ভাপা পিঠার রেসিপি || 10% Beneficiaries shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)

এই পোস্ট কন্টেস্ট এর জন্য করা হয় নি।


পিঠা আমরা সবাই খুব পছন্দ করি। কিন্তু জানি না ক্যান জানি পিঠা আমার তেমন একটা ভালো লাগে না খেতে। আগে খুব পছন্দ করতাম। বাবা বিদেশ চলে যাওয়ার পর থেকে বাসায় তেমন আর একটা পিঠা বানানো হতো না। সেই থেকে না খেয়ে খেয়ে কেমন জানি ভালোলাগাটা নষ্ট হয়ে গিয়েছে।

Canon 750D

What's 3 Word Location

আমি একটা ভিডিও শেয়ার করবো তবে কিছু বিষয় বলে দেই কিভাবে কি করা হয়েছে।


১ম ধাপ



প্রথমে চাল ভাঙ্গিয়ে নিতে হবে। এর পরে অনেকেই অনেক ভাবে করে থাকে। আমি শর্টকার্ট সিস্টেম টা শিখেয়ে দিবো। চাল এর গুড়া আর চিনি আর নারিকেল এক সাথেই দিয়ে ভালো মতন মিশিয়ে নিলাম।

২য় ধাপ



Canon 750D

What's 3 Word Location


এবার যেই কাজটা করতে হবে, আমরা একটা পরিমাপ অনুযায়ী বাটি নিয়ে নিলাম। পিঠার সাইজ টা আপনি কেমন বানাবেন সেটার উপর ভিত্তি করে বাটি টা নিতে হবে। এবার আমি বাটির ভিতর চালের গুড়া দিয়ে বাটিটা পরিপূর্ন করে নিলাম। এর উপরে একটা নেট এর জাল দিয়ে দিলাম।

৩য় ধাপ


Canon 750D

What's 3 Word Location


এবার আমি একটা পাতিলে পানি দিয়ে তার উপর একটা ডাকনা দিবো এমন ভাবে যাতে সেই ডাকনার ভিতর ছিদ্র থাকে। যাতে করে পাতিলের ভিতরের পানি গরম হয়ে ভাপ বের হতে পারে। আমি যেই কাজটা করেছি ডাকনা এর চারো পাশে আটা পানি দিয়ে মিশিয়ে চারো পাশে লাগিয়ে দিলাম যাতে করে আশে পাশে দিয়ে ভাপ বের হতে না পারে। এবার আমি পিঠা টা সেই ডাকনার উপর দিয়ে অন্য একটা ডাকনা দিয়ে ঘুরে দিবো। ঠিক ৩/৪ মিনিট পরে দেখবো আমার পিঠাটা রেডি হয়ে যাবে।

ভিডিও এর লিং টা শেয়ার করলাম।



এবার নিজের একটা সেলফি দিয়ে দেই হাহাহাহাহহাহা


image.png

Canon 750D

What's 3 Word Location


IMG_20210902_121242.png

আমি সাইফুল ইসলাম রাজু ।

ঢাকা মোহাম্মাদপুর থেকে কাজ করি ।
মুন্সিগঞ্জ এর ছেলে ।
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ উইমেন ই-কমার্সে কাজ করি।

20210901_165454.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাপা পিঠার রেসিপি অনেক সুন্দর হয়েছে ভাই ভাপা পিঠা আমার সবথেকে বেশি পছন্দ। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

অনেক অনেক ধন্যবাদ আপনাকে❤️❤️❤️❤️

খুব সুন্দরভাবে ভাপা পিঠার রেসিপি উপস্থাপন করেছেন।ভিডিওতে ভালোভাবেই দেখিয়েছেন সবকিছু।ধন্যবাদ আপনাকে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে

অনেক সুন্দর হয়েছে আপনার ভাপা পিঠার রেসিপি টি।দেখেই জিভে জল এসে গেল।আপনি প্রতেকটা ধাপ খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো ।😊

অনেক অনেক ধন্যবাদ আপনাকে❤️❤️❤️

ভাইয়া আপনার পোষ্টের প্রথম শীতের পিঠা দেখতেছি। শীতের পিঠার মধ্যে ভাপা পিঠা আমার খুবই প্রিয়। ভাপা পিঠারে মধ্যে দেওয়া পাটালি গুলা একটু ছবি তুলে উপস্থাপন করলে বেশি ভালো হতো। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে❤️❤️

শীত আসলেই আমার সব থেকে বেশি যে পিঠা নাম মনে পরে তা হলো ভাপা পিঠা।আমি ভাপা পিঠার প্রচুর ফ্যান।বাসায় এখনো এটা বানানো হয়নায় তবে বাজার থেকে খাওয়া অলরেডি হয়ে গেছে।আপনি দারুন একটি পিঠার রেসিপি করেছেন।শুভ কামনা রইলো।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে🙏🙏🙏❤️❤️❤️❤️

ভাই আপনার ভাপা পিঠা দেখে শীতের আমেজ টা বুঝতে পারলাম যে শীত এসে গেছে এখন পিঠার মৌসুম বিভিন্ন ধরনের পিঠা খেতে হবে। ভাপা পিঠা আমার এমনিতেই খুবই প্রিয়। আপনি খুব সুন্দর করে পিঠে তৈরি করেছেন সেই সাথে আরো সুন্দর করে উপস্থাপন করেছেন শুভকামনা থাকলো

❤️❤️❤️❤️ধন্যবাদ আপনাকে

ঠিক বলেছেন ভাইয়া আমারও তেমনি পিঠা প্রতি আকর্ষণটা একটু কম।ছোটবেলায় পিঠা খেয়েছি এখন পিঠার প্রতি আগ্রহটা একদম কমে গেছে। তৈরি করতে পারে না তাই খাওয়ার প্রতি আকর্ষন কমে গিয়েছে।আপনার ভিডিওটি দেখে আমি শিখে নিলাম কিভাবে ভাপা পিঠা তৈরি করতে হয়। ভাইয়া ধন্যবাদ,আমাদের মাঝে এতো সুস্বাদু শীতকালীন একটি পিঠা রেসিপি উপস্থাপন করেছেন বলে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে❤️❤️❤️

শীতকাল মানেই হচ্ছে ভাঁপা পিঠার সময়। শীতকাল এ ভাঁপা পিঠা খেতে অনেক ভালো লাগে। আপনার বানানো পিঠটা অনেক মজাদার হয়েছে টা দেখেই বুঝা যাচ্ছে। আপনাকে ধন্যবাদ ভাইয়া

অনেক অনেক ধন্যবাদ আপনাকে❤️❤️❤️❤️

শীত সকালে ভাপা পিঠার
নেই কোন জুড়ি
ছোট-বড় সবার প্রিয়
ছুরি অথবা বুড়ি।

চালের গুঁড়া নারকেল ঝুরি
সঙ্গে খেজুর গুড়
গরম গরম খেতে যেন
লাগে সুমধুর♥♥

অনেক অনেক ধন্যবাদ আপনাকে❤️❤️❤️❤️

ভাপা পিঠা খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু ভাপা পিঠা বানানো তে এত ঝামেলা সেজন্য কখনো বানানো হয় না। কিন্তু আপনার আজকের বানানোর পদ্ধতি টা দেখে খুবই ভালো লাগলো। আপনি খুব সহজভাবে এবং ঝামেলা ছাড়াই ভাপা পিঠা তৈরি করেছেন ।আপনার এই পিঠা তৈরির পদ্ধতি দেখে আমিও বাসায় একবার চেষ্টা করব। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে❤️❤️❤️❤️

আপনি খুব সুন্দর ভাবে এবং সহজ উপায়ে পিঠেটা তৈরি করে ফেলেছেন। তবে এই পিঠটা গুঁর দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগবে। ধন্যবাদ এরকম সুন্দর একটা রেসিপি আমাদের উপহার দেওয়ার জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে❤️❤️❤️❤️

শীতের সময়ে ভাপা পিঠার অনেক জনপ্রিয়তা রয়েছে। সকালে গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপি টা। উপস্থাপন করছেন অনেক সুন্দর। সব মিলিয়ে অসাধারণ ছিলো আপনার জন্য শুভ কামনা রইলো

অনেক অনেক ধন্যবাদ আপনাকে❤️❤️❤️🙏

আপনার বানানো ভাপা পিঠাটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। এটি খেতে অনেক সুন্দর লাগে। তার সাথে যদি যোগ করা হয় নারিকেল ও গুড়। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা পিঠার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপনাকে

বাহ ভাইয়া শীতের শুরুতে এরকম ইউনিক একটি পোস্ট এবং রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ধন্যবাদ ভাই আপনাকে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে❤️❤️❤️❤️

ভাপা পিঠা শীতের সময় আমার সবচেয়ে পছন্দের একটি পিঠা। তবে আমার গুড়ের ভাপা পিঠা টা বেশি পছন্দ। ধন্যবাদ ভাইয়া এত সহজ ভাবে আমাদেরকে ভাপা পিঠা বানানো শেখানোর জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে❤️❤️❤️❤️

শিত কালের একটা জনপ্রিয় পিঠা হলো ভাপা পিঠা

অসাধারণ ছিলো উপাস্থপনা, সুন্দর করে রান্না করছেন

খেতে নিশ্চয় খুব ভালোই হয়েছে। শুভকামনা বস আপনার জন্য। 💓💓💓

অনেক অনেক ধন্যবাদ আপনাকে❤️❤️❤️❤️

শীতকাল মানেই পিঠা উৎসব ।গ্রামেগঞ্জে পথে-প্রান্তরে যেখানে যাবেন সেখানে পিঠা পিঠা হরেক রকমের পিঠা। গ্রামাঞ্চলের ভাপা পিঠা উৎসব চলে কাছের আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে ভাপা পিঠা খাওয়ানো হয়। আমি যখন বাসায় যাই তখনো আমার জন্য ভাপা পিঠা করা হয় কারন আমি নাকি খুব পছন্দ করি ছোটবেলা থেকেই । ভাপা পিঠা দারুন লাগে যদি আপনি খেজুরের গুড় দিয়ে খেতে পারেন। তবে আপনি খুব সুন্দর ভাবে ভাপা পিঠা তৈরি প্রক্রিয়া একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন তা সত্যি ইউনিক ছিল ।আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল না লাগলেও খেয়ে দেখবেন ভালো লাগবে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে❤️❤️❤️❤️

আপনার ভাপা পিঠার রেসিপি দেখে মন চাইতেছে মা কে আজকে সন্ধ্যায় বলবো ভাপা পিঠা তৈরি করার জন্য।আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে❤️❤️❤️❤️

শীতের সময় পিঠা না খেলে হয় ই না। আমার তো ভাপা পিঠা অনেক বেশি প্রিয়, অনেক মানে অনেক বেশি। আপনার ভাপা পিঠা বানানো দেখে এখন ই খেতে ইচ্ছে করছে। শীতের সকালে গরম গরম ভাপা পিঠা খেতে অনেক বেশি মজা লাগে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে🙏❤️❤️❤️❤️

ভাপা পিঠা টা ভালো তৈরি করেছেন। আমার খুবই পছন্দের পিঠা।
তবে আমাদের ভাপা পিঠায় চিনি না খেজুরের পাটালি গুড় ব‍্যবহার করা হয়। এবং আমাদের দিকের ভাপা পিঠা কিছুটা চিকন হয় আপনাদের মতো এতো মোটা না। এবং আমরা ভাপা পিঠা বানানোর জন্য মাটির তৈরি পাএ ব‍্যবহার করি। ভালো ছিল পোস্ট টা।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে🙏🙏🙏❤️❤️❤️❤️

ভাপা পিঠা রেসিপি আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এমন ভাবেই আমাদের এধারে সন্ধ্যাবেলায় মানুষরে এইভাবে বিক্রি করে ভাপা পিঠা। আমরা ধুপি বলে থাকি। এগুলো খেতে অনেক ভালো লাগে ভাইয়া। আপনি ভিডিওর মাধ্যমে প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল। কেমন হয়েছে টেস্ট ভাইয়া এটি

অনেক অনেক ধন্যবাদ আপনাকে🙏🙏🙏❤️❤️❤️❤️

শীত এলেই বাঙালির মনে পড়ে শীতের পিঠার কথা। পিঠা ছাড়া বাংলার শীত যেন পরিপূর্ণ হয় না। ঐতিহ্যবাহী শীতের বাহারি পিঠা খাওয়ার রীতি বাংলার চিরায়ত সংস্কৃতির অংশ।
আপনার ভাপা পিঠা দেখে খেতে ইচ্ছে করছে।ধাপে ধাপে সুন্দর করে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো ভাইয়া।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে❤️❤️🙏🙏🙏🙏

শীত প্রায় চলে এসেছে। আর সেই সাথে শুরু হয়ে গিয়েছে নানা ধরনের পিঠা পুলির উৎসব। শীতের সময় অনেক ধরনের পিঠা পাওয়া যায়। আপনি ভাপা পিঠা তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। যদিও এ বছর এখন ও খাওয়া হয়নি। তবে শীঘ্রই খাবো। আপনার রেসিপি টা অনেক লোভনীয় ছিল ভাই

অনেক অনেক ধন্যবাদ আপনাকে❤️❤️🙏🙏❤️❤️