মুভি রিভিউ || ক্যাপ্টেন মিল্লার

in hive-129948 •  10 months ago 

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

২০ই মাঘ, ১৪৩০ বঙ্গাব্দ।

৩রা ফেব্রুয়ারি, শনিবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আমার দেখা চমৎকার একটা ওয়েব সিরিজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি ভালো লাগবে।


image.png

স্ক্রিনশট নেওয়া হয়েছে


📋 কিছু তথ্য


পরিচালকঅরুণ মাথেশ্বরন
গল্প লেখকঅরুণ মাথেশ্বরন
প্রোডাকশনসেন্ধিল থ্যাগরাজন & অর্জুন থ্যাগরাজন
অভিনয়েধানুশ, শিব রাজকুমার, প্রিয়াঙ্কা আরুল মোহন, অদিতি বালান, সুদীপ কিষাণ, নাসার, মার্ক বেনিংটন, এডওয়ার্ড সোনেনব্লিক
মুক্তির তারিখ১২ জানুয়ারী,২০২৪
চলমান সময়২ ঘন্টা ৩৭ মিনিট
দেশভারত
ভাষাতামিল



রিভিউ

এই মুভিটি আমাদেরকে খানিকটা মনে করিয়ে দিবে ব্রিটিশরা যখন আমাদের দেশগুলোকে শাসন করত, ঠিক সেই সময় এক যুবক প্রতিবাদ করেছিল সে কিনা নিজেও ব্রিটিশদের একজন সৈনিক ছিল। হ্যাঁ আজকে কথা বলব ক্যাপ্টেন মিলার এই মুভিটি নিয়ে।

আমার লাস্ট কয়েকটি মুভি রিভিউ পোস্টে দেখে থাকবেন নেগেটিভ রিভিউ ছিল, প্রভাসের সাল্লার, কিংবা রণবীরের এনিম্যাল কেন মারছে কেনই বা তারা হিংস্র হয়ে উঠলো শক্ত কোন কারণ ছিল না। সাল্লার মুভিতে তো অডিয়েন্সের গল্প খুঁজতেই অর্ধেক সময় পার হয়ে গেছে কিন্তু ধানু সেখানে করে দিয়েছে বাজিমাত।


Screenshot_1.png

Screenshot_2.png

Screenshot_3.png


কারণ এখানে খুব সুন্দর একটা গল্প আছে সে কোথা থেকে এসেছে কেনই বা সে এত হিংস্র হলো এবং তার এত কিছু করার পেছনে একটা ভালো গল্প রয়েছে। সেইসাথে পূর্বের ওই মুভিগুলো এতটা রিয়েল স্টিক মনে হয়নি।

তবে এই মুভির গল্প, এমনকি এই মুভির অ্যাকশন সিন গুলো ছিল একদম রিয়েল, বলতে পারেন অতিরিক্ত রংমাখা এখানে ছিল না। একদম অরজিনাল গল্প কিংবা অ্যাকশন সিন গুলো মনে হবে বাস্তবতার সাথে বেশ সম্পর্ক রয়েছে।


Screenshot_4.png

Screenshot_5.png


আপনারা যারা ধানুস এর ফ্যান রয়েছেন নিঃসন্দেহে চোখ বন্ধ করে এই মুভিটা দেখে আসতে পারেন ভালো লাগবে নিশ্চিত, কেননা আমার মনে হয় ধানুস এর বেস্ট মুভি গুলোর মধ্যে এই মুভিটাও স্থান দখল করে নিবে।

একটা ছেলে যে মিলিটারি হওয়ার স্বপ্ন নিয়ে বড় হয়েছে, এবং তা স্বপ্ন যখন পূরণ হলো সে দেখতে পেল ইংরেজরা তাকে দিয়ে নির্যাতিত নিপীড়িত তার গ্রামের মানুষদের উপরে গুলি বর্ষণ করার হুকুম দেয়, ইংরেজদের হুকুম মানতে সে নিজ এলাকার অনেক মানুষকে মেরে ফেলে কিন্তু পরবর্তীতে এই বিষয়টা তাকে খুব বেশি বেদনা দিয়ে থাকে।


Screenshot_6.png

Screenshot_7.png

Screenshot_8.png


সেখান থেকেই সে হিংস্র হতে শুরু করে এবং ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে, মুভির মধ্যে প্রেম ভালোবাসা গান এগুলো দিয়ে সময় নষ্ট করা হয়নি। প্রথম থেকেই আপনি গল্পের সাথে কানেক্ট থাকবেন।

ধানুস হিংস্রতার এমন একটা পরিস্থিতিতে পৌঁছে যায়, ইংরেজরা তাকে ধরিয়ে দেয়ার জন্য ওই সময় ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে, ইংরেজরিতাকে মিল্লার নামকরণ করেছিল, পরবর্তীতে সেটি হয়ে গেছে ক্যাপ্টেন মিল্লার।


Screenshot_9.png

Screenshot_10.png

Screenshot_11.png


বলতে পারেন এখানে ব্রিটিশ, রাজা, এবং ছোট ছোট কয়েকটি দল এদের মধ্যে চমৎকার একটা লড়াই দেখানো হয়েছে। একটা সময় এই ছোট ছোট দল যারা ডাকাতি করতো কিংবা বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করত তাদের সকলের একটি উদ্দেশ্য ছিল ইংরেজদের কে দেশ থেকে বিদায় করা এবং একটা সময় তারা এটি করতে পেরেছে।

এতোটুকুই যথেষ্ট এই মুভিটা দেখার জন্য, এছাড়াও যদি কনফিউশন থাকে তাহলে এতোটুকু বলতে পারবো ধানুস তার প্রত্যেকটা মুভিতে এত পরিমাণ পারফরম্যান্স দেয়ার চেষ্টা করে যেটা অডিয়েন্স সব সময় পছন্দ করে। তিনি সবসময় তার মুভির মধ্যে বেস্ট দেয়ার চেষ্টা করে ক্যাপ্টেন মিল্লার এটিও এর ব্যতিক্রম নয়।



ধানুস এর বেস্ট মুভি গুলোর মধ্যে ক্যাপ্টেন মেলার একটা স্থান পাবে বলে আমার মনে হচ্ছে, কেননা যেমন সুন্দর এর গল্প তেমনি একদম রিয়েল স্টিক ছিল অভিনয়, অতিরিক্ত কিছুই এখানে দেখানো হয়নি গল্পের স্বার্থে স্মুথ ভাবে এগিয়ে গেছে প্রতিটি মিনিট। নির্দ্বিধায় দর্শক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে এতটুকু নিশ্চিত, সকল কিছু বিবেচনা করে, আমি এই মুভিকে ৯/১০ নাম্বার দিবো।
টেইলার ভিডিও

মুভি ট্রেলের ভিডিওটাই অসাধারণ আপনার মুভিটা দেখার আগ্রহ কয়েকগুন বাড়িয়ে দেবে।



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

115.png

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png