মা বৃক্ষ হলে বাবা তার শিকড়ে আটকে ধরা মাটি।|| 10% Beneficiaries @shy-fox ||

in hive-129948 •  3 years ago  (edited)

প্রথমেই সবাইকে জানাই সালাম,আদাব। সৃষ্টিকর্তার রহমতে আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই ভালো এবং সুস্থ আছি।


❤️ সবার জন্য অবিরাম ভালোবাসা ❤️


আজকে আমি হাজির হয়েছি একটি লিখা নিয়ে।
লিখতে ভালা লাগোটা আমার বহুদিন এর। কেও যদি জিজ্ঞেস করে তোমার লিখার কারণ কি?
তাহলে আমার একটাই উত্তর আসবে তা হলো জানিনা।
তাহলে আজকের লিখাটা শুরু করি।
আজকের লিখার বিষয় হলো " মা বৃক্ষ হলে বাবা তার মাটি "।


★★"মা বৃক্ষ হলে বাবা তার মাটি"★★


IMG_20220325_215835.jpg


  • মাতা-পিতার অবদান:-,

আমাদের সকলের জীবনে মা এবং বাবা দুটো মানুষের অবদান অপরিসীম। আমরা যদি কোন একজনকে ছেড়ে একজনের অবদান লিখতে বসি তাহলে আমি মনে করি সেই অবদানের খাতাটা অপূর্ণই থেকে যাবে।

কারণ আমরা পৃথিবীর আলো দেখেছিলাম মা এবং বাবা দুইজনের জন্যই। যদি মা এবং বাবা একজন না থাকতো তাহলে আমরা কোনদিনও পৃথিবীর আলো দেখতামনা।
এই বিষয়টি আমরা প্রত্যেকটা মানুষ এই খুব ভালোভাবে জানি এবং এটাই বাস্তব সত্যি কথা এবং এইটাই হল বিজ্ঞান এবং এটাই হল মানুষ জাতির সত্যি।


★★"প্রয়োজন কারো একার বেশি নয়"★★


  • দুজনের ই প্রয়োজনীয় সমান:-

আমরা যেমন আমাদের মাতা পিতা দুজনের মাধ্যমে এই দুনিয়ার আলো দেখি। ঠিক তেমনভাবেই আমাদের জীবন চলার পথে আমাদের মা এবং বাবা দুজনের ভূমিকা থাকে অপরিসীম।

জন্মের পর মা যেমন একটি সন্তানকে দুনিয়ার আলো বাতাস থেকে বাঁচিয়ে রাখে। তেমন বাবা বাঁচিয়ে রাখে মা এবং সন্তানকে। এরপরে বাবাকে শক্তি যোগায় মা নিজেই।
এভাবে করেই আমাদের এই জীবন চক্র ভীষণ সুন্দর ভাবে চলতে থাকে।

তবে সেই সুন্দর চলার জীবনে আমাদের পাশে লাগে আমাদের মাতা-পিতা নামক দুই দূত। যেই দেবদূত আমাদের জীবনকে করে তুলে সুন্দর এবং আনন্দময়। আমি মনে করি আমাদের জীবনে যদি এই দুইটা মানুষ না থাকতো তাহলে জীবনের মানে টাই বদলে যায়।


★★"অভাগা সে যার মাতা পিতা নেই"★★


  • একজন এতিমের কষ্ট:-

আপনি এমন কোন মানুষ থেকে জিজ্ঞেস করুন যে ছোটবেলায় তার মাতা এবং পিতা দু'জনকেই হারিয়েছে। সে নির্দ্বিধায় বলতে পারবে যে সে কোনদিনও একটি সুন্দর জীবন যাপন ছোটবেলায় করতে পারেনি।

কারণ মাতা-পিতা এমন দুজন ব্যক্তি যারা ছোটবেলায় কথা বলার আগেই বুঝে যায় সন্তানের কি দরকার কিংবা মুখের ভাব দেখেই বোঝে যায় যে তার সন্তানের এখন কি প্রয়োজন কিংবা কোন জিনিসটি ক্ষতিকর হবে।

ঠিক তেমনভাবেই ওই সন্তানটি এসব জিনিস থেকে বঞ্চিত হয়ে যায়। যে জন্মের পরপরই মাতা এবং পিতা দু'জনকেই হারিয়ে ফেলে। কারণ প্রতিটি বাবা মা তার নিজের চেয়ে বেশি ভালবাসে নিজের সন্তানদের। ঠিক ওই ওই একলা থেকে যাওয়ার সন্তানের জীবনে এসব ঘটে না, ভালোবাসা পায়না।


তার না চাওয়া গুলো সারাজীবন না পাওয়াতে থেকে যায়।
কিংবা চাওয়া গুলো না পাওয়াতে থেকে যায়।
কারন একটা সন্তানকে বাবা-মা যেই ভাবে বুঝে সেই ভাবে কেউ কোনদিনও বুঝতে পারবে না।


★★"মা বৃক্ষের মতো ছায়া দেয়,পিতা মাটির মতো শিকড় আগলে রাখে"★★


  • একজন বৃক্ষ এবং মাটি:-

এই বিষয়গুলো আমরা সকলেই মানি এবং কমবেশি সকলেই জানে।
কিন্তু আমি আজকে কথা বলব অন্য একটি বিষয় নিয়ে।
তা হলো:- অনেকেই মনে করে একটি সন্তানের জীবনে একজন মা থাকলেই হয়।
আবার অনেকেই মনে করে একটি সন্তানের জীবনে একজন বাবা থাকলেই হয়।

কিন্তু আমার মতে একটি সন্তানের জীবনে মা যেমন বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে। তেমনি বাবা হয় সেই বটবৃক্ষের শিকড় আটকে থাকা মাটি।

কারণ মা বাবার মনোবল হয়ে থাকে।
এবং বাবা মায়ের মনোবল হয়ে থাকে।
আর এই ভাবেই পিতা এবং মাতা মিলে একটি সন্তানকে পৃথিবীর সকল অশুভ শক্তি থেকে বাঁচিয়ে বড় করে তুলে
এবং
সুন্দর একটি জীবন সন্তানকে উপহার দেয়।

  • মাতা পিতার ত্যাগ:-

একটা সন্তান জন্ম নেওয়ার পর থেকে মায়ের একেবারে জীবন কষ্ট শুরু হয়। কিন্তু সে কঠিন সময়ে, কষ্টের সময় মা কোনদিনও সন্তানের গায়ে একটু কষ্ট আসতে দেয় না।
সারারাত রাতের পর রাত জাগতে থাকে মা যেন সন্তানের কোনো কষ্ট না হয়।
মা গরমের ছটফট করতে থাকে তাও রুমের ফ্যানটা চালায় না কারণ যদি নবজাতক সন্তানের ঠান্ডা লেগে যায়।

সেই ভয়ে রোদের তাপে ও মা এক গ্লাস ঠান্ডা পানি মুখে তুলে না। তার কারণ হয়তো তার নবজাতক সন্তানের ঠান্ডা লাগতে পারে। ঠিক তেমনটাই বাবা সারাদিন বাইরে বাইরে ঘুরে কাজ করা সত্ত্বেও ঘরে এসে যখন দেখে যে তার মুখের খাওয়ার জোগাড় হয়নি।
সেই বাবা তখন কোন কথা বলে না।কারণ বাবা বুঝতে পারে যে সন্তানের জন্যই মা করতে পারেনি
এবং
সেই অভুক্ত অবস্থায় কিংবা কোনরকম খেয়ে বাবা হাসিমুখে সন্তানকে কোলে নিয়ে সকল কষ্ট ভুলে যায়।

তাই আমি আমার ভাষা মতে বলবো। একটা সন্তানের জীবনে কিংবা একটা মানুষের জীবনে মাতা এবং পিতা দুজন ই প্রয়োজন।কারণ একটা সন্তানের জীবনে মাতা এবং পিতা দুইজনের ভূমিকায় একেবারে সমান সমান। কেউ কারো থেকে কম কষ্ট করে না। কারন দুজনেই নিজেদের চেয়েও বেশি ভালবাসে তাদের সন্তানদেরকে।তাই আমাদের প্রতিটি সন্তানের উচিত বাবা-মাকে ভালোবাসা এবং দু'জনকেই সমানভাবে ভালোবাসা এবং সম্মান দেওয়া।

সকলকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।
নিজেদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই মা এবং বাবা যার কিংবা যে কোন একজন নেই সেই শুধু বোঝে মা বাবা না থাকার কষ্ট।আপনার পোষ্ট টি পড়ে অনুভব করার চেষ্টা করছিলাম যে বাবা মা না থাকলে কি হয় । ইশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল বাবা মা সুস্থ থাকুক সুন্দর থাকুক। ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আপনার কথা একদম বাস্তব মা হচ্ছে বৃক্ষ আর বাবা হচ্ছে বৃক্ষের শিকড়। যার মা-বাবা আছে সে না বুঝলেও যার মা-বাবা পৃথিবী থেকে হারিয়ে গেছে সেই বুঝে তার মাথার উপর থেকে বৃক্ষের ছায়া সরে গেছে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

আপনি অনেক মনোযোগ সহকারে আমার পোস্টটি পড়েছেন। এবং আমার পোষ্টের গভীরতা আপনি অনুভব করতে পেরেছেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।