আচ্ছালামুয়ালাইকুম, আশা করি আমার বন্ধুগন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।আজকে আমি কোন ফটোগ্রাফি অথবা ট্রাভেলিং পোস্ট করব না। আজকে লিখব জীবন নিয়ে কিছু কথা।
জীবন মানেই সংগ্রাম
যখন আমরা ছোট ছিলাম তখনকার জীবন অনেক আনন্দের ছিল।ছিল না কোন টেনশন ছিল না কোন কোলাহল সব কিছু খুব সহজে পেয়ে যেতাম। মাধ্যমিকে যখন উঠলাম তখন বন্ধু সংখ্যা বেড়ে গেল তখন শুরু হতো আড্ডা। বেটে বলে মাধ্যমিক জীবন পার করে দিলাম। মাধ্যমিক শেষ করে কলেজে উঠি আমরা প্রেমে পরি অনেকে মাধ্যমিক থেকেই প্রেমে পরে।তাকে নিয়ে ভাবতে ভাবতে এবং রোমান্টিক কবিতা লিখতে কলেজ জীবন শেষ হয়ে যায়। দুই বছরে অনেক পরিবর্তন করে দেয় লাইফকে কেউ কেউ লেখাপড়া থেকে ড্রপ আউট হয়ে যায়। কলেজ জীবন শেষে চলে আসে গোল্ডেন লাইফ মানে ভার্সিটি লাইফ।যারা দুরে থেকে লেখাপড়া জরে তাদের জন্য গোল্ডেন লাইফ কেননা তাদের মতো করে চলতে পারে।
নিজের মতো করে চলা আর বাবার টাকা খরচ করা কতো যে বিন্দাস লাইফ। এভাবে চলে থাকে এক বছর, যখন দ্বীতিয় বর্ষে উঠে তখন একটু চিন্তা আসে যে নিজে কিছু উপার্জন করতে পারি না।তখন দু একটি টিউশনি হয় যায় এই নিয়ে ব্যস্ত হয় যায় তাও সবাই না চল্লিশ শতাংশ বলা যেতে পারে। তৃতীয় বর্ষ এভাবেই কেটে যায়। ফাইনাল ইয়ার যখন আসে তখন চিন্তা হয় টিউশনি তো আর কিছুদিন পর শেষ হয়ে যাবে তখন মাথায় চিন্তা চলে আসে।ফাইনাল ইয়ারের পরিক্ষা শেষ কিছুদিন বাসায় রেস্ট নেওয়া যায়। এক মাস বাসায় রিলাক্স করা যায় এরপর অটোমেটিক টেনশন চলে আসে।কি করব কিভাবে জব পাবো কোথায় পাবো জব কে দিবে আমাকে চাকরী,কে দিবে আমাকে রেফারেন্স। এই হতাশা শুরু হয়ে যায়।
বেকার বসে থাকতেও ইচ্ছা করে না লেখাপড়া করে যদি বাসায় বসে থাকি এই সকল হতাশা নিয়ে বাসা থেকে চাকরীর সন্ধ্যানে বের হয়ে যাই। ঢাকার শহরে এসে পারি জমাই।এই কোম্পানী সে কোম্পানী ঘুরে বেরাই । অভিজ্ঞতা ছাড়া চাকিরী খুবিই টাফ। যাই হোক কোন রকম একটি চাকরী হয়ে যায় ।বেতন ধরে দশ থেকে বারো হাজার এই দিয়ে ঢাকার শহর বুঝতে পারছেন ব্যাপারটা কেমন।এবার মেচ খুজাখুজি , মেচ খুক সহজেই পাওয়া যায়। কোন রকম ফ্লরে বিছানা দিয়ে থাকতে হয় তাও ভাড়া দুই হাজার পাচশ সর্বনিম্ন। অফিস শুরু হয় সকাল আটটায় শেষ হওয়ার কোন টাইম নাই । জীবনের সংগ্রাম শুরু হয়ে যায় কতো কিছু যে ত্যাগ করতে হয়।অফিস শেষ করে বাসায় আসতে আসতে রাত আটটা বেজে যায়, যদি বাসায় না থাকে বুয়া।তাহলে কেমন হয় বলুন তো একবার চিন্তা করুন ভাই। মানুষের জীবনে এতো সংগ্রাম করতে হয়। একটা মানুষ সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসে। কই একটু রেস্ট নিবে তা না করে রান্না করতে বসে যায়। এতো কষ্ট করতে হয় মাত্র বারো হাজার টাকার জন্য। এর নামই জীবন এভাবেই চলে আমার দেশের চল্লিশ শতাংশ মানুষের জীবন।আসলে বারো হাজার টাকার জন্য এতো কষ্ট করি না, করি নিজেকে বাচিয়ে রাখতে।জীবন খুবিই ছোট তাই বলে অলসতা না করে সংগ্রাম করে বাচতে শিখতে হবে।আরো অনেক লেখার ছিল বাকিটা লিখলে নেগেটিভ চিন্তা করে ফেলবে নতুন চাকরিজীবীরা।
সর্বশেষ কথা এটাই কষ্ট করলে সফল হবেন যে কাজেই কষ্ট করেন না উন্নতি একদিন হবেই।এই আশা নিয়েই কাজ শুরু করুন এবং লেগে থাকুন ভালো স্থানে নিয়ে যাওয়ার মালিক আল্লাহ।
আজকে ব্লগটি এখানেই শেষ করলাম।আবার দেখা হবে কথা হবে গল্প হবে নতুন কোন ব্লগে,আপনার সু স্বাস্থ্য কামনা করেই আজকের এখানেই শেষ করছি।
আল্লাহ হাফেজ
আসলেই পুরো আপনার জীবনের কাহিনী টা পড়ে খুবই খারাপ লাগছে। আসলেই বেশিরভাগ পরিবারের মানুষগুলো তো এভাবেই সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। নিম্নমধ্যবিত্ত পরিবারের লোক নিজেকে টিকিয়ে রাখার জন্য কতটা কষ্ট সহ্য করতে হয়। মাত্র ১২ হাজার টাকা বেতনের জন্য কতই না কষ্ট করতে হচ্ছে আপনাকে। দোয়া করি আপনার ইনকামের পথ আরো প্রশস্ত হোক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই জীবন মানেই কষ্ট জীবন জীবন মানেই বেদনা। অনেক কষ্ট সাধনা করব তারপর জীবনকে উৎসর্গ করে সামনে এগিয়ে নিতে হয়। ভাই এভাবেই সংগ্রাম করে জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আপনি খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি।এবং আপনার জন্য বেশি বেশি দোয়া রইলো যেন সামনের সময় গুলো আপনার ভালো কাটে। শুভকামনা রইল আপনার জন্য দোয়া রইলো ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি মনে করি,পৃথিবীর সবচেয়ে মূল্য হিন জিনিসের নাম বেকার। বেকার বসে সমাজের একটি অভিশাপ। কোন মানুষ বেকার অবস্থায় বসে থাকতে চায় না কিন্তু তার অবস্থান বসিয়ে রাখে। আর এই অবস্থার জন্য ডিপ্রেশনের ভুগতে হয় ব্যক্তিকে। কথা শুনতে হয় অন্য জনের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে অভিজ্ঞতা ছাড়া বর্তমান সময়ে চাকরি পাওয়াটা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ।আসলে পড়াশোনা করব নাকি অভিজ্ঞতা জোগাড় করবো এটাই তা চিন্তা করে পায় না। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit