শুভ সকাল প্রিয় বন্ধুগন,শীতের এই সকালে সবাইলকে সালাম।আশা করি আপনারা সবাই ভালো আছেন।বাহিরে প্রচন্ড শীত বের হয়েছিলাম একটু কাজে কিন্তু শীতের জন্য হাটতে পারতেছিলাম না।তাই আবার বাসায় চলে আসছি।
আমার ইউজার নাম @salmanabir, আমার ডাক নাম আবির সবার কাছে আবির নামেই পরিচিত।
নিজ জেলায় ঘুরতে আসছিলাম, আমার জেলা বরগুনা। আপনারা হয়ত জানেন যে বরগুনা জেলায় অনেক মাছ ধরা পরে আসলে এটাই বাস্তব। আমাদের জেলায় অনেক জেলে ভাইয়েরা আছে যাদের পেশা জেলে।দক্ষিন অঞ্চলের বড় মৎস পাইকারি বাজার আমাদের জেলায়। এখান থেকে সব থেকে বেশী মাছ চলে যায় চট্টগ্রাম এবং নোয়াখালীতে
চলুন কিছু চিত্র দেখাই
ফিশিং বোর্ড, প্রতিটা বোর্ডে ১৫/২০ জন জেলে ভাই থাকে। প্রতি মাসে এরা দুইবার,তিনবার তীরে আসে মাছ নিয়ে। তবে তারা এক মাসের বাজার নিয়েই সাগরে যায়।যখন মাছ ধরা চাহিদা মতো হয়ে যায় তখন ফিরে আসে। এক একটি নৌকার বানাতে খরচ হয় আনুমানিক ৬০ লাখ টাকা।
মাছের পল্টন, সাগার থেকে যতো মাছ ধরে নিয়ে আসা হয় সব এখানে জমায়েত হয়।এখন থেকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় ।এখানে হাট বসে একদম সকালে।বড় বড় পাইকারী ব্যবসায়ী এখানে আসে মাছ কিনতে।
মাছের সমারাহ যে মাছ গুলো দেখতে পারছেন ইলিশ মাছ।সাগর থেকে যখন বোর্ড আসে এভাবে মেঝেতে রেখে বিক্রি হয়।এখানে বিশেষ করে পাইকারীতে কেনা বেচা হয় লর্ড মুলে কিনে নিয়ে যায় পাইকারর।
মাছের বক্স,হাজার হাজার বক্স এভাবে পরে থাকে বিকালেই এই বক্স দেখা যায় সকালে এই জায়গা শুন্য হয়ে যায়।কেননা সকালে সবাই মাছ কিনে নেয়।আবার এই বক্সে করেই রপ্তানি করা হয় বিদেশেও।দূর পাল্লায় যারা মাছ নেয় এই বক্সে করে তাদের বক্সের মধ্য আগে বরফ দিতে হয়।
নদীর পারে, এখানেই এসে ভিরে সকল বোর্ড গুলো।
সাগর থেকে এসে এভাবেই জমায়েত হয় মাছ বিক্রি শেষে আবার চলে যায়।তবে কিনারে যখন আসে দুই থেকে চার দিন এভাবে থাকে।
সব গুলো ছবি যেহেতু একটা ফোন থেকে তোলা তাই লোকেশন আলাদা ভাবে না দিয়ে এক সাথেই দিলাম
ডিভাইস নামঃmi redmi note5
লোকেশনঃবরগুনা জেলা
অসম্ভব সুন্দর দিনটি কাটিয়েছেন ভাই ।
আর সকালবেলা মাছের খেলা দেখার মজাটাই আলাদা সেটা আপনি অনুভব করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী ভাইয়া মাছ বাজারে গেলে যদি মাছের খেলা দেখা নায় যায় তাহলে বৃথা।আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি জায়গায় আপনি ভ্রমণ করেছেন।আপনারা ভ্রমণটি দেখে আমারও ভ্রমণ করতে ইচ্ছা জাগল। আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আপনার জন্য শুভেচ্ছা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@rayhna111 ইনশাআল্লাহ একদিন চলে আসেন, দুই ভাই মিলে আরো ঘুরব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজ জেলা অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন। এছাড়াও বিভিন্ন স্থানের বর্ণনা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@samin1 সুন্দর মতামতের জন্য আপানকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit