আমার নতুন ব্লগে আপনাকে স্বাগতম
আচ্ছালামুয়ালাইকুম প্রিয় বন্ধুগন,আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আমি বরিশালের ছেলে বেড়ে ওঠা বরিশালে এখনো থাকি বরিশালে, রেল লাইনে কখনো আসা হয় না এবং বেশ ভালো করে দেখাও হয় নায়।বিশেষ করে কখনো রেল লাইনে হেটে দেখি নায়। খুলনাতে অবস্থান করছিলাম ৪ দিন অনেক জায়গা ঘুরে দেখলাম সেই সাথে রেল লাইনেও হেটে দেখালাম। যদিও আমার কাছে খুবই ভালো লাগছে কারণ আমি নতুন।হয়ত যারা প্রতিদিন ট্রেন দেখেন অথবা রেললাইনে হাটেন তাদের কাছে আমার গল্পটা বেশী ভালো লাগবে না।
খুলনা শহর মোটামুটি ঘুরে দেখলাম বাকি ছিল রেললাইন দেখা,গতকাল বিকালে বন্ধুদের সাথে বের হলাম হাটতে হাটতে।রেল লাইন ধরে অনেক পথ হাটলাম।তবে রেল লাইনে হাটা খুবই সহজ না
আমার কাছে মনে হয় স্বাভাবিক এর থেকে একটু কষ্ট বেশী লাগে একটা ট্রেন আসবে এটা দেখার অপেক্ষায় অনেক পথ হাটার পর একটু দাড়ালাম বলা যেতে পারে একটু বিশ্রাম।
দৌলতপুর ট্রেন স্টেশন, আমরা হাটা শুরু করছিলাম ফুলবাড়িগেট থেকে দুই কিলো পথ হাটার পর আমরা স্টেশনে পৌছাই। তবে আমার হাটার শখ মিটে গেছে। দুই কিলো পথ হাটা খুবই কষ্টকর ছিল। অনেক বছর পর এভাবে এত বড় পথ হাটলাম।
রেলপথ একদম সরু আমি দুই কিলো হাটায় কোন মোড় দেখি নায় একদম সোজা লাইনগুলো।যদিও মোড় থাকে ৩০/৪০ ডিগ্রি এংগেলে।আমাদের বাস চলাচলের জন্য সে সড়ক পথ আছে তাতে দেখা যায় ১৮০ ডিগ্রি এংগেলে মোড়
অনেক পথ হাটার পর কয়েকটি বড়ই গাছ দেখা গেলো এবং ছোট ছোট বাসা বাড়ি। তবে বড়ই গাছ গুলো দেখে আমার বন্ধুরা লোভ সামলাতে পারল না।তারা হাত দিয়ে বড়ই পারতে শুরু করল গাছ নিচু থাকার কারণে হাত দিয়েই বড়ই পারতে সক্ষম
এই বিষয়টি নিয়ে বেশ ধারণা নাই তারপর ও যতোটুক জানলাম যে এখান থেকে ট্রেন লাইন পরিবর্তন করে,এক লেন থেকে অন্য লেনে চলে যায়
সিগনাল লাইট গতি কমানোর জন্য এটি দেওয়া হয়ে থাকে এবং সামনে একটি স্টেশন আছে এই সিগনাল দিয়ে বুজিয়ে দেয়
আপনি সফল এবং ভালো কিছু পাওয়ার জন্য ধৈর্য্য ধরতে হয় ইচ্ছা ছিল ট্রেন দেখব রেল লাইনে আসছি ট্রেন যদি না দেখে যাই তাহলে দেখার শখ থেকেই যাবে। অনেক সময় পর ট্রেন আসল ক্লিক্ন করতে আর ভুল্লাম না।
আমরা পাচজন সুন্দর একটি বিকেল উপভোগ করলাম,অনেক কথা অনেক আড্ডা দিয়েই সন্ধ্যা বাজিয়ে দিলাম
প্রতিটাদিন যদি এমন আনন্দময় কাটত তাহলে দুঃখ কি তা বুজতাম না। খুলনাতে ৪ দিন কাটিয়ে দিলাম মনেই হলো না কখন দিন আর কখন রাত আসল। আনন্দে থাকলে সময় তারাতারি চলে যায় সব মিলিয়ে ভালো সময় পার করে আজকে নিজের শহরে যাচ্ছি।
আমার ব্লগটি এখানেই শেষ করলাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন
ফটোগ্রাফার | @salmanabir |
---|---|
ডিভাইস নাম | শাওমি রেডমি নোট৫ |
স্থান | লিংক] |
সত্যিই রেললাইনে আড্ডা দেওয়া টা দারুন ছিল। আমারও রেললাইনের চারপাশে হাঁটতে খুবই ভালো লাগে। ছোট ছোট ঘর গুলোর চারপাশের বড়ই গাছ গুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল। গাছের মধ্যে প্রচুর বড়ই ভরা ছিল। যে কারোর এরকম বড়ই দেখলে লোভ সামলাতে আর পারবে না। সেজন্য আপনার বন্ধুরা গাছ থেকে বড় কিছুটা পেড়ে খেয়ে নিল। আসলে আমার খুব লোভ হচ্ছে বড়ই গুলো দেখেন। আপনার আড্ডা দেওয়ার লেখাগুলো সত্যি খুব সুন্দর ভাবে লিখেছিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু বড়ই গুলো অনেক মিষ্টি ছিল , আপনি আমার ব্লগটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।ভালোবাসা রইল প্রিয় আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাড়িও বরিশাল ভাই। তাই রেললাইন তেমন একটা দেখা হয়নি। কিন্তু আপনার পোস্টের মাধ্যমে কিছু ফটোগ্রাফি দেখলাম খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।বরিশালে আসলে অবশ্যই বেড়িয়ে যাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুলনা শহরটি আমার অনেক প্রিয়। আমি বেশ কয়েক বছর এখানে কাটিয়েছি। ভালো লাগলো আপনার পোষ্টটি পড়ে। শুভকামনা আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মতামত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit