বৃষ্টির দিনে গ্রামের কিছু চিত্র By-@salmanabir |১০% লাজুক খ্যাঁক এর জন্য|

in hive-129948 •  2 years ago 

আচ্ছালামুয়ালাইকুম,

💦বৃষ্টির দিনের কিছু চিত্র💦

আশা করি সবাই অনেক ভালো আছেন,আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি।সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে , অনেকদিন পর ভাড়ি বর্ষা খুবিই শীতল একটি আবহাওয়া। তাই সুযোগ পেয়ে একটু বেশী ঘুমিয়ে নিলাম। তারপর ও দেখতেছি বৃষ্টি শেষ হয় না। কি আর করব বাসায়, যে ছেলে দিন হলে আর বাসায় থাকে না বন্ধু আড্ডায় বেরিয়ে পরে সে আর কিভাবেই বা ঘরে থাকবে। একটু বৃষ্টি কমাতেই বেরিয়ে পরলাম বাজারের উদ্দেশ্য। তখন দেখতে ছিলাম রাস্তা একদম পরিষ্কার গাছের পাতা একদম সবুজ। ক্যামেরা বন্ধি না করে আর পারলাম না।তাহলে চলুন বাদলা দিনের কিছু ছবি শেয়ার করি।

IMG_20220509_114336.jpg

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qcgjAMZfti1EaKaghUZBmwPBFvynsCdu6uVJD18w1VYxCzjQcTgN69T6FvJ38St76pJuZBj5hv3UQrxu2kgnzmaEJrzZ97Wu61AUrRq5XWCMjYA.png

বাজারে যাওয়ার পথে আমাদের বাড়ির সামনের রাস্তা,তখনো অল্প অল্প বৃষ্টি ছিল। এই রাস্তা দিয়ে সাধারণত কোন বড় গাড়ি চলে না। যাতায়াতের জন্য সবাই রিক্সা করে আসে যায়। তবে আমি বেশীরভাগ সময় হেটেই যাই মাত্র সাত মিনিটের পথ।সারাদিনের মধ্য এই পথ টুকই হাটা পরে তাও যদি রিক্সায় যাই তাহালে তো অলসের প্রথম সাড়িতে থাকতে হবে

IMG_20220509_113615.jpg

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qcgjAMZfti1EaKaghUZBmwPBFvynsCdu6uVJD18w1VYxCzjQcTgN69T6FvJ38St76pJuZBj5hv3UQrxu2kgnzmaEJrzZ97Wu61AUrRq5XWCMjYA.png

গ্রামের রাস্তা পাশ ছোট কিন্তু সবুজে ভরপুর,গাছের সব পাতা গুলো মনে হচ্ছে আবার শক্তি ফিরে পাইছে।আমি এমনি সবুজ প্রেমী আজকে গাছ পালার অবস্থা দেখে। আমার মনো সতেজ হয়ে গেলো প্রিয় জিনিস অথবা প্রিয় কিছু দেখতে পারলে ভালোই লাগে

IMG_20220509_113437.jpg

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qcgjAMZfti1EaKaghUZBmwPBFvynsCdu6uVJD18w1VYxCzjQcTgN69T6FvJ38St76pJuZBj5hv3UQrxu2kgnzmaEJrzZ97Wu61AUrRq5XWCMjYA.png

গুটি গুটি পায়ে হাটতে ছিলাম, আর দুই একটা ক্লিক করতে ছিলাম। কেউ দেখলে হয়ত ভেবে নিছে এই ছেলের মনে হয় মাথায় সমস্যা আছে। বৃষ্টিতে ভিজে ভিজে ছবি তুলে। যাই হোক আমার কাজ আমি আদায় করে নিছি

IMG_20220509_113656.jpg

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qcgjAMZfti1EaKaghUZBmwPBFvynsCdu6uVJD18w1VYxCzjQcTgN69T6FvJ38St76pJuZBj5hv3UQrxu2kgnzmaEJrzZ97Wu61AUrRq5XWCMjYA.png

এই পুকুর ঘীরেই ছোট বেলা কাটিয়ে দিতাম,ঘন্টার পর ঘন্টা পুকুরে ডুবাইতাম। গরমের দিনে স্কুল ছুটি হলে আমাদের বাড়ির সব পোলাপান এক হয়ে ডুবাইতাম। সে গুলো এখন শধু স্মৃতি হয়ে আছে। মাঝে মাঝে ইচ্ছা করে আবার ডুবাই কিন্তু পুকুরে নামাই হয় না।এখন অনেক অলস হয়ে গেছি সুবিধা পাইতে পাইতে

IMG_20220509_114316.jpg

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qcgjAMZfti1EaKaghUZBmwPBFvynsCdu6uVJD18w1VYxCzjQcTgN69T6FvJ38St76pJuZBj5hv3UQrxu2kgnzmaEJrzZ97Wu61AUrRq5XWCMjYA.png

তাল গাছ এই গাছের গাছের তাল গুলো খুবিই মিষ্টি, যদিও তাল রাখা হয় না কেননা রাস্তার পাশের গাছ তাল পাওয়া যায় না। তাই পানিতাল খেয়ে ফেলি এখনী খাওয়ার উপযুক্ত হয়েছে

IMG_20220509_113716.jpg

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qcgjAMZfti1EaKaghUZBmwPBFvynsCdu6uVJD18w1VYxCzjQcTgN69T6FvJ38St76pJuZBj5hv3UQrxu2kgnzmaEJrzZ97Wu61AUrRq5XWCMjYA.png

IMG_20220509_113720.jpg

মিনি ফুটবল মাঠ অথবা প্রাক্টিস মাঠ আমাদের যখন বড় টুর্নামেন্ট হত তখন আমরা এই মাঠে প্রাক্টিস করতাম।কিন্তু এখন বড় মাঠে ঘাস হয়ে আছে ছয় মাস ধরে কোন খেলাধুলা হয় না মাঠে।আমাদের পরের যে ব্যাচ গুলো মানে যারা আমাদের ছোট তারা সব সময় ফোন নিয়েই পরে থাকে।ভার্সুয়াল গেমস নিয়ে তারা বিজি আর আমরা এখন গ্রাম ছেড়ে সবাই শহরে পারি জমাইছি

ফটোগ্রাফারআবির
ডিভাইসরেডমি নোট ৫
পোস্ট ধরণফটোগ্রাফি
প্রকাশ০৯/০৫/২২

W3W

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qcgjAMZfti1EaKaghUZBmwPBFvynsCdu6uVJD18w1VYxCzjQcTgN69T6FvJ38St76pJuZBj5hv3UQrxu2kgnzmaEJrzZ97Wu61AUrRq5XWCMjYA.png

আজকে আমার শেয়ার করার মত এতটুকই ছিল, আবার দেখা হবে নতুন কোন ব্লগে। ভালো থাকুন সুস্থ্য থাকুন এই কামনা করেই বিদায় নিচ্ছি

                💞আল্লাহ হাফেজ💞 

ধন্যবাদন্তে

@salmanabir

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বৃষ্টির পরে আবহাওয়া টা সত্যিই অনেক অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন মনে হয়। আর তাই সেই সময়ের ফটোগ্রাফি গুলো অত্যন্ত চমৎকার হয়ে থাকে। বৃষ্টির দিনে গ্রামের কিছু চিত্র আপনি তুলে ধরেছেন তা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর এই ভালোলাগার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

জ্বী ভাই বৃষ্টির পর রাস্তাঘাট গাছপালা খুবই পরিষ্কার হয়ে যায় ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।

বৃষ্টি পরবর্তী সময়ে গ্রামের প্রকৃতি অসাধারণ হয়ে ওঠে। সবুজ শ্যামল পরিবেশ যেন আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে। এরকম পরিবেশ আমার খুব ভালো লাগে। তবে সবচেয়ে ঝামেলা হয় রাস্তাঘাটের যার ফলে কাদা হয়ে যায়। আপনি গ্রাম বাংলার প্রকৃতি ফটোগ্রাফির মাধ্যমে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ।

সবুজ শ্যামল পরিবেশ যেন আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে।

একদম বাস্তব বলছেন ভাই, গঠনমুলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ

সব দিকেই বৃষ্টি হচ্ছে অথচ আমাদের ঈদকে সেই রোদ।আর বৃষ্টির পর এই আবোয়াহা টা সত্যিই চমৎকার লাগে।আর সবুজ গাছপালা গুলোকে দেখে মনে হয় প্রাণ ফিরে পেয়েছে।

হুম আজকে কম বেশী সব দিকেই বৃষ্টি হইছে, ধন্যবাদ ভাই মতামত দেওয়ার জন্য

আপনি খুব সুন্দর করে বৃষ্টির দিনের গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সত্যি দেখে খুব ভালো লাগলো। আসলে ছোটকালে যখন বৃষ্টি হতো তখন খুব বৃষ্টিতে ভিজতাম বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগতো। আপনার পোস্ট দেখে শৈশবের কথা মনে পড়ে গেল। এত অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

আজকে আমিও ভাই অনেকদিন পরে ভিজলাম, আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগল ধন্যবাদ ভাই

বৃষ্টির দিনে গ্রামের অনেক সুন্দর ফটোগ্রাফি তুলেছেন ভাইয়া। আমার কাছে পুকুর ও রাস্তার ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে। বৃষ্টির দিনের আবহাওয়া গুলো সত্যিই অনেক ভালো লাগে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

রাস্তা এবং পুকুরের ছবি আপনার কাছে ভালো লাগছে জেনে খুশী হলাম। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য

ফটোগ্রাফি গুলোর মধ্যে গ্রামিণ প্রকৃতি দৃশ্য সম্পুর্ন ফুটে উঠেছে। আর একটু হাঁটাহাঁটি করা ভালো। পরে অলস হয়ে পড়বেন। যাইহোক আপনার আজকের পোস্টটি পড়ে আপনার গ্রাম সম্পর্কে কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ও শুভকামনা জানাই।

জ্বী হাটাহাটি করলে বেশ ভালোই লাগে তবে একা একা হাটতে একটু বিরক্ত লাগে🙄। ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য

বৃষ্টির পরে প্রকৃতি যেন অপরূপ সাজে সজ্জিত হয়। এই সময়ে প্রাকৃতিক সৌন্দর্য গুলো আমার কাছে খুব ভালো লাগে। বৃষ্টির দিনে গ্রামীণ সৌন্দর্যের আপনি বেশ কিছু ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে তালগাছের ফটোগ্রাফি টা অসাধারণ লাগছে আমার কাছে। ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ

প্রচন্ড গরমের মধ্যে একটু একটু বৃষ্টি হওয়াতে ভালই লাগছে। কিছুটা বৃষ্টির মধ্যে আপনার সবুজ-শ্যামল বলা ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগতেছে ‌‌। একটা কথা বলেছেন, বৃষ্টি হলে সব গাছপালাগুলো ও সতেজ হয়ে উঠে। সকল গাছপালাগুলো দেখতেও ভালো লাগে। এত সুন্দর একটা বিষয় নিয়ে পোষ্ট করার জন্য ধন্যবাদ।

বৃষ্টি শেষ হবার পরে সত্যিই গাছ গুলো অনেক ভালো লাগে । ধন্যবাদ মতামত দেওয়ার জন্য

বৃষ্টির দিনে গ্রাম যেন আরো সজীবতা ফিরে পায়। প্রকৃতি যেন তার হারানো রূপে ফিরে আসে। বৃষ্টির দিনে কাটানো সময় গুলো অনেক সুন্দর লাগে আমার যদি আপনাদের মত এত সুন্দর ভাবে কাটাতে পারি না খেলতে পারিনা। তবে আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন এবং গ্রামের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর সুন্দর বৃষ্টির দিনের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সত্যিই আপু প্রকৃতি তার হারানো রুপ ফিরে পায়,ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

বৃষ্টির দিনে গ্রামের এমন পরিবেশ সত্যিই অসাধারণ। ছোটবেলায় গ্রামের বাড়িতে বৃষ্টি নামলে ছাতা মাথায় বেরিয়ে পড়তাম। আর ঘুরে ঘুরে গ্রামের সৌন্দর্য দেখতে থাকতাম। এমন ছবি এত অল্প দেখলে মন ভরেনা। ধন্যবাদ

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

বৃষ্টির দিনে আপনি দারুন ফটোগ্রাফি করেছেন। আসলে বৃষ্টি হলে পরিবেশটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। চারিদিক সবুজ আর সবুজ।আপনি যে সবুজ প্রেমী এটা আমি অনেক আগে থেকেই জানি। সবথেকে ভালো লাগলো পুকুরপাড়ের মুহুর্ত টি সত্যিই এরকম পরিবেশ আমার সবথেকে বেশি ভালো লাগে

পুকুরপাড়ের মুহুর্ত টি তোমার কাছে ভালো লাগছে জেনে আমি আনন্দিত হলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য

আমি বৃষ্টিতে ভিজতে খুবই ভালোবাসি, এক সময় বৃষ্টিতে ভিজতাম। কিন্তু এখন বৃষ্টিতে ভিজতে অনেক ভয় পাই, যদি ঠান্ডা লেগে যায়। আপনি আপনার গ্রামের বৃষ্টিতে ভেজা কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো অনেক ভালো হয়েছে।

ভয়ের কিছুই নাই ভিজে দেখবেন ভালো লাগবে।ধন্যবাদ কাওসার ভাই

বৃষ্টিভেজা পরিবেশে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছিলেন আর সেটা আমাদের সাথে শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে তাল গাছের চিত্র টি সবচেয়ে বেশি ভালো লেগেছে।

আমার ছবি গুলো আপনার কাছে ভালো লাগছে জেনে ভালো লাগল।ধন্যবাদ সুন্দর মন্তব্য দেওয়ার জন্য

আপনাকেও স্বাগতম প্রিয় ভাইজান 💚

বৃষ্টির দিনে গ্রামের কিছু সত্যিকার একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন। আবহমান গ্রাম বাংলা চির চেনা পরিবেশ। এই খুব ভাল ফটোগ্রাফ শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ,

আপ্নাকেও অনেক অনেক ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য

যদিও তাল রাখা হয় না কেননা রাস্তার পাশের গাছ তাল পাওয়া যায় না। তাই পানিতাল খেয়ে ফেলি এখনী খাওয়ার উপযুক্ত হয়েছে।

আপনার এই কথার সাথে আমি পুরোপুরি সহমত পোষণ করছি ভাইয়া। আমার বাসার সামনে পুকুর পাড়ে একটি তাল গাছ রয়েছে। গাছের তাল পাকার আগেই দুষ্ট বাহিনীর ছেলেপেলেরা খেয়ে ফেলে। তাই আমিও এখন থেকে তালের শাঁস তৈরি হলেই খেয়ে ফেলি। যাইহোক ভাইয়া আপনার বৃষ্টির দিনে গ্রামের চিত্রগুলো খুবই সুন্দর ছিল। আপনার তোলা প্রতিটি ছবি আমার খুবই ভালো লেগেছে। বৃষ্টির দিনের সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

রাস্তার পাশে গাছ থাকলে এই সমস্যা হবেই,কি আর করার শাস হলেই বিক্রি করে দেই ধন্যবাদ মতামত দেওয়ার জন্য

বৃষ্টিতে ফুটবল খেলার কী যে মজা। ফুটবল খেলা দেখে আমারই তো খেলতে ইচ্ছা করছে। বৃষ্টির দিন আমার কাছে অনেক ভালো লাগে। বেশ দারুণ আবওহাওয়া থাকে। বৃষ্টির দিনে পিচ ঢালায় রাস্তাগুলো দেখতে বেশ ভালো লাগে। অনেক সুন্দর ছিল আপনার বৃষ্টি দিনের ফটোগ্রাফি গুলো।

ভাই বৃষ্টির দিনে ফুটবল খেলতে অনেক অনেক ভালো লাগে, এখন আর খেলাধুলায় মন বসে না তাই আর খেলা হয় না। ধন্যবাদ ভাই সুন্দর মতামত দেওয়ার জন্য

বৃষ্টির দিনে ঘরে বসে থাকতে তো বেশ ভালই লাগে। আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছেই না। আপনি বৃষ্টির দিনে গ্রাম বাংলার প্রকৃতির কিছু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি খুব ভালো লেগেছে আমার কাছে।

ধন্যবাদ তানি আপু আপনার মূল্যবান সময় নষ্ট করে মন্তব্য করার জন্য

বৃষ্টির দিনে গ্রামের দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে বৃষ্টির দিনে যখন গ্রামে ফুটবল খেলতে যাই বা দেখতে যায় তখন আমার অনেক ভালো লাগে।অনেকদিন পর বৃষ্টির দিনে গ্রামের এত সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে পেলাম।যা দেখে আমার অনেক ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বৃষ্টি দিনের এত সুন্দর সুন্দর কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

তাহলে আমার ফটোগ্রাফির মাধ্যমে আপনার মনকে ভালো লাগাইতে পারলাম,, এর মানে পোস্ট করা স্বার্থক

বৃষ্টির দিনের আসল সৌন্দর্য আপনি আপনার পোষ্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ‌‌। বৃষ্টির দিনে গ্রামের রাস্তাঘাট দিয়ে চলাচল করতে অনেক মজা লাগে এবং ঠান্ডা আবহাওয়া যা মনকে শীতল করে দেয়।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দেওয়ার জন্য।

বৃষ্টি হলে গ্রামের সবুজ প্রকৃতি যেনো আরো সবুজ হয়ে উঠে। খুব ভালো লাগে এই সবুজ প্রকৃতি আমার। খুব সুন্দর সবুজ প্রকৃতির কিছু ছবি আমাদের উপহার দিয়েছেন। শুভেচ্ছা নিয়েন ভাই।

ধন্যবাদ ভাই খুবিই সুন্দর মতামত দিছেন

বৃষ্টি এলে মনে পড়ে কষ্টের স্মৃতিগুলো। বৃষ্টিভেজা দিনটি কেন্দ্র করে খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আপনারে ফটোগ্রাফিক গুলো আমার খুবই ভালো লেগেছে। আসলে গ্রামের দৃশ্য তো বৃষ্টির পরে খুব সুন্দর হয়।

হ্যা রাইট গ্রামে সৌন্দর্য বৃদ্ধির পরেই বৃদ্ধি পায়,ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশ করার জন্য

সতেজতায় ভরপুর প্রকৃতি এবং বেশি আবেগপ্রবণ হয়ে গেলাম ফুটবল খেলে দেখে ।

আমি ও দুঃখ পেয়েছি ভাই আমি নিজেও খেলতে পারি নায়, পায়ের নখ উঠে গেছে এতে যে কি ব্যাথা😪ধন্যবাদ শুভ ভাই💝
আপনার মন্তব্য পেয়ে খুবিই আনন্দিত।

বৃষ্টির দিনে গ্রামের কিছু চিত্র দেখতে অনেক ভালো লাগলো। আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ চারিদিকে নিম নিম করে বৃষ্টি পড়ে নিস্তব্ধ পরিবেশ যেটা উপভোগ্য হয় আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই খুবিই সুন্দর মতামত দিছেন,ভালো লাগল

বৃষ্টির সময় আবহাওয়া খুব শীতল হয়ে যায় এ সময় এর আবহাওয়া । খুবই ভালো হয় চারিদিকের পরিবেশ সম্পূর্ণরূপে শীতল হয়ে যায়। কেউবা ফুটবল খেলে তাদের সময়গুলো পার করে। আপনার তাল গাছ থেকে তাল খাওয়া যে বর্ণনা দিয়েছেন সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।

ভাই বইলেন না আর তালের কথা, গাছ গুলো রাস্তার পাশে হওয়ার কারণে তাল পাওয়াই যায় না।ধন্যবাদ ভাই মতামত দেওয়ার জন্য।

বৃষ্টির পরে গ্রামের সবুজ প্রকৃতি দেখতে খুবই মনমুগ্ধকর হয় জমে থাকা ধুলো বালি দিয়ে পড়ে যায় সবুজ যেন আরও গাঢ় হয়ে যায় সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া খুবই ভাল লেগেছে ধন্যবাদ

ধন্যবাদ ভাই সুন্দর মতামত দেওয়ার জন্য

বৃষ্টির দিনে গ্রাম বাংলার চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আসলেই বৃষ্টির পরে গ্রাম বাংলার প্রকৃতি এক অন্যরকম সুন্দর যে ভরে ওঠে। আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে আমার মনে পড়ে গেল আমিও বৃষ্টির দিনে কত ফুটবল খেলতাম।

আসলে আমারো অনেক ভালো লাগছে আর সেই ভালো লাগা থেকেই ছবি গুলো ক্যাপচার করছি।ধন্যবাদ মতামত দেওয়ার জন্য।

বৃষ্টির দিনে আপনি অনেক চমৎকার ভাবে গ্রামের কিছু চিত্র ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। বৃষ্টির দিনে গ্রামে থাকার মজাই আলাদা প্রতিনিয়ত ফুটবল খেলা যায়। আপনার এই পোষ্টের মাধ্যমে ফুটবল খেলার চিত্রটি দেখে ফুটবল খেলা কে খুব মিস করছি। শেয়ার করার জন্য ধন্যবাদ

গ্রামের সবুজ চিত্র আসলেই অনেক ভালো হয়।আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

বৃষ্টির দিন আমার কাছে খুবই ভালো লাগে। আমরাও আজকে বন্ধুদের সাথে বৃষ্টির ভিতর বাইক নিয়ে ঘুরাঘুরি করেছি।। মুহূর্তটা খুব সুন্দর ছিল।। বৃষ্টিবিঘ্নিত সময়ের ফটোগ্রাফি সাধারণভাবে করেছেন। দেখতে আমার কাছে বেশ ভালো লাগলো ।শুভকামনা রইল আপনার জন্য।।

বৃষ্টির দিনে ঘুরতে বেশ ভালোই লাগে, ধন্যবাদ ভাই মতামত দেওয়ার জন্য।

বৃষ্টির পরে প্রকৃতি তা সত্যিই অনেক প্রাণোচ্ছল এবং সতেজ লাগে। গাছের পাতাগুলো সবুজ থেকে যেন আরো সবুজ এবং ঝকঝকে হয়ে ওঠে। এছাড়াও বৃষ্টির দিনের গ্রামের আবহাওয়া এবং প্রকৃতি সত্যিই দেখতে অনেক মনমুগ্ধকর লাগে। বিশেষ করে ভিজে রাস্তা, ডুবন্ত পুকুর এবং ভেজা গাছপালা সবকিছুই প্রকৃতিকে এক অপরূপ সাজসজ্জা দান করে। সত্যি অনেক মনমুগ্ধকর পরিবেশ। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

সবুজ থেকে যেন আরো সবুজ

জ্বী ভাই অনেক অনেক ভালো লাগে,গ্রামের সৌন্দর্য দেখতে হলে বৃষ্টির দিন বেটার