📸🌱 আমার তোলা কিছু রেন্ডম আলোক চিত্র 📸🌱 // আমার বাংলা ব্লগ // [ ২৩ অক্টোম্বর ২০২১ ] || 10% to @shy-fox

in hive-129948 •  3 years ago 

স্বাগতম সবাইকে,🌱


সবাই কেমন আছেন? আশা করি, সবাই অনেক অনেক অনেক ভালো আছেন। কতদিন হলো আমার তোলা রেন্ডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করি না। তাই আজকে ভাবলাম কিছু ছবি তোলা যাক।

তো, আমি আজকে আমার তোলা সেরা সাতটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। 🌱 আশা করি, আপনাদের সেগুলো ভালো লাগবে।

তো চলুন শুরু করা যাকঃ-



📸🌱 【ছবিঃ ০১】 🌱📸


IMG_20210606_172829w.jpg

Device: VIVO Y11
Edit: Adobe Photoshop CS6
WW3W Location: https://what3words.com/tempting.pushover.daylight

এটি হচ্ছে দিনাজপুর সরকারি মহিলা কলেজ। যা দিনাজপুর সদর উপজেলায় অবস্থিত। বিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে এই কলেজটি। প্রতি বছর অনেক ছাত্রী এখান থেকে সন্মানের সহিত বের হয়ে যায়।

sagor bordar.png

📸🌱 【ছবিঃ ০২】🌱📸


IMG_20210606_172829w1.jpg

Device: VIVO Y11
Edit: Adobe Photoshop CS6
WW3W Location: https://what3words.com/hands.shorter.melts

এটি হচ্ছে কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ। এটি দিনাজপুর সরকারি মহিলা কলেজের পাশেই অবস্থিত। যা দিনাজপুর সদর উপজেলায় অবস্থিত।

sagor bordar.png

📸🌱 【ছবিঃ ০৩】🌱📸


IMG_20210606_172829w2.jpg

Device: VIVO Y11
Edit: Adobe Photoshop CS6
WW3W Location: https://what3words.com/consumed.farmed.owned

এই ছবিতে আমরা কিছু গাছের গাঁয়ে আলপনা আঁকা দেখতে পাচ্ছি। আসলেই এ ধরনের চিত্রকর্ম পরিবেশের সৌন্দর্যকে বৃদ্ধি করে। কিন্তু এই ধরণের কাজ করতে গিয়ে গাছের অনেক ধরণের ক্ষতি হয় যায়।

sagor bordar.png

📸🌱 【ছবিঃ ০৪】🌱📸


IMG_20210606_172829w3.jpg

Device: VIVO Y11
Edit: Adobe Photoshop CS6
WW3W Location: https://what3words.com/gobblers.retrain.treatable

এই ফটকটি হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরটি, দিনাজপুর শাখার। এটি দেখতে বেশ সুন্দর ও ছিম ছাম পরিবেশে বানিয়েছে। এই ফটকটি দিয়ে সারা দিয়ে হাজার জন মানুষের আনাগোনা হয়।

sagor bordar.png

📸🌱【ছবিঃ ০৫】🌱📸


IMG_20210606_172829w4.jpg

Device: VIVO Y11
Edit: Adobe Photoshop CS6
WW3W Location: https://what3words.com/engine.flitting.wonderful

এই ছবিতে আমরা একটি স্মৃতিসৌধ দেখতে পারতেছি। এটি দিনাজপুর সদর উপজেলায় অবস্থিত। এই জায়গাতে কিছু বিশেষ ব্যক্তিবর্গদের স্মরণে এটি বানানো হয়েছে।

sagor bordar.png

📸🌱【ছবিঃ ০৬】🌱📸


IMG_20210606_172829w5.jpg

Device: VIVO Y11
Edit: Adobe Photoshop CS6
WW3W Location: https://what3words.com/statement.spirit.glad

একটি বিকেলকে স্মরণীয় করে রাখতে এই ছবিটি তুলে রাখার অদম্য এক প্রচেষ্ঠা। বিকেলটি আমার জন্যে বেশ ভালো ছিলো। একটু প্রফুল্ল মনে বিকেলের আবহাওয়ায় নিজেকে পেখম মেলে উড়বার ইচ্ছা হয়েছিলো শুধু।

sagor bordar.png

📸🌱【ছবিঃ ০৭】🌱📸


Image 2021-09-07 at 7.38.1m5 PM.jpeg

Device: Redmi Note 8
Edit: Adobe Photoshop CS6
WW3W Location: https://what3words.com/bumpy.crew.untruth

কোনো এক বৃষ্টিস্লান্ত বিকেলে এই ফুলের ছবিটি ক্যামেরা বন্দি করে নিই। এই ফুলটি বেশ সুন্দর লাগে আমার কাছে। বৃষ্টির পরে এই ফুলে সৌন্দর্য বহুগুনে বেড়ে গেছে।

sagor bordar.png

📸আমি ছবি তুলতে যেসব গ্যাজেট ব্যবহার করেছি!📸


CameraVivo, Redmi
ModelY11, Note 8
EditAdobe Photoshop CS6


আশা করি, আপনাদের আমার এই ফটোগ্রাফিগুলো ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ সবাইকে।

sagor bordar.png

Untitled-1s.jpg

আমার সম্পর্কে কিছু কথাঃ-


আমি মোঃ আবু হেনা সরকার। আর আমার ডাক নাম সাগর। আমি একজন স্বাধীন চেতনাময়ী ছেলে। যে সবসময় স্বাধীনতাকে প্রাধান্য দেই। আমি লিখতে, পড়তে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিশ্লেষন এবং কোনো অজানা বিষয় সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী ও ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। সবার সাথে মিশতে আমার অনেক ভালো লাগে।

sagor bordar.png

আমার সাথে যোগাযোগ করুনঃ-

ফেসবুক | টুইটার | ডিস্কোর্ড | ইউটিউব

sagor bordar.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সবার আগে দেখি মহিলা কলেজের ছবিটি তুলেছেন ব্যাপার খানা কি ভাইয়া। যাইহোক আপনার প্রতিটি ছবি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে

ভাই প্রতিটা৷ ছবি অসাধারণ হয়েছে।

শুভকামনা রইলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আমি আপনার সাথে পূর্ব পরিচিত থাকায় আমি জানি আপনি ফটোগ্রাফি তে কত টা প্রো।সেটা আবার ও প্রমাণ দিলেন।ভালো ডিভাইস কোনো মাইনে রাখে না যদি ভালো স্কিল থাকে।একটা লো ডিভাইস ফোন দিয়েও জে এত টা প্রানবন্ত আর সুন্দর ছবি তোলা যায় এটার জলজ্যান্ত উদাহরণ আপনি।এভাবেই এগিয়ে যান প্রিয়❤️

প্রাণবন্ত আপনার মন্তব্য কাজ করার আগ্রহকে বহুগুণে বাড়িয়ে দেয়।

আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ছবি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। কিন্তু আমার কাছে শেষের দুটো ছবি বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন ভাই। দিনাজপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার ছবি শেয়ার করেছেন আপনি। ছবির বর্ণনা গুলোও খুব ভাল ছিল। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

জ্বি ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আমরা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

ভাইয়া,আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ছবি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে আমার কাছে বৃষ্টিস্লান্ত বিকেলের ফুলের ছবিটি অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

আপনি খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনার প্রত্যেকটি ফটোর সুন্দর ভাবে ফুটে উঠেছে বিশেষ করে শেষের ফটোটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে

ভাই দিনাজপুরের কলেজটি আপনি খুবই চমৎকার ভাবে আপনার ক্যামেরাবন্দি করেছেন। আপনার উপস্থাপনা এবং ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। এভাবেই প্রতিনিয়ত অজানা বিষয় গুলো চোখের সামনে ভেসে উঠতেছে এবং অনেক অজানা বিষয় জানতে পারছি। নিউ মতো আপনার পোস্টগুলো পড়ি খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া

ভাইয়া আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

দারুণ হয়েছে ভাইয়া আপনার ফটোগ্রাফিগুলো।আপনার মুহূর্তগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।❤️

দিনাজপুর যে এত সুন্দর জায়গা তা তো আমার আগে জানাই ছিল না কারন কোনোদিন যাওয়া হয়নি।ওইদিকে কোন বন্ধু বান্ধব নাই যে কোনোদিন ছবি দেখব। আপনার ছবিগুলো দেখে অনেক ভালো লাগলো, এত সুন্দর একটা পরিবেশ একদম পরিষ্কার-পরিচ্ছন্ন যে ব্যাপারটা আমার বেশি ভালো লেগেছে।

সবগুলো ছবি অনেক সুন্দর ছিল ভাই। তবে শেষে আকাশের ছবিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। খুব সুন্দর করে এডিট করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল ভাই।

সত্যিই ছবিগুলো অসম্ভব সুন্দর হয়েছে, অনেক তাজা মনে মনে হচ্ছিলো। শুভ কামনা রইলো আপনার জন্য

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই

আপনাদের দিনাজপুরে কলেজিয়েট গার্লস স্কুল আছে আর আমাদের চট্টগ্রামের রয়েছে কলেজিয়েট বয়েজ স্কুল আর এই স্কুলটি হচ্ছেন আমাদের চট্টগ্রামের ছেলেদের স্কুলের মধ্যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে ভালো রেজাল্ট করা একটি স্কুল।আপনার পোস্ট দেখে দিনাজপুরের খুঁটিনাটি অনেক কিছুই দেখলাম। ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর সুন্দর ছবি গুলো এবং ইনফরমেশন শেয়ার করার জন্য।

একদিন সময় করে দিনাজপুর আসিয়েন। পুরো দিনাজপুর ঘুরে দেখাবো। আর সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

ভাই দিনাজপুরের কলেজটি চমৎকার হয়েছে।। আপনার উপস্থাপনা এবং ছবিগুলো খুবই সুন্দর হয়েছে।শুভ কামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

দিনাজপুর আমার পরিচিত শহর এখানে পড়াশুনা করেছি কলেজে।খুবই অসাধারন হয়েছে ছবি গুলো ধন্যবাদ ভাই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। দিনাজপুর রাখলেও জানাবেন।

ঠিক আছে ভাই