আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
২৪ এপ্রিল, সোমবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।হঠাৎ করে একটা ওয়েব সিরিজ খুব আকর্ষণ করে অনেকদিন আগে থেকেই দেখবে ভাবছিলাম সময় হয়ে উঠছিল না, অপেক্ষার প্রহর শেষ করে আজকে নিয়ে আসলাম সেই ওয়েব সিরিজের রিভিউ।
| পরিচালক | রাশেদ রাহা |
| ------------ | ------------ |
| গল্প লেখক | রুহুল আমিন তুহিন |
| ধরন | রোমাঞ্চকর, ড্রামা, ক্রাইম |
| প্রাণ রায় | তানহা তাসনিয়া ইসলাম |
| ------------ | ------------ |
| নওশাবা আহমেদ | আবু হুরায়রা তানভীর |
| আনোয়ার শাহী | জয় রাজ |
| শিখা খান মৌ | দোলন দে |
| রুহুল আমিন তুহিন | আমিনুর ইসলাম লিটন |
|আবু হেনা রনি | সহ আরো অনেকে |
ঘটনাটি মূলত হসপিটালে একটি ডোম বা লাশ কাটা ঘর নিয়ম, এক চিত্র নায়িকা কে খুন করা হয় এবং তার ফরেন্সিক রিপোর্ট আসার পর থেকে ঝামেলার উৎপত্তি শুরু এবং খুন হওয়ার পেছনের রহস্য উদঘাটন করায় এই ওয়েব সিরিজের মূল ঘটনা।
ঘটনার শুরুতে দেখা যায় বস্তিতে বসবাসকারী একটা ব্যক্তিকে খুব বেশি ফোকাস করে দেখানো হচ্ছে, তার সংসারিক জীবন পারিবারিক ঝামেলা ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। মূলত ডোম ওয়েব সিরিজের তিনি মূল ডোম অর্থাৎ সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বস্তিতে সাধারণত সবসময় ঝামেলা লেগে থাকে তেমনি একটি দিন শুরু হল আজ।
মূল ডোম যাকে ওস্তাদ হিসেবে আখ্যায়িত করা হয়, সে তার কাজের বিষয় খুবই উদাসীন। সে সবসময় হসপিটালে দেরি করে আসে এবং সব সময় নেশাগ্রস্ত থাকে, মূলত সে এই কাজে খুব দক্ষ সে জন্যই একটু বেপরোয়া বটে।
বলে রাখা ভালো সে একজন নায়িকার অনেক বড় ফ্যান, সকালে ঘুম থেকে উঠার পর ওই নায়িকার গান দেখে তার দিন শুরু হয়। এমনকি সে নায়িকার জন্য এত পাগল তার এটা তার বস্তির সবাই জানে। অনেক সময় তার বউয়ের সাথেও এই বিষয়গুলো নিয়ে ঝামেলা হয়।
আর দশটা অন্য দিনের মতোই ডোম এবং তার সরকারি হাসপাতালে আসে, কিন্তু এখানে মিডিয়া এবং পুলিশ দেখে বুঝতে পারে ঘটনা অনেক বড় কিছু। লাশ কাটা ঘরে এসে সে পুরো অবাক যেই মানুষটার জন্য সে পাগল ভক্ত, সেই মানুষটাই লাশ হয়ে তার কাছে এসেছে লাশ কাটা ঘরে। সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি সেখানেই সে একটা অপরাধ করে বসে সেখান থেকেই পুরো কেসটা ঘুরে যায় অন্যদিকে।
ঐদিন লাশ কাটা ঘরে সে একটা অপরাধ করার পর থেকে আর স্বাভাবিক থাকতে পারেনি, সে সব সময় ওই নায়িকাকে অনুভব করতে শুরু করে। সে অনেকটা অস্বাভাবিক হয়ে যায় এবং সব জায়গাতেই এই ঘটনা ছড়িয়ে যায় খুন করার আগে নায়িকাকে জোরজবরদস্তি করা হয়েছিল, প্রশাসন বুঝতে পারছিল না ঘটনা কোন দিকে ঘুরবে।
তার নিজের অপরাধবোধের কারণে, সব সময় সে তার পাশে একটা অন্য মানুষকে উপলব্ধি করে, যে মানুষটা সব সময় থাকে তাড়া করে বেড়ায়। অপরদিকে যেহেতু শারীরিক নির্যাতনের একটি আলামত পাওয়া গেছে পুরো ঘটনাটি সন্দেহ চলে যায় মেয়েটির বয়ফ্রেন্ডের উপর তিনি একজন বিশেষ বড় ব্যবসায়ী এবং তার এই সমাজে অনেক নাম ডাক রয়েছে।
এদিকে ডোম যে ব্যক্তি ছিলেন সে অসাভাবিকভাবে পাগলের মত আচরণ শুরু করলেন, কেউ কেউ ভাবা শুরু করল তিনি পাগল হয়ে গেছেন, অনেকেই ভাবা শুরু করল সে নতুন কোন একটা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করছে। তার পরিবার খুবই ঝামেলায় পড়ে গেল এ বিষয়গুলো নিয়ে, কারণ ওই দিনের পর থেকে সে আর হাসপাতালে যায়নি তা চাকরিটাও যাবে যাবে অবস্থা।
ইনভেস্টিগেশন এর সময় আরো বেশ কয়েকটি নাম চলে আসে, আস্তে আস্তে ঘটনা আরো ঘোলাটে হতে শুরু করে। লাশ কাটার সেই ডোম নিজেকে কোন ভাবে ক্ষমা করতে পারছিল না কিন্তু হঠাৎ একদিন তার সাথে আসল খুনির সাহায্যকারীদের সাথে দেখা হয়ে যায়।
তার সাথে চুক্তি হয়েছিল হাসপাতাল থেকে একটা সিম্পল চুরি করতে হবে, সে বুঝতে পারে এরাই আসল খুনি তাই তাদেরকে সাহায্য করবে বলেছে আশ্বাস দেয়। একটা সময় পুলিশের কাছ থেকে পালানোর জন্য এই ডোম এর কাছে আসে এবং সেও নিরাপদ একটা জায়গায় রাখার প্রতিশ্রুতি দেয়।
কিন্তু ডোম নিজের অপরাধবোধ থেকেই যখন আসল খুনিদেরকে পেয়েছে এক এক করে তাদেরকে খুন করে ফেলে। সেখানে ছিল প্রচুর টাকা এবং টাকা নিয়ে বেশ একটা ঝামেলা হয়ে যায়। এক এক করে সেখানে খুন হতে থাকে সবাই, শেষে একটা মেয়ে বেঁচে যায় পুরো ঘটনার মধ্যে। অতঃপর পুরো টাকাটাই তার হয়ে যায় এবং শহর ছেড়ে অন্য কোথাও চলে যায়।
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদিও আমি এমনিতে এরকম ওয়েব সিরিজ গুলো দেখতে খুবই পছন্দ করি কিন্তু মাঝে মাঝে ভয় লাগে। এই সিরিজের মধ্যে পুরোটা ছিল লাশ কাটা ঘর নিয়ে তাই কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। এমনিতে কিন্তু বেশ ভালোই এনজয় করেছি এই ওয়েব সিরিজটার রিভিউ পড়তে আমি। যদিও এটি আমার দেখা হয়নি তাই ভাবছি এটি দেখে নেব সময় পেলে। সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় পেলে দেখতে পারেন, তবে আমি পূর্বেই সবাইকে সতর্ক করে দিয়েছি বেশ অনেকগুলো সিন রয়েছে যেগুলো সবার জন্য নয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব চমৎকার ওয়েব সিরিজ আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আগে অনেক ধরনের ওয়েব সিরিজ এবং নাটক দেখতাম তবে বর্তমানে সময়ের কারণে তেমন একটা দেখা হয় না। আসলে এ ধরনের লাশ কাটা ওয়েব সিরিজ দেখতে অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। অসংখ্য ধন্যবাদ জানাই ভাই আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা আমার চোখের সামনে এসেছিল বেশ অনেকদিন আগেই কিন্তু সময় করে দেখা হচ্ছিল না আজকে কিভাবে যেন ক্লিক করে দেখে ফেললাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit