বন্ধুদের সাথে সুইমিং পুলে

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১২ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ।

২৫ এপ্রিল, মঙ্গলবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত, আশা করি আপনাদের ভালো লাগবে।



প্ল্যানিং

Beige Torn Paper Vision Board Life Goals Photo Collage (1).jpg


বলতে গেলে আজকের দিনের প্ল্যানটি করাই হয়নি হুট করে হয়ে গেছে। ঈদের দিন থেকে আমার সব বন্ধু-বান্ধবরা ঘোরাঘুরি করছিল যে যার মত ইনজয় করছিল, আমি তেমন কোথাও যাচ্ছিলাম না সারাদিন রুমের মধ্যে বসেই কাটিয়ে দিলাম।আজকে হঠাৎ করি ঘুরতে বের হয়ে গেলাম।


সুইমিং পুল

IMG_20230425_125835.jpg


আজ একটু বের হতে ইচ্ছে করলো, হঠাৎই এক বন্ধু ফোন করে বলল রেডি হয়ে নিচে নামতে, একটু বাহিরে যাবে। আমি ভেবেছি আশেপাশেই থাকবো রেডি হয়ে বন্ধুর জন্য অপেক্ষা করলাম কিছুক্ষণ পর রওনা হলাম। আমাকে প্রথমে বলা হয়েছিল ৩০০ ফিট যাব, আমি ভেবে পাচ্ছিলাম না এ সময় ৩০০ ফিট গিয়ে কি করবো ভেবেছিলাম সাথে গাড়ি আছে একটু ইনজয় হবে।

বেশ কিছুদূর আসার পর যখন দেখলাম বাকি বন্ধুরা শর্ট প্যান্ট এবং গেঞ্জি পরে বের হয়েছে তখন বিষয়টা খটকা লাগলো, তখন আমাকে বলল

আমরা সুইমিংপুলে যাচ্ছি, তখন কেমনটা লাগে আমি রেডি হয়ে পাঞ্জাবি পড়ে বের হয়েছে, বন্ধুরা শার্ট প্যান্ট এবং টি-শার্ট ম্যানেজ করে দিল কিন্তু আমি কোন ভাবেই রাজি হচ্ছিলাম না। শেষে মোটরসাইকেলে করে আবার আমি বাসায় আসলাম এবং বাসা থেকে আমার নিজের কাপড় গুলো নিলাম, পাঞ্জাবিটাও পরিবর্তন করলাম টি-শার্ট পরে বের হলাম।


IMG_20230425_125907.jpg

IMG_20230425_125914.jpg


বাকি বন্ধুরা যারা আগে চলে গেছে তারা আমাদের জন্য অপেক্ষা করছিল, খুব বেশি সময় লাগেনি আমরা তাড়াতাড়ি চলে আসতে পেরেছি কারণ এটা আমাদের এলাকার মধ্যেই। যাই হোক সবাই টিকেট কাটলাম এবং ভিতরে প্রবেশ করলাম।

সুইমিংপুলে আসলে আমি সবার থেকে একটু দূরে থাকি, সাঁতার জানিনা তো, সবাই দুষ্টুমি করে, দু একবার নাকানিচুপানি খেয়েছি এজন্য আগে থেকেই সেফটি নিয়ে দূরে দূরে থাকি।


IMG-20230425-WA0026.jpg


এখানে এটা খুব ভালো লেগেছে কাপড় পরিবর্তন করে, আগে গোসল করতে হবে তারপর সুইমিংপুলে নামা যাবে। আমরা যে যার মত গোসল করার যে জায়গাটা রয়েছে সেখানে গিয়ে গোসলটা সেরে নিলাম।

এখন সময় হয়েছে পালিয়ে বেড়ানোর, যেহেতু সাঁতার জানি না তাই আমি একটা টিউব নিয়ে নিলাম। বন্ধুরা যেখান দিয়ে লাফালাফি করছে আমি বেশ খানিকটা দূরে দূরে থাকছি। দুই একজন বন্ধু বেশ দায়িত্ব নিয়ে আমাকে সাঁতার শেখানো চেষ্টা করছিল কিন্তু আমি কোন ভাবেই সাঁতার কাটবো না আমি আমার মত রিলাক্সে ভেসে বেড়াবো। সাথে টিউব থাকলে এত কষ্ট করার কি দরকার আমি চুপচাপ ভেসে বেড়াচ্ছি পুরো সুইমিংপুলে।

সবাই বেশ ফটোগ্রাফি করছে কিন্তু আমি একটু দূরে আছি, হঠাৎ আমাদের সাথে যুক্ত হলো আমার দের বন্ধু @razuahmed। যাইহোক সবাই সাঁতার পারে কিছু সময় সাঁতার কাটার পর দেখলাম বেশ ঠান্ডা লাগছে, ইনডোর হওয়াতে এখানে রোদ নেই তাই প্রচন্ড ঠান্ডা এবং চারপাশ থেকে বাতাসের দাপট রয়েছে।

ঠান্ডায় কাপাকাপি অবস্থা আমি মাঝে মাঝেই বাহিরে বের হয়ে একটু রোদে গা গরম করে আসছি, কিছু সময় পর ফুটবল খেলা হল পানির মধ্যেই, আমি গোলকিপার হয়ে দাঁড়িয়েছিলাম।

আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ছিলাম হঠাৎ করে দেখলাম বেশ অনেক লোক চলে আসলো আমরা যখন ছিলাম তখন খালি ছিল, দেখে মনে হচ্ছিল তারা পরিবারের সদস্য নিয়ে বেড়াতে এসেছে। আমাদের দেখে তারা সুইমিংপুলে নামছে না, বিষয়টা বুঝতে পেরে আমি আস্তে আস্তে বন্ধুদেরকে অন্য সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম।

যাইহোক আনন্দের মুহূর্ত সবাইকে বাধা দেওয়া যায় না তাই আরও বেশ কিছু সময় ফুটবল খেলাধুলার পরে আমরা সুইমিং পুল থেকে উঠে গেলাম। তারপর আস্তে আস্তে বাসার দিকে রওনা হলাম।


IMG-20230425-WA0230.jpg

IMG_20230425_145854.jpg

IMG_20230425_145913.jpg

IMG-20230425-WA0127.jpg


লোকেশন



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

115.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png