ব্যর্থ প্রেম- সুনীল গঙ্গোপাধ্যায় || কবিতা আবৃত্তি || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১৪রা বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ।

২৭ই- এপ্রিল,বুধবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আজকে আমি আপনাদের জন্য একটি কবিতা আবৃত্তি করব, আশা করি আমার কবিতাটি সবার পছন্দ হবে।



কবিতা আবৃত্তি প্রতিযোগিতা


যখন জানতে পারলাম এই সপ্তাহে ও একটি কবিতার প্রতিযোগিতা রয়েছে আমাদের @blacks দাদার পক্ষ থেকে, মনটা খুশি হয়ে গেল। গতবার ইনস্ট্যান্ট রাতের বেলা একটি কবিতা আবৃতি করে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে নিয়ম পরিবর্তন হওয়ার কারণে আবার নতুন করে আমি অংশগ্রহণ করতে পারিনি নিজের কিছু ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার জন্য, তাই এইবার আমি মনস্থির করেছিলাম আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। তো চলুন উপভোগ করা যাক আপনাদের জন্য উপস্থাপন করা আমার সেই কবিতা আবৃত্তি ।


আমার কবিতা আবৃত্তি


115.png

ব্যর্থ প্রেম – সুনীল গঙ্গোপাধ্যায়

প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়
আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি
দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত ছড়িয়ে যায়
আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক
অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে
হেঁটে যাই
সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয় না
আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই
রিক্সাওয়ালাকে দিই সিগারেট
অন্ধ মানুষের শাদা লাঠি আমার পায়ের কাছে
খসে পড়ে
আমার দু‘হাত ভর্তি অঢেল দয়া, আমাকে কেউ
ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে
মনে হয় খুব আপন
আমি বাড়ি থেকে বেরুই নতুন কাচা
প্যান্ট শার্ট পরে
আমার সদ্য দাড়ি কামানো নরম মুখখানিকে
আমি নিজেই আদর করি
খুব গোপনে
আমি একজন পরিচ্ছন্ন মানুষ
আমার সর্বাঙ্গে কোথাও
একটুও ময়লা নেই
অহঙ্কারের প্রতিভা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার
মাথার পেছনে
আর কেউ দেখুক বা না দেখুক
আমি ঠিক টের পাই
অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিত হাস্য
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও
আঘাত না লাগে
আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।


কবিতার মূল ভাব

আমি মনে করি ব্যর্থ প্রেম কবিতায় সুনীল গঙ্গোপাধ্যায় মানুষকে আত্মনির্ভরশীল এবং একজন সংগ্রামী মানুষ হিসেবে গড়ে উঠতে চলেছে, যে মানুষ নিজেকেই ভালোবাসতে পারে না সে কখনো অন্য মানুষের ভালোবাসা পাবার যোগ্য নয়, বর্তমান সময়ে আমরা দেখে থাকি প্রেমে ব্যর্থ হলে মানুষ তাদের জীবনটাই শেষ করে দেয়, অথচ তার নিজের জীবনের মূল্য সে নিজেই দিতে জানে না অন্য একটি মানুষ কিভাবে তার মূল্য দেবে।

কবি এখানে বলেছে নিজেকে ভালবাসতে হবে, ভালো মানুষদের ভালবাসতে হবে, ভালবাসতে হবে নিঃস্বার্থভাবে, কোন কিছু পাবার আশা করা যাবে না, এ বিশ্বব্রহ্মাণ্ড যেন ত্যাগেই সুখ।

এই সার্থক পৃথিবীতে নিজের মূল্যায়ন নিজেকেই করতে হবে, নিজের সুখ-দুঃখের দায়িত্বটা নিজের কাঁধেই রাখতে হবে। ভালবাসতে হবে সৃষ্টিকর্তার সকল সৃষ্টিকে, ভালোবাসা ছড়িয়ে দিতে হবে পৃথিবীর প্রতিটি কোনায়।

এই পুরো বিশ্ব তোমাকে ফিরিয়ে দিয়েছে বলে তুমি কাউকে ফিরিয়ে দিও না, কোন এক মানুষ তোমাকে কষ্ট দিয়েছে বলে তুমি কখনো জেনে বুঝে অন্য কাউকে কষ্ট দিয়ো না। ভালোবাসা ছড়িয়ে দাও, পুরো দুনিয়ায় তোমার ভালবাসার কাঙ্গাল।





image.png



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার কবিতা আবৃত্তি আমার খুবই ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনার খুবই অসাধারণ লেগেছেন। তার সাথে মিউজিক আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিযোগিতায় আপনি কিছু না কিছু একটি হবেন। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাই আপনার শুভ কামনা করার জন্য, ভালোবাসা থেকেই কবিতাটি আবৃত্তি করেছি, কবিতা টার মধ্যে একটা বিদ্রোহ আছে আছে ভালবাসা না পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, আছে নিজেকে সমৃদ্ধি করার অনুপ্রেরণা, তাই হয়তো কবিতাটি এত সুন্দর।

চমৎকার কন্ঠে কবিতা আবৃত্তি এবং অসাধারণ একটি ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনতে-শুনতে কোথায় জানি নিজেকে হারিয়ে ফেলেছিলাম।ভাইয়া আপনি খুবই সুন্দর ভাবে সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত লেখা ব্যর্থ-প্রেম কবিতাটি আবৃত্তি করেছেন। যা শুনে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আমার পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।

কবিতা শুনে যে আপনি সম্পূর্ণভাবে হারিয়ে যাননি এতেই আমি খুশি, হারিয়ে গেলে হয়ত এত চমৎকার একটি মন্তব্য আমি মিস করে যেতাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার একটি মন্তব্য করার জন্য।

আপনার করা পুরো আবৃত্তি মন দিয়ে শুনলাম। শোনার সময় মনে হল যেন কোথায় হারিয়ে গিয়েছি। সত্যি ভাইয়া দারুন হয়েছে আপনার আবৃত্তি। বিশেষ করে রিভার্ব এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাটাচ করার কারণে শুনতে আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি মন্তব্য করার জন্য, আসলে কবিতাটি অসম্ভব রকম সুন্দর, আপনি তো অডিও সম্পর্কে বেশ ভালই ধারণা রাখেন মনে হয়, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

সুনীল গঙ্গোপাধ্যায়ের "ব্যর্থ-প্রেম" কবিতাটি আপনি খুবই সুন্দরভাবে আবৃত্তি করেছেন ভাইয়া। এই কবিতা আবৃত্তিতে আপনার গলায় বেশ গাম্ভীর্য অনুভব করলাম যার কারণে কবিতা আবৃত্তি টি শুনতে আরো বেশি ভালো লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।

আমি গম্ভীরভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছি, কারণ কবিতাটি বিরহের, কবিতাটা যেন না পাওয়া ভালোবাসার বহিরপ্রকাশ।

আপনি খুব অসাধারণ ভাবে কবিতা আবৃত্তি করেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে আপনার কবিতা আবৃত্তি। এত চমৎকার কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আজকে প্রায় অনেকেরই কবিতা শুনলাম সবাই প্রায় ভালো করেছে, সবার ভালোর খাতায় আমাকেও যুক্ত করেছেন খুব ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

দারুন!! দারুন হয়েছে আপনার আবৃত্তি। যেমন কন্ঠ তেমন উচ্চারণ। আর তেমনি আবেগের বহিঃপ্রকাশ। আমার কাছে খুবই ভালো লাগলো। আশা করি এই প্রতিযোগিতায় আপনার সফলতা আসবে।

আপনি আমার আবৃত্তির গভীরতা বুঝতে পেরেছেন, আপনাকে আমি মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ, আপনাদের মন্তব্য আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট এসব যেন আমার শক্তি, সবসময় এভাবে পাশে থাকবেন।

যাক এবার তাহলে সঠিক সময়ে পোস্ট করতে পেরেছেন।এর আগের বার আবৃত্তি করেও পোস্ট করতে পারেন নি😁।যাইহোক অনেক সুন্দর হয়েছে আপনার আবৃত্তি।শুভেচ্ছা রইলো আপনার জন্য প্রতিযোগিতায়।🖤

বলিয়েন না ভাই এর আগের বার আমার যে কি হলো, কেমন যেন একটা অস্থিরতার মধ্যে ছিলাম, সবকিছু করা ছিল তারপরও পোস্ট করতে পারেন, আপনি প্রথম হয়েছিলেন আপনার জন্য শুভকামনা, এইবার আমাকে মনে করিয়ে দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ওয়াও! খুব দারুন হয়েছে ভাই আপনার কবিতা আবৃত্তি। আপনার কন্ঠে এত সুন্দর ভাবে আবৃত্তি করেছেন যা সত্যি মুগ্ধ হওয়ার মতো। এরপর কবিতার মূলভাবটিও খুব চমৎকারভাবে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আসলে লেখকের এর কবিতা টা সুন্দর এবং সুন্দর আমাদের দাদার চিন্তাভাবনা, তাইতো এত চমৎকার চমৎকার কবিতা আমাদের মাঝে প্রতিযোগিতার ব্যবস্থা করেন, আপনি কখনো বাধা এত চমৎকার একটি মন্তব্য উপহার দেয়ার জন্য।

ভাই পুরো ফাটিয়ে দিছেন। কি ভয়েস রে বাবা! অসাধারণ ছিলো ভাই। আপনি ভালো পজিশনে থাকবেন আশা করি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনার আবৃত্তিকে আরো উঁচু পর্যায়ে নিয়ে গেছে। দোয়া রইলো আপনার জন্য ভাই।

আমি শুধু চেষ্টা করেছি মাত্র, জানিনা কি হয় তবে আমি আশাবাদী, আপনাদের ভালোবাসায় এবং দোয়া কামনা করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছেন বলতেই হবে। আপনার কণ্ঠস্বর আগে থেকেই অনেক সুন্দর আমরা জানি। আপনার আজকে কবিতা আবৃতি ও অনেক সুন্দর হয়েছে। এভাবেই এগিয়ে যাবেন অনেক দোয়া রইল।

খুব ভালো লাগলো আপনার মন্তব্যটি আমি যখন পড়লাম, ভালোবাসার অনুভূতি দিয়েই আবৃত্তি করার চেষ্টা করেছি, আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো।

বাহ বন্ধু চমৎকার আবৃত্তি করেছো। খুব ভালো লাগলো তোমার আবৃত্তিটি। ব্যাকগ্রাউন্ড এ ঠান্ডা এক মিউজিক এর সাথে ভালো মানিয়েছে। সত্যি অসাধারন লাগলো।

আমিও চেষ্টা করেছিলাম এমন কোন মিউজিক দেয়ার জন্য যেন একটি সংমিশ্রণ থাকে, আমি কিছুটা গম্ভীর ভাবে উপস্থাপন করেছি এবং মিউজিক টা দিয়েছিলেন হালকা, যাই হোক সবার ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হলাম।

সম্পূর্ণ কবিতা টি আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে আবৃত্তি করেছেন। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে ভাইয়া। আপনার ভয়েস সত্যি অসাধারণ। দাদা আমাদের মাঝে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন সেজন্য দাদাকে অনেক ধন্যবাদ। এবং আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর করে কবিতাটা আমাদের মাঝে আপনাকে করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

আসলে দাদা চমৎকার একটি কবিতা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে বলেই আমরা সকলেই চমৎকার ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে, এ কবিতাটি সত্যিই অনেক সুন্দর, এর মধ্যে কেমন যেন একটা অনুভূতি আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অসাধারণ আবৃত্তি করেছেন ভাইয়া।আপনার আবৃত্তি শুনে অভিভূত হলাম।।মনমুগ্ধকর আবৃত্তি অনেক অনেক শুভকামনা আপনার জন্য♥♥

কবি যখন কবিতার প্রশংসা করে তখন সত্যিই ভালো লাগে, আপনার কবিতা আবৃত্তি ও বেশ চমৎকার হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার মতামতের জন্য।

ভাই খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে ব্যর্থ প্রেম কবিতা আবৃত্তি করেছেন শুনে খুবই ভালো লাগলো। সত্যি আপনার কন্ঠে শুনতে পেরে অনেক ভালো লাগছে‌ । আশা করি আপনি এই প্রতিযোগিতার প্রথম সারিতে অবস্থান করবে । এত অসাধারন পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ‌‌।

আপনাদের মন্তব্য আমার কে আরো বেশি খুশি করে দিচ্ছে, প্রাইস পাবো কিনা তা জানি না, কিন্তু আপনাদের ভালোবাসা দেখে আমি সত্যিই মুগ্ধ।

আপনি মোটামুটি ভালো আবৃত্তি করেছেন। তবে আপনার অতিরিক্ত প্রশংসা করতে পারছি না এই জন্য যে আপনি খেয়াল করে দেখবেন কবিতাটি শুনলে আপনার অনেক জায়গায় শব্দ উচ্চারিত হয়নি কিংবা সঠিক যে শব্দটি লেখা হয়েছে সে শব্দটি উচ্চারিত হয়নি। একটু বাড়িয়ে কিংবা কমিয়ে আবৃত্তি করেছেন। বিষয়টি অন্য ভাবে নেবেন না প্লিজ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনার প্রতি শুভকামনা রইল।

সবাই যে প্রশংসা করবে এমনটা আশা করি না, কেউ পারফেক্ট নয় কিছু ভুল অবশ্যই থাকবে, ভুল আছে বলেই এই পৃথিবীর এত সুন্দর, সবকিছু পারফেক্ট হলে হয়তো আসল সৌন্দর্যটাই থাকত না, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য, পরবর্তীতে আপনার এই কমেন্টের কথা আমার মনে থাকবে, এবং আমি আরো সুন্দরভাবে আবৃত্তি করার চেষ্টা করব।

ওয়াও ভাইয়া আপনি অসাধারণ ভাবে কবিতাটি আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে খুবই ভালো লাগলো। আপনি যেমন সুন্দর গান গাইতে পারেন তেমনি খুব সুন্দর আবৃত্তি ও করেছেন। এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করো আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

আপনি আমার গানও শুনেছেন জেনে খুব ভালো লাগলো, আপনার এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

চমৎকার হয়েছে আপনার আবৃত্তি। কোন একটা ইনপুট ডিভাইস ব্যবহার করার কারণে ভয়েসটা একদম পরিষ্কার এসেছে। বেশ উপভোগ করেছি আপনার আবৃত্তি। ধন্যবাদ আপনাকে।

আমার কাছে খুবই নিম্ন মানের একটি মাইক্রোফোন রয়েছিল পুরনো, আমি সেটির মাধ্যমেই কম্পিউটারে আপনাদের সাথে কথা বলে থাকি, চেষ্টা করেছিলাম রাতেরবেলা আবৃত্তি করার জন্য, আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ।

আপনিও দেখি সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন ভাই। আপনার কবিতা আবৃত্তি আমার খুব ভালো লেগেছে। তাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী কনটেস্ট গুলোতে এভাবে অংশগ্রহণ করবেন।

অবশ্যই আমি চেষ্টা করব কবিতা আবৃত্তির যে কন্টাক্ট গুলো থাকবে সেগুলো অংশগ্রহণ করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য এবং আমার শুভকামনা দেয়ার জন্য।

ভালো আবৃত্তি করেছেন ভাই। ভয়েসে নয়েজ ছিল না একদম। সে জন্য আরো বেশি ভালো লাগছিল। আবেগ টাও ছিল একদম মাপা। অনেক শুভেচ্ছা রইলো। আশা করি ভালো কিছুই হবে ।

আমি চেষ্টা করেছি নির্জন রাতের বেলা কন্ঠ টা দেয়ার জন্য। কিন্তু আমাদের বাসায় একদম মেইন রোডের সাথে, তাই রাত তিনটার সময় গাড়ির হর্নের আওয়াজ থাকে। অনেক কষ্ট করেই রেকর্ড করতে হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই খুব ভালো লাগলো আপনি আমার পোস্টে মন্তব্য করেছেন।

আপনার কন্ঠ 🥰 মাশা আল্লাহ।
আবৃত্তি কখন শেষ হলো বুঝতেই পারলাম না। আপনার দারাজ কন্ঠে অসাধারণ আবৃত্তি করেছে। কবিতার মূল ও খুব সুন্দর ভাবে ব্যক্ত করেছেন। শুভ কামনা রইলো।

আলহামদুলিল্লাহ আপনার ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হলাম। চমৎকারভাবে প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

ভাই আপনার কন্ঠে গান শুনতে পেয়ে খুবই ভালো লাগে। তবে আজকে আপনি ব্যর্থ প্রেম কবিতাটি খুবই সুন্দর মায়া দিয়ে আবৃত্তি করলেন। সত্যিই আপনার কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। খুবই ভালো লেগেছে আপনার কবিতা আবৃত্তি।

ইনশাল্লাহ আগামীতে আরও গান এবং কবিতা শুনতে পারবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার মন্তব্য করার জন্য।

ও মাই গড!! পুরাই অসাধারণ ভাই। ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়াতে যেন আরও বেশি শুনতে ভালো লাগছে। আর আপনার গানের গলা বেশ সুন্দর। সেই সাথে খুব সুন্দর করে আবৃত্তি করেছেন ভাই 😍। খুবই ভালো লেগেছে

এতগুলা প্রশংসা করলেন ভাই 😝, ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা যখন পড়লাম।

আপনার জন্য শুভকামনা রইল ভাই 😍😍