🎬🎥 আমার বানানো প্রথম মিউজিক ভিডিও 🎬🎥 || আমার বাংলা ব্লগ || 10% to @shy-fox || 18-10-2021

in hive-129948 •  3 years ago 

18-10-2021

২রা কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ

🎬🎥 আমার বানানো প্রথম মিউজিক ভিডিও 🎬🎥



tomar.jpg

এই থ্যাম্বনেইলটি আমি ফটোশপ দিয়ে ডিজাইন করেছিলাম


আমার বাংলা ব্লগে এই প্রথম আমি আমার এডিট করা প্রথম মিউজিক ভিডিওটি আপলোড করেতেছি। মিউজিক ভিডিও বানানো আমার এক ধরনের নেশা ছিল একসময়। কিন্তু সময়ের কারনে আর সেই নেশাটি ধরে রাখা হয়নি। মিউজিক ভিডিও বানাতে গেলে অনেক বেশি পরিমাণ জনবল প্রয়োজন পড়ে। আর যত বেশি জনবল ততো বেশি খরচ। এত বেশি খরচ দেওয়ার সামর্থ্য আমার ছিলনা। আজকের যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার লাইফের প্রথম মিউজিক ভিডিও এডিট করেছিলাম। ভিডিওর ডিরেকশন দিয়েছেন আমার প্রাণ প্রিয় বড় ভাই আলমগীর। এবং তারাই তত্ত্বাবধায়নে এই ভিডিওর শুটিং শেষ করা হয়। আমাদের এই ভিডিওর জন্য বড় কোন বাজেট ছিল না। ছিলনা কোন প্রডাকশন ম্যানেজমেন্ট এর ব্যবস্থা। শুধু ক্যামেরা আরে স্টান্ড দিয়েই শুটিং শেষ করা হয়েছিল এই গানটির। লাইটিংয়ের কোনো ব্যবস্থা করা হয়নি তখন। একদম জিরো বাজেটে শেষ করা হয় শুটিং। শ্যুটিং চলাকালীন সময়ে আমরা অনেক ইনজয় করেছি। তবে শুটিং শুরুর আগে শুটিং প্লান করতে অনেক বেগ পেতে হয়েছে। কেননা, উত্তরবঙ্গের এইদিকে নায়িকা হিসেবে কেউ অভিনয় করতে চাচ্ছিল না। এর কাছে যাওয়া ওর কাছে যাওয়া, কিন্তু কেউ রাজি হচ্ছিল না। একটা সময় ভেবেছিলাম হয়তো এই শুটিং করাই হবে না, কিন্তু সবাইকে চমকিয়ে একজন আমাদের সাথে কাজ করার জন্য রাজি হয়। তারপর থেকেই চলে পুরোদমে শুটিং। ক্যামেরার সামনে আমি না থাকলেও ক্যামেরার পিছনে আমি ঠিকই ছিলাম। সবকিছু স্বচক্ষে দেখলাম করছিলাম আমি। শুটিং শেষ হওয়ার পর আমি আমার ওই ভাইয়ের কাছ থেকে ভিডিও ফুটেজগুলো কালেক্ট করে নেই। এবং পুরোদমে এডিট করার সুযোগ করে দেই। মাত্র তিন দিনের মাথায় আমি ভিডিওটির এডিট করতে সক্ষম হই। ভিডিওটির পাশাপাশি ভিডিওর থ্যাম্বনেইল ও আমি ফটোশপ দিয়ে ডিজাইন করি। এক কথায় বলতে গেলে, প্রথম মিউজিক ভিডিও এর শুটিং আমাদের সারাজীবন মনে থাকবে। বর্তমানে আমি কোন ভিডিও বানাতে পারছি না, কারণ হঠাৎ করে আমি আমার সব সেটাপ বিক্রি করে দেই। যার কারণে আমি চাইলেও আর মিউজিক ভিডিও বানাতে পারি না। ইচ্ছা থাকলেও আর ক্যামেরা হাতে নিয়ে সবাইকে বলতে পারিনা যে চলো আমরা ভিডিও বানাতে যাই। এখন শুধু অপেক্ষায় আছি আবারও যেন আমি ক্যামব্যাক করতে পারি, নতুন নতুন সেটআপ নিয়ে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

মিউজিক ভিডিওর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ


নামঃ-তোমার ছুড়ি
অভিনয়েঃ-আলমগীর ও মিমি
ডিরেক্টরঃআলমগীর
দৈর্ঘ্যঃ-৬ মিনিট ২৬ সেকেন্ড
মুক্তির তারিখঃ১৮ অক্টোবর, ২০২১ { রি-আপলোড, } [ কিছু ব্যক্তিগত সমস্যার কারণে রিমুভ করে দিয়েছিলাম তখন ]
ধরণঃ-প্রেম
এডিট করেছেনঃ-সাগর সরকার ( @sagor1233 )
মিউজিকঃ-Samz Bhai
লেবেলঃ- Local Guys Entertainment

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ব্যক্তিগত রেটিংঃ


আমি ব্যক্তিগত রেটিং হিসেবে ১০/১০ দিবো এই আমার এডিট করা এই মিউজিক ভিডিওটিকে। কেননা নিজের ভিডিও বলে কথা। যত দেখি আমার কাছে ততই এটি ভালো লাগে।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

মিউজিক ভিডিওটির লিংকঃ


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

আশা করি, আমার এই মিউজিক ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। দোয়া করবেন, যেনো আবার নতুন নতুন মিউজিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।



আশা করি, আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।

sagor bordar.png

Untitled-1s.jpg

আমার সম্পর্কে কিছু কথাঃ-


আমি মোঃ আবু হেনা সরকার। আর আমার ডাক নাম সাগর। আমি একজন স্বাধীন চেতনাময়ী ছেলে। যে সবসময় স্বাধীনতাকে প্রাধান্য দেই। আমি লিখতে, পড়তে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিশ্লেষন এবং কোনো অজানা বিষয় সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী ও ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। সবার সাথে মিশতে আমার অনেক ভালো লাগে।

sagor bordar.png

আমার সাথে যোগাযোগ করুনঃ-

ফেসবুক | টুইটার | ডিস্কোর্ড | ইউটিউব

sagor bordar.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি কি সত্যি দেখছি। আজ মনে হচ্ছে আমি ভুল কাউকে স্টিমিট থেকে বন্ধু বানাই নাই। একজন রিয়েল হিরোকেই বানিয়েছি সত্যি অসাধারন হয়েছে বন্ধু।

আসলেই বন্ধু। নিজেকে এভাবে প্রমাণ করতে পেরে আসলেই আমি ধন্য।

বাহ ভাই আপনার কাজ তো দারুণ।ভিডিওর থাম্বনেইল টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মানুষ বুঝি এভাবেই এগিয়ে যায়! আপনি এগিয়ে যান।আমরা আছি আপনার সাথেই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার মন্তব্যটি আমার বেশ ভালো লেগেছে।

অনেক সুন্দর করে ভিডিও এডিট করেছেন ভাইয়া আপনি।😥

গান তো আমার নাহ আপু। ভিডিও টা এডিট করেছি আমি। 😊

ব্যথা কাঁদো হৃদয়ের সাথে অত্যন্ত দৃষ্টিভঙ্গি ছিল সুন্দর। নিখোঁজ ছিল আপনার মিউজিক ভিডিওর গল্পগুলি।

প্রত্যাশায় রইলাম আরো কিছু পাবার আশায়

অনেক সুন্দর কমেন্ট পেয়ে সত্যিই আমি আনন্দিত ভাই।

জি- ভালো কাজ সাথে কঠোর পরিশ্রম
সুন্দর মন্তব্য অবশ্যই

ভাইয়া শুভেচ্ছা বলা ছাড়া আর কোন উপায় থাকল না। অনেক সুন্দর হয়েছে এডিটিং করা। সাউন্ড থেকে শুরু করে সবকিছুই অনেক সুন্দর ছিল। অনেক অনেক শুভেচ্ছা রইল আরো নিত্য নতুন ভিডিও বানানোর জন্য।

জ্বি ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার কমেন্টটিও অনেক সুন্দর হয়েছে।

ভাইয়া আপনার অনেক প্রতিভা দেখে খুবই ভালো লাগলো। তাই আপনার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ ভাইয়া।

জ্বি ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

অনেক সুন্দর হয়েছে আপনার ভিডিওটি আর ভিডিওটির কথাগুলো অনেক ভালো লেগেছে। আপনার পথ চলা সুন্দর হোক শুভ হোক এই কামনা করি।

জ্বি আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

ভাই এডিটিং গুলো ভাল হয়েছে বিশেষ করে সাউন্ড কোয়ালিটি অনেক ভাল হয়েছে খুবই স্পষ্ট। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য এভাবে এগিয়ে যান সামনের দিকে এই কামনা করি।

জ্বি ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন যেনো আরো ভিডিও বানাতে পারি।

ভাইয়া, আপনার ভিডিওর থাম্বেনেইলটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর ভিডিও এডিটিংটা অনেক সুন্দর ছিল। আপনে সবদিকে একজন দক্ষ মানুষ তা আপনার কাজে সব সময় প্রকাশ পায়। আপনার জন্য শুভ কামনা রইল।

আপনার মন্তব্যটি অনেক সুন্দর ছিলো ভাই। আমার বেশ ভালো লেগেছে।

খুব সুন্দর হয়েছে আপনার দেয়া গানের ভিডিওটি।আপনাকে অনেক ধন্যবাদ।

জ্বি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ওও মাই গড!!! মিউজিক ভিডিওটি অসাধারণ হয়েছে ভাই। গানের সাথে অভিনয়টা একদম মিলেছে। আপনিও সুন্দর করে বানাইছেন ভিডিওটা। শুভেচ্ছা রইল আপনার জন্য।

আসলেই ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ

এডিটিং লেবেল টা বেশ দক্ষতার সাথে করেছেন।শুভ কামনা এবং ভালোবাসা রইলো এগিয়ে যান ভাই

জ্বি ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

ভাইয়া অসাধারন হয়েছে। আপনার প্রতিভা দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া এভাবেই আরো এগিয়ে যান।

জ্বি আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

'ধোকা' একটি মানুষের জীবন কেড়ে নিতে পারে৷ গান এর কনসেপ্ট টা খুব ভালো লাগলো ভাইয়া। আপনার কাজ দেখে সত্যি সারপ্রাইজড এবং মুগ্ধ দুটোই হয়েছি৷ পরবর্তী মিউজিক ভিডিও এর অপেক্ষায় রইলাম ভাইয়া।

জ্বি আপু, কনসেপ্টটা আপনি ঠিকেই ধরেছেন।

মিউজিক ভিডিও দেখে আমি তো পুরাই হতবাক। খুব খুব সুন্দর হয়েছে ভাইয়া। পরবর্তী মিউজিক ভিডিওটির জন‍্য অপেক্ষায় রইলাম। শুভকামনা রইল।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।