ম্যান্ডেলা || ডিজিটাল আর্ট-(৫৩) || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

৪ঠা আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।

১৮ই জুন,শনিবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।চারদিকে শুধু আর্ট এর ছড়াছড়ি, রং তুলির কাজ ছেড়ে দিয়েছে প্রায় এক যুগ আগে, তাই আর্ট করার ক্ষেত্রে বেছে নিয়েছি ডিজিটাল আর্ট। আপনাদের মাঝে একটি নতুন ম্যান্ডেলা তৈরি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে।


ডিজিটাল আর্ট-(৫৩)

Cartoon (15).gif


প্রয়োজনীয় উপকরণ (2).gif

  • কম্পিউটার
  • Adobe Photoshop CC 2019

115.png

প্রয়োজনীয় উপকরণ (3).gif


ধাপ-১

Screenshot_1.png


আমি ড্রইং করার জন্য সফটওয়্যারটি রান করলাম এবং একটি পেজ তৈরী করলাম এবং সেই পেজের সাইজ দিয়েছিলাম ২০০০ * ১৬০০ পিক্সেল।


ধাপ-২

Screenshot_2.png


প্রথমে আমি একটি পেজ তৈরি করলাম, এবং সেটিকে দশ ভাগে ভাগ করলাম। তারপরে আমি আমার ডিজাইন করা শুরু করলাম।


ধাপ-৩

Screenshot_3.png


ভিতরে ফুলের মত এবং বাহির দিকে কিছুটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিজাইন করা শুরু করলাম।


ধাপ-৪

Screenshot_4.png


এবার আমি এখানে তারার মত তৈরী করার চেষ্টা করলাম এবং ছোট ছোট ভিতরে অনেকগুলো ডিজাইন তৈরি করলাম।


ধাপ-৫

Screenshot_5.png


পর্যায়ক্রমে আমি আমার মনের মত করে ডিজাইন গুলোকে আরো বৃদ্ধি করতে থাকি, আমি চেষ্টা করছিলাম নিখুঁতভাবে এবং ছোট ছোট কিছু ডিজাইন তুলে ধরতে, এটা করতে অনেকটা সময় লাগেছে, কিন্তু আমার করতে অনেক টা ভালো লাগছিলো।


ধাপ-৬

Screenshot_6.png


এবার আমি লম্বালম্বি রেখা টেনে কিছু ডিজাইন তৈরি করার চেষ্টা করলাম, কখনো ত্রিভুজ কখনো বা লম্ব এই দিয়ে আমার ডিজাইন সামনের দিকে এগোতে থাকলো।


ধাপ-৭

Screenshot_7.png


আজকের ম্যান্ডেলার সর্বশেষ অঙ্কনের ধাপ হচ্ছে এটি, এর মাধ্যমে আমি আমার ডিজাইন কমপ্লিট করলাম।


ধাপ-৮

Screenshot_8.png


আমার ম্যান্ডেলা তৈরি করা শেষ হয়ে গেল এবার রং করার পালা, কি কি রং ব্যবহার করব এটি নিয়ে আমি কিছুটা চিন্তিত ছিলাম।


ধাপ-৯

Screenshot_9.png

Screenshot_11.png


এভাবে আমি আমার রং করার পরবর্তী শেষ করলাম এই ধাপ এর মাধ্যমে।


ধাপ-১০

Screenshot_10.png


এভাবে আমার ম্যান্ডেলা রং করা শেষ হয়ে গেল এবং সবার নিচে আমি আমার নাম টাইপ করে দিলাম।

প্রয়োজনীয় উপকরণ (4).gif

Untitled-1.png

এটি আমার সর্বশেষ ধাপ এবং আমার চূড়ান্ত অংকন।

এই ছিল আমার আজকের ডিজিটাল আর্ট, কেমন হয়েছে অবশ্যই জানাবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি।





image.png



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ম্যান্ডেলার ডিজিটাল আর্ট দেখতে অসাধারণ হয়েছে। বিভিন্ন রং ব্যবহার করার কারনে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

জি ভাই চেষ্টা করেছে কয়েকটি রং ব্যবহার করার জন্য, এবং ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপনাদের সামনে, আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

কিছু আর্ট দেখলেই বোঝা যায় আসলে আর্ট করার দক্ষতা কাকে বলে??
আপনার এই ডিজিটাল ম্যান্ডেলা ঊ আমার কাছে যথেষ্ট সুন্দর লেগেছে ভাইয়া। আশা করি এভাবে নিয়মিত সব চোখ ধাঁধানো ডিজিটাল আর্ট আমাদের সাথে শেয়ার করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

আপনার কমেন্ট দেখে খুবই খুশি হলাম ধন্যবাদ ভাই আমাকে উৎসাহিত করার জন্য, আমি অবশ্যই চেষ্টা করব প্রতিনিয়ত ভালো কিছু উপহার দেয়ার জন্য।

আপনি অনেক সুন্দর ম্যান্ডেলা চিত্র অংকন করেছেন ভাইয়া ‌। আপনার ডিজিটাল আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ম্যান্ডেলার ডিজিটাল আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাইয়া।

আমার ডিজিটাল আর্ট টা আপনার কাছে ভালো লাগে জেনে খুবই খুশি হলাম। আপনার কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগছে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কালারফুল মনমুগ্ধকর একটি ডিজিটাল ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। মনমুগ্ধকর এত সুন্দর একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার এত সুন্দর প্রশংসা দেখে আমি সত্যি খুব খুশি হলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।

ডিজিটাল আর্টের মাধ্যমে mandela আর্ট করা ট্রেন্ড হয়ে গেছে বলা যায়। কারণ অনেকেই এই ছবিটি আঁকার চেষ্টা করছে বর্তমানে। আপনি তার মধ্যে একজন এবং আপনি সফলভাবে এটি আঁকতে পেরেছেন। আপনার জন্য অনেক দোয়া থাকবে ভাই। সামনে আরও ভাল কিছু আমাদের উপহার দিবেন।

আমি প্রথম ডিজিটাল ভাবে ম্যান্ডেলা তৈরি করা শুরু করি, এবং এটি তৈরি করতে আমার ভালো লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

রং তুলি আর্ট ছেড়ে দিয়ে আপনি ডিজিটাল আর্ট করার শিখেছেন ভালোই হয়েছে রংতুলির থেকে মনে হয় ডিজিটাল আর্ট করা সহজ কারণ রং তুলি দিয়ে রং করতে হলে বিভিন্ন আয়োজন করে বসতে হয় ওটাই ভালো লাগেনা। আপনার ম্যান্ডেলার আর্টটি কিন্তু খুব চমৎকার হয়েছে।ম্যান্ডেলা আর্ট অনেক ভালো লাগে তারপর আবার এরকম কালারফুল হলে আরো ভালো লাগে দেখতে।

ঠিক বলেছেন আপু রংতুলির ঝামেলা একটু কম এখানে, তবে এইখানে প্র্যাকটিসের কিছু বিষয় থাকে এবং টুলসগুলো সঠিক ব্যবহার সম্পর্কে ধারনা থাকতে হয়, তবে হাতে পায়ে রং লাগার কোনো আশঙ্কা নেই 😂ধন্যবাদ আপু আপনাকে।

বাহ! এক লেয়ারের মাঝেই কি সুন্দর করে ডিজিটাল আর্ট করে ফেললেন। দেখে ভালো লাগছে । কালার গ্রেডিং ভালো ছিল ভাই । দেখেই বুঝা যাচ্ছে আর্টটি সময় নিয়ে করেছেন। ধন্যবাদ আপনাকে

ম্যান্ডেলা তৈরি করার জন্য অনেকগুলো লেয়ার এর প্রয়োজন হয় না, কারণ এখানে লেয়ারের থেকে ধৈর্যের কাজ বেশি, একটু সময় নিয়ে একটি লেয়ার এর মধ্যেই তৈরি করা যায় এতে করে রং করতে অসুবিধা হয় না, ম্যান্ডেলা তৈরিতে যদি কয়েকটি লেয়ার হয়ে যায় তাহলে রং এর ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনার আর্ট গুলো দেখেই ভাল লাগে ভাই। অনেক সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট আমাদের উপহার দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। অনেক ভাল হয়েছে আজকের আর্ট টিও। অনেক ভালবাসা নিবেন ভাই।

আমার আর্ট গুলো আপনার ভাল লাগে জেনে খুব ভালো লাগলো, চেষ্টা করছি এবং করে যাব ভালো কিছু উপহার দেয়ার জন্য পাশে থাকার জন্য ধন্যবাদ।

আজকের ম্যান্ডেলা আর্ট টি সত্যিই অসাধারণ হয়েছে। ভিতরের কাজগুলো খুব নিখুঁতভাবে করেছেন। অনেকগুলো কালার একসাথে ব্যবহার করার কারণে খুব আকর্ষণীয় লাগছে দেখতে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ডিজিটাল ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

আপনার জন্য ও শুভকামনা এত চমৎকার একটি মন্তব্য আমাকে উপহার দেওয়ার জন্য, খুবই ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মান্ডালা আর্ট এর ডিজাইন টা অনেক ভালো হয়েছে ভাইয়া। দেখতে আলপনার ডিজাইন এর মতো লাগছে। আলপনার ডিজাইন হিসেবে খুবই ভালো মানাবে এটি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

জি আপু চেষ্টা করেছি মনের মাধুরী মিশিয়ে যতটুকু করতে পারি, আপনাদের ভাল লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপু।

বাহ! দারুন ডিজিটাল ম্যান্ডেলা আর্ট করেছেন তো দেখে তো অনেক ভালো লাগছে। আমরা যখন পেন্সিল বা কলম দিয়ে ম্যান্ডেলার আর্টগুলো করি তখন কিন্তু অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনাদের কি সেরকম সময় বা ধৈর্যের প্রয়োজন হয় ডিজিটাল আর্ট করতে? এ বিষয়টা আমার জানা নেই। অসংখ্য ধন্যবাদ ভাই এত চমৎকার একটি ডিজিটাল ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অবশ্যই এ কাজগুলোকে নিখুঁতভাবে এবং ছোট ছোট কিছু ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তুলতে হয়, তবে রং করার ক্ষেত্রে আমরা বেশ কিছু সুবিধা পেয়ে থাকি, যেটি হয়তো রংতুলিতে খানিকটা সময় বেশি লাগে, আপনাকে ধন্যবাদ ভাই।

ভাইয়া আপনি খুব সুন্দর একটি ডিজিটাল ম্যান্ডেলা আর্ট করেছেন। খুব ভালো লেগেছে। ডিজিটাল আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। আমার খুব ইচ্ছে ডিজিটাল আর্ট গুলো শেখার। শিখে নেব একদিন এবং আপনাদের মাঝে শেয়ার করব। আপনাকে ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

আমি আপনার ড্রইং এর আশায় থাকবো, আশা করি খুব শীঘ্রই আপনি এটি শিখে নিবেন এবং আমাদেরকে নতুন কিছু উপহার দেবেন।

ডিজিটাল আর্ট গুলো আমার কাছে বেশ ভালই লাগে। বিভিন্ন ধরনের করা হয়। আপনি আজকে একটি ডিজিটাল ম্যান্ডেলা আর্ট করেছেন ভাই দেখতে খুব চমৎকার লাগছে। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

ডিজিটাল আর্ট আমার সবাই পছন্দ করি কারন মনের কাল্পনিক চিন্তা কে খুব সহজে ফুটিয়ে তোলা যায়, এখানে থাকেনা রংয়ের কোনো বাধা-বিপত্তি তাই মন খুলে রাঙিয়ে তোলা যায় চিত্রগুলো কে, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য।

প্রথমেই বলতে হয় ভাই আপনার অসাধারণ উপস্থাপন এর কথা।
আর্ট টি সুন্দর হয়েছেই সেই সাথে এর সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে আপনার উপস্থাপনা।
অনেক ভালো এবং চমৎকার হয়েছে ভাই।
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে দৃষ্টিনন্দন একটি ম্যান্ডেলা এঁকে আমাদের সামনে সুন্দর উপায়ে উপস্থাপন করার জন্য।

খুব সুন্দর করে আপনি মন্তব্য করেছেন এবং মন্তব্য উপস্থাপন টাও খুব ভাল ছিল দেখে খুবই খুশি হলাম, আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাকে প্রতিনিয়ত ও উৎসাহিত করে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

খুবই সুন্দর এবং কালারফুল একটি মান্ডালা প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে কালার কম্বিনেশন তার জন্য বেশি ভালো লাগছে সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভকামনা থাকলো তার জন্য

আমার ড্রয়িং এবং কালার কম্বিনেশন আপনার কাছে ভালো লেগেছে জন্য খুবই খুশি হলাম, একটু রঙিন কিছু করার চেষ্টা করেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মন্তব্যের মাধ্যমে সাপোর্ট করার জন্য।

বন্ধু আমাদের ম্যান্ডেলা মাস্টার। খুব সুন্দর ম্যান্ডেলা উপহার দিচ্ছো আমাদের। অনেকে ভাবে এই ম্যান্ডেলা আঁকা অনেক সোজা। তারা যদি একবার ম্যান্ডেলা করে রঙ করতো তাইলে বুঝতো।

ঠিক বন্ধু কিছু সময় নিয়ে ম্যান্ডেলা হয়তো তৈরি করে ফেলা যায় কিন্তু রং করার ক্ষেত্রে এসে এই ছোট ছোট ডিজাইনগুলো রঙিন করতে অনেকটা সময় লাগে, বন্ধু তোমার ড্রয়িংগুলো অসাধারণ হয়ে থাকে এবং আমাকে মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

আপনার অঙ্কন করা ডিজিটাল ম্যান্ডেলা চিত্রটি দেখতে বেশ ভালো লাগতেছে ভাই। দেখে বোঝা যাচ্ছে খুব নিখুঁতভাবে চিত্রটি অঙ্কন করেছেন আপনি। ম্যান্ডেলার কালার কম্বিনেশন অসাধারণ ছিল। সে খুব সুন্দর করে সবকিছু উপস্থাপনা করেছেন আমাদের মাঝে। প্রতিটি ধাপের বর্ণনা শেয়ার করেছেন। যা দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি আমার ম্যান্ডেলা এবং উপস্থাপন সবকিছুর একটি সংক্ষিপ্ত প্রশংসা করেছেন খুবই ভালো লাগলো আপনারা যখন আমাকে সাপোর্ট করেন, আপনাদের ভালোবাসা আমাকে আরো উৎসাহ দেয়।

খুবই চমৎকার একটি ডিজিটাল মান্ডালা এর নকশা অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অঙ্কিত এই নকশা দেখে আমি মুগ্ধ শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট দেখার জন্য এবং মন্তব্য করে আমাকে সাপোর্ট করার জন্য, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

একটি একটি করে আপনি অনেক ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে ফেলেছেন। আর আপনার ডিজিটাল ম্যান্ডেলা আর্ট আজ পঞ্চাশ পার হয়ে গেছে জেনে আমার খুবই ভালো লাগলো।

আমি একেক সময় একেক রকম ডিজিটাল আর্ট তৈরী করার চেষ্টা করি, এখন আমার ম্যান্ডেলা এবং কার্টুন ক্যারেক্টার তৈরি করতে ভালো লাগে, এবং আপনাদের মন্তব্য আমাকে আরো উৎসাহিত করে এগুলো তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাহ
দারুন জিনিষ তো । এরকম ডিজিটাল বোর্ডে আঁকা সহজ ব্যাপার না, অসীম ধৈর্য আর তিতিক্ষা দরকার হয়। আমি নিজে ফটোশপ খুব বেশি ইউজ করতে পারি না যদিও কিন্তু এটা দেখে খুব ভালো লাগলো। দারুন সুন্দর হয়েছে। আরো আঁকতে থাকুন। আমাদের দেখাতে থাকুন। ভালো থাকুন খুব।

একটু ধৈর্য এবং ভালোবাসা নিয়ে কাজ করলে বিরক্ত টা একটু কম কাজ করে, তবে আপনাদের ভালবাসা এবং সাপোর্ট এর কাছে এটি তেমন কিছুই নয়, খুবই ভালো লাগলো আপনার এত চমৎকার একটি মন্তব্য দেখে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আধুনিকতা' আমাদের সমাজে কতটা পৌঁছে গেছে তা আপনার অঙ্কন করা এই ম্যান্ডেলা দেখেই বুঝতে পারা যাচ্ছে। আমরা সব সময় হাতে ম্যান্ডেলা তৈরি করে কিন্তু আজকে আপনি আমাদেরকে দেখালেন কিভাবে ডিজিটাল আর্ট এর মাধ্যমে ম্যান্ডেলা অঙ্কন করতে। আসলে এই ধরনের চিত্র অংকন করার জন্য অনেক ধৈর্য্য এবং সময়ের প্রয়োজন হয়।