ডোম || ওয়েব সিরিজ || সম্পূর্ণ পর্ব (১-৭)

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১১ বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ

২৪ এপ্রিল, সোমবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।হঠাৎ করে একটা ওয়েব সিরিজ খুব আকর্ষণ করে অনেকদিন আগে থেকেই দেখবে ভাবছিলাম সময় হয়ে উঠছিল না, অপেক্ষার প্রহর শেষ করে আজকে নিয়ে আসলাম সেই ওয়েব সিরিজের রিভিউ।


image.png

স্ক্রিনশট নেওয়া হয়েছে


কিছু তথ্য

| পরিচালক | রাশেদ রাহা |
| ------------ | ------------ |
| গল্প লেখক | রুহুল আমিন তুহিন |
| ধরন | রোমাঞ্চকর, ড্রামা, ক্রাইম |


অভিনয়ে

| প্রাণ রায় | তানহা তাসনিয়া ইসলাম |
| ------------ | ------------ |
| নওশাবা আহমেদ | আবু হুরায়রা তানভীর |
| আনোয়ার শাহী | জয় রাজ |
| শিখা খান মৌ | দোলন দে |
| রুহুল আমিন তুহিন | আমিনুর ইসলাম লিটন |
|আবু হেনা রনি | সহ আরো অনেকে |

image.png



মূলভাব

ঘটনাটি মূলত হসপিটালে একটি ডোম বা লাশ কাটা ঘর নিয়ম, এক চিত্র নায়িকা কে খুন করা হয় এবং তার ফরেন্সিক রিপোর্ট আসার পর থেকে ঝামেলার উৎপত্তি শুরু এবং খুন হওয়ার পেছনের রহস্য উদঘাটন করায় এই ওয়েব সিরিজের মূল ঘটনা।


রিভিউ

Screenshot_1.png

Screenshot_2.png

Screenshot_3.png

স্ক্রিনশট নেওয়া হয়েছে


ঘটনার শুরুতে দেখা যায় বস্তিতে বসবাসকারী একটা ব্যক্তিকে খুব বেশি ফোকাস করে দেখানো হচ্ছে, তার সংসারিক জীবন পারিবারিক ঝামেলা ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। মূলত ডোম ওয়েব সিরিজের তিনি মূল ডোম অর্থাৎ সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বস্তিতে সাধারণত সবসময় ঝামেলা লেগে থাকে তেমনি একটি দিন শুরু হল আজ।


Screenshot_4.png

Screenshot_5.png

স্ক্রিনশট নেওয়া হয়েছে


মূল ডোম যাকে ওস্তাদ হিসেবে আখ্যায়িত করা হয়, সে তার কাজের বিষয় খুবই উদাসীন। সে সবসময় হসপিটালে দেরি করে আসে এবং সব সময় নেশাগ্রস্ত থাকে, মূলত সে এই কাজে খুব দক্ষ সে জন্যই একটু বেপরোয়া বটে।


Screenshot_7.png

Screenshot_8.png

Screenshot_9.png

Screenshot_10.png

স্ক্রিনশট নেওয়া হয়েছে


বলে রাখা ভালো সে একজন নায়িকার অনেক বড় ফ্যান, সকালে ঘুম থেকে উঠার পর ওই নায়িকার গান দেখে তার দিন শুরু হয়। এমনকি সে নায়িকার জন্য এত পাগল তার এটা তার বস্তির সবাই জানে। অনেক সময় তার বউয়ের সাথেও এই বিষয়গুলো নিয়ে ঝামেলা হয়।

আর দশটা অন্য দিনের মতোই ডোম এবং তার সরকারি হাসপাতালে আসে, কিন্তু এখানে মিডিয়া এবং পুলিশ দেখে বুঝতে পারে ঘটনা অনেক বড় কিছু। লাশ কাটা ঘরে এসে সে পুরো অবাক যেই মানুষটার জন্য সে পাগল ভক্ত, সেই মানুষটাই লাশ হয়ে তার কাছে এসেছে লাশ কাটা ঘরে। সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি সেখানেই সে একটা অপরাধ করে বসে সেখান থেকেই পুরো কেসটা ঘুরে যায় অন্যদিকে।


Screenshot_11.png

Screenshot_12.png

Screenshot_13.png

স্ক্রিনশট নেওয়া হয়েছে


ঐদিন লাশ কাটা ঘরে সে একটা অপরাধ করার পর থেকে আর স্বাভাবিক থাকতে পারেনি, সে সব সময় ওই নায়িকাকে অনুভব করতে শুরু করে। সে অনেকটা অস্বাভাবিক হয়ে যায় এবং সব জায়গাতেই এই ঘটনা ছড়িয়ে যায় খুন করার আগে নায়িকাকে জোরজবরদস্তি করা হয়েছিল, প্রশাসন বুঝতে পারছিল না ঘটনা কোন দিকে ঘুরবে।


Screenshot_14.png

Screenshot_15.png

Screenshot_16.png

Screenshot_17.png

Screenshot_18.png

স্ক্রিনশট নেওয়া হয়েছে


তার নিজের অপরাধবোধের কারণে, সব সময় সে তার পাশে একটা অন্য মানুষকে উপলব্ধি করে, যে মানুষটা সব সময় থাকে তাড়া করে বেড়ায়। অপরদিকে যেহেতু শারীরিক নির্যাতনের একটি আলামত পাওয়া গেছে পুরো ঘটনাটি সন্দেহ চলে যায় মেয়েটির বয়ফ্রেন্ডের উপর তিনি একজন বিশেষ বড় ব্যবসায়ী এবং তার এই সমাজে অনেক নাম ডাক রয়েছে।


Screenshot_19.png

Screenshot_20.png

Screenshot_21.png

স্ক্রিনশট নেওয়া হয়েছে


এদিকে ডোম যে ব্যক্তি ছিলেন সে অসাভাবিকভাবে পাগলের মত আচরণ শুরু করলেন, কেউ কেউ ভাবা শুরু করল তিনি পাগল হয়ে গেছেন, অনেকেই ভাবা শুরু করল সে নতুন কোন একটা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করছে। তার পরিবার খুবই ঝামেলায় পড়ে গেল এ বিষয়গুলো নিয়ে, কারণ ওই দিনের পর থেকে সে আর হাসপাতালে যায়নি তা চাকরিটাও যাবে যাবে অবস্থা।


Screenshot_22.png

Screenshot_24.png

Screenshot_25.png

Screenshot_26.png

স্ক্রিনশট নেওয়া হয়েছে


ইনভেস্টিগেশন এর সময় আরো বেশ কয়েকটি নাম চলে আসে, আস্তে আস্তে ঘটনা আরো ঘোলাটে হতে শুরু করে। লাশ কাটার সেই ডোম নিজেকে কোন ভাবে ক্ষমা করতে পারছিল না কিন্তু হঠাৎ একদিন তার সাথে আসল খুনির সাহায্যকারীদের সাথে দেখা হয়ে যায়।


Screenshot_27.png

Screenshot_28.png

Screenshot_29.png

Screenshot_30.png

স্ক্রিনশট নেওয়া হয়েছে


তার সাথে চুক্তি হয়েছিল হাসপাতাল থেকে একটা সিম্পল চুরি করতে হবে, সে বুঝতে পারে এরাই আসল খুনি তাই তাদেরকে সাহায্য করবে বলেছে আশ্বাস দেয়। একটা সময় পুলিশের কাছ থেকে পালানোর জন্য এই ডোম এর কাছে আসে এবং সেও নিরাপদ একটা জায়গায় রাখার প্রতিশ্রুতি দেয়।

কিন্তু ডোম নিজের অপরাধবোধ থেকেই যখন আসল খুনিদেরকে পেয়েছে এক এক করে তাদেরকে খুন করে ফেলে। সেখানে ছিল প্রচুর টাকা এবং টাকা নিয়ে বেশ একটা ঝামেলা হয়ে যায়। এক এক করে সেখানে খুন হতে থাকে সবাই, শেষে একটা মেয়ে বেঁচে যায় পুরো ঘটনার মধ্যে। অতঃপর পুরো টাকাটাই তার হয়ে যায় এবং শহর ছেড়ে অন্য কোথাও চলে যায়।


আমি মনে করি এই ওয়েব সিরিজটা সবার জন্য নয়, প্রথমত প্রাপ্তবয়স্ক হতে হবে আর হার্ড দুর্বল হলে এই ওয়েব সিরিজটা ওই মানুষের জন্য নয়, কারণ যেহেতু পুরো ঘটনাটাই লাশ কাটা ঘর নিয়ে তাই এমন অনেকগুলোই দৃশ্য রয়েছে যেটা সবার জন্য নয়। এছাড়া ঘটনাটা খুবই চমৎকার অভিনয় গুলো দারুন ছিল, এই সিরিজের গল্প অভিনয় সব মিলিয়ে আমি ৮/১০ রাখতে চাই।

এই ওয়েব সিরিজের টেইলার ভিডিও


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

115.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

যদিও আমি এমনিতে এরকম ওয়েব সিরিজ গুলো দেখতে খুবই পছন্দ করি কিন্তু মাঝে মাঝে ভয় লাগে। এই সিরিজের মধ্যে পুরোটা ছিল লাশ কাটা ঘর নিয়ে তাই কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। এমনিতে কিন্তু বেশ ভালোই এনজয় করেছি এই ওয়েব সিরিজটার রিভিউ পড়তে আমি। যদিও এটি আমার দেখা হয়নি তাই ভাবছি এটি দেখে নেব সময় পেলে। সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভালো লেগেছে।

সময় পেলে দেখতে পারেন, তবে আমি পূর্বেই সবাইকে সতর্ক করে দিয়েছি বেশ অনেকগুলো সিন রয়েছে যেগুলো সবার জন্য নয়।

খুব চমৎকার ওয়েব সিরিজ আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আগে অনেক ধরনের ওয়েব সিরিজ এবং নাটক দেখতাম তবে বর্তমানে সময়ের কারণে তেমন একটা দেখা হয় না। আসলে এ ধরনের লাশ কাটা ওয়েব সিরিজ দেখতে অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। অসংখ্য ধন্যবাদ জানাই ভাই আপনাকে।

এটা আমার চোখের সামনে এসেছিল বেশ অনেকদিন আগেই কিন্তু সময় করে দেখা হচ্ছিল না আজকে কিভাবে যেন ক্লিক করে দেখে ফেললাম।