"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ০৮ || "ইলিশ মাছের দোপেয়াজা রান্নার রেসিপি" ও ইলিশ খোঁজার মিশন || 10% to @shy-fox

in hive-129948 •  3 years ago 

27-10-2021

১২ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ


IMG_0179c.jpg

IMG_0173sa.jpg

আমার "ইলিশ মাছের দোপেয়াজা রান্নার রেসিপি"র সাথে আমি!

আসসালামুয়ালাইকুম ও আদাব,

আশা করি, সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও ভালোই আছি ও ফুরফুরে মেজাজে আছি। কারণ, আমি আজকে আমার বাংলা ব্লগ কর্তৃক আয়োজিত ৮তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যে আমি মেস থেকে বাসায় চলে আসি। কেননা, মেসে থাকলে আমি রান্নার সুযোগটা পাবো না। তাই আমি বাসায় চলে যাই। মেস থেকে আমার বাসার দূরত্ব ছিলো ২.৫ ঘন্টার রাস্তা। শনিবার সন্ধ্যা ৬ টার ট্রেন ধরে আমি বাসায় আসার জন্য বের হই। কিন্তু পথিমধ্যে ট্রেন ক্রসিং এর জন্য ১.৫ ঘন্টা অপেক্ষা করে। আর আমার যাত্রার সময় ২.৫ থেকে ৪ ঘন্টায় চলে যায় এবং সর্বশেষ আমি রাত ১০টার কিছু সময় পড়ে বাসায় পৌছাই।

পরদিন সকালে আমরা বাজারে যাই ইলিশ কিনতে। ইলিশ কিনতে যাওয়ার সময় আমি কিছু ভ্লগ ভিডিও ধারণ করি। সেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। হাতে সময় করে দেখে নিবেন। বাজারে ইলিশ পাওয়া যাচ্ছিলো না, ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা থাকার কারণে। তবুও অনেক আশা ভরসার পর আমরা ইলিশ পেয়েছি এবং বাকি তথ্য আমি ভিডিওতে তুলে ধরলাম।

আমরা বাজার থেকে ৩টি ইলিশ কিনে আনি। প্রতিটি ইলিশের ওজন ৭৫০ গ্রাম করে এবং প্রতি কেজি ইলিশের দাম ১২০০টাকা নিয়েছে। স্থান ভেদে দাম কম-বেশি হতে পারে।

IMG_0173sd.jpg

IMG_0173্া.jpg

কাঙ্ক্ষিত সেই সোনার ইলিশ !

ইলিশ আমাদের জাতীয় মাছ। ইলিশ পছন্দ করে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল। আমি ব্যক্তিগতভাবে ইলিশ অনেক পছন্দ করি। এই প্রতিযোগিতা যখন ঘোষনা করা হলো তখন থেকেই আমি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতে থাকি এবং শনিবারে আমার গুরুত্বপূর্ণ ক্লাস শেষ করেই বাসায় চলে আসি। আমার সব থেকে রোমাঞ্চকর মূহুর্ত হচ্ছে, ইলিশ এর খোঁজে যাওয়াটি। কারণ, এর মতো এডভাঞ্চার আর কিছু হতে পারে না। যদি ইলিশ খুঁজে না পেতাম, জানি না তখন কি হতো। যেহেতু পেয়ে গেছি সেহেতু আমি উল্লাসিত, উচ্ছাসিত।

আমার রেসিপি নিয়ে কিছু কথাঃ-

আমার রেসিপির নাম হচ্ছে "ইলিশ মাছের দোপেয়াজা"। দোপেয়াজা বলতে আপনারা হয়তো বুঝেই গেছেন এই রেসিপিটি কি নির্ভর হবে। হ্যাঁ, আসলেই ঠিক ধরেছেন আপনারা। এটি পেঁয়াজ নির্ভর একটি রেসিপি। এই রেসিপি করতে হলে পেঁয়াজ একটু বেশিই লাগে। এখন অনেকেই হয়তো আমাকে বলবে, এই রেসিপিতে এত পেঁয়াজ ব্যবহার করলে রান্নাটি মিষ্টি হয়ে যাবে তো। এখানে আমি বলতেছি, এমন কিছুই হবে না। যদি আপনারা এই রেসিপি মোতাবেক রান্না করেন। এই রেসিপিটি রান্না করতে স্পেশাল এমন কিছুই লাগবে না। যে কেউই এই রেসিপিটি রান্না করতে পারবে। ঘরে থাকা সকল উপকরণ দিয়েই।

এর জন্য বাহির থেকে আলাদাভাবে এমন কিছুই কিনে আনতে হবে না। পড়তে হবে না, স্পেশাল উপাদানের বিড়ম্বনায়। কারণ, এই রেসিপিটি অনুসরণ করলেই পুরো রেসিপিটিই হয়ে যাবে স্পেশাল ইলিশের দোপেয়াজা। আমি সকলের কথা মাথা রেখেই এই রেসিপিটি নিয়ে সবার সামনে হাজির হয়েছি।

নিচে পুরো রেসিপিটি তুলে ধরা হলোঃ-

🥧🥣উপকরণঃ-🥣🥧

উপকরণের নামঃ-পরিমাণ
ইলিশ১টি ( ৭৭৫ গ্রাম )
পেঁয়াজ১/২ কেজি
পেঁয়াজ বাটা১ বাটি
পেঁয়াজ ব্যারেস্তা১ বাটি
রসুন বাটা১/২ বাটি
আদা বাটা১/৪ বাটি
মরিচ গুঁড়ো১ বাটি
হলুদপরিমাণ মতো
গরম মশলাপরিমাণ মতো
গুঁড়ো মশলা২ চামচ
তেলপরিমাণ মতো
লবণপরিমাণ মতো
মাছের মশলাস্বাদ মতো
শসা১টি

নিচে আমি উপকরণগুলোর ফটোগ্রাফি তুলে ধরলামঃ-

IMG_0173w.jpg

IMG_0173্া.jpg

কাঙ্ক্ষিত সেই সোনার ইলিশ !

IMG_0173sw.jpg

পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি।

IMG_0173ৈৌ.jpg

মরিচ গুঁড়ো!

IMG_0173ুী.jpg

পেঁয়াজ ব্যারেস্তা

IMG_017ক3.jpg

সকল উপকরণ!

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

🥧🥣ধাপঃ- ১🥣🥧


IMG_0173sb.jpg

👉👉 প্রথমে ইলিশ মাছটিকে স্বাভাবিক সাইজ অনুযায়ী কেটে নিতে হবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

🥧🥣ধাপঃ- ২🥣🥧


IMG_0173ু.jpg

IMG_0173েিু.jpg

👉👉 এই ধাপে মাছটিকে ভেজে নেওয়ার জন্য হলুদ, লবণ, গুঁড়ো মরিচ দিয়ে ম্যারিনেট করে ১০ মিনিটের জন্য রেখে দিতে হবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

🥧🥣ধাপঃ- ৩🥣🥧


IMG_0140েৈ.jpg

👉👉 এর পর মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। কারণ ইলিশ মাছ এমনিতেই নরম। বেশি কড়া করে ভাজলে ভেঙ্গে যাওয়ার চান্স থাকে। তাই হালকা আচে হালকা ভাবে ভেজে নিতে হবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

🥧🥣ধাপঃ- ৪🥣🥧


11.jpg

111.jpg

👉👉 ভেজে নিয়ে একটা বাটিতে উঠিয়ে রাখতে হবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

🥧🥣ধাপঃ- ৫🥣🥧


12.jpg

👉👉 এই ধাপে একটি কড়ই তে তেল নিয়ে, তেল গরম হওয়ার পর গরম মশলাগুলো ভেজে নিতে হবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

🥧🥣ধাপঃ- ৬🥣🥧


13.jpg

👉👉 এই ধাপে তেজপাতা ঢেলে নিতে হবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

🥧🥣ধাপঃ- ৭🥣🥧


14.jpg

👉👉 এবার পেঁয়াজ ঢেলে নিয়ে একটু সময় ভেজে নিতে হবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

🥧🥣ধাপঃ- ৮🥣🥧


15.jpg

👉👉 এই ধাপে পরিমাণ মতো হলুদ দিয়ে নিতে হবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

🥧🥣ধাপঃ- ৯🥣🥧


16.jpg

👉👉 প্রথমে ইলিশ মাছটিকে স্বাভাবিক সাইজ অনুযায়ী কেটে নিতে হবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

🥧🥣ধাপঃ- ১০🥣🥧


17.jpg

👉👉 একে একে সব উপকরণ দেওয়া হয়ে গেলে, স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

🥧🥣ধাপঃ- ১১🥣🥧


18.jpg

👉👉 এই ধাপে পেঁয়াজগুলো যেনো গলে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে এবং চাটনির মত করে নিতে হবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

🥧🥣ধাপঃ- ১২🥣🥧


19.jpg

20.jpg

👉👉 এই ধাপে চাটনির মতো করে নেওয়া ঝোলগুলো হালকা পানি দিয়ে নিতে হবে। এবং পানিগুলো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পানি হালকা কমে আসলে ভেজে রাখা মাছগুলো সেখানে ছেড়ে দিতে হবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

🥧🥣ধাপঃ- ১৩🥣🥧


21.jpg

22.jpg

👉👉 মাছের পিসগুলোকে ভালোভাবে ঝোলে ছেড়ে দিতে হবে এবং পানি কমিয়ে নিতে হবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

🥧🥣ধাপঃ- ১৪🥣🥧


23.jpg

👉👉 রেডি হয়ে গেলো আমাদের কাঙ্খিত ইলিশ মাছে দোপেয়াজা। এখন শুধু পরিবেশন করা বাকি। নিচে পরিবেশন করবো।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

🥧🥣ধাপঃ- ১৫🥣🥧


24.jpg

25.jpg

👉👉 মাছগুলোকে এই ভাবে নামিয়ে নিতে হবে। ঝোল বেশি রাখা যাবে না। আর পেঁয়াজগুলো যাতে গলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

🥧🥣ধাপঃ- ১৬🥣🥧


26.jpg

👉👉 সাজানোর জন্যে প্রথমে একটি কলার পাতা নিতে হবে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

🥧🥣ধাপঃ- ১৭🥣🥧


27.jpg

28.jpg

29.jpg

30.jpg

31.jpg

👉👉 এবার মাছগুলোকে একে একে কলার পাতায় সাজিয়ে নিতে হবে এবং এর উপরে পেঁয়াজের ব্যারেস্তাগুলো সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তারপর শসা, টমেটো, কাচা মরিচ দিয়ে সাজিয়ে নিতে হবে। তাহলে হয়ে গেলো আমাদের ইলিশ মাছের দোপেয়াজা

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

🥧🥣 রেসিপির সাথে আমার সেলফিঃ-🥣🥧


IMG_20211025_131713.jpg

IMG_20211025_131723.jpg

IMG_20211025_131736.jpg

রেসিপিটি খেয়ে আমার অনুভূতিঃ-

আমার ব্যক্তিগত ভাবেই এই রেসিপিটি খুব ভালো লেগেছে। পরিবারের সবাই আমার প্রশংসা করেছেন। বিশেষ করে ইলিশ আর পেঁয়াজ আমার কাছে অস্থির লেগেছে। অল্পটুকু তরকারি দিয়ে অনেক প্লেট ভাত সাবার করে দেওয়া সম্ভব। ইলিশের স্বাদ বহুগুনে বেড়ে গেছে।



আশা করি, আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।

sagor bordar.png

Untitled-1s.jpg

আমার সম্পর্কে কিছু কথাঃ-


আমি মোঃ আবু হেনা সরকার। আর আমার ডাক নাম সাগর। আমি একজন স্বাধীন চেতনাময়ী ছেলে। যে সবসময় স্বাধীনতাকে প্রাধান্য দেই। আমি লিখতে, পড়তে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিশ্লেষন এবং কোনো অজানা বিষয় সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী ও ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। সবার সাথে মিশতে আমার অনেক ভালো লাগে।

sagor bordar.png

আমার সাথে যোগাযোগ করুনঃ-

ফেসবুক | টুইটার | ডিস্কোর্ড | ইউটিউব

![sagor bordar.png](

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ইলিশ মাছের দোপেয়াজা রান্নার রেসিপি" ও ইলিশ খোঁজার মিশন অনেক দারুণভাবে উপভোগ করলাম ভাইয়া। সত্যি বলতে গেলে আপনি এত সুন্দরভাবে পরিবেশন করেছেন। আমি শুধু তাকে থাকছিলাম। আপনি প্রতিটি ধাপ এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন এবং উপস্থাপন করার ভাষাটি খুবই ভালো ছিল এবং প্রয়োজনীয় উপকরণ গুলো আপনি সঠিক ভাবে আমাদের মাঝে তুলে ধরতে পেরেছেন। আপনার জন্য শুভকামনা রইল এবং অনেক ভাল ছিল এবং আপনার মুহূর্তটি অসাধারণ ছিল ভাইয়া

অনেক সুন্দর মন্তব্যের মাধ্যমে আপনি আপনার অনুভূতি প্রকাশ করেছেন ভাই। আমার আপনার এই মন্তব্যটি অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার ইলিশ মাছের দোপেয়াজা রান্না মনে হচ্ছে অনেক মজা হয়েছে। ভাইয়া দাওয়াত 😃দিয়ে নিশ্চয়ই এমন ইলিশ মাছের দোপেয়াজা করে খাওয়া বেন।আপনার জন্য অনেক শুভ কামনা রইলো

জি ভাইয়া অবশ্যই। আমার বিয়েতে আপনাদের সবাইকে দাওয়াত দিব। তখন এসে ইলিশ মাছের দোপেয়াজা খাইয়েন।

খুভ সুন্দর ভাবে স্টেপ বাই স্টেপ বর্ননা করেছেন রেসিপিটি। সব মিলিয়ে দারুন হয়েছে। আর আপনার প্রেজেন্টেশন টাও আমার কাছে দারুন লেগেছে। ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মন্তব্যটি আমার অনেক ভালো লেগেছে

বাহ ভাই বাহ অনেক সুন্দর ইলিশ মাছের রেসিপি করেছেন।আমরা তো এদিকে ইলিশ খুজেই পাচ্ছি না। আপনার জন্য অনেক অনেক
অগ্রিম শুভেচ্ছা রইলো ভাই।

সমস্যা নেই ভাই গত 25 তারিখ থেকে ইলিশ ধরা শুরু হয়েছে। খুব অল্প সময়ের মাঝে বাজারে চলে আসবে। তখন আপনারা কনটেস্টে অংশগ্রহণ করে নিয়েন।

ইনশাআল্লাহ

এইবার ইলিশ মাছের কনটেস্টে নিত্য নতুন রান্না দেখে ভালো লাগলো। আপনার ইলিশ মাছের রেসিপি খুবই সুন্দর হয়েছে। আপনার উপস্থাপন গুলো চমৎকার ছিল। শুভকামনা রইল আপনার জন্য ভাই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করেছেন

আহ্ রেসিপি দেখে একটু টেস্ট করতে ইচ্ছে করছে। ইলিশের মজার রেসিপি দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। ইলিশের রেসিপি মানেই মজা। আপনাকে অনেক ধন্যবাদ।

জি ভাই ইলিশের রেসিপি মানেই মজা আর মজা। এখনো সময় আছে চাইলে আপনিও এই মজাই অংশ নিতে পারেন।

ইলিশ মাছের দোপেয়াজা খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। আপনার ভিডিও ক্লিপস খুব অসাধারণ হয়েছে। ধাপে ধাপে আপনি উপস্থাপন করেছেন খুব অসাধারণ ভাবে।

জি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ

ইলিশ মাছের দোপেয়াজা রেসিপি আপনি খুব সুন্দর করে তৈরি করেছেন। ধাপে ধাপে সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার ভিডিওটি খুব সুন্দর হয়েছে। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

খুব সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আপনি আপনার অনুভূতি গুলো প্রকাশ করেছেন। যেটি আমার বেশ ভাল লেগেছে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু

ভাইয়া আপনার ইলিশের রেসিপি খুবই লোভনীয় হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। বিশেষ করে মাছ ভাজার ছবিটা তো অসাধারণ। আমার মুখে পানি চলে এসেছে এই ছবিটা দেখে। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন।

ইলিশ খোজার মিশনটা আমার কাচে ভালো লেগেছে। এছাড়াও ইলিশের দোপেঁয়াজা রেসিপি টা অসাধারণ তৈরি করেছেন। এবং এর উপস্থাপনাটা অসাধারণ ছিল। বিশেষ করে কলা পাতায় পরিবেশন ব‍্যাপারটা বেশ লেগেছে আমার কাছে।

অস্থির একটা মিশন ছিল। আমরা সবাই এই বিষয়টাকে উপভোগ করেছি।

ভাই একেবারে মারভেলাস রান্না গুলো দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল রাধুনি। আপনার ছবি ও রেসেপি আমাদের মাঝে তুলে ধরার পদ্ধতি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

জি না ভাই আমি কোনো প্রফেশনাল রাঁধুনি নই। মাঝে মধ্যে টুকটাক রান্নাবান্না করি এই আর কি। সবকিছু মেসে থাকার ফলেই শেখা হয়েছে।

বাহ মামা বাহ অনেক সুন্দর হয়েছে আপনার ইলিশ দোপেয়াজা। দেখে মনে হচ্ছে অনেক মজাদার ও সুস্বাদু হয়েছে। দেখে জিভে জল এসে গেল। তোমায় একা একাই খেলেন আমাদের কে একটু ভাবলেন না। আপনার প্রতিটি ধাপ ও বর্ণনাগুলো দিয়েছেন অনেক সুন্দর ভাবে।

ধন্যবাদ মামা এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ মামা। অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন।

আপনার পোস্টের ছবিগুলো দেখে মনে হচ্ছে আপনি অনেক ভালো রান্না করতে পারেন। আপনার রেসিপিটি দেখতে সত্যিই অসাধারণ লাগছে নিশ্চই খেতেও অনেক সুস্বাদু হবে। অনেক সুন্দরভাবে রেসিপিটা উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর মন্তব্যের মাধ্যমে আপনি আপনার অনুভূতি প্রকাশ করেছেন।

"ইলিশ মাছের দোপেয়াজা" অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। অনেক সুন্দর মন্তব্য করেছেন। আমার জন্য দোয়া করবেন

ভাইয়া অনেক সুন্দর করে ধাপে ধাপে ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করছেন।আপনার রেসিপিটা অনেক চমৎকার হয়েছে।এতে সুন্দর রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।আর আপনার জন্য শুভ কামনা রইল।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই। অনেক সুন্দর মন্তব্য করেছেন

ভাই,আপনার ইলিশ মাছের রেসিপিটা অনেক সুন্দর হয়েছে। কালারটা দেখেই খেতে মন চাচ্ছিল। কিন্তু কি আর করার। আপনে তো আর দাওয়াত দিলেন না। তবে আপনার ইলিশ কেনার অভিঙ্গতা অনেক ভালো লাগল। অনেকটা কষ্টের মধ্যমে ইলিশ মাছ পেয়েছেন।

শুভ কামনা রইল।

জ্বি ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। কষ্টের মাঝে ইলিশ পেয়ে খুশি।

বাহ অসাধারণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। রেসিপি টা আমার কাছে অনেক লোভনীয় মনে হয়েছে। কি দারুন ভাবে একটা ছেলে হয়েও প্রতিটা ধাপ স্টেপ বাই স্টেপ তুলে ধরেছেন আমাদের মাঝে। শুভকামনা রইলো

জ্বি ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

বাহ ভাইয়া আপনার রান্না করা ইলিশের দোপেঁয়াজা টি দেখতে অনেক লোভনীয় লাগছে খেতে অবশ্যই সুস্বাদু হবে দেখেই বুঝা যাচ্ছে। আপনার উপস্থাপনাটি আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর ভাবে আপনি ভিডিওটি উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা ভাইয়া।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই। অনেক সুন্দর মন্তব্য করেছেন

ভারী সুন্দর হয়েছে আপনার রেসিপিটি, দারুন ভাবে উপস্থাপন করেছেন। আপনি দেখি আবার কলার পাতা ইউজ করেছেন, খুব সুন্দর লাগছে, আমার ভাল লেগেছে, ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল।

জ্বি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ইলিশ মাছ আমার খুব প্রিয়। আপনার রেসিপি টি অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য

আপনার ইলিশের দোপেঁয়াজা রেসিপি দেখেই তো একদম জিভে জল চলে আসলো। কিন্তু আমি আর কোনোভাবেই ইলিশ খাচ্ছিনা। তবে আপনার পোস্টটা দেখেই পেট ভরে গেলো! এত সুন্দর ভাবে ছবি তুলেছেন দেখেই অন্যরকম লাগছে।আপনার ছবি তোলা তো সব সময় অনেক বেশি সুন্দর হয়। তবে আজকের গুলো যেন একটু বেশী সুন্দর হয়েছে। আপনার ছবি তোলাটা আমার কাছে সব সময় পছন্দের। ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর ভাবে পোস্টটি সাজিয়েছে।

জ্বী আপু অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন। আপনার কমেন্টটি আমার মন জয় করে নিয়েছে। এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ