বিকেল বেলায় নদীর কুলে বন্ধুর সাথে কিছু সময় ঘুরাঘুরি||

in hive-129948 •  2 years ago 
  • ১০-০১-২০২৩
  • মঙ্গলবার

হেলো

বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি বাংলাদেশ থেকে @sagor444 আজকে আপনাদের মাঝে শেয়ার করবো বন্ধুর সাথে বিকেল বেলায় নদীর পাড়ে ঘুরাঘুরি।


20230109_172023.jpg

চলুনা আর দেরি না করে শুরু করা যাক।

বিকেল বেলায় নদীর পাড়ে ঘুরতে কার না ভালো লাগে। তাই আমি আর আমার বন্ধু আশিক দুজনে ভাবছি বিকেলে নদীর দিকে ঘুরতে যাবো। তবে মোটামুটি দুজনে রেডি হয়ে বিকেল বেলা নদীর পাড়ে ঘোরার জন্য বেরিয়ে পরলাম । আমরা দুজনে ভাবছি নদীর পারে একটা জায়গায় বুনো বড়ই গাছ অনেক গুলো কিছুদিন আগে হাঁটতে যায় দেখে আসছিলাম ছোট ছোট বরই এখনো পাকা লাগে নাই। আজকে ভাবছি ওই জায়গায় যাবো আমরা দুজনে নদীর পাড়ি দিয়ে হাঁটতে শুরু করলাম। নদীর পাড়ে জেলেদের নৌকা সারি সারি অনেক গুলো বাঁধা রয়েছে। নদীতে পানি বাড়লে এই নৌকা গুলো দিয়ে জেলেরা বিভিন্ন ধরনের মাছ ধরে।

20230109_163926.jpg

20230109_164000.jpg

20230109_164747.jpg


আসলে এখন নদীর পানি কমতো তাই নদীর কুল দিয়ে হাঁটতে বেশ ভালই লাগছিলো। আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌছালাম। ছোট ছোট বরই গাছ অনেকগুলো আছে দুঃখের বিষয় একটা গাছে ও এখন একটা বরইও পাকে নাই। বুনো বরই তো না পাকলে কাঁচা খাওয়া যায়না। আমরা দুজনে বড়ই না খেয়ে নদীর কূলে ঘোরাঘুরি করতে লাগলাম । কাশবনের সময়ে এই জায়গাতে অনেক কাশবন ফুল হয়। এখনও বেশ কয়েকটা কাঁশবনের ঝোপঝাড় আছে প্রতিটা ঝোকের মাথায় ফুল আছে কিন্তু একটি ফুলো ভালো নেই।

20230109_172445.jpg

20230109_171154.jpg

20230109_172119.jpg

20230109_172052.jpg

20230109_172812.jpg

20230109_172827.jpg

20230109_171031.jpg

20230109_163915.jpg


আমরা দুজন এদিক ওদিকে যাচ্ছি অনেক ধরনের ফটো তুলছি। আজকে তো আর আমাদের দুজনের বরই খাওয়া হলো না তাই ভাবছি আবার কিছু দিন পরে আসবো। সূর্য ডোবার সময় সূর্যর একটা পিক তুললাম তো বন্ধুরা আমার আমাদের দুজনের ঘুরাঘুরি কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমার তোলা কিছু ফটো আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি সব সময়।


A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdegCHazr4fQFBPm69gBV7LSQcKuDzVRLoyfCBxvxuEWW8h6w64nkeCKMR24WNY...qFndSTDGKGyBYZymRkVxxAZVBdnZtH7ArU8EGKSSafp7nQQyUndfYeFiQSwLEEjLgA1THt87bEK3gnFEH6U1wWsuyGy8LXWovEy1r72nLHh95iLYmyGsFdVRan.png

সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাস্যামস্যাং এ ১৩
ক্যামেরাম্যান@sagor444
w3wordshttps://w3w.co/harden.rattlesnake.umpiring
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সারাদিন কাজ শেষ করে বিকেল বেলা সবাই একটু অবসর থাকে। তখন যদি একটু ঘুরাঘুরি করা যায় তাহলে অনেক ভালো লাগে। যদি এমন নদীর পাড় ঘুরতে যাওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে। আপনি ঘুরাঘুরির সাথে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করেছেন। যা দেখতে অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনার সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

গোধুলি বিকেলে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন প্রাকৃতিক পরিবেশে দেখে সত্যি খুব ভালো লাগলো। আসলে কাজ শেষে এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশে কিছুক্ষণ সময় অতিবাহিত করতে পারলে খুবই ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো বেশ দুর্দান্ত হয়েছে। এত সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

In the afternoon enjoyed a very beautiful moment in the natural environment, it was very nice to see beautiful.