ঝাল পোয়া পিঠা আর মিষ্টি স্বাদের দুধ পাকান পিঠার রেসিপি
ঝাল পোয়া পিঠা
ঝাল পোয়া পিঠাছবি
উপকরণ: সেদ্ধ চাল ৫০০ গ্রাম, ডিম ৪টি, ধনেপাতা আধা কাপ, চিকেন পাউডার ১ টেবিল চামচ, লবণ প্রয়োজনমতো, কাঁচা মরিচের কুচি ২ টেবিল চামচ, তেল ভাজার জন্য প্রয়োজনমতো, পেঁয়াজকুচি আধা কাপ, হলুদের গুঁড়া আধা চা-চামচ।
প্রণালি: চাল সারা রাত ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিতে হবে। বাকি সব উপকরণ মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে ৯ ঘণ্টা ঢেকে রাখুন। ছোট কড়াইতে তেল গরম করে ডালের চামচ দিয়ে ১ মাপে পিঠা ভাজতে হবে। গরম-গরম পরিবেশন করুন।
দুধ পাকান
দুধ পাকানছবি
উপকরণ: আতপ চালের গুঁড়া ২ কাপ, ময়দা ১ কাপ, গুড় ১ কাপ, লবণ আধা চা-চামচ, পানি ২ কাপ, মিহি নারকেলকোরা আধা কাপ, পানি ২ কাপের মতো, তরল দুধ ১ কাপ, দুধ ১ কেজি, খেজুরের গুড় আধা কাপ, গুড়ের শিরা পরিমাণমতো, দুধের সর ১ কাপ।
প্রণালি: গুড় সামান্য পানি দিয়ে গলিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার চালের গুঁড়ার সঙ্গে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। হাত দিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে। মিশ্রণ আঠালো হয়ে এলে প্রয়োজনমতো গরম পানি দিয়ে ঘন পিঠার মিশ্রণ তৈরি করে নিতে হবে। ১ ঘণ্টা ঢেকে রাখতে হবে। ১ ঘণ্টা পর ছোট কড়াইতে তেল গরম করে নিন। ডালের চামচে ১ চামচ করে মিশ্রণ নিয়ে গরম তেলে দিয়ে দিন। মাঝারি আঁচে হালকাভাবে ভেজে তুলতে হবে। ১ কেজি দুধ জ্বাল দিয়ে ঘন করে আধা কেজি বানিয়ে নিন। ঠান্ডা করে প্রয়োজনমতো গুড়ের শিরা মিশিয়ে নিতে হবে। দুধের ওপর সর জমলে সরিয়ে রাখুন। হালকা গরম পিঠা দুধে দিয়ে ঢেকে রাখুন। ১ ঘণ্টা পর সরগুলো কাঁটাচামচ দিয়ে হালকা ফেটিয়ে নিন। পিঠার মধ্যে দিয়ে আরও ১ ঘণ্টা ঢেকে রাখতে হবে। পরিবেশন করুন।
ভাইয়া আপনার ঝাল পিঠার রেসিপি দেখতে অনেক চমৎকার লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। শীতের এই পিঠাগুলো খেতে সত্যি অনেক ভালো লাগে। তবে পিঠা তৈরীর ধাপ গুলো সুন্দরভাবে বুঝিয়ে দিলে ভালো হতো। আপনি পিঠাটি কিভাবে তৈরি করেছেন তা আমি দেখে বুঝতে পারছি না। রেসিপি ধাপগুলো দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভেচ্ছা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source:
https://www.prothomalo.com/lifestyle/recipe/cv2idd2vsr
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit