পরিচয় পর্ব

in hive-129948 •  2 years ago 

আমার ইউজার নামঃ salmamony ,১৫/০৩/২০২৩

"আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা।

আমার পরিচিতিঃ আমি সালমা আক্তার ।আমার বয়স ২৯ বছর।আমি ২২১৪ সালে বি,বি, এ,(মান্যেজমেন্ট) শেষ করেছি। আমার বাবার নাম আব্দুল হাই সেখ।আমার মায়ের নাম কাজল বেগম। আমার জন্ম বাংলাদেশের চট্রগ্রাম শহরে ।আমার গ্রাম বাংলাদেশের বরিশাল বিভাগের পিরজপুর জিলাধিন দিঘিরজান গ্রাম।আমি প্রাইমারি ও উচ্চ বিদ্যালয় আমাদের গ্রামের দিঘিরজান সরকারি প্রাইমারি স্কুল ও দীঘিরজান উচ্চবিদ্যালয় থেকে শেষ করেছি।আমি আমার এইচ ,এস, সি, আমাদের উপজিলার কলেজ ,নাজিরপুর শহিদ জিয়া কলেজ থেকে শেষ করেছি।আমাই আমার বি, বি,এ খুলনা আজম খান কমার্স কলেজ থেকে শেষ করেছি।

আমার শখঃআমি আমার অবসর সময়ে লিখতে ভালোবাসি,রহস্যময় বই পরতে ভালোবাসি,নতুন নতুন রান্না করতে ,গান শুনতে ভালোবাসি।আর ঘুরতে আমার খুব ভালো লাগে।আমার কিছু ঘুরতে যাবার ছবি আপানাদের সাথে শেয়ার করছি।
IMG20220804174431.jpg

IMG20220804181829.jpg

IMG20221118093557.jpg

IMG20221118124913.jpg

আমার শখের মধ্যে আর একট শখ , আমি কেক বানাতে খুব পছন্দ করি।
আমি যেভাবে "আমার বাংলা ব্লগ" সম্পর্কে জানতে পেরেছিঃ যেহেতু আমি লিখতে পছন্দ করি ত্যাই একদিন গুগলে সার্চ করেছিলাম কয় একটি সাইড সম্পর্কে ,সেখানেই আমি " আমার বাংলা ব্লগ "সম্পর্কে জানতে পারি

কৃতজ্ঞতাঃ " আমার বাংলা ব্লগ "টিম এর প্রতি আমি কৃতজ্ঞ্‌,আমাকে এমন একটা প্লাটফর্মে জায়গা দেবার জন্য।এখানে আমি আমার মনের ভাব সুন্দর করে প্রকাশ করতে পারব।

আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমার বাংলা ব্লগে। এখানে আমরা সবাই বন্ধুসুলভ।আপু আপনার নামটা ভীষণ সুন্দর। আপনার সাথে পরিচিত হতে পেরে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক অনেক ধন্যবাদ।আপনাদের কে সবসময় এভাবেই পাশেপাবো বলে আশা করছি।

আমি ২২১৪ সালে বি,বি, এ,(মান্যেজমেন্ট) শেষ করেছি।

আমার বাংলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম। আপনার পরিচয় পোস্ট পড়ে পরিচয় হয়ে ভালো লাগলো। আপু উপরের সালটা মনে হয় ২০১৪ হবে। আপনার স্টিমিট জার্নি শুভ হোক এই কামনাই করি।

অসংখ ধন্যবাদ ।আর আমার ভুলের জন্য লজ্জিত।

আপনার পোস্ট সঠিক হয়নি, ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই নিয়ম ফলো করুন।
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।

আরও কিছু জানতে
জয়েন করুন আমাদের discord server এ
Discord link : ঃhttps://discord.gg/5aYe6e6nMW

নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21