নুডুলস চপ রেসিপি

in hive-129948 •  last month 

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি উপস্থাপন করছি ।আশা করি, আপনাদের সবার ভালো লাগবে তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।

IMG20241006162659.jpg


আসলে নুডুলসের চপ তৈরি করা যায় এটা একদমই ধারণা ছিল না আমার।আমাকে একজন বলেছিল নুডুলসের চপ তৈরি করা যায়। আমি তার কাছে শুনে রীতিমত অবাক হয়ে গেলাম নুডুলস ভাজি খেয়েছি অনেক ভাবে। কিন্তু নুডুলস যে চপ তৈরি করে খাওয়া যায় এটা আমি কখনোই জানতাম না। তাই একদিন তৈরি করে ফেললাম নুডুলসের চপ। সত্যি বলতে প্রথমে কিন্তু খুবই ভয় লাগছিল কারণ আগে পরে এমনটি কোনদিন করা হয়নি আমার কাছে রেসিপিটি নতুন। যাইহোক রেসিপিটি শেষ করার পর সসের সঙ্গে মিশিয়ে খেতে দুর্দান্ত লেগেছিল। তাইলে চলুন এক নজরে দেখে আসা যাক আজকের এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লেগেছে।

উপকরণ:

নামপরিমাণ
নুডুলস৩ প্যাকেট
ডিম২ টি
পেঁয়াজ কুচি৪ টি
কাঁচা মরিচপরিমাণ মতো
নুডুলস মসলা৩ প্যাকেট
গরম মসলা১ চা চামচ
লবণপরিমাণ মতো


ধাপ:১

প্রথমে নুডুলস গুলো গরম জলে সিদ্ধ করে নিব। ২-৩ মিনিট পর নুডুলস গুলো ঠান্ডা জলে নুডুলস ঠান্ডা করে নিব। এরপর একটি পাত্রে দুইটি ডিম ভেঙে নিব। এরপর এতে পেঁয়াজ কুচি নুডুলসের মসলা আর গরম মসলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব।

ফোট:১ফোট:২
IMG20241006155300.jpg
IMG20241006155543.jpg

ধাপ:২

এরপর মসলা গুলোর ভিতর ঠান্ডা করা নুডুলস গুলো দিয়ে ভালোভাবে নুডুলসের সঙ্গে মিশিয়ে নেব। এরপর একটি প্যান নিয়ে তাতে তেল দিয়ে। তেল গরম হয়ে গেলে চপের মতন ছোট ছোট করে ভাজি করে নিব।

ফোট:১ফোট:২
IMG20241006155756.jpg
IMG20241006160448.jpg

ধাপ:৩

এরপর সবগুলো একে একে ভাজি করে নিব। একটু লাল লাল করে ভাজি করে নিব যাতে বাইরের অংশটা একটু মুচমুচে ভাব থাকে। সবগুলো ভাজি হয়ে যাওয়ার পর পরিবেশন করার জন্য প্লেটে টমেটো সস দিয়ে সাজিয়ে নিব।

ফোট:১ফোট:২ফোট:৩
IMG20241006160652.jpg
IMG20241006162456.jpg
IMG20241006162549.jpg



নুডুলস তো অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন। একদিন আমার মতন করে খেয়ে দেখুন আশা করি,খারাপ লাগবে না। আমি কিন্তু প্রথমে ভয় পেয়েছিলাম খেতে কেমন লাগবে। কিন্তু সত্যি কথা বলতে খেতে কিন্তু দুর্দান্ত লেগে ছিল। আর এতে সময়ও কিন্তু কম লাগে তৈরি করতে। সন্ধ্যার জন্য দুর্দান্ত একটি খাবার।

আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নুডুলস্ চপ রেসিপিটি ভীষণ লোভনীয় হয়েছে। লোভনীয় একটি রেসিপি বানিয়েছেন এবং বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

ইউনিক একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপি তৈরি করে দেখে খুব ভালো লেগেছে আমার। আশা করি অনেক অনেক সুস্বাদু ও মজাদার ছিল আপনার এই রেসিপি।

হ্যাঁ আমারও ধারণা ছিল না যে নুডুলস দিয়ে এভাবে চপ তৈরি করা যায়। বলা চলে আপনার মাধ্যমে ভিন্ন একটি ইউনিক রেসিপির সাথে পরিচিত হলাম। লোভনীয় এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইয়া।

নুডুলসের চাপ রেসিপি! আগে কখনো এ রেসিপির সাথে পরিচিত হইনি। আমার কাছে একেবারেই নতুন রেসিপিটি। তবে অনেক সুন্দর ইউনিক একটি রেসিপি তৈরি করে আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। প্রত্যেকটি ধাপ বিস্তারিতভাবে তুলে ধরেছেন। রেসিপিটি দেখতে লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই সুস্বাদু হয়েছে। বাড়িতে একদিন বানিয়ে দেখবো ভাবছি। সুন্দর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

এত মজাদার ভাবে নুডুলস চপ রেসিপি রেসিপি তৈরি করে সবার মাঝে শেয়ার করেছেন। এটা দেখতে এত লোভনীয় লাগছে যে, জিভে জল চলে আসলো দেখেই। মজাদার নুডুলস চপ রেসিপিটা তৈরি করার পদ্ধতি সুন্দর করে উপস্থাপন করলেন। এটা দেখে অনেক ভালো লাগলো। আমার তো মনে হয় আপনার তৈরি এই নুডুলস চপ রেসিপিটা সবারই অসম্ভব পছন্দ হবে। আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে।

খুবই মজাদার একটি রেসিপি। যদিও আমি আগে কখনো এটি বাড়িতে ট্রাই করিনি। আমার কাছে এটি বেশ ইউনিক লেগেছে। এরপর বাড়িতে নুডুলস নিয়ে আসা হলে অবশ্যই এটা ট্রাই করবো।

নুডুলস চপ রেসিপি দারুন হয়েছে ভাইয়া। এই ধরনের খাবারগুলো বিকেলের নাস্তায় খেতে অনেক ভালো লাগে। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। অনেক লোভনীয় লাগছে দেখতে।

তেলে ভাজা খাবার গুলো খেতে আমরা সকলেই কম বেশি পছন্দ করি। এই ধরনের খাবার গুলো খেতেও অনেক ভালো লাগে। চমৎকারভাবে আপনি এই চপ রেসিপি উপস্থাপন করেছেন। এই ধরনের খাবারগুলো আমার ভীষণ পছন্দের। ধন্যবাদ আপনাকে ভাই।

খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।এভাবে কখনো নুডুলস দিয়ে চাপ তৈরি করে খাওয়া হয়নি। কিন্তু আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। খুব সুন্দর ভাবে রেসিপি তৈরীর ধাপগুলো তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

নতুন নতুন রেসিপি তৈরি করার আগে একটু ভয় হয় আসলেই। কেমন না কেমন হয় খেতে। নুডুলসের চপ আমার কাছে বেশ ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে এই রেসিপিটা উপস্থাপন করেছেন। চপ গুলো খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে ধন্যবাদ ভাইয়া মজার এই রেসিপিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

চমৎকার হয়েছে আপনার নুডুলস এর চপ রেসিপি। আসলে কোন কিছু প্রথম নতুন করলে একটু ভয় লাগে। তবে নিজে তৈরি করে চপ রেসিপি খাওয়ার মজাই আলাদা। আর এই নাস্তাগুলো বিকেলবেলা খাওয়ার মজা অন্যরকম। সুন্দর করে নুডুলস এর চপ রেসিপি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

নুডুলস চপ রেসিপি এখন পর্যন্ত কোন দিন খাওয়া হয়নি এবং এই রেসিপি তৈরি করার নিয়ম সম্পর্কে তেমন একটা অবগত নই আমি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে নুডুলস চপ রেসিপি তৈরি করেছেন। আপনার মাধ্যমে আজকে নতুন একটি রেসিপি তৈরি করার নিয়ম জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

নুডুলস এর চপ এটা সত্যি অন‍্যরকম এবং ইউনিক। নুডুলস এর নুডুলস বাদেও অন্য এক রেসিপি হা হা। নুডলস এর চপটা বেশ দারুণ তৈরি করেছেন ভাই। বেশ চমৎকার ছিল। খুবই সুন্দর উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার রেসিপি টা। ধন্যবাদ আপনাকে।।

আপনি দেখছি খুবই মজাদার নুডুলস এর চপ তৈরি করেছে। নুডুলস এর চপ আমার খুবই প্রিয় একটি খাবার। আগে অনেক তৈরি করে খাওয়া হত এখন অনেক দিনই তৈরি করে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে আবার খেতে ইচ্ছা করছে। ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু খুব সুন্দর হয়েছে আপনার নুডুলস চপ রেসিপি। আপনার লোভনীয় এই রেসিপি দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না। আপনি খুব সুন্দর করে রেসিপির প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ সুন্দর এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

নুডুলসের যে চপ তৈরি করা যায় তা আমিও প্রথম দেখলাম। আপনি ভালো করেছেন ভাইয়া ভয়ে ভয়ে এরকম একটি চপ তৈরি করে। ইউনিক লেগেছে চপ তৈরি। মনে হচ্ছে খেতেও বেশ মজাদার হয়েছিল। ধন্যবাদ ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।