কৃষকের সম্মান

in hive-129948 •  4 months ago 

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।


pexels-pixabay-247616.jpg
সোর্স

একজন কৃষকের জীবন কেটে যায় মাঠে আর ঘাটে। কারণ সে যদি চাষ না করে তাহলে তার পরিবারের খাবার জুটবে না। তার মাথার ভিতর থাকে অনেক টেনশন। কারণ সে জমি চাষ করে ফসল ফলিয়ে সেই ফসল বিক্রি করে জমির মালিক কে টাকা পরিশোধ দিতে হয়। আর যদি টাকা পরিশোধ না করতে পারে তা হলে তাকে আবার চাষ করে টাকা পরিশোধ করতে হয় । একজন কৃষক ভালো খাবার,পোশাক কিছু কিনতে পারে না। একটাবার চিন্তা করে দেখেছেন এই কৃষক যদি কাজ চাষ না করতো তাহলে আমরা কি খেতাম কি পড়তাম। আমরা যে পোশাক পড়ে থাকি সেটাও কিন্তু কৃষক উদ্বোধন করে থাকে। কেনো বলছি কারণ কৃষক যদি পাট উৎপাদন যদি না করতো তাহলে হয়তোবা আমরা ভালো পোশাক কোনদিনও পড়তে পারতাম না। আমরা যে ভাত খেয়ে থাকি সেটাও কিন্তু কৃষক উৎপাদন করে থাকে কারণ কৃষক যদি ধান উৎপাদন না করতো তাহলে হয়তো বা আমরা খেতে পারতাম না।আমরা যে রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খেয়ে থাকি সেটা কিন্তু কৃষকই উৎপাদন করে থাকে। একটা দেশ তখনই উন্নয়নের শিখরে উঠতে পারে যখন সে দেশ কৃষকদের মূল্যায়ন করে। কারণ কৃষক যদি চাষ বন্ধ করে দেয় তাহলে আমরা একটা দিনও বাঁচতে পারব না।


একজন কৃষক তার মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে আমাদের পেট ভরায়। আর আমরা সেই কৃষককে মূল্যায়ন করি না। আমরা তাদেরকে সবসময় পায়ের নিচে ডাবিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু আমরা ভুলে যাই যে একজন কৃষকের কারণে আমরা ভালো জীবন কাটাতে পারছি। আমি মনে করি,আমাদের সবার কৃষকদের সম্মান করা উচিত। একটা জিনিস কৃষকের জীবনের উন্নতি কোনদিনও হয়নি। সেই প্রাচীন কাল থেকে শুরু করে এখনো কৃষকের জীবন একই রয়েছে। পরিবর্তন হয়েছে শুধু আমাদের মত মানুষের। একজন কৃষকের কতটা কষ্ট সেটা আমরা কল্পনাও করতে পারি না। জমির চাষ থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত সব সময় যুদ্ধের মধ্য দিয়ে চলতে হয় একজন কৃষকের। অনাবৃষ্টি অতি বৃষ্টি সবরকম মোকাবেলা করতে হয় একজন কৃষকের। কৃষক এক মন ধান বিক্রি করে ৭০০ থেকে ৮০০ টাকা। আর আমরা বাজার থেকে কিনে থাকি ২২০০ থেকে ২৪০০ টাকা। তাহলে এবার চিন্তা করে দেখুন একজন কৃষককে আমরা কি উপহার দিচ্ছি। যে ব্যক্তিটা আমাদের পেট ভরানোর জন্য রক্ত জল করছে। আমরা তাকেই ডাবিয়ে রাখার চেষ্টা করছি। আমি মনে করি, একজন কৃষকে যথাযথ সম্মান দেওয়া উচিত কারণ যে মানুষটা আমাদের বাঁচিয়ে রাখছে সেই মানুষটাকে সব সময় আমাদের মাথার উপরে রাখা উচিত। একজন কৃষকই পারে একটি দেশকে উন্নয়নের শিখরে উঠাতে।একজন কৃষককে তার ন্যায্য পাওনা তাকেই নির্ধারণ করতে দিতে হবে। কারণ একজন কৃষক জানে তার মূল্য কত হতে পারে। তা হলেই কৃষক তার ন্যায্য পাওনা পাবে।

আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!