DIY এসো নিজে করি-নিজের লেখা কবিতা আবৃত্তি || ১০% বেনিফিট @shy-fox এর জন্য।

in hive-129948 •  3 years ago 

সবার সুস্থতা কামনা করছি


সবাই নিজে কিছু করে পোস্ট করছে আমি বুঝতে পারছিলাম না কি দিবো তাই শেষ পর্যন্ত এই ছোট্ট একটি লিখা


কবিতা সবাই পছন্দ করে বিষয়টা এমন না। তবে অনেক মানুষ আছে যারা কবিতা প্রেমি। তারা এমন মনে করি রাতে কবিতা না পড়লে ঘুম হবেনা। আমি কখনো লিখি নাই, তবে আমার বাংলা ব্লগে আসার পরে খুব ইচ্ছে হলো একটি কবিতা লিখি। আমি জানি আমি ভালো লিখতে জানি না কিন্তু জ্ঞানি ব্যাক্তিরা বলেন চেস্টা করলে সব পাওয়া যায় তাই এই সামন্য চেষ্টা।


কবিতার নামঃ রাঁধুনি

নিজের লিখা

আবৃত্তিঃ সাইফুল রাজু



কবিতার কথা


কি অপরূপ রূপের বাধনে বাধাইলা তুমি মোরে

যেদিকেই চাই যেন তোমায় দেখিতে পাই।

রাতের গভীরে যখন বারান্দায় বসে থাকি মোর দৃষ্টি যায় ওই চাঁদের পানে কারন তুমিও যে তাকিয়ে আছো সেথায়
যেথায় রহিয়াছে মোর দৃষ্টি

জানো মৃদু হাওয়া মোর কানে এসে দোলা দিয়ে বলে অহে রাখাল কিসের এত চিন্তা তোর পাশেই তো রহিয়া আছে তোরা ধনী

মই মুচকি হেসে বলে সে মুই জানি।

এই ছোট্ট পৃথিবীতেনা আমি বাঁচতে পারতাম না যদি আমার চিন্তায় না থাকতো মোর রাধুনী।

জানো যখন তুমি রাস্তা দিয়ে হাটো মুই তোমার সামনে না গেলেও তোমার পিছু পিছু কিন্তু ঠিক হাটি

যখন বিকেল বেলায় তুমি মামার দোকানের চটপটি খেতে বস মুই দাঁড়িয়ে থাকি অন্য এক আড়ালে

তীব্র ঝালে যখন তুমি জোরে জোরে নিশ্বাস নেও যেন শুনতে পাই আমি তোমার ভিতরে ফিল গুলি

কি অপরূপ তুমি তাই না কি অপরূপ তোমার দৃষ্টি যেন মোর জ্বালা যন্ত্রণা সব নিমিষেই শেষ হয়ে যায়

জানিনা কবে পাবো তোমার দেখা তবে রাঁধুনি তোমার একটি মুচকি হাসিতে আমার হৃদয়ের হাজার কষ্ট যেন থমকে পড়ে যায় আমার পায়ের কাছে সেটা হয়তোবা তুমি জানো না।

মুই যানি ঐচাদ হয়তোবা তোমার হাতে তুলে এনে দিতে পারবো না তবে আমার যদি শক্তি থাকতো সেটাও মুই করতাম তোমার জন্য।

তোমার জন্য এক কল্পনার পৃথিবী রয়েছে মোর যেখানে শুধু প্রকৃতির ছোঁয়া আর প্রকৃতির ছোঁয়া

প্রকৃতি হেসে বলে লজ্জা লাগে আমার সবাই এত সুন্দর বলে আমায় কিন্তু ওই রাঁধুনির চাইতে বেশি সুন্দর আমি না

জানিনা কোন দিন তোমার স্পর্শ পাব আমার হাতে সেদিনের অপেক্ষায় রইলামগো রাঁধুনি


কবিতা নিয়ে কিছু কথা


এটা একটি কল্পনার জগতের একটি মিষ্টি প্রেমের কবিতা। সত্যি ভালোবাসা গুলি একটু অদ্ভুত হয়ে থাকে। আর আমি মনে করি না পাওয়া ভালোবাসা গুলি আজিবন থেকে যায় মনের গহিনে।


IMG_20210902_121242.png

আমি সাইফুল ইসলাম রাজু ।

ডিপ্লমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ।
ঢাকা মোহাম্মাদপুর থেকে কাজ করি ।
মুন্সিগঞ্জ এর ছেলে ।
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ উইমেন ই-কমার্সে কাজ করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনার প্রতিভা দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছেন আপনি। আশা করি আরো এ ধরনের কবিতা আবৃত্তি আমরা শুনতে পাবো।
"কি অপরূপ রূপের বাধনে বাধাইলা তুমি মোরে"

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বাহ! সুন্দর কবিতা এবং আবৃত্তি। আমি প্রশংসা করছি আপনার এই অসাধারণ প্রতিভাকে। কবিতার নামটিও সুন্দর হয়েছে রাঁধুনি। আপনার জন্য শুভকামনা রইল ভাই 😊

ধন্যবাদ ভাইয়া।

আপনাকে স্বাগতম ভাইজান ❤️

ওরে ভাই। আপনি দেখি পুরাই কবিদের স্টাইলে আবৃতি করেছেন। অসাধারণ হয়েছে কবিতা আবৃতি টি। এভাবেই চালিয়ে যান। সাথে আছি সবসময়।

ধন্যবাদ ভাই জান।

ওয়াও ভাই অনেক সুন্দর হয়েছে। আপনার মধ্যে যে একটা কবি লুকিয়ে আছে তা আগে জানতাম না।
অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেছেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

ধন্যবাদ প্রিয় ভাই।

অসাধারন, অনবাদ্য, মুগ্ধতা♥

ধন্যবাদ

  ·  3 years ago (edited)

ভাই আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি যেমন সুন্দর আপনি খুব সুন্দর আবৃত্তি ও করেছেন। আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ। আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম কবিতা এবং কবিতা আবৃত্তি আমরা আরো শুনতে চাই। আশা করি আপনি আমাদেরকে আরো শোনাবেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

কি অপরূপ তুমি তাই না কি অপরূপ তোমার দৃষ্টি যেন মোর জ্বালা যন্ত্রণা সব নিমিষেই শেষ হয়ে যায়।

সম্পূর্ণ কবিতাটির মধ্যে এই লাইনগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনার প্রতিভা প্রশংসা পাওয়ার যোগ্য। অনেক ভালো লিখেছেন।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ❤️❤️

কি বলবো ভাই!!! কবিতার লাইনগুলে একদম কবিদের মতো লিখেছেন। আপনার মাঝে ভাই কবি কবি ভাব আছে। কবিতার পাশাপাশি ভালো আবৃত্তিও করেছেন ভাই। রাঁধুনি কবিতাটি অসাধারণ ছিল ভাই

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভাই আপনি তো কবিও হয়ে গেলেন। সর্বক্ষেত্রে আপনার পদচারণা ভালোই লাগছে। কবিতার লাইন গুলো কিন্তু ভালোই রোমান্টিক মনে ভাব প্রকাশ করছে। অনেক সুন্দর আবৃত্তি করছেন। ধন্যবাদ

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ওয়াও ভাই ওয়াও। এত সুন্দরভাবে কবিতা আবৃত্তি করেছেন যেটা সত্যিই প্রসংশনীয়। আপনার ভয়েস জাস্ট ওয়াও।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভাইয়া আপনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছেন। আপনি দেখি সব দিকেই পারদর্শী। সত্যি কথা বলতে আপনার অনেক গুণ রয়েছে ভাইয়া। আমার এই লাইনটি খুবই ভালো লেগেছে,
"জানিনা কোন দিন তোমার স্পর্শ পাব আমার হাতে সেদিনের অপেক্ষায় রইলামগো রাঁধুনি"

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

প্রথমে ধন্যবাদ জানাই @shy-fox দাদাকে । তিনি আমাদের বাংলা ব্লক কমিউনিটি তৈরি করে দিয়েছেন। এখানে আমরা আমাদের মনের ভাব সম্প্রসারণ করতে পারি। এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। অতঃপর আপনার কবিতাটি অত্যন্ত সুন্দর হয়েছে।আপনার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো ভাইয়া।

ভাইয়া ধন্যবাদ আপনাকে। তবে দাদাকে মেনশন না দেয়াই উওম বুঝেন তো দাদা কতটা ব্যাস্ত মানুষ।

ঠিক হই বলেছেন ভাইয়া মেনশন করা টা হয়তো বা ভুল হয়ে গেছে

সত্যিই অনবদ্য কবিতা আবৃত্তি 🥀
আমরা এখানে কেউ প্রফেশনাল শিল্পী নই কিন্তু প্রতিটা সদস্য এক একজন অতুলনীয় শিল্পী যার তুলনা কখনো কারো সাথে হবেনা।
"জ্ঞানীরা বলে চেষ্টা করলেই হয়"
চিরন্তন সত্য কথা, আমি সবসময়ই মানি।
অনেক অনেক শুভকামনা নবীন শিল্পীর জন্য 💌

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

অসাধারণ অসাধারণ,,,ভাষা হারিয়ে ফেলেছি, এত সুন্দর কবিতা লিখতে পারেন আপনি। না শুনলে বিশ্বাস করতে পারতাম না।নিজে কবিতা লিখে নিজে আবৃতি করা সহজ কথা না।
অসাধারণ লেগেছে, অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপু।এত সুন্দর কমেন্ট করার জন্য।

সত্যি আপনি খুব সাধারণ একটি কবিতা লিখেছেন। নিজে কবিতা লিখে আবার নিজেই সেই কবিতার আবৃত্তি করছেন। এটি সত্যিই অনেক আনন্দের কথা। নিজে কবিতা লিখে নিজে আবৃত্তি করার মধ্যে রয়েছে অনেক শান্তি।

অনেক অনেক ধন্যবাদ 😍😍😍😍

ভাই তো অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেন। রাধুনীকে খুব শিঘ্রই পাবেন দোয়া রইলো আপনার জন্য ভাই।

ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য।

সত্যি ভাই আপনি নিজের দক্ষতা খাটিয়ে এত সুন্দর একটি কবিতা আবৃতি করছেন। আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। আপনার জন্য শুভকামনা রইল। আপনি চালিয়ে যান ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে।

মুই কথাটা

সব থেকে ভাল লাগলো

ভাইয়া অনেক অনেক ধন্যবাদ 🥰🥰🥰

আপনি অনেক সুন্দর করে কবিতাটি আবৃত্তি করেছেন। আমার কাছে এটি খুব বেশি এসপেশাল ছিলো। আপনার চিন্তা দ্বারা আপনাকে অনেক দুর এগিয়ে নিয়ে যাবে।এই কামনাই করি, আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য।

অনেক অনেক সুন্দর হয়েছে ভাই আপনার মিষ্টি কন্ঠে কবিতা আবৃত্তি। আরও আপনার কাজ থেকে কবিতা আবৃত্তি শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

খুবই মুগ্ধ হলাম কবিতা টি পড়ে এবং তার সাথে হয় যদি কবির ভাবে কবিতা আবৃতি। অনেক শুভ কামনা রইলো আপনার জন্য ✌️।

অনেক অনেক ধন্যবাদ আপু

বেশ ভালো লেখা, তার সাথে একদম মন থেকে আবৃতি। একেবারে মিশে গেছে পুরোটা। নতুনত্ব আছে বেশ। ভালো লাগলো সব টা।

ধন্যবাদ আপু মনি

তোমার কবিতা আবৃত্তি দেখে আমি সত্যি মুগ্ধ ভাইয়া ।

মই মুচকি হেসে বলে সে মুই জানি
খুব ভালো লাগলো ভাইয়া 🥰🥰

ধন্যবাদ ভাইয়া।