হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন?আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে "দুষ্টু প্রেমের গল্প "উপস্থাপন করছি আশা করি, সবার ভালো লাগবে। আমার গল্পের নায়কের নাম "নয়ন" ও নায়িকার নাম "বৃষ্টি" বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।
[সোর্স] (https://www.pexels.com/photo/silhouette-photo-of-couple-making-a-heart-shape-2912692/)
ছোট্ট একটি গ্রামে বসবাস করে নয়ন আর অন্যদিকে বৃষ্টি অন্য আরেকটি গ্রামে বসবাস করত। একদিন নয়ন বন্ধুদের সাথে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল হঠাৎ সামনে দিয়ে একটি ভ্যান গাড়ি যাচ্ছিলাম। নয়ন খেয়াল করে দেখতে পায় ভ্যান গাড়িতে সুন্দরী একটি মেয়ে যাচ্ছে প্রথম দেখাতেই মেয়েটিকে ভালো লেগে যায় নয়নের। নয়ন মেয়েটির দিকে আনমনা হয়ে তাকিয়ে থাকে এটি দেখতে পেয়ে তার বন্ধুরা তাকে ধাক্কা দিয়ে বলে কি হয়েছে তোর অমন করে কি দেখছিস প্রথম দেখাতেই কি প্রেমে পড়ে গিয়েছিস মেয়েটার। বন্ধুদের এসব কথা শুনে সে বলে ওঠে আরে কিছুই হয়নি এমনি দেখছিলাম। বন্ধুরা বুঝতে পারে আর মাথা নাড়াতে থাকে আমরা বুঝতে পেরেছি যে তুই প্রথম দেখাতেই মেয়েটিকে পছন্দ করে ফেলেছিস। কিন্তু নয়ন কিছুতেই মানতে চায় না কথা বলতে বলতে তারা আবার হাঁটতে শুরু করল। কিন্তু এদিকে নয়ন ভাবতে থাকে যে বন্ধুরা ঠিকই বলেছে আমি মেয়েটিকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছি।
বন্ধুদের সাথে আড্ডা শেষ করে নয়ন বাড়িতে ফিরে আসে । ফিরে সেই তার মাকে বলে আমি রুমে যাচ্ছি তুমি আমার জন্য এক কাপ চা তৈরি করে নিয়ে এসো। তার মাও তাকে তাড়াতাড়ি চা তৈরি করে খেতে দিল । চা শেষ করে পড়ার টেবিলে পড়তে বসলো নয়ন কিন্তু কিছুতেই মনটা পড়ার টেবিলের বসতে চাইছে না। তার চোখের সামনে রাস্তায় দেখা সেই মেয়েটির ছবি ফুটে উঠছে শুধু। সে ভাবতে থাকে সে যদি তার ভালোবাসার মানুষ হত এই সব কথা ভাবছে আর একা একা হাসি করছে। কিছুক্ষণ পর নয়নের বড় বোন তার রুমে এসে দেখতে পায়। নয়ন পড়ার টেবিলে বসে আনমনা হয় কি যেন ভাবছে। এটি দেখতে পেয়ে নয়নের বড় বোন তাকে ডাক দিতেই চমকে ওঠে নয়ন আর সঙ্গে সঙ্গে বলে ওঠে কে, কে, কে।বড় বোনকে দেখতে পেয়ে বলে কি হয়েছে আপু? আপনাদেরকে জানানো হয়নি নয়নের পরিবারে মা বাবা আরো একটি ভাই একটি বোন আছে নয়ন হচ্ছে সবার ছোট তাই সে সবার আদরের ছিল।
যাই হোক নয়নের বোন নয়নকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার আজ বই পড়াতে মন নেই কার কথা ভাবছো প্রেমে পড়েছ নাকি? নয়ন উওর দেয় কি বলছো আপু এসব কিছু হয়নি এমনি বসে আছি পড়তে ইচ্ছা করছে না আজ। তার বোন বিষয়টি বুঝতে পারে তাই তাকে কিছু না বলেই মুচকি হেসে রুম থেকে বের হয়ে যায়। নয়ন কিছুক্ষণ বই পড়ে রাতের খাওয়া-দাওয়া শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে কারণ সকালে আবার স্কুল আছে। সকালে নয়নের ঘুম ভাঙ্গে বাবার ডাকে তার বাবা নয়নকে বলতে থাকে আর কত সময় ঘুমাবে স্কুলে কি আমি যাব। নয়ন উত্তর দেয় হ্যাঁ তুমি যাবে আমি আজ থেকে স্কুলে যাব না আমায় ঘুমাতে দেও। এই কথা শুনে তার বাবা নয়নের হাতটি ধরে বিছানা থেকে নামিয়ে ফ্রেস হতে পাঠিয়ে দেয়। নয়ন ফ্রেশ হয়ে এসে খাওয়া-দাওয়া শেষ করে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যখন বের হচ্ছিল তখন তার বৌদি তাকে ডেকে বলে। নয়ন আজ তুমি আমাকে আমার বাড়িতে একটু পৌঁছে দিয়ে আসবে?
নয়ন উত্তর দেয় হ্যাঁ বৌদি আমি স্কুল শেষ করে বাড়িতে এসে তোমাকে নিয়ে তোমার বাড়িতে যাব।এই বলে নয়ন স্কুলে রওনা দেয় স্কুল শেষ করে বাড়িতে আসার সময় হঠাৎ রাস্তায় দেখা হয়ে যায় সে দিনের সেই মেয়েটির সাথে। মেয়েটিকে দেখতে পেয়েই নয়নের মনের ভিতরে যেন বসন্তের ফুল ফুটতে শুরু করলো।