বন্ধুর জন্মদিনে

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১০ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

২৫শে সেপ্টেম্বর, রবিবার ।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আজ আমি শেয়ার করব আমার বন্ধুর @razuahmed এর জন্মদিন পালনের সেই অনুভূতি টি আশা করি আপনাদের ভালো লাগবে।


Friends Photo Collage (4).png


বন্ধুর জন্মদিনে

ফেসবুকের নোটিফিকেশন চলে আসলো আমার বন্ধু রাজুর জন্মদিন আজ, সবাই ফেসবুকে উইশ করলেও আমি ফেসবুকে উইশ করিনি। কারণ সন্ধ্যায় যখন একত্রে হব অবশ্যই মজা করব কিংবা জন্মদিন পালন করব তাই অগ্রিম আর উইশ করেনি। সারাদিন বেশ ব্যস্ততায় কাটলো সন্ধ্যা হওয়ার সাথে সাথেই বন্ধুরাও ফোন করল তারাও এলাকায় আসলো।

আমার বেশ কিছু কাজ ছিল সেগুলো শেষ করে আসলাম রাত ৯ টার দিকে আমাদের কেক কাটা কথা ছিল তাই আমি তার কিছু আগে আসলাম । বন্ধুদের সাথে হোটেলে বসে একসাথে মোগলাই খাওয়া হলো।

তারপর কয়েকজন বন্ধু চলে গেল কেকা আনার জন্য আমরা রাজুর দোকানের সামনে অপেক্ষা করতে থাকলাম। কেক চলে আসলো আমরা বেশ কিছু সময় আঙ্কেল আন্টির সাথে আড্ডা দিলাম।


IMG_20220924_213336.jpg

IMG_20220924_213359.jpg


হঠাৎ করেই বন্ধুদের মধ্যে কেউ একজন পার্টি স্প্রে দেয়া শুরু করল । আর শুরু হয়ে গেল আমাদের মধ্যে মজা করা। পার্টি স্প্রে দিয়ে রাজুর অবস্থা খারাপ করে দিলাম। যে যেখান থেকে পেরেছে পার্টি স্প্রে দিয়ে ভরিয়ে দিয়েছে, যদিও আগে আমরা ডিম ময়দা এগুলো ব্যবহার করতাম কিন্তু এখন এগুলো আর করা হয় না। এগুলোতে প্রচুর পরিমাণ খাবার নষ্ট হয় যা সত্যিই খারাপ লাগে।


IMG_20220924_213452.jpg

IMG_20220924_213454.jpg


এরপরে আমরা বাইরে অপেক্ষা করলাম রাজু বাসায় গেল ফ্রেস হতে, ফ্রেশ হয়ে আসার পর আমরা আস্তে আস্তে কেক কাটার জন্য রেডি হচ্ছি। আমি ঠিক করলাম দোকানের সামনেই আমরা কেক কাটবো।


IMG_20220924_214138.jpg

IMG_20220924_214434.jpg

IMG_20220924_214235.jpg


রাজুর নিকনেম ছিল ‘কলা’। কলা গ্যাং নামে একটা এস্কর্ট ছিল পাবজি তে। সেখান থেকেই নামটা আরো বেশ জনপ্রিয় হয়। আপনারা কেক এর মধ্যেও সেই নামটি দেখতে পাচ্ছেন।


IMG_20220924_214602.jpg

IMG_20220924_214617.jpg


আমরা মূলত অপেক্ষা করছিলাম দোকানে কিছু কাজ ছিল সেগুলো শেষ করার জন্য, কাজ শেষ হলে রাজুর ছোট ভাই এবং আঙ্কেল-আন্টি ফ্রী হলো, এরপর আমরা আস্তে আস্তে কেক কাটার জন্য প্রিপারেশন নিলাম। সকলের ফটোগ্রাফি যখন শেষ হল তখন আমরা কেক কাটার জন্য বসলাম।


IMG_20220924_214646.jpg

IMG_20220924_214650.jpg

IMG_20220924_214648.jpg


ভালো দুষ্টুমি করলাম রাজু বেশ মজা পেলো ছবিতে দেখতে পাচ্ছেন, আমরা আসলে বেশ ইনজয় করেছিলাম ব্যাপারটি। আঙ্কেল আন্টি ও বেশ খুশী হল আমাদের মজা করা দেখে। এরপর আমাদের কেক খাওয়ার পালা।


IMG_20220924_215058.jpg

IMG_20220924_214940.jpg


কেক খাওয়ার শেষের দিকে আমাদের মধ্যে একজন রাজুর কপালে আলপনা এঁকে দিলাম, সবাই যখন ওর গালে কেক মাখানোর চেষ্টা করছিল তখন আমাদের মধ্যে একজন ওর কপালে ওর নাম লিখে দিলো। ব্যাপারটা আসলে বেশ ফানি কিন্তু সবাই ইনজয় করেছে।


IMG_20220924_215250.jpg

সকল ছবির লোকেশন


বেশ রাত হয়ে গেছে এখন আমাদের বাসায় ফেরার পালা, দোকান এবং রাস্তার যে অংশগুলো আমরা ময়লা করেছিলাম, সে অংশ গুলো আমরা যতটুক সম্ভব পরিষ্কার করার চেষ্টা করলাম। কোকের বোতল বিভিন্ন প্লাস্টিক এগুলো আমরা ডাস্টবিনে ফেলার চেষ্টা করলাম, সুন্দরভাবেই রাজুর বার্থডে উদযাপন করা হল।






image.png



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

আহ আমারে তোরা শেষ কইরা দিলি 🤣🤣🤣🤣

ভালোই লাগছে পুরো কাদা কাদা অবস্থা, এ যেন আমাদের দেশের স্যান্ডি সাহা 😂। ভালো ইনজয় করেছিলাম।

আহারে বেচারা রাজু ভাই, জন্মদিনে পার্টি স্প্রে দিয়ে একেবারে নাজেহাল অবস্থা। ভাই আপনারা সকল বন্ধু মিলে রাজু ভাইয়ের জন্মদিনে খুবই আনন্দ ও হই হুল্লোর করেছেন। সেই সাথে খুবই সুন্দর একটি কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন। এসব দেখে খুবই ভালো লাগলো। আপনাদের বন্ধু মহলের আন্তরিকতা অনেক বেশি আর তাইতো এরকম ভাবে সবাই একত্রিত হয়ে বন্ধুর জন্মদিন পালন করেছেন। আপনারা সকল বন্ধু মিলে এভাবেই সব সময় হাসিখুশি ভাবে একসাথে থাকতে পারেন এই কামনা করছি। ধন্যবাদ

মাঝে মাঝে জীবনে আনন্দের দরকার রয়েছে তাই যখনই সুযোগ পাই সবাই একত্রে কিছু কিছু করার চেষ্টা করি, ভালো লাগলো আপনার মন্তব্য দেখে ধন্যবাদ আপনাকে।

রাজু ভাইকে জন্ম দিনের শুভেচ্ছা রইল। তবে রাজু ভাইয়ের অবস্থা খুব খারাপ করে দিয়েছেন। সেটা দেখেই বুঝা যাচ্ছে। আসলে বন্ধুদের সাথে এরকম জন্মদিন পালন করা সত্যিই অনেক আনন্দের এবং অবস্থা খারাপ হয়ে যায়। রাজু ভাইয়ের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। ভালই লাগলো বন্ধুদের সাথে জন্মদিনপালনের ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো।

আগেতো ডিম ময়দা পাউডার এগুলো মারা হতো, এখন তো বেশ ভালই এগুলো ব্যবহার করা হয় না। তা না হলে অবস্থা আরো খারাপ হত ।

প্রথমেই আপনার বন্ধু রাজু ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার শেয়ার করা ছবিগুলো দেখেই বুঝা যাচ্ছে আপনারা রাজু ভাইয়ের জন্মদিনের পার্টিতে অনেক মজা করেছেন। আপনি সত্যি বলেছেন ডিম ময়দা কেক এগুলো মুখে বা মাথায় মাখানো আসলেই খাবারের অপচয়। আপনাদের দেয়া গ্যাং এর নাম আমার পছন্দ হয়েছে " কলা গ্যাং" হি হি। ধন্যবাদ ভাইয়া আপনাদের কাটানো সুন্দর মুহুর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

এটা রাজুর একটা গেমিং চ্যানেল ছিল, সেখান থেকেই এই নামটি বেশ ভাইরাল হয় আমরাও এই নাম ধরে ডাকি।

আপনার বন্ধু রাজু কে আমার তরফ থেকেও বিলেটেড হ্যাপি বার্থডে জানাবেন। আর এই কলা ডাক নাম টা কিন্তু সত্যিই ভীষণ হাস্যকর। 😃🤣
একটা সময় পর খুব কাছের কিছু বন্ধু,মা বাবা এদের নিয়ে জন্মদিন পালন করতেই ভালো লাগে। আমার ১১ তারিখ ছিলো। আমিও মা বাবা ভাই
IMG_20220911_202523.jpg
আর বন্ধুদের নিয়ে পালন করেছি।

দিদি আপনার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল, আপনাকে সুন্দর লাগছে, দোয়া করি আপনার আগামী দিনগুলো শুভ হোক।

ধন্যবাদ ভাই।

প্রথম জানাই আপনার বন্ধুকে শুভ জন্মদিন।
তাছাড়া আপনার বন্ধুর জন্মদিনে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন। সুন্দর সময় কাটানো পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

আপনাকে ধন্যবাদ জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য অবশ্যই আমি আমার বন্ধুর কাছে আপনাদের শুভেচ্ছা পাঠাবো ধন্যবাদ।

প্রথমেই রাজু ভাইকে জন্মদিনের শুভেচ্ছা 🎂🎂

হাহাহা রাজু ভাইয়ের অবস্থা দেখে তো হাসি পাচ্ছে। বেচারকে একদম স্প্রে মেরে মুখ আওলাজাওলা করে দিশেছেন 😂। কলা গ্যাং নামটাও ইন্টারেস্টিং লাগলো ভাই।

নামটাও নিজেরই দেয়া আমরা বেশ পছন্দ করেছি বিদায় এই নামেই ওকে ডাকা হয়, ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি মন্তব্য উপহার দেয়ার জন্য।