ফাইটার || অসময়

in hive-129948 •  11 months ago 

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

২৮শে মাঘ, ১৪৩০ বঙ্গাব্দ।

১১ই ফেব্রুয়ারি, রবিবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আমার দেখা চমৎকার একটা ওয়েব সিরিজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি ভালো লাগবে।


image.png

স্ক্রিনশট নেওয়া হয়েছে


📋 কিছু তথ্য


পরিচালকসিদ্ধার্থ আনন্দ
গল্প লেখকরমন চিব, সিদ্ধার্থ আনন্দ
প্রোডাকশনমমতা আনন্দ, অজিত আন্ধারে, অঙ্কু পান্ডে, রমন চিব, কেভিন ভাজ
অভিনয়েহৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, আশুতোষ রানা, ঋষভ সাহনি
মুক্তির তারিখ২৫ জানুয়ারী ২০২৪
চলমান সময়২ ঘন্টা ৪৬ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি



রিভিউ

বিগ বাজেটের মুভি, এবং সুপারস্টার কোন কিছুর কমতি ছিল না আজকের এই মুভিতে, এয়ার ফাইটার মুভি সব সময় একটু অন্য লেভেলের হয়ে থাকে, তবে টেইলার ভিডিও দেখে ভেবেছিলাম গ্রাফিক্স কার্টুন লেভেলের হতে পারে কিন্তু মুভিটা দেখার পর বিচার পুরোই চেঞ্জ হয়ে গেল।


Screenshot_1.png

Screenshot_2.png

Screenshot_3.png

Screenshot_4.png


আকাশ পথের এত চমৎকার দুর্দান্ত ভিএফএক্স ব্যবহার করা হয়েছে যেখানে কোন ভুল বের করা কঠিন হয়ে যাবে। সিদ্ধার্থ আনান্দ তার মুভিতে কোন কিছুতে কম্প্রোমাইজ করেনি, বিশেষ করে এই মুভিতে তিনটি ক্যারেক্টার যারা বাধ্য করবে এই মুভিটা দেখার জন্য হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর এই তিন জনের নামই যথেষ্ট একজন সিনেমা লাভার সিনেমা হলে গিয়ে মুভিটা দেখার জন্য।


Screenshot_5.png

Screenshot_6.png

Screenshot_7.png


বিশেষ করে হৃত্বিক রোশন তার অভিনয়ে কোন ধরনের কম্প্রোমাইজ করা নিয়ে, তাকে ডিফেন্সে বেশ ভালো মানায়। অন্য সকল মুভির মত এখানে রোমান্স, গান ইত্যাদি দিয়ে সময় নষ্ট করা হয়নি একদম ঘটনার মধ্যে ঢুকে গেলাম শুরু থেকেই।

যেখানে বেশ কয়েকটি বড় বড় মুভি যাদেরকে টক্কর দিতে পারে হৃত্বিক রোশনের এই ফাইটার মুভি। এয়ার ফোর্স এর মুভি তার মানে যে আকাশ পথেই তাদের সবকিছু ছিল এমনটা নয়, স্থলপথে ও তাদের বেশ চমৎকার অভিনয় এবং গল্প ছিল।


Screenshot_8.png

Screenshot_9.png

Screenshot_10.png


চমৎকার ভূমিকা পালন করেছে দীপিকা পাদুকোন, এর তার অভিনয় খানিকটা রোমান্টিক এবং অ্যাকশন দুটোই প্রকাশ করেছে যেটা গল্পের জন্য প্রয়োজন। শুধু যে নায়ক নায়িকা এমনটা নয় অনিল কাপুর অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, আশুতোষ রানা প্রত্যেকে চমৎকার অভিনয় করেছে।

মুভির প্রতিটা মিনিটে আপনার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করবেন স্ক্রিন থেকে চোখ সরানোর ইচ্ছে করবে না, বলতে পারা যায় এত বড় বাজেটের একটা মুভি কোথাও অপচয় করা হয়নি, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই দেয়া হয়েছে।


Screenshot_12.png

Screenshot_13.png

Screenshot_14.png


এই মুভিতেও একজন কঠিন ভিলেন ব্যবহার করা হয়েছে, যার উপস্থাপন অভিনয় কিংবা লুক মুভিটাকে অন্যদিকে নিয়ে যেতে বাধ্য, হ্যাঁ আমি কথা বলছি ঋষভ সাহনি যিনি বেশ দুর্দান্ত অভিনয় করেছে খলনায়ক হিসেবে।

একটা জিনিস খুবই নরমাল সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, বরাবরই আমরা সবসময় এই দূরে দেশের মধ্যে যুদ্ধ এই টাইপের জিনিস দেখে থাকি, শুধুমাত্র এই জিনিস ছাড়া এই মুভিতে আর নেগেটিভ কোন কিছুই খুঁজে পাবার মত নয়।


Screenshot_15.png

Screenshot_16.png

Screenshot_11.png


ইন্ডিয়ার বেস্ট এয়ার ফোর্স তাদেরকে নিয়ে একটা টিম গঠন করা হয়, তাদের সকলের মধ্যে কেমিস্ট্রি, একশন, এবং বিশেষ করে ফাইটার প্লেনের বিভিন্ন স্ট্যান্ড যা আপনাকে মুগ্ধ করে দেবে।

আমরা সকলেই জানি এ ধরনের মুভিতে অবশ্যই হিরো জিতবে, তবুও ভিলেন এত দুর্দান্ত ছিল যা এতগুলো হিরোর মধ্যেও যথেষ্ট পরিমাণ জায়গা করে নিতে পেরেছে, খলনাকে একটু বিশেষভাবেই উপস্থাপন করা হয়েছে বলে মনে হচ্ছে।



প্রথম ভেবেছিলাম এই মুভির বিএফ এক্স খুব একটা ভালো হবে না, তবে আমি ভুল প্রতিটা মিনিট প্রতিটা ফাইটার প্লেন স্টান্ড আপনাকে বাধ্য করবে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার জন্য, মাঝে মাঝে কিছু সিন কিছু ডায়লগ দেখে গর্বের বুক ভরে যেতে পারে। তারা আমাদের জন্য কত কিছুই না সেক্রিফাইস করে থাকে, বছরের শুরুতেই এরকম ধামাকা একটা মুভি যেটা গত বছরের অনেকগুলো সুপারহিট মুভিকে ও টক্কর দিতে পারে। আমি এই মুভিকে ৯,৫/১০ নাম্বার দিবো।
টেইলার ভিডিও

মুভি ট্রেলের ভিডিওটাই অসাধারণ আপনার মুভিটা দেখার আগ্রহ কয়েকগুন বাড়িয়ে দেবে।



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

115.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png