পুনাক শিল্প ও বাণিজ্য মেলায় ঘোরাঘুরি - দ্বিতীয় ও শেষ পর্ব || 10% Beneficiary To @shy-fox 🦊

in hive-129948 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রথম পর্বের লিংক

PhotoEditor_2022618224822591.jpg

আজ আমি বাণিজ্য মেলায় ঘোরাঘুরি দ্বিতীয় ও শেষ পর্ব নিয়ে আবার উপস্থিত হয়েছি। দেরি না করে চলুন চলে যাই বাণিজ্য মেলার বাকি অংশে।

image.png

IMG_20220617_194852_864.jpg

কাল শেষ করেছিলাম ৬০ টাকার স্যান্ডেল এর দোকানে। এক এই দোকানের আরেক পাশে ছিল এই মাটির তৈরি নানা রকম সবজি ফল। মাটির তৈরি জিনিস গুলো অনেক দিন পর কোন মেলায় দেখলাম।

IMG_20220617_194414_210.jpgIMG_20220617_194345_650.jpg

IMG_20220617_194436_700.jpg

পাশের দোকান টিতে গিয়ে তো আমি অবাক। এই পুরো স্টলটি ছিল মৃৎশিল্পের। সত্যি বলতে মেলায় আজকাল মাটির তৈরি জিনিস গুলো একেবারেই দেখা যায় না। আগের দিনে যখন ছোট ছোট কিছু মেলা হতো সে মেলাগুলোতে এরকম মাটির জিনিস অনেক দেখা যেতো। এই ছোট মেলাগুলো থেকে অনেক মাটির খেলনা কিনে ছিলাম। এই মেলায় মাটির তৈরি জিনিস গুলো দেখে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। তাই এখান থেকেও মাটির তৈরি একটি হাতি, একটি ঘোড়া, একটি ছোট পাতিল ও কিছু মাটির তৈরি ফল কিনেছি আমি।

IMG_20220617_194509_626.jpg

এই মাটির তৈরি জিনিস গুলোকে আমরা বাটনা বলি। বাটনাতে বিভিন্ন রকম ভর্তা করা হয়। মেলায় বাজারের তুলনায় কিছুটা সাশ্রয়ে এই বাটনা গুলো কিনতে পাওয়া যায়।

IMG_20220617_195809_318.jpgIMG_20220617_195743_350.jpg
IMG_20220617_195704_504.jpgIMG_20220617_195606_617.jpg

মা , নানীর সাথে থাকবে আর ক্রোকারিজ এর দোকানে ঢোকা হবে না এটা কখনোই সম্ভব না। যদিও মেলায় কিছু কিনি আর নাকি নেই সব দোকানেই একটু করে উঁকি মারি। এবার সবাই মিলে ক্রোকারিজ এর দোকানে গেলাম। মেলার ক্রোকারিজ এর দোকানগুলোতে যে আইটেমগুলো থাকে দাম অনুযায়ী কোয়ালিটি খুব একটা খারাপ হয় না। মজার ব্যাপার হলো দোকানে একটি কাগজে লিখে টানানো ছিল এখানে ১ থেকে ১৩০ টাকা পর্যন্ত সকল আইটেম পাওয়া যায়। আমি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলাম এক টাকায় কি পাওয়া যাবে। দোকান থেকে উত্তর আসলো "এক টাকায় চকলেট পাওয়া যেত, কিন্তু আজি চকলেট শেষ হয়ে গিয়েছে।"

IMG_20220617_194718_208.jpgIMG_20220617_194700_403.jpg

তারপর আরেকটি স্টল এ গেলাম। এই সকল এ কাপড়, কসমেটিক্স ও ব্যাগ সবকিছুই আছে। এখানে বেশ কিছু ভালো ওড়না ছিলো। আম্মু ওড়না দেখতে লেগে গেলো। কিনেও নিলো চারটে।

IMG_20220617_194914_060.jpgIMG_20220617_194836_144.jpg
IMG_20220617_193819_959.jpgIMG_20220617_193619_052.jpg

সম্পূর্ণ মেলা ঘোরা শেষ করলে আমরা গেলাম রাইডস এর কাছে। বাচ্চাদের রাইডস গুলোমোটামুটি ফাঁকাই ছিলো। আমাদের সাথে আমার পিচ্চি মামাতো ভাই ও বোন ছিল ওরা এই ছোট ছোট রাইডস গুলোতে উঠেছিল। কিন্তু আমি যখন নৌকায় উঠতে গেলাম তখন ভিড় দেখে ওর সামনে যাওয়ার সাহস পেলাম না। তাই নৌকায় ওঠার ইচ্ছে অপূর্ন রেখেই মেলা থেকে চলে আসলাম।

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য। আমার পোস্টটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।
সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন একটি পোস্ট এ।

চিত্র ওঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসTecno spark 5 pro
লোকেশনকুড়িগ্রাম
W3w locationলিংক
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনি বাণিজ্য মেলায় গিয়ে খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন। বাণিজ্য মেলায় গিয়ে ঘোরাঘুরি করে অনেকগুলো ফটোগ্রাফিও করেছেন। এবং সেগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন মাটির তৈরি জিনিসপত্র গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ।মাটির তৈরি রংবেরঙের জিনিস আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে ।এবং আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র উঠে। আপনাকে ধন্যবাদ মেলায় ঘোরাঘুরি সুন্দর মুহূর্ত টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।

এটাও তো একটা পরিবার। এই পরিবারের সাথে আনন্দের মুহূর্ত গুলো শেয়ার করে না নিলে তো আনন্দটা অপূর্ণই থেকে যাবে।

image.png

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

আমি ভাবলাম সত্যি সত্যি ফল এগুলা। মাটি কি সুন্দর করে বানিয়েছে। মেলাগুলোতে এখন আগের মতো মাটির তৈজসপত্র পাওয়া যায়না। সময়ের বিবর্তনে যেন হারিয়ে যাচ্ছে। এক টাকার একটা চকলেট কিনতেন তাহলে আপনি 🤭। ভালোই এনজয় করেছেন দেখছি মেলাতে। অনেকদিন পর নাগরদোলাও দেখলাম।

চকলেট শেষ হয়ে গিয়েছিলো ভাইয়া তাই কিনতে পারিনি। সত্যিই অনেক ইনজয় করেছিলাম।

আসলেই আমাদের এখানে এবার শিল্প ও বাণিজ্য মেলা অনেক জাকজমকপূর্ণ হয়েছে। মেলার শেষ দিনে এসে শেষ মুহূর্তে যদি বৃষ্টি না হতো তাহলে অনেক ভালো ভাবে ঘুরতে পারতাম। তবুও যতক্ষণ ছিলাম অনেক উপভোগ করেছি সময় গুলো। সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। ধন্যবাদ আনন্দের মুহূর্ত টুকু শেয়ার করার জন্য।

বৃষ্টির জন্য একটু সমস্যা হয়েছিল তবুও যতটুকু ঘুরেছি খারাপ না।
আসলে সবার সাথে একসাথে ঘোরার মজাই অন্যরকম।

পুনাক শিল্প ও বাণিজ্য মেলায় ঘোরাঘুরি করতে গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। পুতুল গুলো দেখে অনেক ভালো লাগলো। আর সবাইকে নিয়ে ও সুন্দর সময় উপভোগ করছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

পরিবারসহ মেলায় ঘুরতে গিয়ে আসলেই খুব সুন্দর একটি সময় অতিবাহিত করেছিলাম। পরিবারসহ তো ঘোরার সময় হয়না। অনেকদিন পর ঘুরতে গিয়ে ভালো লেগেছিল।

মাঝে মাঝে আপনজনদের সঙ্গে এমন মেলায় ঘুরে বেড়াতে কার না ভালো লাগে। আর মেলা মানেই আনন্দ। যদিও আমি আপনার আগের পর্বটি দেখিনি। আমার কাছে মেলার সবচাইতে বেশি ভালো লাগে নাগরদোলা আর দোলনার রাইডগুলো। দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। অনেক ভালো লাগলো। ধন্যবাদ

বাস্তবতার ভিড়ে মানুষ এতটাই ব্যস্ত থাকে যে পরিবার এর সাথে কোথাও ঘুরতে যাওয়ার সময় ই হয় না।
তাই মাঝে মাঝে যখন একটু সময় বের করে পরিবারের সবাই মিলে এভাবে ঘুরতে যাওয়া হয় সেই মুহূর্তগুলো দারুন হয়।

এরকম মেলায় করতে বেশ ভালই লাগে। এলাকায় গিয়ে রকম মেলা ঘুরেছি অনেক। বিশেষ করে উপজেলাগুলোতে এরকম মেলা হয়ে থাকে। এই মেলাগুলোতে অনেক প্রকার আচার আসে। যা খেতে আমার ভীষণ ভালো লাগে। দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সামনে শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন মেলায় অনেক রকম আচার পাওয়া যায় যেগুলো খেতে অসাধারণ হয়। তবে এই মেলাটি উপজেলা শহরে না, জেলা শহরেই হয়েছে।

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে শিল্প বাণিজ্য মেলায় ঘোরাঘুরি দ্বিতীয় পর্ব শেয়ার করেছেন। প্রথম পর্বটি আমি দেখেছিলাম কিনা সেটা আমার মনে নেই তবে আপনার দ্বিতীয় পর্ব টা আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর মুহুর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

প্রথম পর্বতে মেলার অর্ধেক অংশ ছিল।
যাইহোক দ্বিতীয় পর্ব দেখেও আপনি অর্ধেক মেলা দেখে নিয়েছেন।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

মেলাতে মৃৎশিল্পের জিনিসপত্র দেখে অনেক ভালো লাগলো। কালের বিবর্তনের সব হারিয়ে যেতে বসেছে। ছোটবেলায় আমরা যেটুকু কেনাকাটা করতাম মাটির জিনিসপত্র বা খেলনা এখনকার দিনের বাচ্চাদের ভেতর সেই চাহিদা অনেকটাই কমে গেছে। আপনি নৌকাতে উঠতে গিয়েছিলেন, আর আমি হলে প্রথমে দৌড়ে চলে যেতাম নাগরদোলায় 😊।

মেলায় গেলে নৌকা আর নাগরদোলা এই দুটায় ওঠা আমি মিস করি না। নাগরদোলায় যখনই উঠতে গেলাম তখন সেখানে বিকট একটা শব্দ হলো। হয়তোবা কোন যান্ত্রিক ত্রুটি হয়েছিল। তাই আর নাগরদোলায় চড়া হয়নি।

অতি বর্ষার কারণে বাণিজ্য মেলায় যাওয়া হচ্ছে না। এমনিতেই তেমন সুযোগ পাচ্ছিনা চেষ্টা করেছিলাম সুযোগ করে যাব কিন্তু তাও হচ্ছে না বর্ষার জন্য। আপনি তো বেশ ইনজয় করেছেন বোঝা যাচ্ছে। বাণিজ্য মেলায় গেলে মন খুবই প্রফুল্ল থাকে।

ঠিক বলেছেন ভাইয়া মেলায় ঘুরতে গেলে মন প্রফুল্ল থাকে।
আর পরিবারের সাথে ঘুরতে গেলে তো দারুন লাগে।
আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনি মেলায় নৌকাতে উঠতে গিয়েছিলেন সত্যি বলছি আমি কখনো সাহস করতে পারিনা। কারণ আমার খুবই ভয় লাগে। আপনি খুবই চমৎকার একটা পোস্ট করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

অনেকেরই দেখেছি নৌকায় উঠতে খুবই ভয় পায়।
কিন্তু আমার নৌকায় উঠতে খুবই মজা লাগে।
আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।