বন্ধুর সঙ্গে কিছু সময় ঝাল মুড়ির দোকানে আড্ডা।

in hive-129948 •  last year  (edited)
  • ২০-০৮-২০২৩

  • রবিবার

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম জানাই। সকলের সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকে রফিক কাকুর দোকানে ঝালমুড়ি খাওয়া কিছু সময়।


চলুন আর দেরি না করে শুরু করা যাক

20230730_210701.jpg

অনেক দিন পর আমি আর আমার বন্ধু দুজনে মিলে একসঙ্গে হলাম। আমার বন্ধুর নাম মোঃ তৌফিক ইসলাম কুমিল্লাতে ফ্রেশ কোম্পানিতে চাকরি করেন প্রায় ৩-৪ মাস পর বাড়িতে আসলো। ও বাড়িতে আসলে আমরা দুজনে মিলে সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করি। আমরা দুজনে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করি আমরা দুজন ssc পরীক্ষা দেয়ার পরে আমি কলেজে ভর্তি হই তারপরে ও ফ্রেশ কোম্পানিতে চাকরি করার জন্য চলে যায়। আসলে আমাদের দুজনের সম্পর্ক শুধু বন্ধুত্ব নয় একদম দুজন দুজনে আপন ভাইয়ের মত থাকি সবসময় বিপদ আপদে দুজন দুজনের পাশে সব সময় থাকে আমরা।


20230730_210716.jpg

20230730_210923.jpg

20230730_211056.jpg

আমি আমার বাড়িতে কাজকর্ম করে বিকেল বেলায় ওদের বাড়িতে যাই। ওদের বাড়ি থেকে ওকে নিয়ে সোজা আমাদের কুমারখালী গোলাম কিবরিয়া সেতুর কাছে আসি। এই সেতুর পাশ দিয়ে অনেকগুলো দোকানপাট আছে কেউ ঝাল মারি বিক্রি করছে কেউ ছোলা বিক্রি করছে কেউ চটপটি ফুচকা বিক্রি করছে আরো বিভিন্ন রকমের খাদ্য বিক্রি করছে। আমাদের দুজনের ঝাল মুড়ি খাওয়ার ইচ্ছা হল। আমরা ব্রিজের কাছে গেলে বাড়ি রফিক কাকুর দোকানের ঝাল মুড়ি খেতে মিস করি না মোটামুটি অনেক সুস্বাদু করে ঝাল মুড়ি তৈরি করে দেন খেতে খুবই সুস্বাদু লাগে। ওই জায়গায় ঝাল মুড়ি খেতে যাই যা আমার আরেক বন্ধুর রাসেলের সঙ্গে দেখা হয়ে গেল। আমরা তিনজনে মিলে রফিক কাকুর দোকানে বসে আড্ডা দিয়ে ঝাল মুড়ি খেলাম।


তো বন্ধুরা আমার আজকের পোস্ট এখানে শেষ করছি। আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব। আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

IMG_4345.JPG

আমি মোঃ সাগর হোসেন আমার ইউজার নাম(@sagor444) আমি বাংলাদেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ইউজার।আমার মাতৃভাষা বাংলা। আর বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।বিশেষ করে দাদাকে অনেক অনেক ধন্যবাদ বাংলায় ব্লগিং করার সুযোগ করে দেওয়ার জন্য।ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাস্যামস্যাং এ ১৩
ক্যামেরাম্যান@sagor444
w3wordshttps://w3w.co/harkening.restart.yourself
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

তাহলে তো দেখছি আপনাদের রফিক কাকু অনেক ভালো ঝালমুড়ি তৈরি করে। আপনারা তো দেখছি ঝাল মুড়ি খাবার পাশাপাশি গল্প করার কাজটা চালিয়ে গিয়েছেন। অনেকদিন পর আপনাদের দুজনের দেখা হয়েছে এটা যেন খুবই ভালো লাগলো।

ধন্যবাদ ভাই আপনাকে।

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বন্ধুর সাথে ঝাল মুড়ি খাওয়ার আড্ডা। আসলে ভাই বন্ধুদের সাথে যেকোনো সময় আড্ডা দিতে বেশ ভালো লাগে। আপনার বন্ধু তৌফিক কুমিল্লাতে ফ্রেশ কোম্পানিতে চাকরি করে জেনে বেশ ভালো লাগলো। অনেকদিন পর বাড়িতে এসেছে দুই বন্ধু মিলে বেশ আড্ডা দিয়েছেন তাও বুঝতে পারলাম আপনার পোষ্টের মাধ্যমে। আসলে বন্ধু জীবনের সবচাইতে ঘনিষ্ঠ একজন ব্যক্তি। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।