DIY-এসো নিজে করি|||রঙিন কাগজ এর অরিগামি - রুপচাঁদা মাছ |||১০% বেনিফিশিয়ারি সাইফক্স এর জন্য |||

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_20220410_214116_330.jpg

বেশ কিছুদিন পর আপনাদের মাঝে একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি।ডাই প্রজেক্ট গুলো বানাতে আমার খুবই ভালো লাগে। আজ আমি আপনাদের রঙিন কাগজ দিয়ে একটি রুপচাঁদা মাছ বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ

image.png

IMG_20220410_214226_206.jpg

১. রঙিন কাগজ
২. কাচি
৩. কলম
৪. আঠা

image.png

প্রস্তুত প্রণালী

image.png

IMG_20220410_211447_896.jpg

লম্বাভাবে চিকন করে দুই রঙের কাগজ কেটে নিয়েছি।
image.png

IMG_20220410_212027_026.jpg

সবগুলো কাগজ মাঝ বরাবর ভাজ করে নিয়েছি।
image.png

IMG_20220410_212125_258.jpg

একটি কাগজ এর ভেতর আরেকটি কাগজ স্থাপন করেছি।
image.png

IMG_20220410_212509_880.jpg

আবার আরেকটি কাগজ স্থাপন করেছি চিত্রের মত করে।
image.png

IMG_20220410_212939_687.jpg

এভাবেই সবগুলো কাগজ একটির ভেতর আরেকটি স্থাপন করেছি।
image.png

IMG_20220410_213059_198.jpgIMG_20220410_213245_869.jpg

মাঝখানের নীল রঙের কাগজ টি কেটে ভাজ করে লাল রঙের কাগজ এর ভেতর সংযুক্ত করেছি।
image.png

IMG_20220410_213359_617.jpgIMG_20220410_213504_420.jpg

একইভাবে মাঝখানের লাল রঙের কাগজ টি সামান্য কেটে ভাজ করে নীল রঙের কাগজ এর ভেতর সংযুক্ত করেছি।
image.png

IMG_20220410_213847_448.jpg

তারপর কাগজ এর কোনো গুলো চিত্রের মত করে কেটে নিয়েছি।
image.png

IMG_20220410_214049_160.jpg

এরপর উপরে কালো কালির কলম দিয়ে মাছ এর চোখ এঁকে দিয়েছি।
আর এভাবেই খুব সহযেই একটি রুপচাঁদা মাছ এর অরিগামি তৈরী করেছি।

image.png

image.png

আজ বিদায় নিচ্ছি। আমার বানানো রুপচাঁদা মাছ এর অরিগামি টি আপনাদের কেমন লাগলো কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
image.png

কনটেন্ট ক্রিয়েটর@sadiahaque
ডিভাইসTecno spark 5 pro
লোকেশনরংপুর

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কাগজ দিয়ে জ্যান্ত মাছ।তাও আবার রুপসী চাঁন্দা। ধারনার প্রসংশা করছি। ভাল ছিল।

আপনি বরাবর ই সুন্দর মন্তব্য করে পাশে থাকেন।ধন্যবাদ আপনাকে।

আপু আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে রূপচাঁদা মাছ তৈরি করেছেন, আপনার তৈরিকৃত রূপচাঁদা মাছটি অসাধারণ হয়েছে আপু, আমার কাছে খুবই ভালো লেগেছে আপনি প্রতিদিন অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য আপু।

গঠনমূলক মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।

আমরা এভাবে পাটি তৈরি করতে দেখেছি আপনি সেই পদ্ধতি অবলম্বন করে খুব চমৎকারভাবে একটি মাছ তৈরি করেছেন এবং রঙিন কাগজ ব্যবহার করার কারণে অসম্ভব রকম সুন্দর লাগছে, দারুন একটি কনসেপ্ট নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

জি ভাইয়া, পাটি তৈরীর আইডিয়া থেকেই এই মাছটি বানিয়েছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে একটি রূপচাঁদা মাছের অরিগামি তৈরি করেছেন। যা দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে। এরকম কারুকাজ গুলো আমার কাছে অনেক ভালো লাগে। এছাড়াও আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি রঙিন কাগজের কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

ডাই প্রজেক্ট গুলো বানাতে আমার খুবই ভালো লাগে। আপনাকে ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

অসাধারণ এবং মনমুগ্ধকর একটি কাজ দেখলাম আপনার কাছ থেকে। আমি প্রথমে ভেবেছিলাম টাইলসের ছোট ছোট অংশগুলো জোড়া লাগিয়ে মনে হয় বানিয়েছেন। পরে অবশ্য বুঝতে পারলাম যে এগুলো কাগজ দিয়ে বানানো। সত্যি অসাধারণ ছিল, এবং তৈরির ধাপ গুলো খুব সুন্দর ছিল একদম সহজ সাধ্য।

এতো সুন্দর একটি মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। আসলেই ডাই প্রজেক্ট গুলো খুব সহযেই বানানো যায়।

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা রূপচাঁদা মাছের অরিগামিটি সত্যি অসাধারণ হয়েছে আপু। খুবই নিখুঁতভাবে অরিগামি টি আপনি তৈরি করেছেন। আপনার হাতের তারিফ করতে হয়। আর আপনার উপস্থাপনাও আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।

আমার বানানো অরিগামি মাছ টি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি রূপচাঁদা মাছ তৈরি করেছেন আপু। দেখতে অনেক চমৎকার লাগছে। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে।

রঙ্গিন কাগজ দিয়ে যে এত কিছু তৈরি করা যায় তা আমি "আমার বাংলা ব্লগে" কাজ না করলে জানতামই না।
রঙিন কাগজ দিয়ে আপনার তৈরি রূপচাঁদা মাছ জাস্ট ফাটাফাটি হয়েছে। দেখতে খুবই ভালো লাগছে। আপনি অনেক দক্ষতার সাথে রঙিন কাগজ দিয়ে রূপচাঁদা মাছ তৈরি করেছেন, যা দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি রূপচাঁদা মাছ তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা।

আসোলেই আমার বাংলা ব্লগ এ এসে অনেক কিছুই জানতে পেরেছি।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি অরগামী রূপ চাঁদা মাছের ছবি অনেক সুন্দর হয়েছে। কী চমৎকার হয়েছে। আপনার এই রূপ চাঁদা মাছ দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনার এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার রূপচাঁদা মাছ টি বেশ চমৎকার হয়েছে ।আমার কাছে বেশ ভাল লেগেছে। খুব সুন্দর করে আপনি মাছ টি তৈরি করেছেন ।কাগজের কালার টি চমৎকার বেছে নিয়েছেন ,যার জন্য মাছ টি বেশি ভালো লাগছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।

আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

ভীষণ ভীষণ ভাল একটা পোস্ট ছিল এটা। রূপচাঁদা মাছ টা আমার তো বেশ পছন্দ হলো। ইচ্ছে করছে আমার নিজের ঘরে ঝুলিয়ে রাখি। তাহলে মনে হবে ঘরের মাঝেই সমুদ্র আছে এবং সেখানে মাছ ঘুরে বেড়াচ্ছে 😊। অনেক ভালোবাসা রইল দিদি এত সুন্দর একটা কাজ আমাদের উপহার দেয়ার জন্য।

দিদি এটা তৈরী করা অনেক সহজ। আপনি চাইলেই বানিয়ে আপনার রুম এ ঝুলিয়ে রাখতে পারেন। আপনার জন্য ভালোবাসা রইলো দিদি।

আপু রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি রূপচাঁদা মাছের অরিগামি তৈরি করেছেন। আপনার রূপচাঁদা মাছটি আমাকে দিয়ে দিয়েন। ফ্রাই করে খেয়ে ফেলি। দেখতে একেবারে সত্যিকারের রূপচাঁদা মাছের মত লাগছে। খুবই ভালো লেগেছে আপনার রূপচাঁদা মাছের অরিগামিটা।

আপু এড্রেস দেন, পাঠিয়ে দিচ্ছি 😛।
আমাকে বানানো অরিগামি টি আপনার এতোটা ভালো লেগেছে জেনে খুশি হলাম।

আগে ছোট থাকতে রূপচাঁদা মাছের মতো ঘুরি বানাতাম। আপনার রূপচাঁদা মাছের অঅরিগামি দেখে সেই কথা মনে পড়লো। তবে রূপচাঁদা মাছ আমি অনেক পছন্দ করি। আপনার সাফল্য কামনা করছি।

সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

অসাধারণ একটি ডাই পোস্ট তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। কাগজের মিশ্রণে সুন্দর একটি রূপচান্দা মাছ তৈরি করেছেন। একেবারে দেখার মত ছিল। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

বাহা অসাধারণ হয়েছে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে রুপচাঁদা মাছ বানিয়েছেন। আপনার রূপচাঁদা মাছ দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। মাছের কালারগুলো খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনার এই রঙিন কাগজ ব্যবহার করে মাছ বানানো আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

রঙিন কাগজ এর অরিগামি রুপ চাঁদা মাছে দেখে আমি খুবই মুগ্ধ হলাম আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে রঙিন কাগজ দিয়ে রূপচাঁদা মাছ তৈরি করেছেন অসাধারণ হয়েছে। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি আমার কাছে খুব ভালো লাগে। এত অসাধারন পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস গুলো আসোলোই অনেক সুন্দর ও আকর্ষনীয় হয়।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ ব্যবহার করে রূপচাঁদা মাছ তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল আপু

ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

আপনি রঙিন কাগজ দিয়ে রুপচাঁদা মাছের অরিগামিটি অসাধারণ ভাবে তৈরি করেছেন।দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর রূপচাঁদা মাছ তৈরি করলেন। আপনার তৈরি করার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। ধাপে ধাপে উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। পরবর্তীতে তৈরি করব। শুভকামনা রইল।

এই অরিগামি গুলো বানানো খুবই সহজ। চেষ্টা করলেই পারবেন।

রঙিন কাগজ দিয়ে তৈরি রূপচাঁদা মাছের অরিগামি খুব চমৎকার হয়েছে। কালার খুব দারুণ হয়েছে। আপনি খুব ধৈর্য্য নিয়ে বানিয়েছেন। তাই প্রশংসা না করে পারছিনা। সহজ পদ্ধতিতে সব গুলো ধাপ বর্ণনা করেছেন। শুভ কামনা রইল

ডাই প্রজেক্ট গুলো অনেক ধৈর্য নিয়ে করতে হয় তাই তো এতো সুন্দর হয়।

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি রূপচাঁদা মাছের অরিগামি তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার রূপচাঁদা মাছের অরিগামি তৈরি। আপনি অনেক দক্ষতার সাথে এবং নিখুঁত ভাবে অনেক সময় দিয়ে এটি অঙ্কন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর রূপচাঁদা মাছের অরিগামি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে রূপচাঁদা মাছের অরিগামি তৈরি করলেন। যেটা দেখতে অনেক সুন্দর লাগছে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার একটি রূপচাঁদা মাছ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরীকৃত এই রূপচাঁদা মাছ দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে আপনি খুব চমৎকারভাবে দক্ষতার সঙ্গে এটা তৈরি করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

ওয়াও রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি রূপচাঁদা মাছ তৈরি করেছেন। আমার কাছে তো আপনার রূপচাঁদা মাছ তৈরি ভীষণ ভালো লাগলো। এরকম মাছ গুলো সাজিয়ে রাখলেও সুন্দর দেখাবে। বিষয়টা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আসলেই এই মাছটি রুম এ সাজিয়ে রাখার পর অনেক সুন্দর লাগছে।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

  ·  3 years ago (edited)

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব সুন্দর ভাবে চাঁদা মাছের অরিগামি প্রস্তুত করেছেন খুবই ভালো লাগলো দেখে ধাপ গুলো সুন্দর ভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল

ধন্যবাদ সুন্দর ও সাবলীল মন্তব্যের জন্য।

রঙিন কাগজ দিয়ে রূপচাঁদা মাছের অরিগামি তৈরি অসাধারণ হয়েছে।। আপনি খুবই দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন । ধাপগুলো সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

কাগজ দিয়ে তৈরি রূপচাঁদা মাছ দেখতে বেশ চমৎকার লাগছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

রঙিন কাগজ এর তৈরী জিনিস গুলো আমার ও খুব ভালো লাগে।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

রঙিন কাগজ দিয়ে কিভাবে মাছ তৈরি করার খুবই সুন্দর একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে তৈরি করা আপনার এই রূপচাঁদা মাছ টি অনেক সুন্দর হয়েছে। রূপচাঁদা মাছ তৈরি করার ক্ষেত্রে আপনি খুবই সুন্দর কিছু রঙ্গিন কাগজের ব্যবহার করেছেন।

গঠনমূলক মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ ভাইয়া।