আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
১৩ই আগস্ট , মঙ্গলবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আমার দেখা চমৎকার একটা মুভি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি ভালো লাগবে।
📋 কিছু তথ্য
পরিচালক | নিখিল নাগেশ ভাট |
---|---|
গল্প লেখক | নিখিল নাগেশ ভাট |
প্রোডাকশন | করণ জোহর, গুনীত মঙ্গা, অপূর্ব মেহতা, অচিন জৈন |
অভিনয়ে | লক্ষ্য, রাঘব জুয়াল, আশিস বিদ্যার্থী, হর্ষ ছায়া, তানিয়া মানিকতলা, অভিষেক চৌহান, অদ্রিজা সিনহা |
মুক্তির তারিখ | ৭ সেপ্টেম্বর ২০২৩ (TIFF), ৫ জুলাই ২০২৪ (ভারত) |
চলমান সময় | ১ ঘন্টা ৪৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
রোমাঞ্চকর, একশন, ক্রাইম কোন ক্যাটাগরিতে ফেলবো এই মুভিটা কে আমি খানিকটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। ইউটিউবে একটা শর্ট ভিডিও দেখলাম এই মুভির দেখে আশ্চর্য হয়ে যায় এরকম একটা মুভি আমার দেখান মিস হয়ে গেছে। ২০২৩ সালে (TIFF) তে মুভিটি রিলিজ করা হলেও ইন্ডিয়াতে ৫ জুলাই ২০২৪ মুক্তি পায়।
ঘটনা খুবই সাধারণ একটা রাতের ট্রেন যাত্রা নিয়ে পুরো মুভিটাই কমপ্লিট হয়ে যায়, তবে না মুভিটা আপনাকে বোরিং করবে না, করণ জোহর ডিরেক্টর না হয় নিখিল নাগেশ ভাট স্যারের মুভিটা ইনভেস্ট করেছে তাও শুধুমাত্র ট্রেনের মধ্যে গল্পটা সীমাবদ্ধ এখানে অবশ্যই কিছু জিনিস তো আছেই।
আমরা যারা এনিমেল মুভি দেখেছি সেখানে রানবির কাপুরকে হিংস্র পশুর মত মানুষকে মারতে দেখা যায়, তার থেকেও কয়েক গুণ বেশি রক্তাক্ত এই মুভির মধ্যে দেখানো হয়েছে। অবশ্যই যারা সহিংসতা দেখতে অভ্যস্ত নয় তাদের জন্য এই মুভিটা নয়, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেখানো হয় খুব ছোট্ট একটা প্রেমের গল্প কমান্ডার এবং এক প্রভাবশালীর মেয়ের স্ট্রং একটা ভালোবাসা। মেয়েটাকে ট্রেনের মধ্যে সারপ্রাইজ দিয়ে প্রপোজ করে কমান্ডো মিনিট কয়েক আগে যে মেয়েটাকে প্রপোজ করেছিল তার চোখের সামনেই একজন ডাকাত নির্মমভাবে তার প্রেমিকাকে হত্যা করে, এই হত্যাকারী আর কেউ নয় আমরা যাকে কমিটি করতে দেখি কিংবা ড্যান্সার হিসাবে যার বেশ নাম রয়েছে রাঘব জুয়েল।
হ্যাঁ মূলত এই নামটা থাকার কারণে আমি আরও বেশি আশ্চর্য হয়েছি একজন এংকার, একজন ড্যান্সার, একজন কমিটি প্রিয় মানুষ কিভাবে এত চমৎকার ভিলেনের চরিত্রে অভিনয় করতে পারে। যদিও সে এই মুভির মধ্যে হিরো নয় ভিলেনের ক্যারেক্টার করেছে তবুও তার একটি ছিল একদম সাইকো কিলার দের মত, তার কাছে ছোট বড় বৃদ্ধ কোন বয়সই ম্যাটার করে না এমনকি নিজের স্বার্থ হাসিলের জন্য নিজের মানুষকেও নির্মমভাবে হত্যা করতে তার দ্বিতীয়বার চিন্তা করতে হয়নি।
নিজের প্রেমিকাকে নিজের চোখের সামনে হত্যা হতে রেখে কমান্ডোর মাথায় আগুন, পুরো ট্রেনে ঘুরে ঘুরে ডাকাত দলের ৩৬ জন কে খুঁজে খুঁজে হাত, পা, চোখ, মাথা, দাঁত শরীরের এমন কোন অঙ্গ-প্রত্যঙ্গ নেই যেটা সে মেরে চুরমার করে দেয়নি। বলতে গেলে ছালনা পুতুলের মত তাদেরকে ভেঙেচুরে দিয়েছে। এই মুভিতে কোন একটা গল্পকে দশ মিনিট টানা হয়নি বরংচ প্রতি মিনিটে মিনিটে নতুন গল্প উঠে এসেছে, বলিউডের আরো দশটা মুভির মত এখানে রোমান্স, গান, ডায়লগবাজি এগুলো নেই।
নির্মাতার মনে হয়েছে এখানে শুধু বাইলেন্স দেয়া হবে শুধুমাত্র সেটার উপর প্রকাশ করেই পুরো একটা মুভি তৈরি হয়ে গেছে। একজন পাগল প্রেমিক পুরো একটা ডাকাত দলের উপর ভারী হয়ে যায়, মুভির গল্পটা খুব বেশি কিছুই নয় তার প্রেমিকার প্রতিশোধ নেয়ার জন্য সে ট্রেনের মধ্যে ঘুরছে আর এক এক করে ডাকাতদেরকে মারছে, প্রতি মিনিটে একজন কমান্ডোর কিভাবে মানুষ পেটাতে পারে সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে, প্রতিটা দৃশ্য একটা থেকে আরেকটা আলাদা, প্রতিটা অ্যাকশন প্রতিটা ফাইট একটা থেকে আরেকটা সম্পূর্ণ ভিন্ন। এমনও হতে পারে একশন এবং মারামারি দেখতে দেখতে আপনি বিরক্ত হয়ে যাবেন, কারণ মুভির মিনিটের পর মিনিট চলে যাচ্ছে কিন্তু ডাকাত দলের সদস্য শেষ হচ্ছে না।
লিখে এই গল্পর একশন বোঝানোটা খানিকটা মুশকিল, এই মুভিটা ফিল করার মত হতে পারে ২০২৪ সালের মাস্টারপিস মুভির মধ্যে এটিও একটি তবে হ্যাঁ মুভিটা অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য, কারণ যখন মুভির হিরো ভিলেনের মতো আচরণ করে তখন সেটা সর্বসাধারণের মানুষ সহজে গ্রহণ করতে পারে না।
তবে হ্যাঁ মেইন ভিলেনের সাথে যখন হিরোর ফাইট সিন দেখানো হয় তখন খানিকটা বেমানান লেগেছে আমার কাছে কারণ এতক্ষণ ভিলেন যারা ছিল তারা সবাই বেশ অ্যাকশনের সাথে ফাইট রয়েছে, সেই তুলনায় রাগ হোক শুধুমাত্র ডায়লগ এবং ক্রিমিনাল মাইন্ড প্রয়োগ করেছে বেশি। হ্যাংলা পাতলা একটা মানুষ মেইন ভিলেন হিসেবে নিজেকে ফুটিয়ে তুলতে বেশ দারুন অভিনয় করেছে ঠিকই, তবে এখানে আরো বেশি সময় দেয়ার প্রয়োজন ছিল বলে মনে করছি।
মুভি থেকে বেশি একটা স্ক্রিনশট নিতে পারিনি, কারণ ছবিগুলো ব্যবহার করা হয়তো বা আমাদের রুলস নিয়মনীতির বাহিরে চলে যায়, তবে এতোটুকু বলতে পারি এই রকমের মুভি আমি পূর্বে খুব কমই রেখেছি, এত গভীরভাবে ফাইট সিন গুলো ফুটিয়ে তোলা সাধারণ বিষয় নয়, নিঃসন্দেহে কিল মুভি টিম চমৎকার কাজ করেছে।
মুভি ট্রেলের ভিডিওটাই অসাধারণ আপনার মুভিটা দেখার আগ্রহ কয়েকগুন বাড়িয়ে দেবে।
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যক্তিগতভাবে আমি মুভি কিংবা ওয়েব সিরিজ এগুলো খুব একটা বেশি পছন্দ করি না কিংবা দেখা হয় না। তবে আপনার এই ছবির বর্ণনা শুনে মনে হচ্ছে ছবিটা অনেকটাই রক্তাক্তময় তাই, এই মুভিটি আমার জন্য নয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন মুভিটা সবার জন্য নয়, কারণ গল্পের কাহিনী খুবই ছোট তবে পুরোটাই মারামারি এবং অ্যাকশন দিয়েই ভরপুর, এজন্য মুভিটা সবার জন্য সাজেস্ট করা যাচ্ছে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই মুভি টি আমি সিনেমা হলে গিয়েই দেখেছিলাম ভাই। এই মুভিতে ছোট্ট একটি মিষ্টি প্রেমের গল্প রয়েছে। তবে অধিকাংশ সময়ই মারামারি। এই মুভির অনেক সিন দেখাও যায় না, এতটা ভায়োলেন্স রয়েছে এই মুভিতে। যাইহোক, আপনি এই মুভিটির রিভিউ অনেক সুন্দর করে এখানে শেয়ার করেছেন, যার মাধ্যমে অনেকেই এই মুভিটি সম্পর্কে জানতে পারবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মুভিটার নাম থেকেই ছবিটা সম্পর্কে কিছুটা ধারনা পাওয়া যায়। তবে ভিতরে যে এত একশ্যান সেটা বুঝতে পারি নাই। এসব ছবি দেখতে হলে ঘন্টা দুয়েক সময় নিয়ে বসতে হয়। দেখি চেষ্টা করবো একদিন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit