📸🌱 আমার কিছু ফ্যাশন ও এডিটোগ্রাফির আলোক চিত্র 📸🌱 // আমার বাংলা ব্লগ // [ ০২ সেপ্টেম্বর ২০২১ ] || 10% to @shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)

স্বাগতম সবাইকে,🌱


সবাই কেমন আছেন? আশা করি, সবাই অনেক অনেক অনেক ভালো আছেন। কতদিন হলো আমার ফ্যাশন ফটোগ্রাফি ও এডিটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করি না। তাই আজকে ভাবলাম কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করবো।

তো, আমি আজকে আমার তোলা সেরা সাতটি ফ্যাশন ফটোগ্রাফি ও এডিটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। 🌱 আশা করি, আপনাদের সেগুলো ভালো লাগবে।

তো চলুন শুরু করা যাকঃ-



📸🌱 【ফ্যাশন ফটোগ্রাফিঃ ০১】 🌱📸


1.jpg

Device: Canon EOS 700D ( 85mm Prime Lence )
Edit: Adobe Photoshop CS6
WW3W Location: https://what3words.com/necropolis.monopoly.rodents

ছবিতে মডেল হিসেবে আমি রয়েছি। ফটোগ্রাফি আর এডিট করতে আমার বেশ ভালো লাগে। আরো ভালো লাগে যখন কেউ আমার কাছ থেকে এসব শিখতে চায় এবং আমি তা তাদের শেখাতে পারি। এই ছবিটা তুলতে আমি আমাদের নিকটবর্তী উপজেলার একটি প্রাচীন রাজবাড়ীতে যাই।

sagor bordar.png

📸🌱 【ফ্যাশন ফটোগ্রাফিঃ ০২】🌱📸


2.jpg

Device: Canon EOS 700D ( 85mm Prime Lence )
Edit: Adobe Photoshop CS6
WW3W Location: https://what3words.com/necropolis.monopoly.rodents

ছবিতে আমরা যে মডেলকে দেখতে পাচ্ছি। সে খুব লজ্জা পায় ছবি তুলতে, ক্যামেরার সামনে কিভাবে দাঁড়াবে, কিভাবে পোজ দিতে হবে কিছুই জানে না। আমি তাকে বলি, বন্ধু নরমালভাবে দাঁড়াতে এবং সেভাবেই সে দাঁড়িয়ে যায় আর আমি তুলে নেই তার অনবদ্য একটি ছবি।

sagor bordar.png

📸🌱 【ফ্যাশন ফটোগ্রাফিঃ ০৩】🌱📸


3.jpg

Device: Canon EOS 700D ( 85mm Prime Lence )
Edit: Adobe Photoshop CS6
WW3W Location: https://what3words.com/necropolis.monopoly.rodents

মাঝে মাঝে আমার ইচ্ছা হয়, ইসসস আমি যদি আবারো প্রাচীনকালে ফিরে যেতে পারতাম। বাস্তব জীবনে তো তা আর কখনো সম্ভব নয়, তাই এডিট করেই চলে গেলাম প্রাচীনকালের রাজা-রাণীর দেশে।

sagor bordar.png

📸🌱 【ফ্যাশন ফটোগ্রাফিঃ ০৪】🌱📸


4.jpg

Device: Canon EOS 700D ( 85mm Prime Lence )
Edit: Adobe Photoshop CS6
WW3W Location: https://what3words.com/necropolis.monopoly.rodents

ছবিতে আমরা যে মডেলকে দেখতে পাচ্ছি, সে আমার বন্ধু। যে ক্যামেরা দিয়ে আজকের এই ফটো সেশন টা করেছি, মূলত সে ক্যামেরাটি ওর। মডেল হিসেবে সে একদম পারফেক্ট। যখন যা পোজ দিতে বলেছিলাম সে সেই রকমই পোজ দিচ্ছিলো।

sagor bordar.png

📸🌱【ফ্যাশন ফটোগ্রাফিঃ ০৫】🌱📸


5.jpg

Device: Canon EOS 700D ( 85mm Prime Lence )
Edit: Adobe Photoshop CS6
WW3W Location: https://what3words.com/necropolis.monopoly.rodents

নির্বাক চাহনিতে ক্যামেরা বন্দি হতে কার না ভালো লাগে বলেন। বিকেলের মিষ্টি আলো যখন মুখের উপরে পড়ে তখন মুখটি যেনো সোনালী আভায় পরিণত হয়ে যায়।

sagor bordar.png

📸🌱【ফ্যাশন ফটোগ্রাফিঃ ০৬】🌱📸


6.jpg

Device: Canon EOS 700D ( 85mm Prime Lence )
Edit: Adobe Photoshop CS6
WW3W Location: https://what3words.com/necropolis.monopoly.rodents

নূরানী চেহারা বন্ধুর। মিষ্টি প্রকৃতিতে তার চেহারা আরো উজ্জ্বল্ভাবে ফুটে উঠেছে। তার দাঁড়িগুলো ও তার মত সুন্দর হয়ে বাতাসে হেলেদুলে খেলা করছে।

sagor bordar.png

📸🌱【ফ্যাশন ফটোগ্রাফিঃ ০৭】🌱📸


7.jpg

Device: Canon EOS 700D ( 85mm Prime Lence )
Edit: Adobe Photoshop CS6
WW3W Location: https://what3words.com/necropolis.monopoly.rodents

আমি হাসতে ভালোবাসি। হাসি আমার মুখ থেকে কেউ কেড়ে নিতে পারে না। সুখে থাকলেও হাসি আমি, দুঃখে থাকলে হাসি। হাসিটা যেনো আমার জীবনের অংশ হিসেবেই হয়ে উঠেছে।

sagor bordar.png

📸আমি ছবি তুলতে যেসব গ্যাজেট ব্যবহার করেছি!📸


CameraCanon EOS 700D
ModelSagor, Nahid, Hritik
EditAdobe Photoshop CS6


আশা করি, আপনাদের আমার এই ফ্যাশন ফটোগ্রাফি ও এডিটোগ্রাফিগুলো ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ সবাইকে।

sagor bordar.png

Untitled-1s.jpg

আমার সম্পর্কে কিছু কথাঃ-


আমি মোঃ আবু হেনা সরকার। আর আমার ডাক নাম সাগর। আমি একজন স্বাধীন চেতনাময়ী ছেলে। যে সবসময় স্বাধীনতাকে প্রাধান্য দেই। আমি লিখতে, পড়তে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিশ্লেষন এবং কোনো অজানা বিষয় সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী ও ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। সবার সাথে মিশতে আমার অনেক ভালো লাগে।

sagor bordar.png

আমার সাথে যোগাযোগ করুনঃ-

ফেসবুক | টুইটার | ডিস্কোর্ড | ইউটিউব

sagor bordar.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফ্যাশন সচতনতা সবার মধ্যে রয়েছে।আপনিও এর ব্যাতিক্রম না।ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাই

আপনার বন্ধুর নুরানী চেযহেরা দেখতে অনেক সুন্দর ভাই আপনাদের সবার জন্য শুভ কামনা রইলো 🥀

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই

অনেক সুন্দর হয়েছে ছবি গুলো। ৩য় ছবিটির পোছ টা অনেক জোছ। তবে ছবি টির কন্ট্রাস্ট একটু বেশি আর রঙিন হলে আরো বেশি ভালো লাগতো।

আসলে প্রাচীনকালে চলে গেছিলাম তো। ছবিতে একটা পুরোনো পুরোনো ভাব নিয়ে আশার জন্যই, এত কিছু করা। অনেক সুন্দর কমেন্ট করেছেন ভাই আপনি

অনেক আধুনিকতার সুযোগ পেলাম। অনেক অনেক ধন্যবাদ ভাই। একটা ভিন্ন ধর্মী পোস্ট করেছেন। দুর্দান্ত ছিল ফটোগ্রাফি গুলি। অনেক শুভেচ্ছা

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করে পোষ্টের মান্নোয়নে সাহায্য করেছেন ❤

আপনার ফ্যাশন ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে, আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার, আপনার এডিট দেখে আমি মুগ্ধ। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনিও সুন্দর একটি কমেন্টের মাধ্যমে পোষ্টের মানকে বহুগুনে বাড়িয়ে দিয়েছেন

ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। আর লেখা গুলো অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। তবে এই লেখাটি আমআমার খুব ভালো লেগেছে। মাঝে মাঝে আমার ইচ্ছা হয়, ইসসস আমি যদি আবারো প্রাচীনকালে ফিরে যেতে পারতাম।
ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য ♥️

জ্বি ভাই, আপনিও অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন।

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই! প্রতিটি ছবিতে দক্ষতার ছোয়া পাওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন!

ধন্যবাদ আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন। আপনার মন্তব্যও আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে

ভাই তোর দেখে মডেল পুরা। নায়ক এর থেকে কোন অংশে কম নয়। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।

😍😍😍😍অনেক সুন্দর কমেন্ট করেছেন ভাই। মনটা খুশিতে ভরে গেলো।

ছবি গুলো দেখে বুঝা যায়,আপনি ভীষন ফ্যাশান সচেতন একজন মানুষ।ছবি গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

জ্বি ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

ছবিগুলি খুবই সুন্দর হয়েছে আপনাদের। এক্সপ্রেশন ভালো ছিলো ছবিতে। মডেলের মতোই লাগছে আপনাদেরকে। আমার খুব শখ ফটোশপের কাজ শেখার। শেখাবেন নাকি আমাকে? আপনার পোস্টটা সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

জ্বি ভাইয়া এত সুন্দর কম্পিমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই শেখাবো ভাই। আমি ফটোশপের যা যা পারি আপনাকে শেখাবো।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

বাকি কিছু ডিস্কোর্ডে শিখিয়ে দিবো ভাই।

ভাই তো দেখছি দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছেন। মেয়েরা তো দেখলেই পটে যাবে।ধন্যবাদ ভাই আপনার সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

😁😁😁মেয়ে পটানোর ইচ্ছা নেই ভাই। এমনিতেই সিঙ্গেল অবস্থাতেই ভালো আছি।

ফ্যাশন ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাই সবগুলো ছবি।আমিও চেষ্টা করতেছি ফটোশপের কাজ শিখার।ছবিকে আরেকটু সুন্দর বৃদ্ধি কে না চায়!ভালো একটি সময় পার করেছেন ভাই।ধন্যবাদ

জ্বি ভাই, ফটোশপের কাজ শেখার অনেক ভালো উদ্যোগ নিয়েছেন ভাই। চালিয়েন যান সফল হবেন।

জি ভাই।সাজেশন ও চাই আপনাদের কাছ থেকে

বাকি কথা ডিস্কোর্ডে হবে ভাই

আমার সম্পর্কে কিছু কথাঃ-
এখানে এক্টূ সংশোধন করে নিবেন।

যেসব সবসময় স্বাধীনতাকে প্রাধান্য দেই।

ভিশন আগ্রহী

জ্বি ভাইয়া, ঠিক করে নিয়েছি। আমি বুঝতেও পারি নি, এসবে প্রব্লেম ছিলো। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মাস আল্লাহ আপনাদের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আপনারা বিভিন্ন স্টাইলের ছবি তুলেছেন। একদম মনমুগ্ধকর দেখার মত ছিল আপনাদের জন্য শুভকামনা রইল।

ভালোবাসা অবিরাম ভাই <3

আপনাকে দেখি সত্যি সত্যি মনে হচ্ছে আপনি একজন মডেল এবং আপনার বন্ধুর চেহারা মাশাল্লাহ। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এভাবেই চলতে থাকলে আপনি একদিন অবশ্যই মডেল হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

সত্যিকার অর্থে মডেল হওয়ার ইচ্ছা আমার নেই। আমি শুধু মাঝে মধ্যে বন্ধুদের সাথে গিয়ে ফটোগ্রাফি করি। হাহা
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য করার জন্য।

তাই না কি।।।

হুম ঠিক তাই

আপনার ফ্যাশনেবল পিকচার গুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ♥

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

অসাধারণ

অসংখ্য ধন্যবাদ।

প্রতিটা ছবিই দেখার মতো ছিল। আমার ছবি কবে তুলে দেবেন বলেন?😄😄😄😄

চলেন আজকেই যাই, ছবি তুলতে।😊

😄😄😄