শুধু আমাদের কন্টিনেন্টই না, সারা পৃথিবীর মানুষগুলো কেমন যেনো হয়ে গেছে। সারা দিন সোস্যাল মিডিয়াতে অ্যাওয়ারনেস ছড়িয়ে, দিনশেষে রাতের বেলায় তারাই আতশবাজি পোড়ানোতে ব্যস্ত হয়ে পড়ে। যদিওবা সবাই এই কাজটা করে না, কিন্তু যে ২-১ জন এই কাজ করে, তাদের দেখে অন্যরা উৎসাহিত হয়ে এমন বাজে কাজটা করতে থাকে।
টাকা খরচ করে অন্যের ক্ষতি করার কোনোই মানে হয় না। একদিন তাদের বিবেক জাগ্রত হবে, সেদিনের অপেক্ষায়! 😴
★ 🎀 𝐻𝒜𝒫𝒫𝒴 𝒩𝐸𝒲 𝒴𝐸𝒜𝑅 🎀 ★
░2░0░2░5░