📸🌱 আমার তোলা কিছু আলোক চিত্র 📸🌱 // আমার বাংলা ব্লগ // [ ১৮ আগষ্ট ২০২১ ] || 10% to @shy-fox

in hive-129948 •  3 years ago 

স্বাগতম সবাইকে,🌱


আমি আজকে আমার তোলা সেরা পাঁচটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। 🌱 আশা করি, আপনাদের সেগুলো ভালো লাগবে।

তো চলুন শুরু করা যাকঃ-



📸🌱 【ছবিঃ ০১】 🌱📸


IMG_20210815_150752.jpg

https://what3words.com/ironing.seriously.assemblies

এটি একটি ঘাস ফুলের ছবি। ঘাসফুল প্রায় প্রতিটি বাড়িতেই পাওয়া যায়। বলা যায়, ঘাসফুল হচ্ছে সার্বজনীন ফুল। এটি আমাদের বাড়ির আঙ্গিনায় টবে শোভা পাচ্ছে। কথায় আছে, গাছের ফুল গাছেই মানায়। তাই, প্রতিটি ফুল ফোটে আর গাছেই সে ঝড়ে পড়ে।

sagor bordar.png

📸🌱 【ছবিঃ ০২】🌱📸


IMG_20210811_184056.jpg

https://what3words.com/dislikes.memo.jumbo

এটি হচ্ছে একটি হোটেল ও রেস্টুরেন্টের ছবি। এই হোটেলটি আমাদের পার্বতীপুর থানার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। ২ মাস আগে করোনার জন্য লকডাউন দিলে, হোটেলটি আবার নতুন করে সাজানোর সুযোগ পায়, এটির মালিক। দীর্ঘ ২ মাসের প্রস্তুতির পর গত বৃহস্পতিবার এটিকে উদ্ভোবন করেন।

sagor bordar.png

📸🌱 【ছবিঃ ০৩】🌱📸


IMG_20210729_161038.jpg

https://what3words.com/drumstick.belated.pity

ছবিতে আমরা একটি মোটর বাইককে ব্রিজের উপরে উঠতে দেখতে পাচ্ছি। এটি আমাদের গ্রামের পাশে বহুল প্রচলিত একটি ব্রিজ। এই ব্রিজটির উচ্চতা স্বাভাবিকের থেকে কিছুটা উপরে। তাই, এই ব্রিজ দিয়ে পারাপার হওয়ার সময় প্রত্যেককে একটু কস্ট করতে হয়। যেমনটা ছবিতে থাকা বাইক চালককে করতে হচ্ছে।

sagor bordar.png

📸🌱 【ছবিঃ ০৪】🌱📸


IMG_20210804_133820.jpg

https://what3words.com/fragment.refinement.construing

ছবিতে আমরা একটি হাইওয়ে দেখতে পাচ্ছি। এটি হচ্ছে পার্বতীপুর-রংপুর রোড। এই হাইওয়ে প্রতিনিয়ত হরেক রকমের, হরেক রঙের গাড়ি, হরেক পেশার মানুষ, যাতায়াত করে। হাইওয়ে সারাক্ষণ কর্মব্যস্ত থাকে। তার যে ফ্রি সময় বলতে কিছুই নেই। দিন রাত ২৪ ঘন্টা তাকে কাজ করতে হবে। মানুষের, গাড়ির এবং সবার চাপ নিতে হয়।

sagor bordar.png

📸🌱【ছবিঃ ০৫】🌱📸


IMG_20210729_163443.jpg

https://what3words.com/pavements.invitingly.retracted

এটি হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। এই রাস্তাটি আমাদের গ্রামের ভিতর দিয়ে শহরে চলে গেছে। অন্যগ্রামের, অন্য এলাকার মানুষ খুব সহজেই এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেন। প্রায় প্রতিদিন বিকেল বেলায়, আমি এই রাস্তায় হাটতে বের হই। পূবালী বাতাসে মনটা জুড়ে যায়।

sagor bordar.png

📸আমি ছবি তুলতে যেসব গ্যাজেট ব্যবহার করেছি!📸


CameraItel
ModelVision 1 pro
EditAdobe Lightroom [ android version ]


আশা করি, আপনাদের আমার এই ফটোগ্রাফিগুলো ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ সবাইকে।

sagor bordar.png

Untitled-1s.jpg

আমার সম্পর্কে কিছু কথাঃ-


আমি মোঃ আবু হেনা সরকার। আর আমার ডাক নাম সাগর। আমি একজন স্বাধীন চেতনাময়ী ছেলে। যেসব সবসময় স্বাধীনতাকে প্রাধান্য দেই। আমি লিখতে, পড়তে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিশ্লেষন এবং কোনো অজানা বিষয় সম্পর্কে জানতে ভিশন আগ্রহী ও ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। সবার সাথে মিশতে আমার অনেক ভালো লাগে।

sagor bordar.png

আমার সাথে যোগাযোগ করুনঃ-

ফেসবুক | টুইটার | ডিস্কোর্ড | ইউটিউব

sagor bordar.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  3 years ago (edited)

ফুলটির ছবি খুবই সুন্দর হয়েছে।

অসংখ্য ধন্যবাদ ভাই!

ঘাসফুলের ছবিটা কি ম্যাক্রো তে তোলা?

আমার ফোনে ম্যাক্রো নেই ভাই, নরমাল মুডেই তোলা।

তাহলে বলতেই হয় ছবিটা বেশ সুন্দর হয়েছে ।

ছবিগুলো অনেক সুন্দর হয়ছে ভাই।

অসংখ্য ধন্যবাদ ভাই!

অনবদ্য প্রকৃতির ছবিগুলি

অসংখ্য ধন্যবাদ ভাই!

ছবি গুলো খুবই সুন্দর ছিল অসাধারন ক্লিক।

অসংখ্য ধন্যবাদ ভাই!

ছবি গুলো খুব সুন্দর হয়েছে। চালিয়ে যান ভাইয়া

ধন্যবাদ ভাই, পাশে থেকে সাপোর্ট দিয়ে যাইয়েন।

খুব সুন্দর ফটোগ্রাফি ভাই।

image.png

এই ছবিটি আমার কাছে খুবই ভালো লাগছে। ধন্যবাদ এরকম ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাই!

ছবিগুলো সত্যিই অসাধারণ।শুভকামনা রইলো ভাইয়া।

অসংখ্য ধন্যবাদ আপু

সবগুলো ছবিই খুব সুন্দর হয়েছে।ধন্যবাদ শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু

শেষের দৃশ্যগুলো আমার কাছে বেশী ভালো লেগেছে, দৃশ্যগুলো বেশ সবুজ ও সুন্দর ছিলো। ধন্যবাদ

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, দোয়া করবেন, এই রকম যেনো আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের উপহার দিতে পারি।

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাই আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া