হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি,আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি।আশা করি ,আপনাদের সবার ভালো লাগবে তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।
ময়দার চর্বি কথাটা একটু আজব তাই মনে হচ্ছে কি না। সবাই ভাবতে পারেন হয়তো এটা আবার কেমন আজব একটা জিনিস। ময়দার ভেতর আবার কোথা থেকে চর্বি এলো। আসলে সত্যি বলছি ময়দা থেকে চর্বি বের করা যায় এবং সেটি দিয়ে অনেক সুন্দর রেসিপিও কিন্তু তৈরি করা যায়। আমিও কিন্তু এটি দিয়ে সুন্দর রেসিপি তৈরি করেছি।যেহেতু মঙ্গলবার আমি নিরামিষ খেয়ে থাকি তাই ভাবলাম ময়দা দিয়ে একটা রেসিপি তৈরি করা যাক। সত্যি বলছি রেসিপিটা অনেক সুন্দর লেগেছিল খেতে আর এটা মায়াপুরের ইসকন সম্প্রদায়ের মানুষরা খেয়ে থাকে। রেসিপিটি তৈরি করতে অনেক কষ্টই হয় কিন্তু কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়। ঝাল ঝাল করে রেসিপিটা তৈরি করেছিলাম খেতে দুর্দান্ত লেগেছিল। আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর খেতে লাগবে। যাই হোক চলুন ময়দার চর্বি নিরামিষ রেসিপিটা তৈরি করতে আমার কি কি উপকরণ গুলো লেগেছে।
উপকরণ:
নাম | পরিমাণ |
---|---|
ময়দা | ১ কেজি |
টক দধি | ৫০ গ্ৰাম |
শুকনা ঝালের গুঁড়া | ২ চা চামচ |
জিরার গুঁড়া | ১ চা চামচ |
ধনিয়া গুঁড়া | ১ চা চামচ |
গরম মসলার গুঁড়া | ১ চা চামচ |
হলুদ গুঁড়া | ১/১ চা চামচ |
লবণ | পরিমাণমত |
ধাপ:১
প্রথমে ময়দা ভালো করে চেনে তিন থেকে চার ঘণ্টার মতো খামি করে রেখে দিতে হবে। এরপর ময়দার খামিটি বড় একটি পাত্রে জল দিয়ে চটকাতে হবে। যতক্ষণ পর্যন্ত সাদা জল বের হবে ময়দা থেকে ততক্ষণ পর্যন্ত ময়দা চটকাতে হবে। সাত থেকে আট বার এমন করার পর দেখা যাবে আর কোন সাদা জল বের হচ্ছে না। কিছুটা চর্বির মতন দেখতে লাগবে তখনই একটি পাত্রে উঠিয়ে রাখতে হবে। এক কেজি ময়দা থেকে পাওয়া যাবে মাত্র ৩০০ গ্রামের মতো মূল উপাদান আর ৭০০ গ্রাম জলের সঙ্গে বের হয়ে যাবে।
ফোট:১ | ফোট:২ |
---|---|
ধাপ:২
এরপর চুলার উপর কড়াই দিয়ে তাতে তেল দিয়ে ।তেল গরম হয়ে গেলে ময়দা থেকে যে চর্বিটা আমরা বের করেছি সেটি টুকরো টুকরো করে ভেজে নিব। গোল্ডেন কালার করে ভেজে একটি পাত্রে উঠিয়ে নিব।
ফোট:১ | ফোট:২ |
---|---|
ধাপ:৩
ভাজি করা হয়ে গেলে সামান্য তেল দিয়ে এর ভেতর দিয়ে দেবো গোটা জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ তেজপাতা এই সবগুলো উপাদান কিছুটা সময় ভেজে নিব।
ফোট:১ |
---|
ধাপ:৪
ভাজি হয়ে গেলে এর ভেতর দিয়ে দেবো টক দধি ও মসলা গুলো। সামান্য জল দিয়ে কিছুটা সময় মসলা গুলো ভালো করে কষিয়ে নিব।
ফোট:১ | ফোট:২ |
---|---|
ধাপ:৫
মশলা থেকে তেল ছেড়ে দিলে এর ভিতর দিয়ে দিবো ভাজি করা চর্বি গুলো। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিবো যাতে সবগুলো উপাদান ভালোভাবে একে অপরের সঙ্গে মিশে যেতে পারে।
ফোট:১ | ফোট:২ |
---|---|
ধাপ:৬
ভালোভাবে একে অপরের সঙ্গে মিশে যাওয়ার পরে এর ভিতর পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা দিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিব।
ফোট:১ | ফোট:২ |
---|---|
ধাপ:৭
১০ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে গরম মসলা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে আবারো দু মিনিটের মত ঢাকনা দিয়ে রেখে দিব।
ফোট:১ | ফোট:২ |
---|---|
ধাপ:৮
দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে হালকা নেড়েচেড়ে পরিবেশন করার জন্য একটি পাত্রে নামিয়ে নিলাম এবং কিছু ফটোগ্রাফি করলাম আর নিজের সঙ্গে একটি সেলফি নিলাম।
ফোট:১ | ফোট:২ |
---|---|
রেসিপিটা সত্যিই দুর্দান্ত লেগেছিল খেতে, গরম ভাতের সঙ্গে যদি খাওয়া যায় অনেক সুন্দর লাগবে আর রুটির সঙ্গে যদি এটি খাওয়া হয় তবু ও ভালো লাগবে। যেভাবেই খাওয়া হোক না কেনো দারুন লাগবে। আমি এই রেসিপিটা প্রথম তৈরি করলাম তাই একটু ভয় ছিল যে খেতে কেমন লাগবে। কিন্তু শেষ করার পর সবাইকে যখন পরিবেশন করলাম যখন সবাই বলল খেতে খুব ভালো হয়েছে। তখন আমার নিজেরও খুব ভালো লাগছিল। যাই হোক নিরামিষ খাওয়ার দিন আমার এই রেসিপিটা আপনারা একদিন তৈরি করুন আশা করি,খেতে খারাপ লাগবে না।
হ্যাঁ দাদা আপনার এই ময়দার চর্বি কথাটা বেশ নতুন লাগছে আমার কাছে। আপনি মঙ্গলবারে নিরামিষ খান এটা জেনে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটি রেসিপি প্রস্তুত করে আমাদের সাথে শেয়ার করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ইতোমধ্যে। রেসিপিটা আমার কাছে বেশ ইউনিক মনে হল। বেশ মজাদার ভাবে তৈরি করা হয়েছে। এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি আপনি হয়তো চর্বি দিয়ে রেসিপি তৈরি করেছেন। কিন্তু ময়দা থেকে এভাবে চর্বি বের করে রেসিপি তৈরি করা যায় এই প্রথম জানলাম। আমার কাছে আপনার এই রেসিপি ইউনিক লেগেছে। কখনও খাওয়া হয়নি তাই এর স্বাদ কেমন হবে বুঝতে পারছি না তবে দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। মঙ্গলবার আপনি নিরামিষ খান বলে বেশ লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন। ধন্যবাদ ভাইয়া ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া ময়দা থেকে চর্বি বাহির করা যায় এটি মনে হয় নতুন শুনলাম। যাইহোক আজকে আপনি অনেক সুন্দর করে ময়দার চর্বি নিরামিষ রেসিপি করেছেন। তবে আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। আসলে রেসিপিটি কখনো খাওয়া হয় নাই । যাইহোক খুব মজার ভিন্ন রকম একটি রেসিপি করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্! বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন তো ভাই। আপনি সবসময়ই ইউনিক রেসিপি শেয়ার করে থাকেন এবং রেসিপি গুলো দেখতে খুব ভালো লাগে। যাইহোক ময়দার চর্বি নিরামিষ রেসিপি দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু লেগেছিল। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ময়দার চর্বি নামটি ইন্ডিয়ান কোন রান্নার চ্যানেলে শুনেছি। তবে কখনও তৈরি করা হয়নি। বেশ সময় সাপেক্ষ এই রেসিপি তৈরি করা। তবে দেখেতো মনে হচ্ছে খেতে বেশ মজাই হয়েছিল। ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার তৈরি আজকের এই রেসিপি বেশ দারুন ছিল। এই জাতীয় রেসিপিগুলো আমি খুবই পছন্দ করে থাকি। রেসিপিটা অসাধারণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুবই যত্ন সহকারে ময়দার চর্বি নিরামিষ রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে এরকম রেসিপি কখনো দেখিনি এবং খাইও নি। তবে আপনার এই পোষ্টের মাধ্যমে কিভাবে ময়দার চর্বি নিরামিষ রেসিপি তৈরি করা যায় তা শিখে নিলাম। তবে আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে ময়দার চর্বি নিরামিষ রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছে। এরকম একটি ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব লোভনীয় একটি রেসিপি ভাগ করে নিয়েছেন দাদা।অনেক কষ্টকরও বটে রেসিপিটি তবে খেতে ভীষণ সুস্বাদু। আপনার রেসিপিটি খুব ভালো লাগলো একদিন বানিয়ে খাবো তাই রেখে দিলাম রিষ্টিম করে।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আজকে আপনার রেসিপিটা দেখে খুবই অবাক হলাম। ময়দা থেকে যে এভাবে চর্বি বের করা যায় সেটা জীবনে প্রথম শুনলাম এবং প্রথম দেখলাম। ময়দা থেকে চর্বি বের করার দৃশ্যটা সত্যিই অবাক লাগলো। যাইহোক আপনি ময়দা থেকে চর্বি বের করে খুবই সুন্দরভাবে একটা রেসিপি তৈরি করেছেন। তাছাড়া এই রেসিপিটা নির্দিষ্ট একটা সম্প্রদায়ের মানুষ খেয়ে থাকে সেটাও প্রথমবার জানলাম। আপনার এই পোস্ট থেকে অনেক কিছুই জানা হলো এবং রেসিপিটাও শেখা হলো। ধন্যবাদ আপনাকে ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit