ঢাকা শহরের নিম্নচাপ || ০৭-ডিসেম্বর-২০২১ ||১০% লাজুক খ্যাকের জন্য থাকলো। by sajjadsohan

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

২২শে অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ

আজ ৭ই- ডিসেম্বর, মঙ্গলবার।



1638808789890-01.jpeg


আমার তৈরি ব্যবহার করেছি


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। অনেকদিন ধরে ভাবছি একটু বাহিরে যাব ফটোগ্রাফি করার জন্য। কিন্তু বিভিন্ন কারণে যাওয়া হচ্ছে না। যখন সব ঝামেলা শেষ করে একটু নিজেকে সময় দিব ঠিক তখনই শুরু হল ঢাকা শহরের নিম্নচাপ।


বৃষ্টিটা আসলে উপভোগ করার একটা জিনিস, কিন্তু কেন যেন আজ বৃষ্টিটাকে উপভোগ করতে পারছিনা। কারণ হয়তো মনটা অন্য কোথাও যেতে চাচ্ছে।

তবে কিছু করার নেই টানা দুইদিন ধরে বৃষ্টি চলছে। রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না, এদিকে ঘরেও মন বসছে না।


সারাদিন বসে কম্পিউটারে মুভি দেখছিলাম। মুভি দেখতে দেখতে বিরক্ত লাগছিল বদ্ধ ঘরে আর ভালো লাগছিলো না। তাই মোবাইলটা পকেটে নিয়ে বের হলাম। উপরের তলায় কনস্ট্রাকশনের কাজ চলছিল সেখানে গিয়ে কিছু সময় চারপাশের পরিবেশ দেখতে থাকলাম।

হঠাৎ মনে হল আমি এত আনরোমান্টিক কেন? যদিও প্রকৃতিতে চলছে নিম্নচাপ, কিন্তু পরিবেশটা তো রোমান্টিক। আলতো করে হাত দিয়ে বৃষ্টিটাকে ছোঁয়ার চেষ্টা করলাম। হালকা হালকা বৃষ্টির বিন্দুগুলো হাতে পড়ছিল


1638808403476-01.jpeg

1638808327275-01.jpeg

এডিট করার ব্যর্থ চেষ্টা

তখন কিছুটা হলেও মন শান্ত হল। বদ্ধ ঘর থেকে কিছুটা হলেও মুক্তি মিললো। পরিবেশের সাথে আমিও যেন মিশে গেলাম আর উপভোগ করতে থাকলাম ঠান্ডা হাওয়া।

অনেকদিন পর এভাবে প্রকৃতিকে ভেজা স্নিগ্ধ অবস্থায় দেখছি। তা না হলে চারদিকে ধুলোবালি ,গাড়ির হর্নের শব্দ. আর দূষিত বাতাস ছাড়া তেমন কিছু চোখে পড়ে না। খানিকটা সময়ের জন্য হলেও আমি চারপাশটা উপভোগ করছিলাম।


1638808746889-01.jpeg

1638808437622-01.jpeg

1638808505248-01.jpeg

1638808554480-01.jpeg


আমরা মানুষেরা নিজের স্বার্থের জন্য পরিবেশের অনেক ক্ষতি করেছি, তার ফলস্বরূপ পরিবেশ কিছুটা আমাদেরকে ফিরিয়ে দেয়। এতে মানুষের খানিকটা কষ্ট হলেও, প্রকৃতি ফিরে পায় তার পূর্বের স্নিগ্ধতা।

যখন দেখলাম চারপাশের গাছগুলো সবুজ হয়ে আছে তখন খানিকটা মন ভাল হয়ে গেল। সবকিছু দেখছিলাম আর কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম। হঠাৎ যখন জোরে ঠান্ডা বাতাস আসা শুরু হল, তখন বুঝলাম আমার দারুন শীত করছে। তাও কিছু সময় দাঁড়িয়ে ছিলাম।

হালকা বৃষ্টিতে ভিজে ছিলাম এবং বাতাসের কারণে আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমি তাড়াতাড়ি আমার রুমে চলে যাই।

কোনরকম নিজেকে একটু উষ্ণ করে, আবার চলে গেলাম বারান্দায়। চারদিকে চুপচাপ মানুষের আনাগোনা নেই। হঠাৎ হঠাৎ একটি দুটো রিকশা দেখা যাচ্ছে। বারান্দার গ্রিল জুড়ে রয়েছে পানির অসংখ্য বিন্দু। তারমধ্যে আমার মতো সিঙ্গেল একটি বিন্দু ছিল যেটি আমার নজর কেড়েছে।


1638808590179-01.jpeg

1638808590179-01.jpeg

জল বিন্দু


যানজট শহরের মাঝে খানিকটা হলেও স্বস্তি পেয়েছি। তবে প্রকৃতির প্রেমে মুগ্ধ হয়ে ব্যস্ত শহরের সূত্রটা কি ভুলে গেলে চলবে? শুরু হয়ে গেল আমার সারাদিনের ব্যস্ততার কাজ। সকালটা যেন ভালোই কেটেছে, স্মৃতিতে থেকে গেল।

তাই আপনাদের সাথে শেয়ার করলাম , আশা করি ভালো লাগবে। অনেকদিন পর লেখালেখি করছি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


সকল ছবি ক্লিক করা হয়েছে


image.png



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


আমার বাংলা ব্লগ.gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার কেন যেন মনে হয় বৃষ্টিটা শুধু বর্ষাকালেই ভালো লাগে শীতকালে না। গত কয়েকদিন ধরে ঢাকার আবহাওয়াটা খুবই বিরক্ত লাগছে আমার কাছেও। নিজেকে ঘরের মধ্যে আটকা লাগছে। আশা করি এই বৃষ্টির আবহাওয়াটা খুব দ্রুত পার হয়ে যাক এবং ঝলমলে রোদ উঠুক আকাশে।
আপনি ছাদে গিয়ে খুব ভালো একটি সময় কাটিয়েছেন আপনার পোষ্টটি পড়ে তাই মনে হচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য।

আশা করি এই বৃষ্টির আবহাওয়াটা খুব দ্রুত পার হয়ে যাক এবং ঝলমলে রোদ উঠুক আকাশে।

আশা করা যাচ্ছে ২ , ১ দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে।

আপনি ছাদে গিয়ে খুব ভালো একটি সময় কাটিয়েছেন আপনার পোষ্টটি পড়ে তাই মনে হচ্ছে।

নিজেকে সান্ত্যনা দেবার চেষ্টা করছিলাম । 😂😂