বাল্যকালের বন্ধুর সাথে ঘোরাঘুরি || ১০% @shy-fox এর জন্য ||

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

1648500419564.png

আমাদের জীবন এর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের বন্ধু। আর ছোট বেলার বন্ধুরাই হয় প্রকৃত বন্ধু। আমাদের সুখ দুঃখ ভাগ করার সাথি।
আজ আমার সেই বন্ধুটির সাথে দেখা হলো চার বছর পর। আমার বন্ধু থাকে ঢাকায়। ও যখন রংপুর এ আসে আমি তখন রংপুর এর বাইরে থাকি আর আমক যখন ঢাকায় যাই তখন ব্যাস্ততায় আড্ডা দেয়ার সময় হয়ে ওঠে না। এভাবেই চার বছর থেকে আমাদের সরাসরি সাক্ষাত নেই।
আজ চার বছর পর আমাদের দেখে হলো। অনেক ঘুরলাম, আড্ডা দিলাম ও মজা করলাম।
এরই কিছু আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভাল লাগবে আপনাদের।

IMG_20220323_214302_460.jpg

w3w location
device: Tecno spark 5

চার বছর পর প্রথম সাক্ষাৎ। মনে হচ্ছিলো ১০/২০ বছর হয়ে গিয়েছে। দেখেই দুজন দুজনকে জরিয়ে ধরি।খুশিতে চোখে পানি চলে এসেছিলো।

IMG_20220323_204050_801.jpg

w3w location
device: Tecno spark 5

আমার বান্ধবীর ছেলে। এর সাথে আজই সরাসরি সাক্ষাৎ। এর আগে ভিডিও কল এ কথা হয়েছে তাই খুব সহযেই আমার কোল এ এসেছিলো।

IMG-20220323-WA0004.jpg

w3w location
device: vivo

আমরা গিয়েছিলাম আরএএমসি শপিং কমপ্লেক্স এ। এরপর চলে গেলাম ফুড কোট এ খাওয়ার জন্য ও আড্ডা দেয়ার জন্য।

IMG-20220323-WA0007.jpgIMG-20220323-WA0009.jpg

w3w location
device: Tecno spark 5

আমার ভাগিনা নিজেই মেন্যু কার্ড নিয়েছে অর্ডার দেয়ার জন্য। ও হাত রাখে পিজ্জার ওপর। তার পছন্দ করা পিজ্জাই আমরা অর্ডার করি। পিজ্জার স্বাদ অসাধারণ ছিলো।

IMG_20220323_220224_890.jpg

w3w location
device: Tecno spark 5

যেহেতু আরএএমসি ১০টা পর্যন্তই খোলা থাকে তাই সেখান থেকে ১০ টায় ই বের হতে হলো কিন্তু আমাদের গল্প তো শেষ ই হয়না। তাই আমরা চলে গেলাম স্ট্রিট ফুড খেতে। আমরা সিটি বাজার এর অপজিট এ বুথ এর সামনে গিয়েছিলাম। আমাদের আড্ডা আবার খাওয়া ছাড়া জমে না। আর রাত ১০টার পর স্ট্রিট ফুড ই ভরসা।

গল্প করতে করতে ১১.৩০ বেজে গেলো আর বাসা থেকে আম্মুর কল এলো। যদিও আমাদের গল্প শেষ হয়নি তবুও সময় এর কথা চিন্তা করে বাসা যেতে হলো। পরের দিন আবার বেরোবো আমরা। অনেক কথা জমে আছে যা ফোন এ হয় না।

IMG_20220323_220133_539.jpg

w3w location
device: Tecno spark 5

আমি এক্টি গ্যাস বেলুন নিয়েছিলাম, কিন্তু রিকসায় ওঠার সময় হাত থেকে সুতা খুলে যায় ও বেলুনটি উড়ে যায়। আকাশে বেলুন টি উড়ছে।

IMG_20220323_222350_684.jpg

w3w location
device: Tecno spark 5

সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত এই রোড এ সবজির দোকান বসে। এই সবজি গুলো ইনাদের নিজেদের চাষ করা তাই এখানে তাজা ও ক্যামিকেল বিহিন সবজি পাওয়া যায়।

আজ এখানেই শেষ করছি। আমার লেখাটি আপনাদের কেমন লাগলো জানাবেন।
সবাই ভালো থাকবেন ও সাবধানে থাকবেন। শুভ কামনা রইলো সকলের জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু অনেকদিন পরে ছোটবেলার বন্ধুদের সাথে দেখা হলে অনেক ভালো লাগে। তাদের কাছে বলবো বলে অনেক কথা জমে থাকে। তাদের সাথে অনেক সুন্দর সময় কাটানো যায়, মন খুলে কথা বলা যায়, অনেক কিছু শেয়ার করা যায়। আপনাকে দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন আপনার ছোটবেলার বন্ধুর সাথে। এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

দীর্ঘদিন পর আপু আপনি আপনার বন্ধুদের সাথে বেশ সুন্দর আনন্দময় একটি মুহূর্ত কাটিয়েছে। সত্যি আপনার পোস্ট টি পড়ে খুব ভালো লাগলো। বন্ধুদের সাথে এক সাথে পাট্টি দেওয়ার মজা টাই অন্যরকম। আপু আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল আপু।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো আপনার জন্য।

আসলে নিজের গনিষ্ঠ কোন বন্ধুর সাথে দীর্ঘদিন পর দেখা হলে এমন হওয়াটাই স্বাভাবিক। তবে চার বছর পর আপনার বান্ধবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর আপনি অনেক সুন্দর আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন। এবং আমাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করেছেন। আপনাদের এই আনন্দঘন মুহূর্ত গুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো আপনার জন্য।

ছবি দেখে বোঝা যাচ্ছে দীর্ঘদিন পর আপনার বন্ধুর সাথে দেখা হয় খুবই আবেগী হয়ে পড়লেন। খুব সুন্দর এবং আনন্দঘন মুহূর্ত পার করেছেন। আপনারা একে অপরের মাঝে আবেগ অনুভূতি গুলো খুব চমৎকারভাবে প্রকাশ করেছেন। এত সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো আপনার জন্য।

ঠিকই বলছেন আপু ছোটবেলার বন্ধুদের সাথে আত্মার সম্পর্ক হয় যা কখনো ছিন্ন হবার না। আপনার বন্ধুর সাথে চার বছর অনেক সময় পর দেখা। আপনি যে অনেক খুশি এটা আপনার পোস্ট টা দেখে বোঝা যাচ্ছে। বেশ দারুণ কাটিয়েছেন সময় আপনার ছোটবেলার বন্ধু বা বান্ধবীর সাথে। ফটোগ্রাফি গুলো ভালো ছিল।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো আপনার জন্য।

আপনার প্রত্যেকটা ছবি বলে দিচ্ছে দীর্ঘদিন পরে বাল্য বন্ধুর সাথে দেখা হওয়ার আনন্দঘন মুহূর্তটা আপনি খুবই চমৎকার ভাবে কাটিয়েছেন। সেই সাথে আমাদের মাঝে আপনার এই আনন্দঘন মুহুর্ত গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো আপনার জন্য।

বাল্যকালের বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হলে মুহূর্তটা কতখানি আনন্দময় হয় তা আমার স্বচক্ষে দেখার খুব ইচ্ছে হচ্ছে। আপনারা দুই বান্ধবী মিলে জড়িয়ে ধরে হাসিমুখে খুবই চমৎকার একটি ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা দেখে আমার কাছে খুব খুব খুব ভালো লেগেছে। আপনার বান্ধবীর ছেলেটির জন্য রইল অনেক প্রীতি ও ভালোবাসা। সেই সাথে আপনিও আপনার বান্ধবী মিলে সব সময় সুসম্পর্কে জড়িয়ে থাকুন এই প্রত্যাশা করছি।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো আপনার জন্য।

বেশ কোয়ালিটি টাইম ব্যয় করেছেন বোঝা যাচ্ছে, আপনার বাল্যকালের বন্ধুর সাথে। আসলে বন্ধুর সাথে কাটানো সময় গুলো খুবই মজার হয়ে থাকে। আর যদি বাল্যকালের বন্ধু হয় তাহলে তো কোন কথাই নেই। স্মৃতিবিজড়িত কথা গুলো পুনরায় জাগ্রত হয়ে যায় ধন্যবাদ আপনাকে।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো আপনার জন্য।

বাল্যকালের বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। আপনি অনেকদিন পর বাল্যকালের বন্ধুদের পেয়ে তাদের সঙ্গে অনেক সুন্দর সময় কাটিয়েছেন । আপনার এই পোস্টটা পড়ে আমার বন্ধুদের কথা অনেক মনে পড়ছিল, ধন্যবাদ আপনাকে আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো আপনার জন্য।

দীর্ঘদিন পর বন্ধুর সাথে দেখা হলে সত্যিই এক অন্যরকম অনুভূতি হয়। আপনার ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে সময়টা খুব উপভোগ করেছেন আপনারা। আর বান্ধবীর বাচ্চাটা অনেক কিউট। ধন্যবাদ আপনাকে।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো আপনার জন্য।

বাল্যকালের বান্ধবীর সাথে অসাধারন একটি মুহূর্ত কাটিয়েছেন দেখে বোঝা যাচ্ছে। আসলে বন্ধুবান্ধব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। কারণ বন্ধু বান্ধব সারা জীবন কখনো চলে না। আমরা তা কল্পনা করতে পারিনা। সবচেয়ে ভালো লাগলো যে চার বছর পর আপনার বান্ধবীর সাথে দেখা করেছেন। একসাথে খাওয়া দাওয়া করেছেন। এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো আপনার জন্য।

আপনি একদম ঠিক বলেছেন ছোটবেলার বন্ধু গুলো আসলে প্রকৃতি বন্ধু হয়। আর সেই বন্ধুগুলোকে কখনোই ভোলা যায় না। আপনি আপনার বন্ধুর সাথে খুবই ভালো সময় কাটিয়েছেন তা আপনার পোস্ট পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো আপনার জন্য।

আমাদের জীবনে অনেক বন্ধু বান্ধবীর আবির্ভাব হতে দেখতে পাই কিন্তু বাল্যকালে আমরা যে বন্ধুগুলো পেয়ে থাকি সেগুলো অন্যদের থেকে অনেকটাই আলাদা হয়। তাদের সাথে যখন সময় পার করা হয় তখন মনে হয় যেন জীবনের শ্রেষ্ঠ সময় পার করছি। আপনি খুবই সুন্দর ভাবে আপনার বাল্যকালে বন্ধুদের সাথে কাটানো কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো আপনার জন্য।