সিনিয়র খালাতো বোন যখন বউ পর্ব -০১

in hive-129948 •  6 months ago 

ঠাসসসসসসসসস.........

আপুঃ তোকে না বারন করেছি
আমাকে আপু বলে ডাকবি না।

আমিঃ কিন্তু তুমি তো আমার বড়।
আপু বলব না তো কি বলবো????

আপুঃ নাম ধরে ডাকবি। আর আমাকে সবসময় তুমি করে ডাকবি,,,বুঝলি নাকি আবার দিতে হবে??

আমিঃকিন্তু..

আপুঃচুপ আর একটা কথাও বলবি না,,

আপুঃদেখি তোর জ্বর কমলো কি না। (আমার কপালে হাত দিয়ে)

আপুঃতুই শুয়ে থাক।
আমি তোর জন্য ঔষধ নিয়ে আসছি।

ও যতক্ষনে ঔষধ নিয়ে আসছে ততক্ষণে আপনাদেরকে আমার পরিচয় টা দিয়ে দিই.....

আমি রাকিব হোসেন রানা ।
সবাই রানা বলেই ডাকে,,
বাবা মায়ের একমাএ ছেলে।
আমার বাবা একজন বিজনেসম্যান
আর মা গৃহিণী,,,

আর এতক্ষন যার সাথে কথা বলছিলাম
সে হলো আমার খালাতো বোন,,,
আমার থেকে ২ বছরের বড়,,
ওর নাম ইসরাত জাহান।
অবশ্য সবাই ওকে রুহি বলেই ডাকে।
ওর বাবা হচ্ছে মেজর।

আর আমাদের বাসা থেকে রুহিদের বাসার
দুরত্ব ১০ মিনিটের,,

খালার বাসা যাচ্ছিলাম,,,

আর পথে বৃষ্টি শুরু হয়,,, আমি ছোটবেলা থেকে একটু বেশী সেনসিটিভ যার কারনে একটু ভিজলেই জ্বর চলে আসে,,,

কিন্তু রুহি এখন আমাকে কোথাও ছাড়ছে না,,,,

আপনাদের সাথে কথা বলতে বলতে রুহি ঔষুধ নিয়ে হাজির,,,,

ঔষুধ খাবার পর......

রুহিঃ কফি খাবি না চা??

আমিঃ উমম চা খাব,,,

রুহিঃ ওরে আমার চা পাগল রে (আমার নাক টেনে)

রুহি এরকম কেন আমি কিছুই বুঝতে পারি না।
এক সময় একেক রূপ,,,,

একটু আগেই রেগে ছিল আর এখন কত হাসিখুশি।
ধুর মেয়েদের বুঝাই কঠিন,,,,

কে যেন আমাকে কল করেছে।
ফোনটা হাতে নিয়ে দেখি যে আমার বেস্ট ফ্রেন্ড তানজিম কলটা করেছে।

কলটা রিসিভ করলাম,,,

তানজিমঃ ওই শালা কোথায় আছিস তুই??

আমিঃএইত খালাদের বাসায়,,,

তানজিমঃ তোর মনে নাই আজ আমাদের পাশের পাড়ার ছেলেদের সাথে cricket ম্যাচ আছে??

আমিঃওহ তাইতো....
কিন্তু আমি খেলতে যেতে পারবো না।

তানজিমঃ কেন??

আমিঃ রুহি আমাকে একা কোথাও ছাড়ছে না।

তানজিমঃ ওদের সাথে ১০ হাজার টাকা বাজি ধরেছি। তোকে আসতেই হবে।

আমিঃআসতে পারি তবে আমার ১ টা শর্ত আছে।

তানজিমঃ কি শর্ত??

আমিঃআমরা যদি জিতি তাহলে আমাকে ২ হাজার টাকা দিতে হবে।

তানজিমঃ আচ্ছা দিব নি,,, তুই আয় আগে,,

আমিঃহুম।

ওকে বলে তো দিলাম খেলব। কিন্তু রুহি তো আমাকে এখন একা ছাড়ছে না। আর ও যদি জানে আমি অসুস্থ শরীর নিয়ে ক্রিকেট খেলেছি তাহলে তো আমার খবর করে ছেড়ে দেবে!!

এখনিই সুযোগ এখান থেকে পালাবার।
পালাতে যাব ঠিক এমন সময়....

সিমিঃএই কোথায় যাচ্ছিস রে??

আমিঃ ক..ক..কই কোথাও ন..না তো ।

রুহিঃ তুই ভাল করেই জানিস আমি মিথ্যা বলা পছন্দ করি না।

আমিঃওই একটু বাথরুম যাচ্ছিলাম আরকি,,,

রুহিঃ বাথরুম টা এই দিকে (হাত দিয়ে উল্টো দিকে ইশারা করে)

আমিঃও তাইতো।

অগত্যা বাথরুমে গেলাম।
বাইরে বের হয়ে এলাম....
এরপর,,,,

রুহিঃ নে চা খা।

চা খাচ্ছি আর রুহির সাথে গল্প করছি।
এরমধ্যে তানজিম আবার কল দিয়েছে,,,,

আমিঃআপু আমাকে একটু বাইরে যেতে হবে।

রুহিঃ কি বললি তুই??

আমিঃনা মানে রুহি,,

রুহিঃ না এই শরীর নিয়ে তোর বাইরে যাওয়া চলবে না,

আমিঃকাজটা খুব ইমপরটেন্ট।

রুহিঃ তাহলে আমিও যাব তোর সাথে।

আমিঃনা না আমি একাই যেতে পারবো।

রুহি আমাকে ছাড়তেই চায়ছিল না।
কোন মতে বাইরে এলাম,,

মাঠে চলে এলাম ।

সবাই আমার জন্য অপেক্ষা করছে,,

খেলা শুরু হলো.....

ওরা ১০ ওভারে ১৩৯ রান করলো।

এবার আমাদের পালা,,

যে করেই হোক আমাদের জিততেই হবে।

ভালই খেলা হচ্ছে ওপেনিংয়ে নেমেছি এবং এখনও টিকে রয়েছি,,,

খেলা পুরো জমজমাট,,,

এখন আমাদের আর মাত্র ৪ বলে ২ রান লাগবে,,
কিন্তু এ কি হঠাৎ......

চলবে......
To be continue......

গল্পঃ 💔সিনিয়র খালাতো বোন যখন বউ 💔
পর্বঃ ০১
রাকিব

অনেকেই আবার এই গল্প দিতে বলছেন তাই দিলাম । ইনজয় ।

(পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন)

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!