ওয়েবসাইট মনিটাইজেশন করিয়ে ব্লগার থেকে টাকা আয় করার উপায় গুলো কি কি??

in hive-129948 •  3 years ago 

ওয়েবসাইট মনিটাইজেশন করিয়ে ব্লগার থেকে টাকা আয় করার উপায়ঃ

এই যে আপনি ওয়েবসাইটে এড শো করাবেন, তাকে বলে ওয়েবসাইট মনিটাইজেশন। এই ওয়েবসাইট মনিটাইজেশনের জন্য গুগলের একটি নিজস্ব ওয়েবসাইট আছে। যাকে আমরা বলি গুগল এডসেন্স।

20220321_180658.png

গুগল এডসেন্স কি? কিভাবে আয় করবেন?

গুগল এডসেন্স গুগলের নিজস্ব প্রোডাক্ট। এটি একটি এড মার্কেটপ্লেস। কিংবা ওয়েবসাইট। ওয়েবসাইট মনিটাইজেশনের জন্য এ ওয়েবসাইট ব্যবহার করাতে পারবেন। যে ওয়েবসাইটটি তাদের অ্যাড দেখিয়েছে তার জন্য, আপনি অ্যাডসেন্স থেকে কমিশন পাবেন।

অ্যাডসেন্সে আপনি চাইলেই কাজ করা শুরু করতে পারবেন না। এর জন্য আপনাকে অ্যাপ্রভাল নিতে হবে। মানে হল অ্যাডসেন্সে আপনার ওয়েবসাইটে এপ্রুভ করাতে হবে। যাতে করে আপনার ওয়েবসাইট মনিটাইজেশন করার সুযোগ পান।

গুগল এডসেন্স পাওয়ার উপায়ঃ

এই অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার জন্য অনেক ধরনের পলিসি আছে। যেগুলো গুগল আপনাকে মানার জন্য বাধ্য করবে। সেগুলো যদি অনুসরণ করে চালিয়ে যান, তবে সাথে সাথে এপ্রুভাল পাবেন। তার আগে বলি, গুগল এডসেন্স এর জন্য কোন ভিজিটর এর প্রয়োজন নেই। আপনি 0 visitor থেকেও গুগল এডসেন্স পাবেন।

কিন্তু তার জন্য আপনার ভাল কনটেন্ট ও মানসম্মত লেখালেখির প্রয়োজন হবে। মানে হলো আপনার কন্টেন্ট কিংবা আর্টিকেল আপনাকে অ্যাডসেন্সে দিবে। এডসেন্সের জন্য গুগোল পলিসি আছে।

তবে তার আগে এডসেন্সের জন্য কিছু ছোটখাটো রিকোয়ারমেন্ট জানিয়ে দেই। যেমনঃ

১।পরিমাণমতো আর্টিকেল ও যথেস্ট ওয়ার্ডসংখ্যাঃ

আগে অবশ্যই পরিমান মত আর্টিকেল থাকতে হবে। যেমন আপনি কোনো আর্টিকেল ছাড়া এপ্রুভাল নিতে পারবেন না। আপনাকে কম করে হলেও ৫টি থেকে ৩০টি পর্যন্ত কন্টেন্ট রাখতে হবে। সেটার আপনার উপর ডিপেন্ড করে। যেমন যদি কম আর্টিকেল রাখেন, তবে প্রতিটি আরেটিকেলের ওয়ার্ড সংখ্যা কম করে হলেও 3 হাজার কিংবা 5000 হতে হবে। আর যদি ২০-৩০ টি রাখেন, প্রতিটি ওয়ার্ড সংখ্যা 1 হাজার হলেও হবে।

২। শতভাগ কপিমুক্ত ইউনিক কন্টেন্টঃ

হয়ে গেল কনটেন্টের বিভিন্ন বিষয় আশয়। পরবর্তীতে কনটেন্টগুলো অবশ্যই ইউনিক হতে হবে। মানে কোন প্রকারের কপি পোস্ট কিংবা কোন কপি বাক্য ব্যবহার করেন, তাহলেও কিন্তু সমস্যা হবে।

৩। থীম কাস্টমাইজ ও নেভিগেশন সেট-আপঃ

তারপর আপনার ওয়েবসাইটে ঠিকমতো সাজানো লাগতে হবে। আপনার ওয়েবসাইটের নেভিগেশন বার থাকতে হবে। তার মানে হল আপনার ওয়েবসাইটে কিছু ক্যাটাগরিও মেনু থাকতে হবে। যেখানে বিভিন্ন ক্যাটাগরির পোষ্ট সাজানো যাবে।

৫। ভালো সাইট স্পীড ও কাস্টম ডোমেন।

তাছাড়া আপনার অ্যাডসেন্সে অ্যাপ্রভাল নিতে সাইটে স্পিড থাকতে হবে। তাছাড়া টপ লেভেল কাস্টম ডোমেন ব্যবহার করতে হবে। যেমনঃ .com, .org, .info, .net ইত্যাদি।

৬। সাইট সার্চ কন্সোলে সাবমিটঃ

ওয়েবসাইট আপনার অবশ্যই গুগল সার্চ কন্সোলে সাবমিট করা লাগতে হবে।

Google Search Console এ কেন ওয়েব সাইট সাবমিট করবেন?

গুগল সার্চ কন্সোল হলো এমন একটি ওয়েবসাইট। যেখান থেকে আপনি আপনার পোস্টগুলো গুগলে ইনডেক্স করাতে পারবেন। আপনি নাও জানতে পারেন, ইনডেক্স এর মানে কি? ইনডেক্স এর মানে হলো আপনার লেখাগুলো গুগোল জমা রাখা।

অর্থাৎ আপনার লেখা আর্টিকেল গুলো গুগোল ক্রল করার পরবর্তীতে সে আর্টিকেলের ইউআরএল এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়বস্তু গুগোল নিজের কাছে জমা রাখবে। সেই আর্টিকেল মানসম্মত হলে গুগল সেটিকে সার্চ রেজাল্টে দেখাবে।তো আপনাকে অবশ্যই আপনারা পোস্ট গুলো গুগলে ইনডেক্স করা লাগতে হবে।

৭। প্রয়োজনীয় পেজ তৈরি করে রাখাঃ

পরবর্তীতে আপনার ওয়েবসাইটে কিছু প্রয়োজনীয় পেজ তৈরী করে নিতে হবে। আপনি ব্লগে গিয়ে Page নামক একটি অপশন দেখবেন। সেই পেজ অপশনে আপনাকে কিছু পেজ তৈরী করে নিতে হবে। যার মধ্যে আছেঃ Privacy Policy, About, Contact, Disclaimer, Terms & Conditions। এই পেজ গুলো তৈরি করে নিলে, গুগল এডসেন্স আপনার সম্বন্ধে বিস্তারিত জানতে পারবে। আপনার ওয়েব সম্বন্ধে খানিকটা জেনে নিতে পারবে।

যদি এগুলো তৈরি নাই করেন তাহলে গুগল আপনার ওয়েবসাইট সম্বন্ধে কিছু জানবে না। এতে করে এপ্রুভালও পাবেন না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ ভাইয়া দারুন একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এটা সত্যিই অনেক কার্যকারী আশা করি এটা অনেকেরই কাজে দিবে।

তবে আমার বাংলা ব্লগ এ কাজ করার জন্য আপনাকে কিছু নিয়ম-নীতি মেনে কাজ করতে হবে। আপনাকে প্রথমে একটি পরিচিতিমূলক পোস্ট করতে হবে। যেখানে একটি কাগজে আমার বাংলা ব্লগ ,আপনার স্টিমিট ইউজার আইডি এবং আজকের তারিখ লিখতে হবে তারপর সেই কাগজটা হাতে ধরে একটি সেলফি তুলতে হবে এবং আপনার পরিচিতিমূলক পোষ্টের মধ্যে সেটা যুক্ত করে দিতে হবে। প্রথমে আপনি আমার বাংলা ব্লগ এ সকল পিন করা পোস্টগুলো পড়ে দেখুন আশা করি আপনি নিয়ম-নীতিগুলো বুঝে যাবেন। ধন্যবাদ।

  ·  3 years ago (edited)

@mahir4221 ভাইয়া ইউজার দের গাইড করার জন্য মডারেটর বৃন্দ রয়েছেন৷ আপনারা এভাবে কনেন্ট করলে নতুন মেম্বার রা বিভ্রান্ত হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন৷ ধন্যবাদ।

আমি দুঃখীত!
আমি এখানে নতুন তাই নিয়মকানুনের বেপারে জানা ছিল না। পরবর্তীতে সব কিছু জেনে তারপর পোস্ট করবো।

আমি দুঃখীত!
আমি এখানে নতুন তাই নিয়মকানুনের বেপারে জানা ছিল না। পরবর্তীতে সব কিছু জেনে তারপর পোস্ট করবো।

@sadmanjabirtanim,

আপাতত কোনো নতুন মেম্বার নেয়া হচ্ছে না। কবে থেকে নেয়া হবে তা জানতে এবং যেকোনো সমস্যার দ্রুত সমাধানের জন্য আমাদের ডিসকোর্ড এ যোগ দিন। নিচের লিংকে ক্লিক করুনঃ

👉লিংক

আপনি নিজস্ব লেখা ব্যতীত অন্যের সামগ্রী এখানে শেয়ার করতে পারবেন না।

আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের post আমাদের কমিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source: https://www.expertbd.xyz/2021/07/how-to-earn-money-from-blogger.html

Loading...