ছোটবেলার একটি স্মরণীয় ঘটনা by @sagor7262 || ১২ জুলাই ২০২৪ ||

in hive-129948 •  6 months ago  (edited)

আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভাল আছি আমি সাগর হোসাইন। আমার steemit আইডির নাম @sagor7262 . আমি ঢাকা মিরপুরে থাকি। আমি আজকে আপনাদের মাঝে একটি ছোটবেলার স্মরণীয় ঘটনা তুলে ধরবো।

আমরা দুই ভাই জমজ। আমরা যমজ হলেও আমরা দুইজন দেখতে অন্যরকম ।একজনের সাথে আরেকজনের কোন মিল নেই ।আমাদের চিন্তা ভাবনা চেহারা সবকিছুই আলাদা।

এখন আমি আমাদের ছোটবেলার একটি গল্প তুলে ধরবো:
আমার নাম সাগর আর আমার ভাইয়ের নাম সৈকত। আমাদের বয়স যখন আট বছর তখন আমরা ক্লাস থ্রী তে পড়াশুনা করি। একদিন আমি স্কুলে গিয়েছিলাম ঐদিন বিকালে আমাদের একটা ক্রিকেট খেলা ছিল অন্য গ্রামের সাথে। স্কুল থেকে ছুটি চেয়েছিলাম বলেছিলাম টিফিনের পর যেন আমাকে ছুটি দেয় কিন্তু স্যার আমাকে ছুটি দেয়নি তখন ভাবলাম টিফিনের পর চুরি করে চলে যাব কিন্তু চুরি করে যাবার কোন সুযোগ আমি পেলাম না তাই একটা বুদ্ধি করে আমি বললাম আমার পেটে খুব ব্যথা করছে আমি বাসায় যাব। তখন ওরা কেউ আমার কথা বিশ্বাস করেনি বলল তোমার আব্বুকে ফোন দিচ্ছি উনি এসে দেখে যাক। তখন আমার আব্বু ওই স্কুলের সভাপতি ছিল এবং সাথে ওই ইউনিয়ন পরিষদের মেম্বার ছিল।তখন আব্বু আসে আর আমার কাছে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন আমি বললাম আমার পেটে ব্যাথা করছে। আমি বাসায় চলে যাব। তখন কেউ আমার কথা বিশ্বাস করেনি বলল ও যাবার জন্য মিথ্যা কথা বলছে। তখন আমি হালকা হালকা কান্নার ভাব করে পেটে হাত দিয়ে বললাম সত্যি আমার পেটে অনেক ব্যাথা করছে। তখন আব্বু বলল ঠিক আছে তাহলে আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। তখন আব্বু ডাক্তার কে ফোন দেয় ডাক্তার আসে এসে আমার পেটে হাত দিয়ে চেক করে দেখে এবং বলে কোথায় ব্যাথা করছে আমি বললাম এই যে মাঝখানে তখন ডাক্তার বলল তাহলে তো ইনজেকশন দিতে হবে। আমি আবার ইনজেকশন দেখে অনেক ভয় পাই কি করবো বুঝে উঠতে পারছি না আরো বলছিল অনেক ওষুধ খাওয়া লাগবে আমি ওষুধ খেতেও ভয় পায় এবং তারপর আব্বু আমাকে বলল যদি সত্যিই পেটে ব্যাথা করে তাহলে ইনজেকশন দাও আর যদি ব্যাথা না করে তাহলে ইনজেকশন দিলে কিন্তু সমস্যা হবে তখন আমার ছোট ভাই আমাকে বলছে ভাইয়া তোমার যদি পেটে ব্যথা না করে তাহলে ইনজেকশন দিও না তোমার কিছু হলে আমারও তো হয়ে যাবে তুমি মারা গেলে তো আমিও মারা যাবো তুমি ইনজেকশন দিও না সত্যি কথা বলো। তখন আমি বললাম না আমি ইনজেকশন দেবো না যা হয় হবে পেটে ব্যথার জালায় যদি মরেও যায় তাও আমি ইনজেকশন দেবো না। ডাক্তার কে বললাম আপনি চলে যান আমাকে ইনজেকশন দেওয়ার দরকার নেই ।আমাকে কয়টা সিভিট দিয়ে যান আমি বসে বসে সিভিট খাই তারপর ডাক্তার আমাকে পাঁচটা সিভিট দিয়ে চলে যায় এবং আমি আব্বুকে বললাম আমাকে বাসায় নিয়ে চলো আমি বাসায় যাব আম্মুর কাছে তখন আমাকে বাসায় নিয়ে চলে যায় তারপর আমি গোসল করে বিকালে খেলা খেলতে চলে যায়।

ছোটবেলার গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ।
ধন্যবাদ সবাইকে
@sagor7262

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @tanvirahammad with a 0.01% upvote.it is very quality full post. Keep up it