরে। কিন্তু সন্ধ্যার পর বাইরে কোন চেয়ার ফাঁকা ছিল না তাই আমাদের ভেতরে বসতে হয়েছিল। তবে আমি প্রায় সময়ই বিকেলে এসেই আড্ডা দেই বন্ধু-বান্ধব সহ কিংবা ছোট ভাই বোনসহ।
কফি এন্ড টি বার থেকে বের হয়ে আমরা আসলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আলো-আঁধার এর খেলা যেন চলছে ক্যাম্পাসের ভেতরে। কথা ভালো কোথাও বা অন্ধকার। আবার কোথাও কোথাও গাছের ছায়া পড়ে অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছিল। মন শীতল করার মতো পরিবেশ বিরাজমান সেখানে।
ক্যাম্পাসের ভেতরে পা শুনতে পেলাম গানের আওয়াজ। বুঝলাম কোথাও কনসার্ট হচ্ছে। তাই আমরা ক্যাম্পাসের ভেতরে কোথায় কনসার্ট হচ্ছে সেটা খোঁজ ছিলাম এবং ভেতরের দিকে যাচ্ছিলাম। ক্যাম্পাসের মাঝখানে যখন আসলাম কালো আঁধারের খেলায় মন আরো শীতল হয়ে যাচ্ছিল। গা ছিমছিম করা পরিবেশ বিরাজমান।
আমরা গানের আওয়াজ একদিকে অগ্রসর হচ্ছিলাম। যেতে যেতেই এই সূত্র চোখে পড়ল। কমার্স এর ছাত্র ছাত্রীরা বলতে পারবে এটা কোন সূত্র।
অবশেষে গিয়ে পৌঁছালাম কনসার্টের স্টেজ এর সামনে। একদম ক্যাম্পাসের শেষ মাথায়। পরিসংখ্যান বিভাগের নবীন বরণ উপলক্ষে এই কনসার্ট টি হচ্ছিল। এখানকার শিক্ষার্থীরা, শিক্ষকরা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কিছু ব্যান্ড এ কনসার্ট পারফরম্যান্স করেছে। সুন্দর সুন্দর গানে মুখরিত ছিল কিছুটা সময় এই ক্যাম্পাস।
গানে গানে অনেকটা সময় চলে গেল। গান শুনলাম গাইলাম বেশ সুন্দর সময় অতিবাহিত করলাম এবং স্মৃতির পাতায় এই সময়গুলো বন্দি করে রাখলাম। এবার তো পালা বাড়ি ফেরার। আর ক্যাম্পাস থেকে বের হয়ে আসার আগে কিছু ছবিও তুলেছিলাম আমরা।
আজ এখানেই বিদায় নিচ্ছি।
আবার দেখা হবে নতুন একটি পোস্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।
ছবি উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইস | Tecno spark 5 pro |
---|---|
লোকেশন | পার্কের মোড়, রংপুর |
w3w | link |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 7/8) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের সবারই এখন এই রকম অবস্থা হয়ে গেছে। আমরা নিত্যদিন এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের জন্য সময় বের করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবে আপনি অন্তত একটু সময় বের করেছেন নিজের জন্য এবং আপনার ছোট ভাইয়ের সাথে ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া এবং শেষে কনসার্ট দেখে তারপর বাড়ি ফিরেছেন। বোঝাই যাচ্ছে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের সবারই উচিত এরকম মাঝে মাঝে ঘুরতে যাওয়া এবং নিজের মাইন্ড ফ্রেশ করার জন্য এটি একটি অনেক ভালো পরিকল্পনা।আর আমরা বর্তমানে তো বাহিরে কোন লাইফ কনসার্ট দেখা ভুলেই গিয়েছে কারণ সব সময় মুঠোফোনে ব্যস্ত থাকি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু প্ল্যান করে কোথাও যেতে চাইলে শেষ পর্যন্ত আর যাওয়া হয়ে উঠে না।আপনি ভালোই করেছেন হুট করে ছোট ভাইয়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েছেন। ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া ও শেষমেশ কনসার্ট দেখে বাড়ি ফিরেছেন । সত্যিই অনেক চমৎকার সময় কাটিয়েছেন আপনারা ।বেশ ভালো লাগলো।ধন্যবাদ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আসলে বাস্তবতা আর ব্যাস্ততার কারনে অনেক কিছু চাইলে পরিকল্পনা মাফিক হয়ে ওঠে না। এজন্য এভাবে হুটহাট বেরিয়ে পরলে সবথেকে ভালো হয়। কফি শপটা দারুন তো, খাবার খাইয়ে তৃপ্ত করতে না পারলে বিল নেয় না। তার মানে এদের খাবারের মান নিঃসন্দেহে ভালো। আলো আর আঁধারের মাঝে সুন্দর সময় কাটিয়েছেন আপু। আর কনসার্টে গান শুনেছেন বলছিলেন। ধন্যবাদ আপু পুরোটা আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit