আমার স্কুলের কয়েকটি চিত্র || 10% Beneficiary To @shy-fox 🦊

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম/আদাব

কেমন আছেন সবাই? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি।

স্কুল জীবন হল জীবনের শ্রেষ্ঠ সময়। স্নিগ্ধ, স্বচ্ছ বাতাসের মতোই নির্মল এই ছাত্রজীবন । স্কুল লাইফ বা ছাত্রজীবনে কাটানো সময়গুলো অধিকাংশ মানুষের কাছেই সবথেকে আনন্দের সময়।স্কুল জীবনের স্মৃতিময় দিনগুলোর দিকে যখন ফিরে তাকাই তখনই আবেগপ্রবণ হয়ে পড়ি।

ছাত্রজীবনের বেশিরভাগ সময়ই অতিবাহিত হয় স্কুলে। তাই স্কুল এর প্রতি আমাদের আবেগটাও বেশী। যখনই স্কুলের সামন দিয়ে যাতায়াত করি অন্যরকম এক অনুভূতি কাজ করে।

কিছুদিন আগে বিকালে হাটতে হাটতে চলে গেলাম আমার শৈশবের ভালোবাসা, আমার স্কুলে। স্কুল এই সময় অনেকটা ফাকা থাকে। সময় সল্পতার কারনে বেশিক্ষণ থাকতে পারিনি তবে সুযোগ করে কয়েকটি ছবি তুলেছি। আমার স্কুলের ছবিগুলো আজ শেয়ার করছি।

B612_20211229_194850_039.jpg

B612_20211229_195429_851.jpg

Device: Tecno spark 5 pro
Location: Rangpur city

লায়ন্স স্কুল এন্ড কলেজ, আমার স্কুল। অনুপ্রেরণার পরিপূর্ণ এক বাতিঘর। শিক্ষা আর জ্ঞানের আলোয় আলোকিত করাই তার কাজ।

B612_20211229_195049_698.jpg

B612_20211229_195353_230.jpg

B612_20211229_195002_716.jpg

Device: Tecno spark 5 pro
Location: Rangpur city

স্কুলের স্মৃতিময় দিন দিনগুলোর কথা ভাবলেই মনে পড়ে খোলা আকাশের নিচে বিশাল বড় মাঠ। রোমাঞ্চকর পিটি, টিফিন খাওয়ার স্মৃতি, খেলাধুলা। টিফিন শেষের ঘন্টা বাজলেই দৌড়ে ক্লাশরুম এ ঢুকে পড়া।

B612_20211229_195238_034.jpg

Device: Tecno spark 5 pro
Location: Rangpur city

জাতীয় পতাকা। প্রতিদিন পিটি করানোর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। আকাশে-বাতাসে সে গানের ধ্বনি ছড়িয়ে পড়ত।

B612_20211229_194939_282.jpg

Device: Tecno spark 5 pro
Location: Rangpur city

স্কুলের শহীদ মিনার। হাজারো স্মৃতি জমে আছে শহীদ মিনার এ। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর প্রোগ্রাম গুলোতে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই প্রোগ্রামগুলো কখনো মিস করতাম না।

B612_20211229_195118_183.jpg

Device: Tecno spark 5 pro
Location: Rangpur city

বারান্দাগুলো কত গল্পের সাক্ষি। অভিমান, রাগ অনুরাগ, ঝগড়া আর মারামারি সবকিছুর সাক্ষি এই বারান্দা। ক্লাসে পড়া না পারলে কিংবা ফাজলামো করলে বারান্দায় অনেক সময় পাঠিয়ে দেয়া হতো শাস্তিস্বরূপ।

B612_20211229_195147_341.jpg

Device: Tecno spark 5 pro
Location: Rangpur city

বারান্দার গ্রিলগুলোতে লেগে আছে কত হাতের স্পর্শ।

কত আনন্দের, কত মধুর ছিল দিনগুলি।পরীক্ষার খাতায় মার্কস, বছর শেষে ফলাফল এর একটা ব্যাপার ছিল, নতুবা সবাই সুখী। সেই সুখের জীবন পেছনে ফেলে সবাই এগিয়ে যায় জীবনের উজানে। কিন্তু মনের গহিনে স্বমহিমায় অম্লান হয়ে থাকে সেই শৈশব, সেই স্কুল, যার স্মৃতি মুছে দিতে পারে যেকোনো গ্লানি।

ধন্যবাদ সবাইকে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

স্কুলজীবনে আমাদের সবারই সুন্দর একটি সময় থাকে সুন্দর একটি অতীত থাকে স্কুলের প্রান্তরে ঘুরে বেড়ানো সেই মুহূর্তগুলো আজও মনে পড়ে। আপনি আপনার স্কুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন সেই সাথে আপনার অনুভূতি গুলো প্রকাশ করেছেন। আপনার স্কুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনার স্কুল অনেক সুন্দর আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি স্কুলের ফটোগ্রাফ এগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ও শুভ কামনা ভাই

ওয়াও অস্থির হয়েছে ভাইয়া ফটোগ্রাফি গুলো প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল অসাধারণ আমার অনেক ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া।

আমি আপু।।