আসসালামু ওয়ালাইকুম। স্টিমিট এর সকল সদস্যদের আমার তরফ থেকে সালাম / নমস্কার। আশা করি সবাই মহান আল্লহর ইচ্ছায় ভালো আছেন।
আমি সালমা মনি। আমি আপনাদের কমিউনিটির একজন নতুন সদস্য।
আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমি লেভেল ওয়ান থেক যা যা শিখতে পেরেছি ।
আমি লেভেল ওয়ান থেক যা যা শিখতে পেরেছি ।
"স্পামিং" কী? এবং যে সকল এক্টিভিটি "স্পামিং" এর আওতায় পরেঃ
আমরা এক কথায় যদি বলতে জাই তাহলে "স্পামিং" বলতে বুঝি বিরক্ত করাকে বুঝি।
"স্পামিং" করা একটা বড় অন্যায় এবং " আমার বাংলা ব্লগ " কমিউনিটিতে এই অন্যায় একেবারেই মেনে নেওয়া হয়না।
যে সকল এক্টিভিটি "স্পামিং" এর আওতায় পরেঃ
কোনো একি ঘটনা কে বার বার ঘুরিয়ে পেচিয়ে বর্ননা করা।
কাউকে ছোট করার উদ্দেশ্য করে কোনো পোস্ট করা।
কারো পোস্টে নেতিবাচক মন্তব্য করা।
বার বার মাইক্রো পোস্ট করা।
একি পোস্ট বার বার রি-পোস্ট করা।
কোন পোস্ট কে বার বার ফলোয়ারদেকে ট্যাগ করা।
ইত্যাদী।
ফটো কপি-রাইট বলতে কি বুঝিঃ
আমরা যদি নিজেদের তোলা কোনো ফোটোগ্রাফি না দিয়ে অন্য কোনো মাধ্যম থেকে ফটোগ্রাফি নিয়ে পোস্ট করি তাহলে এটা ফটোকপি-রাইট এর আওতায় পরবে। তাই আমাদের অবশ্যই কপিরাইট ফ্রি কোনো মাধ্যম থেকে ফটো নিতে হবে ।
কপি-রফাইট ফ্রি ফটো সংগ্রহ করার জন্য তিনটি ওয়েব সাইটের নামঃ
আমরা পোস্ট করার সময় যে কারনে ট্যাগ ব্যবহার করে থাকিঃ
ট্যাগ আমাদের পোস্ট কে বিশেষ ভাবে চিহ্নিত করে। পোস্ট কে বিশেষায়িতো করার জন্য ট্যাগ অতিব জরুরী। পোস্টের সাথে মিল রেখে আমাদের ট্যাগ দিতে হবে। ট্যাগ করা পোস্ট গুলা এক জায়গায় থাকে বলে সহজেই খুজে পাওয়া যায়।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে যে সকল বিষয়ের উপর আর্টিকেল লেখা যাবে নাঃ
এই কমিউনিটিতে কোনো প্রকার অন্য কে আঘাত করে বা কটুক্তি পূর্ন কোনো পোস্ট করা যাবে না।
ধর্মিয় তর্ক জনিত কোনো পোস্ট করা জাবেনা ,তবে ধর্মিয় উৎসব নিয়ে পোস্ট করা যাবে কিন্তু কোনো ধর্ম কে ছোট করে
কোনো পোস্ট বা কোনো পোস্টে কম্মেন্ট করা যাবে না।
যৌনতা নিয়ে কোনো পোস্ট করা যাবেনা।
রাজনিতি বিষয়ক কোনো পোস্ট করা যাবে না।কাউকে উদ্দেশ্য করে বা কাউকে ছোট করে কোন পোস্ট করা যাবে না। এবং
কারো কোনো পোস্টে নেতিবাচক কোনো মন্তব্য করা যাবে না।
ন্যুড ফোটোগ্রাফি বা ভিডিও অথবা আর্ট পোস্ট করা যাবেনা।
বীফ এবং পর্ক এর যে কোনো ধরনের রেসিপি ইত্যাদীপোস্ট করা যাবে না।
প্লাগারিজম বলতে যা বুঝিঃ
অন্যের কোনো পোস্ট বা লেখা যেমন; কোনো আর্টিকেল,ছরা বা কবিতা , ঘুরিয়ে -ফিরিয়ে লিখে নিজের বলে দাবি করাকে "প্লাগারিজম " বলে। যদি আমার কোনো লেখা ভালো লেগে থাকে বা কোনো মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে সেখান থেকে জ্ঞান অর্জন করে নিজের মত করে লিখতে পারি , তবে লেখাটা ৭৫% - ৮০% মৌলক হতে হবে। যদি কোনো মাধ্যম থেকে কোনো তথ্য সংগ্রহ করা হয় তাহলে সেই সোর্স উল্লেখ করতে হবে।কোনো ছবি ব্যবহার করা হলে তা অবশ্যই "কপি রাইট ফ্রি ' হতে হবে। এবং তার সোর্স উল্লেখ করতে হবে।
রি-রাইট আর্টিকেল বলতে আমি যতটুকু ধারনা নিতে পেরেছিঃ
যদি কোনো বিষয়ের উপর আমি গুগল বা অন্য কোনো মাধ্যম থেকে জ্ঞ্যান অর্জন করে সেই বিষয়ের উপর কোনো আর্টিকেল লিখি এবং সেখানে কোনো তথ্য উপস্থাপন করি তাহলে এই আর্টিকেল কে রি-রাইট আর্টিকেল বলে।
রি-রাইটি আর্টিকেল লেখার ক্ষেত্রে যে সকল বিষয় খেয়াল রাখতে হবেঃ
যেমন;
যে তথ্য নেওয়া হবে তার সোর্স অবশ্যই উল্লেখ করতে হবে।
আর্টিকেল টি ৭৫% - ৮০% মৌলিক হতে হবে।
যেসব তথ্য উল্লেখ করা হবে তা ইনভার্টেট কমার ("") মধ্যে উল্লেখ করতে হবে।
আর্টিকেল সম্বন্ধীয় কোনো ইমেজ যদি ব্যবহার করা হয় তাহলে তা অবশ্যই "কপি-রাইট ফ্রি" হতে হবে।
ব্যাবহারিত ইমেজ গুলির কপিরাইট ফ্রি সোর্স অবশ্যই উল্লেখ করতে হবে।
প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বচ্চ কতোটি পোস্ট করতে পারবেঃ
"আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একজন এক্টিভ মেম্বার প্রতি ২৪ ঘন্টায় সর্বচ্চ তিনটি পোস্ট করতে পারবে।
একটি পোস্ট "মাইক্রো পোস্ট" বলে যখন গন্য হয়ঃ
যখন কোনো পোস্টে একটি মাত্র ছবি ও এক শত শব্দের মধ্যে হয়, তখন এটিকে মাইক্রো পোস্ট হিসেবে গন্য করা হয়।
সবাই ভালো থাকবেন এবং আমার ও আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন । আল্লাহ হাফেজ।