হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিছুদিন হলো আমি এই কমিউনিটি তে যুক্ত হয়েছি আজ আমি আমার লেভেল ওয়ান এর ভেরিফিকেশন পোস্ট করবো ভূল ত্রুটি ক্ষমা করবেন।
প্রশ্ন: কোন ধরনের এক্টিভিটি স্প্যামিং বলে গণ্য হয়?
উত্তর: স্প্যামিং বলতে অপ্রাসঙ্গিক ও অবাঞ্চিত বিষয়কে বোঝায়। একই কোনো ঘটনাকে ঘুরি পেচিয়ে বার বার পোস্ট করা। কেও না চাইলেও বার বার মেনশান করা। কাওকে কোনো পোস্টে বার বার ট্যাগ করা। এই সকল অপ্রাসঙ্গিক ও অবাঞ্চিত কাজের নামই হলো স্প্যামিং।
প্রশ্ন: ফটো কপিরাইট সম্পর্কে আপনি কি ধরনের অর্জন করেছেন?
উত্তর: কপিরাইট হলো যে কোনো সোশ্যাল মিডিয়া যেমন, গুগল-ফেসবুক, টুইটার বা অন্য কোন সাইট থেকে অন্য কারো তোলা ফটো , লেখা নিজের বলে চালিয়ে দেওয়া। এটি সম্পুর্ন অপরাধের মধ্যে পরে। তাই এি কপিরাইট করা যাবেনা।
প্রশ্ন: তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়?
উত্তর:
১.https://www.freeimages.com/
২.https://pixabay.com/
৩.https://www.pexels.com/
প্রশ্ন: পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়?
উত্তর: ট্যাগ হলো কোনো কন্টেন্টকে সহজে খুজে পাওয়ার উপায়। পোস্ট করার শেষে ট্যাগ ব্যবহার করতে হয়। যাতে ওই ট্যাগ থেকে একই ধরনের সকল পোস্ট খুব দ্রুতই খুঁজে পাওয়া যায়।
যেমন:কেউ ভ্রমণ নিয়ে পোস্ট করলে সেই সম্পর্কে ট্যাগ ব্যবহার করবে, travel ইত্যাদি। শুধু মাত্র #steemexclusive ট্যাগটি আপনি যে পোস্টটি করেছেন তা শুধু স্টিমেট প্লাটফর্মের জন্য করেছেন। সে ক্ষেত্রে এই ট্যাগটি ব্যবহার করতে হবে।
• প্রশ্ন: আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?
উত্তর: আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যে বিষয় গুলোর পোস্ট করা নিষিদ্ধ তা হলো
১.ধর্ম ও রাজনীতি নিয়ে কোনো পোস্ট করা নিষিদ্ধ।
২. নারী নির্যতনের পোস্ট সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. পায়রার মাংসের রেসিপি পোষ্ট করা নিষিদ্ধ।
৪. গরু বা শূকরের মাংসের রেসিপি পোষ্ট করা নিষিদ্ধ।
৫. nsfw ট্যাগ ব্যবহার না করে কোনো অশ্লীল বা ভয়ংকর পোস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রশ্ন: প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?
উত্তর: প্লেগিয়ারিজম এর বাংলা প্রতি শব্দ হলো চৌর্যবৃত্তি। যদি কোনো বিষয় লিখতে গিয়ে কেউ গুগল থেকে সেই বিষয়ের তথ্য তুলে নিয়ে সামান্য কিছু পরিবর্তন করে নিজের নামের ট্যাগ লাগায় তাহলে সেটাকে সাধারণত প্লাগিয়ারিজম বলা হয়ে থাকে। কেও এই বিষয়ের ওপর আগে লিখেছে তার পরে আপনিও সেই বিষয় নিয়ে যদি কিছু লিখতে চান তাহলে সব জায়গা থেকে তথ্য সংগ্রহ করে জিনিসটা বুঝে নিয়ে নিজের ভাষায় যদি লিখে ফেলেন তাহলে আর প্লাগিয়ারিজম বলে গণ্য হবে না। যদি পূর্ববর্তী কোনো বিষয় এর ৩০% এর বেশি তথ্য একদম হুবহু একই হয় তাহলে সেটা প্লাগিয়ারিজম হিসেবে গণ্য হবে।
প্রশ্ন: re-write আর্টিকেল কী এবং ব্লগ লেখার সময় re-writeআর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?
উত্তর: এক কথায় re-write আর্টিকেল হলো কোন কন্টেন্ট দেখে নিজের মতো করে লেখা। re-write আর্টিকেল লেখার ক্ষেত্রে নিজের লেখা অবশ্যই ৭৫% নিজের লেখা হতে হবে। বিভিন্ন ওয়েবসাইট থেকে যেসকল তথ্য সংগ্রহ করে লেখা হয়েছে তার রেফারেন্স দিতে হবে। সংগ্রহ করা তথ্য গুলো সবসময় ইনভার্টেট কমার মাঝে রাখতে হবে। re-write আর্টিকেলে ব্যবহৃত ছবি গুলো অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে।
প্রশ্ন: একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?
উত্তর: যদি কোনো পোস্ট ১০০ শব্দের কম হয়। আর একটি মাত্র ছবি ব্যবহার করা হয় তখন সেই পোস্টিকে ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়।
প্রশ্ন: প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]
উত্তর: একজন ব্লগার প্রতি ২৪ ঘন্টায় তিনটি করে পোস্ট আপলোড করতে পারেন।
আজকের বেলা বারোটা ছিল লেভেল ওয়ান ভেরিফিকেশন পোস্ট করার শেষ সময়। আপনি পোস্ট করেছেন বিকাল পাঁচটার দিকে। আজকে আপনার মৌখিক পরীক্ষা নেয়া সম্ভব না। আপনি আবার সামনের মাসে যখন নতুন মেম্বার নেয়া হবে তখন যোগাযোগ করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার দাদার অবস্থা খুব একটা ভালো ছিলোনা বাড়ির বড় ছেলে আমি অনেক দৌড়াদৌড়ি করছি সারাদিন তাই পোস্ট করতে দেরি হয়ে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি সবসময় একটা কথা বলে থাকি, অর্জিত কোনো কিছু বর্জন হয় না। তাই নিঃসন্দেহে এবং নির্দ্বিধায় অর্জন করতে থাকুন, সেটি আপনার একটা সময় কাজে দিবে। ধন্যবাদ আপনাকে এগিয়ে যান সব সময় এই কামনা করি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকেও
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
থেকে বোঝা যাচ্ছে আপনি বিষয় গুলি মোটামুটি ভালই বুঝতে পেরেছেন। আজ রাতে ক্লাসে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা দেবেন। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল ওয়ান এর পরীক্ষার পোস্ট দেখে খুব ভালো লাগলো। কিন্তু ভাই কমিউনিটির নিয়ম-কানুন মেনে এবং সম্মানিত মডারেটরদের দেওয়া টাইম লাইন এর মধ্যে কিন্তু পোস্টটি করা দরকার ছিল। সমস্যা নাই এগিয়ে যান কমিউনিটির নিয়ম কানুন মেনে কাজ করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট দেখে যা মনে হল তা লেভেল ওয়ান এর ক্লাস খুব ভালোভাবেই করেছেন এবং শিটগুলো খুব মনোযোগ সহকারে পড়েছেন। বেশ সুন্দর হয়েছে পরীক্ষা পোস্ট। আশা করি এভাবেই সামনের দিকে এগিয়ে যাবেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit