স্বাগতম সবাইকে,
আশা করি, সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি স্টিমিটে আসার আগে মাঝে মধ্যে কিছু থ্যাম্বনেইল ডিজাইন করতাম আমার ইউটিউব চ্যানেলের জন্য। তো তখন আমাকে বরাবরের মতো অধিক সময় ব্যয় করে থ্যাম্বনেইল বানাতে হতো। কিন্তু সময় অতিক্রমের কারণে দিন দিন এসবের প্রতি অভিজ্ঞতা তুলনামূলক বৃদ্ধি পাওয়ার কারণে আর আগের মতো সময় লাগে না। এবং চাইলেই অল্প সময়ের মধ্যেই তা সম্পন্ন করা সম্ভব।
বলতে গেলে অনেক দিন পর আবার আজকে নতুন একটা থ্যাম্বনেইল ডিজাইন করতে বসলাম এবং মাত্র ৩৫ মিনিটের মধ্যে তা শেষ করে দেই।
তো চলুন এর পুরো প্রসেস গুলো আপনাদের সাথে তা শেয়ার করে নেওয়া যাকঃ-
তো চলুন শুরু করা যাকঃ-
↘️আমার বানানো থ্যাম্বনেইলটি↙️
Source |
---|
📸↘️ 【ধাপঃ ০১】↙️📸
প্রথম ধাপে আমি ১২৮০/৭২০ সাইজের একটি পেজ বানিয়ে নিয়েছিলাম।
📸↘️ 【ধাপঃ ০২】↙️📸
তারপর ২য় পর্যায়ে আমি পিক্সাবে থেকে নামানো ছবিটি ড্যাশ বোর্ডে ছেড়ে দিলাম এবং সেখানে হালকা ঘোলা করে দিয়েছি।
📸↘️ 【ধাপঃ ০৩】↙️📸
এই ধাপে আমি মূল অবজেক্টটিকে পেন টুলের সাহায্যে কেটে নেই। এবং এই লেয়ারকে ফুটিয়ে তোলার জন্যে কালার কারেকশন ও স্ট্রোক ব্যবহার করি।
📸↘️ 【ধাপঃ ০৪】↙️📸
এই ধাপে আমি মূল ২য় অবজেক্ট টেক্সটটি এড করে নেই।
📸↘️ 【ধাপঃ ০৫】↙️📸
এই ধাপে আমি টেক্সটগুলোকে মোডিফাই করে নেই। এবং এই টেক্সটের উপর বিভিন্ন এফেক্ট ব্যবহার করি।
📸↘️ 【ধাপঃ ০৬】↙️📸
এই ধাপে আমি এর বানিয়ে রাখা লোগোটি এড করি।
📸↘️ 【ধাপঃ ০৭】↙️📸
সর্বশেষ ধাপে আমি টেক্সটের সাথে এর সৌন্দর্য বৃদ্ধির জন্যে একটি শেপ ব্যবহার করি এবং এখানেও হালকা এফেক্ট ব্যবহার করি। আর তাতেই আজকে আমাদের এই থ্যাম্বনেইল টি বানানো সম্পন্ন হয়ে যায়।
📸আমি আজকের ডিজাইন বানাতে যেসব গ্যাজেট ব্যবহার করেছি!📸
ডিভাইস | ডেল ল্যাপটপ |
---|---|
এডিট | Adobe Photoshop CS6 |
আশা করি, আপনাদের আমার বানানো এই ডিজিটাল কার্টুনটি সবার ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ সবাইকে।
![sagor bordar.png]
আমার সম্পর্কে কিছু কথাঃ-
আমি মোঃ আবু হেনা সরকার। আর আমার ডাক নাম সাগর। আমি একজন স্বাধীন চেতনাময়ী ছেলে। যে সবসময় স্বাধীনতাকে প্রাধান্য দেই। আমি লিখতে, পড়তে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিশ্লেষন এবং কোনো অজানা বিষয় সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী ও ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। সবার সাথে মিশতে আমার অনেক ভালো লাগে।
এই থাম্বনেইল ডিজাইন টা আমার শিখতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। এবং আপনি দেখছি এসব কাজ খুবই ভালো পারেন। ইনশাআল্লাহ আমি দ্রুতই ল্যাপটপ কিনছি। তখন এইধরনের কাজ আপনার এই টিউটোরিয়াল দেখে চেষ্টা করব।
দারুণ ছিল থাম্বনেইলটা ভাই।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া জীবনে চলার পথে অনেক কিছু শিখতে হবে। আপনার জন্য অগ্রিম শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু তোমার ডিজিটাল আর্ট সব সময় অসাধারন হয়। তুমি কিন্তু কিভাবে কি করো এটা স্ক্রিন রেকর্ড করে আমাদের মাঝে শেয়ার করতে পারো এতে করে আমদের অনেক উপকার হবে। আশা করি এই ভাবে এগিয়ে যাও ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছুই হবে ইনশহালহ । সব সময় আমি পাশে আছি তোমার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাআল্লাহ বন্ধু, আরো এক্সট্রিম লেভেল এ যাই তারপর সবকিছু লাইভ শেয়ার করব ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইইয়া আপনার ডিজিটাল আর্ট করা দেখলে আমার অনেক আগ্রহ জাগে আমিও শিখবো। আপনি আসলেই অনেক সুন্দর আইডিয়া ক্রিয়েট করতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন। আমার খুব ভালো লাগে আপনার ডিজিটাল আর্টগুলো। শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার অনুভূতিগুলো আমার অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। এসব মন্তব্য দেখলে কাজের প্রতি ভালবাসা দ্বিগুণ বেড়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাইয়া মুগ্ধ হয়ে গেলাম। আপনি এতো সুন্দর করে মজাদার চিকেন চপ এর থ্যাম্বনেইল ডিজাইন তৈরি করেছেন। আপনার ডিজাইন সবসময় মাশাল্লাহ অনেক সুন্দর হয়। আজকেও তার ব্যতিক্রম নয়। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার হাতের কাজ খুবই ভালো। আপনার জন্য শুভকামনা রইল। দোয়া করি আরও সুন্দর সুন্দর কাজ আপনি আমাদের উপহার দেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার মন্তব্যটি আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্যেও শুভকামনা ও ভালোবাসা রইলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আংকেল তোমার ডিজিটাল আটকে অনেক সুন্দর হয়েছে। বরাবরের মতই প্রশংসা করল একটু কম হয়ে যাবে। তুমি তো বরাবরই ডিজিটাল আট অনেক সুন্দর করো। শুভকামনা রইল তোমার প্রতি এগিয়ে যাও দুর্বার গতিতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। তুমিও এগিয়ে যাও অদম্য শক্তিতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর বানিয়েছেন থাম্বনেইল । তবে মনে রাখতে হবে যে কোন থাম্বনেইল যে বিষয়ের উপর তৈরী করবেন ঠিক সেই সাবজেক্ট টিকে বেশী হাইলাইট করার চেষ্টা করতে হবে। আপনার তৈরী করা ইমেজ টি সুন্দর শুধু আপনি যদি বাচ্চা টিকে কোন একটা রাউন্ড সারকেলের মধ্যে রাখতেন তাহলে আরো ভাল হতো মনে হয়। যদিও এটা আমার মতামত। সব মিলিয়ে দারুন । ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর ভাবে আপনি আপনার মতামতটি তুলে ধরেছেন। 🔥🤩
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাই আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ। আপনি খুবই সুন্দর ভাবে লোগো তৈরি করতে পারেন।আর আজকে আপনার এই ডিজাইনের থাম্বাইলটা আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। 🤩 খুব সুন্দর একটি মন্তব্য ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি এসব কাজে বেশ পারদর্শী একজন মানুষ।
আর এরকম প্রতিভাবান মানুষদের আমার বরাবর ই খুব ভালো লাগে কারণ নতুন কিছু শেখা যায়। থাম্পনেইল একদম পারফেক্ট হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। এই রকম মন্তব্য দেখলে কাজের প্রতি আগ্রহ ও ভালবাসা অনেক বেড়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ ভাই! সেই তো। ছোট মেয়েটিকে কিউট লাগছে খুব। আপনি খুব সুন্দর করে থাম্বেনাইলটি বানিয়েছে ফুড ও গ্রিল রিলেটেড। টুলসের যথেষ্ট ব্যবহার করে বানিয়েছেন। আপনার এসব কাজ আমার কাছে খুব ভালো লাগে। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই খুব সুন্দর একটি মন্তব্য করেছেন।
🥳
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি আপনার দক্ষতা দিয়ে অনেক দূর এগিয়ে যাবেন, শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit