একদিন শিক্ষক তাঁর ছাত্রদের প্রশ্ন করলো - বলতো যখন মানুষরা ঝগড়া করে তখন কেন তারা চিৎকার করে ? যার সাথে ঝগড়া করে সে তো পাশেই থাকে। তারপরও কেন মানুষ চিৎকার করে?
ছাত্র: ঝগড়া করার সময় চিৎকার করলে শুনতে পাবে ভালো ভাবে এজন্যই চিৎকার করে।
২য় ছাত্র: মনে হয় রাগ করলে মানুষ কম শুনতে পায় ! তাই চিৎকার করে।
৩য় ছাত্র: রাগ করলে মাথা কাজ করে না, তাই চিৎকার করে।
শিক্ষক: আসলে ব্যাপারটা এরকম না। মানুষ যখন রেগে যায়, চিৎকার করে, ঝগড়া করে, তখন তাদের মন ও হৃদয় তাদের থেকে দূরে সরে যায়। তখন এই দূরত্ব ঘোচাবার জন্য তারা গাধার মতো চিৎকার করে॥
অনুবাদ